নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেলওয়ার সুম্মান

সুরমাপুত্র

সে সুরমা পাড়ের ছেলে

সুরমাপুত্র › বিস্তারিত পোস্টঃ

হোয়াট গউজ আ্যরাউন্ড কামস আ্যরাউন্ড, স্যার অথবা ষাড়

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৫

স্যার এই তো মাত্র কিছুদিন পূর্বে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনার প্রিয় ছাত্র সংগঠন ছাত্রলীগের ছেলেরা পিটালো। মনে পরে আহত শিক্ষকদের ছবিতে সংবাদপত্র সয়লাব ছিলো। ধিক্কার জানিয়েছিলো বাংলাদেশ। কিন্তু আপনার কলমটি নাকি তখন খুঁজে পাচ্ছিলেন না।

আপনি স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রথম টেরোরিস্ট আনোয়ার হোসেন, যিনি তৎকালীন স্বরাস্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর বাসায় গুলি করেছিলেন বলে অভিযুক্ত, তার পক্ষে অবস্থান নিয়েছিলেন জাহাংগীর নগরের শিক্ষকদের ন্যায্য দাবীকে পদদলিত করে।

আজ আপনি বলেছেন আপনার গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করে, এটা হয়তো আরো অনেক আগেই করা উচিত ছিলো। কিন্তু আপনি তা করবেন না। কারন কি জানেন, এই পৃথিবীতে কাপুরুষ, কপট আর শটেরাই এমন ছলনা করে।

আর ছাত্রলীগ, কি বলবো আপনাদের কথা, শিক্ষক পিটানো, শিক্ষা প্রতিষ্ঠান জ্বালানো, মানুষ হত্যা, সংখ্যালঘু হত্যা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, টেন্ডার বাজী, চাঁদাবাজী কোন অভিযোগটি নেই আপনাদের বিরুদ্ধে... প্রিয় বন্ধু ও ভাইয়েরা যারা ছাত্রলীগ করেন আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন, সন্ত্রাসী সংগঠন হতে আর কি কি করা লাগে? নিজের চেহারা কি আয়নায় আপনারা নিয়মিত দেখেন??

#আমরা করবো জয় #ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ হোক


মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:১৮

চলন বিল বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন

৩১ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:১২

সুরমাপুত্র বলেছেন: ধন্যবাদ চলন বিল ভাই।

২| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


ক্যাডার শিক্ষকদের শিক্ষাংগন থেকে বিতাড়ন শুরু হোক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

সুরমাপুত্র বলেছেন: একটা মনে পড়লো ভাই। এই শাহজালাল ইউনিভার্সিটিতে একসময় কোন ছাত্র রাজনীতি ছিলোনা, নিষিদ্ধ ছিলো সব ধরনের রাজনীতি। কিন্তু ২০০০ সাল থেকে নামকরন নিয়ে এই জাফর সাহবের গোয়ার্তুমির কারনে বিশ্ববিড্যালয়ে যে অরাজকতা ও হাফর রেজিমের দাপট ও আধিপট্য শুরু হয়েছিলো তারপর থেকে আজো অবধি এই বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার সাথে রয়েছে তার হাত। কখনো সামনে থেকে কখনো পিছনে থেকে কলকাটি নাড়েন।

এই সব শিক্ষকরা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

আপনার মন্তব্যের সাথে সম্পূর্ন একমত।

৩| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২

আবু দারদা সেলিম বলেছেন: লেখাটি খুভ ভালো লাগলো...। অসাধারন....

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

সুরমাপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকে।

৪| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫

মামু১৩ বলেছেন: "ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ হোক"---শফি হুজুরদের 'দ্বীনি' রাজনীতি কায়েম হউক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

সুরমাপুত্র বলেছেন: দ্বীনি রাজনীতি ও ছাত্র-শিক্ষক রাজনীতি দুই বিষ। ধরন, গতিপথ এবং প্রকৃতিও আলাদা। আপনি বেআক্কেলের মতো কেন যে একটাকে আরেকটার পরিপূরক হিসেবে দেখাতে চাচ্ছেন বোধগম্য নয়।

বিষয়টা খোলাসা করলে আলোচনার দ্বার খুলবে। ধন্যবাদ।

৫| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬

শখের সাইকেল বলেছেন: ঠিক যেন মনের কথাগুলো আপনি লিখেছেন। দারুন

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

সুরমাপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকুন

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

মামু১৩ বলেছেন: "আপনি বেআক্কেলের মতো কেন যে একটাকে আরেকটার পরিপূরক হিসেবে দেখাতে চাচ্ছেন বোধগম্য নয়।"--বুঝতে না চাইলে কিভাবে বুঝবেন? সঠিক ছাত্র ও শিক্ষক রাজনীতির ফলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বলতে পারেন, ছাত্র ও শিক্ষক রাজনীতি সঠক পথে চালিত হউক। বন্ধ হউক বলতে পারেন না। বন্ধ হলে রাজাকার-হেফাজতরা টুটি চেপে ধরবে।

১১ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৫

সুরমাপুত্র বলেছেন: রাজাকার - হেফাজত রা কারা?? ওরা কেন টুটি চেপে ধরবে? চট করেই একটা জাজমেন্ট দিয়ে দিলে তো হবে না??
চিন্তা-ভাবনাকে বায়াস মুক্ত রাখলে ভালো।

ছাত্র ও শিক্ষক রাজনীতির যে রূপ দেখছেন আজকে সেটা থেকে মুক্তির জন্য এই কলুষিত রাজনীতি চর্চা বন্ধ করতে হবে। রাজনীতি করে শিক্ষকরা মন্ত্রী হলে গবেষনা করবে কে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.