নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

দু:ক্ষ - এক নিষ্ঠ প্রেমিক আমার

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৭

দু:ক্ষ কখন চাইনি তোমায়।
তবু বার বার ফিরে এসেছো
আমার কাছে। ভালোবাসিনি তোমায়
তবু, ফিরে ফিরে এসেছো।
চেনা বৃস্টি হয়ে ঝরেছো
আমার আখিতটে। সে নদী
বয়ে গেছে অন্তসলিলা হয়ে।
কেউ শোনেনি সেই আহত বর্ষার
নূপূর। একমাত্র তুমি সাক্ষ্মী তার।
আর আমি? বার বার ছুটে গিয়েছি
সুখ পানে। সুখ ভেসে গেছে সমুদ্রস্রোতে
আমি বসে থেকেছি একা শ্রীহীন ভগ্ন
সমুদ্রতটে। সুখস্মৃতি ছিন্ন করেছে
রাতের নিস্তব্ধ বাসর। বর্ষানদী
আবার ভিজিয়েছে আমার আখিতট,
কেউ দেখেনি তাকে। শুধু তুমি ছিলে
সাথে। কখন ভালোবাসিনি তোমায়
তবু, তাই দু:ক্ষ - তুমিই
একনিষ্ঠ প্রেমিক আমার।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটি অদ্ভুতভাবে সত্য। দুঃখ না চাইতেও ফিতে আসে। তবে প্রেমিক হিসেবে নিয়ে ভালো করেছেন। দুঃখ পেলেও সুখানুভব হবে।

২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: কবিতা হয়েছে কিনা জানিনা । ধন্যবাদ আপনাকে রাজপুত্র লেখাটা পড়ার জন্য।

৩| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোবাইল থেকে পোস্টটা দিয়েছেন তাই না? বেশ কিছু টাইপো আছে। রিদিমিক অ্যাপ্সটাতে কিন্তু ডিটেইলস দেওয়া আছে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮

জেন রসি বলেছেন: দুঃখ সব নিপাত যাক :)

৫| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০১

নওরিন হোসেন বলেছেন: ভালো লাগলো ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: হা রাজপুত্র। মোবাইল থেকে করেছি। শিখতে চেস্টা করছি।

৭| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১

নীলপরি বলেছেন: ধন্যবাদ জেন রেসি লেখাটা পড়ার জন্য।

৮| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম নাওরিন হোসেন।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: পরীদেরকে আমি অনেক ভালোবাসি। নীলপরী আমার অনেক পছন্দ!!!!!!:)

১০| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: তাই । আর আমার কবিতা ? ধন্যবাদ । :)

১১| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৮

নিমা বলেছেন: অনেক সুন্দর

১২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ নিমা ।

১৩| ১২ ই জুন, ২০১৫ সকাল ৭:১৬

প্রতিবাদি কন্ঠ বলেছেন: Kobitakhana pore valo laglo...sundor hoiche kobitati.

১২ ই জুন, ২০১৫ রাত ১০:২১

নীলপরি বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রতিবাদি কন্ঠ ।

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

এহসান সাবির বলেছেন: আর আমি? বার বার ছুটে গিয়েছি
সুখ পানে। সুখ ভেসে গেছে সমুদ্রস্রোতে
আমি বসে থেকেছি একা শ্রীহীন ভগ্ন
সমুদ্রতটে

১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫১

নীলপরি বলেছেন: লেখাটা পাঠ করার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.