নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেলওয়ার সুম্মান

সুরমাপুত্র

সে সুরমা পাড়ের ছেলে

সুরমাপুত্র › বিস্তারিত পোস্টঃ

আমাদের হিপক্রিসি: প্রবীর সিকদার কিংবা শওকত মাহমুদেই পরিমাপ করা যায়

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

প্রবীর সিকদার একজন সাংবাদিক। তিনি সরকারের প্রভাবশালীদের রোষানলে পরে গ্রেফতার হয়েছেন, রিমান্ডে নির্যাতন করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। নিঃশর্ত মুক্তি চেয়েছি। তিনি একজন নির্ভেজাল আওয়ামীপন্থী। তার লিখিত একটি বইয়ের নাম " হাসিনা আমার বোন " তিনি হাসিনা ও আওয়ামীলীগ এই দুয়ের ছায়া প্রচ্ছায়ায় বেঁচে থাকতে চেয়েছেন। বেঁচে আছেন। দীর্ঘজীবি হবেন এটাও প্রার্থনা করি। আমি খুবই অবাক হয়েছি যুক্তরাজ্যে জামায়াতে ইসলামীর প্রধান মুখপাত্রও এই প্রবীর সিকদারের গ্রেফতার-রিমান্ডের নিন্দা করেছেন দেখে। ভালো লেগেছে জামায়াত-বিএনপি এমনকি বাংলাদেশের দূষিত সাংবাদিকতা ও রাজনীতি বিমুখ মানুষেরাও প্রবীর সিকদারের গ্রেফতারে সোচ্চার ছিলেন বলে।



প্রবীর সিকদার কোলাহল চলা অবস্থায় বাংলাদেশে আরেক সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার করা হলো। তিনি সাংবাদিক নেতা, সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। তার বিরোদ্ধে আনীত অভিযোগ প্রবীর শিকদারের মতোই হাস্যকর ও উদ্দেশ্য প্রনোদিত। এখানেই শেষ নয়, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৮০দিনের রিমান্ড চেয়ে বসলো। আমি ভাবলাম দাউদ ইব্রাহিম গ্রেফতার হলেও বোধহয় ভারত পুলিশ ৮০ দিনের রিমান্ড চাইবে না। বিস্ময়ে ভাবলাম কত বড় সন্ত্রাসী শওকত মাহমুদ!! আরো বেশী বিস্মিত হলাম নিউজফিডে শওকত মাহমুদকে নিয়ে কোন পোস্ট কমেন্ট না দেখে। শওকত মাহমুদ একজন নির্ভেজাল বিএনপি পন্থী। তিনি খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি তারেক রহমানের ভালো গুন নিয়ে ফিচার করেন। তিনি জিয়াউর রহমানকে নিয়ে লিখেন। তবে তিনি "তারেক আমার ভাই" নামে কোন বই লিখেন নি।

একজন হাসিনাপন্থী সাংবাদিকের জন্য আমরা সরকারের অন্যায় আচরনে যেভাবে সোচ্চার হয়েছি, একজন খালেদাপন্থি সাংবাদিকের জন্য আমরা কি ততটা সোচ্চার হয়েছি? না। এর কারন আমাদের মানবিক দৈন্যতা। এর কারন আমাদের একচোখা নীতি।

এসমাজে কিছু মানুষ আছেন যারা মুজিব হত্যাকে বাহবা দেন আর জিয়া হত্যায় মর্সিয়া করেন
আরো কিছু মানুষ যারা জিয়া হত্যাকে বাহবা দেন আর মুজিব হত্যায় মর্সিয়া করেন

একদল রবীন্দ্রনাথকে পূজা করে বলেন নজরুল তো নস্যি
আরেকদল নজরুলকে পূজা করে বলেন রবীন্দ্রনাথ তো কচু পাতা

আমরা কত বড় হিপোক্রিট জাতি, হিপক্রিসির মাত্রায় আমাদের সমান উচ্চতায় উঠা সম্ভবত আর কোন জাতি-দেশের দ্বারা সম্ভব হবেনা।

মন্তব্য ৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬

হিন্‌দোল শাহ বলেছেন:

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০

সুরমাপুত্র বলেছেন: ধন্যবাদ শাহ সাহেব।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮

তাতাত বলেছেন: পুরোপুরি সহমত আপনার সাথে....।

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১

সুরমাপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ তাতাত ভাই।

৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৫৫

চলন বিল বলেছেন: আপনি তো ভাই অনেক ভালো লিকেন
প্লিজ লেখাটা চালিয়ে যান

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

সুরমাপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

রাতুলবিডি৪ বলেছেন: একজন হাসিনাপন্থী সাংবাদিকের জন্য আমরা সরকারের অন্যায় আচরনে যেভাবে সোচ্চার হয়েছি, একজন খালেদাপন্থি সাংবাদিকের জন্য আমরা কি ততটা সোচ্চার হয়েছি? না। এর কারন আমাদের মানবিক দৈন্যতা। এর কারন আমাদের একচোখা নীতি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

সুরমাপুত্র বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.