নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আরেকটি রূপকথা লেখা হবে বলে

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৩৭

ছোট্ট মেয়েটা যখন রূপকথা শুনত

তখন ভাবত -

তাকে নিয়েও একদিন ,

রূপকথা লেখা হবে ।

রামধনুরাঙা শব্দগুলো বসে থাকবে পাতা জুড়ে ,

রাজপুত্র আসবে পক্ষীরাজে চড়ে ।

না জানি কোন দেশ থেকে

তারপর _

ছোট্ট মেয়েটা যখন আর ছোটোটি রইল না ,

তখনও সে ভাবত ,তাকে নিয়ে রূপকথা লেখা হবে ।

না জানি কোন দেশর রাজপুত্র আসবে কোনো এক

যদিও হয়নি তেমন কিছুই

ভাবনা ছিল তার মিছেই ।

এসেছিল না জানি কোন দেশর রাক্ষস এক

তার যাওয়া হয়নি কোনো রাজপুরী ,

যেতে হয়েছিল এক রাক্ষসপুরী ।



সেখানে , নিস্তদ্ধ নির্জনতার অন্ধকার ,

তার সাথে চিকচিক করে -

রাজপুত্রের তরোবার ।

চাঁদ ওঠে ,

ফুল ফোটে

শুধু চুপ করে থাকে , অভিমানী মেঘ ,

বয়ে যায় প্রতীক্ষার নদী

অবিরাম , অনি্ঃশেষ ।

প্রতিনিয়ত হারতে হারতে ,



প্রতিনিয়ত প্রতীক্ষমণা সে -

অনন্ত স্বপ্ন তার ভুবন জুড়ে ,

রাজপুত্র আসবে পক্ষীরাজে চড়ে।

বোকা মেয়েটা জানেনা ,

বোঝেনা -

রাজপুত্রেরা আসেনা কোনোদিন !

তাই আজও সে বসে থাকে ,

এজন্ম নাকি পরজন্মের প্রতীক্ষায় -

কোনো এক রাজপুত্রআসবে চলে

আরেকটি রূপকথা লেখা হবে বলে । ।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৪২

কাবিল বলেছেন: অনেক ভাল লাগল ++++++

২| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ কাবিল মন্তব্য আর+ এর জন্য ।

৩| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৫৫

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে :)

"রাজপুত্ররা আসে না কোনদিন" - দিশেহারা রাজপুত্র ভাই আপনি কই?

কবিতায় +

০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:১৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে আমারও খুব ভালো লাগলো । আর কবিতায় + এর জন্য একটু বেশী খুশি হলাম । ধন্যবাদ ।

৪| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৫৫

ইলিয়াস সাইফ বলেছেন: ভালো লাগলো লেখাটা ।

৫| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:১৬

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: জেন রসি ভাই একটু লেইট হয়ে গেল। পক্ষীরাজে তেল ছিল না।



কবিতা ভালো লেগেছে পরি।

রাজপুত্ররা কিন্তু আসে। কখনো উপলব্ধিতে তা ধরা দেয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা থেকে যায় উপলব্ধির বাইরে।

০৫ ই মে, ২০১৫ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: আপনার পক্ষীরাজ made in NASA নাকি ? তেল লাগে ? :)
রাজপুত্রের আমার কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম ।
আর ঐ উপলবদ্ধির ব্যপারটা --------- ভেবে দেখব ।
আমার কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৭| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১:১২

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে

৮| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল ।

৯| ০৫ ই মে, ২০১৫ রাত ১০:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা!

না না তা না। (লাজুক ইমো হবে)

১০| ০৫ ই মে, ২০১৫ রাত ১০:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা!

না না তা না। (লাজুক ইমো হবে)

১১| ০৬ ই মে, ২০১৫ ভোর ৬:৩৯

নীলপরি বলেছেন: তাই ? :)

১২| ১৫ ই মে, ২০১৫ সকাল ৭:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: জি তাই!


শুভ সকাল।

১৩| ১৫ ই মে, ২০১৫ সকাল ৭:১২

নীলপরি বলেছেন: সুপ্রভাত রাজপুত্র । সকালবেলা আমার ব্লগে এসেছেন দেখে ভালো লাগলো ।

১৪| ১৬ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৫

অশ্রু হাসান বলেছেন: মুগ্ধ হলাম পড়ে

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: ধন্যবাদ অশ্রু হাসান ।

১৫| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:১৯

শতদ্রু একটি নদী... বলেছেন: কন্সেপ্টটা খুবই সুন্দর, গঠন এবং শব্দের খেলাও দারুন। কিন্তু বানানের এই অবস্থা কেনো?

শুভকামনা রইলো আপনার জন্য। :)

২৭ শে মে, ২০১৫ রাত ৮:৩৭

নীলপরি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমার লেখটা পড়ার এবং মন্তব্য করার জন্য ।
বানানের অবস্থাটা ঠিক কি জানলে ভালো হতো ।
আপনাকেও অনেক শুভকামনা । :)

১৬| ২৭ শে মে, ২০১৫ রাত ৯:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: এইখানে তেমন সমস্যা নেই, কেবল তিনটা টাইপো আছে। কিন্তু আমি সবগুলো পোস্টই দেখছিলাম। কিছু কিছুতে তো ভয়াবহ অবস্থা। মোবাইলে টাইপ করেন নাকি বেশিরভাগ সময়?

২৮ শে মে, ২০১৫ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: হ্যা , আগে মোবাইলে বাংলা সফটওয়ার ছিলো না । এখন রিদিমিকটা ডাউনলোড করেছি । আপনি লিখেছেন যে আমার সবগুলো পোস্টই আপনি দেখেছেন । যাক ,তারমধ্যে অন্তত একটা আপনার মন্তব্যের যোগ্য হয়েছে দেখে আমার ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

১৭| ২৮ শে মে, ২০১৫ রাত ১০:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: আমি নিজেও বেশিরভাগ সময় মোবাইলেই টাইপ করি, রিদমিকও না, অভ্রপ্যাড ইউজ করি। ওটা আরো যন্ত্রনাদায়ক।

১৮| ২৮ শে মে, ২০১৫ রাত ১১:০২

নীলপরি বলেছেন: ও । আমার রিদিমিকেই কাজ চলে যাচ্ছে । :)

১৯| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:১০

উর্বি বলেছেন: প্রতিনিয়ত প্রতীক্ষমণা সে -
অনন্ত স্বপ্ন তার ভুবন জুড়ে ,
রাজপুত্র আসবে পক্ষীরাজে চড়ে।
বোকা মেয়েটা জানেনা ,
বোঝেনা -
রাজপুত্রেরা আসেনা কোনোদিন

২০| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৬

নীলপরি বলেছেন: ধন্যবাদ ব্লগে আসার জন্য।

২১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৪

দীপংকর চন্দ বলেছেন: মন ছুঁঁয়ে গেলো বেদনাগাঁথা!!

শুভকামনা অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২২| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩২

নীলপরি বলেছেন: আমার কবিতা আপনার মনকে ছুঁতে পেরেছে জেনে খুব ভালো লাগলো ।
ভালো থাকবেন । শুভকামনা জানাই ।

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

এহসান সাবির বলেছেন: রাজপুত্রেরা আসেনা কোনোদিন !
তাই আজও সে বসে থাকে ,

রাজকন্যারা আসেনা কোনোদিন !
তাই আজও সে বসে থাকি................

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

নীলপরি বলেছেন: কবিতাটা পড়েছেন জেনে ভালো লাগলো ।

রাজকন্যারা আসেনা কোনোদিন !
তাই আজও সে বসে থাকি................ এটা কি আপনার কবিতা ? তাহলে বলতে হচ্ছে , রাজকন্যারা আসেনা কোনোদিন । তাদের নিয়ে আসতে হয় । :) । ভালো থাকবেন ।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

মো:নিহাল বলেছেন: অনেক ভাল হয়েছে,কিন্তু কিছু স্মৃতি মনে করিয়ে দিল

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.