নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষার আজ কাল

১৬ ই মে, ২০১৫ রাত ৯:৪৭

এখন প্রায়ই অনেকে বলে থাকেন বাংলা ভাষার দিন শেষ । এ ভাষার আয়ু নাকি আর বেশী দিন নেই । কেমন জানো একটা গেলো গেলো রব । কিন্তু কেনো ?
হ্যাঁ মানছি , কে যে কি উচ্চারণে কথা বলে বোঝা দায় । একটা বাংলা শব্দ তো পাঁচটা ইংরেজি , তিনটে হিন্দী । এখন সবাই মিসড কল মারে , হ্যাপী থাকে , উইশ করে ।বানানের কথা না বলাই ভালো । বাংলা বই পড়ার বালাই নেই । বইমেলা থেকে ঝুম্পা লাহিড়ি বা বিক্রম শেঠ না কিনলে ;স্টেটাস থাকে না । তবে বইগুলো কতটা পড়া হয় তা কেউ বলতে পারবে না । তথাকথিত প্রগতিশীল বাংলা সিনেমে দেখলে মনে হয় ইংরেজি সিনেমা দেখছি । তবে এইগুলোই কিন্তু শেষ কথা নয় ।
প্রথমত এই সমস্যা শুধু এ ভাষার নয় । অন্যান্য ভাষারও একই সমস্যা । আর ইংরেজি ভাষার সেই কৌলিন্যও বা কোথা্য ? এ ভাষা যেন টেক্সট করা আর চাকরী পাওয়ার জন্যই সৃষ্টি হয়েছিল ।এছাড়া এই সমস্যা চিরকালীন ।কারন - বাঙলা ফাঙলা ওসব আমার ছেলেমেয়ের আসে না । এই কথা এখনকার কোনো বাবা মায়ের নয় । বাঙলা ফাঙলা ও সব ছোটোলোকে পড়ে । polished society - তে কি ওসব চলে ? বঙ্কিমচন্দ্র এহেন ইংলিশ বাবুর কথা লিখেছিলেন ১৮৭৪ সালে । তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুর , কাজী নজরুল ইসলাম , শরৎচন্দ্র চট্টোপাধ্যা্য প্রমুখেরা এ ভাষাতেই তাঁদের অমর সৃস্টিগুলো রচনা করেছিলেন ।আ্সলে ইংলিশ বাবুরা তখনও ছিলো , এখনও আছে । ওরা থাক না হয় ওদের মতো । কি আসে যা্য । আর বাংলা ভাষাতে অন্য ভাষার অনুপ্রবেশ ঘটলেই বা কি এমন হলো ? বাংলা শব্দের কত অর্থই বদলে গেছে । কিংবা সৃস্টি হয়েছে নতুন শব্দ । যেমন মন্দির - ছিলো ঘর , হলো দেবালয় । জানিনা রবীন্দ্রনাথ কখন কাউকে দেখে বলেছিলেন কিনা যে তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে , তবে এখনকার কবিরা বলেই থাকেন । আজকাল যে কথাগুলো প্রায়ই ব্যবহৃত হয় তার থেকে একটা দুটো - কেস গুবলেট - ব্যপারটা ভেস্তে গেছে ,গুজবুক - গুজবকে সঠিক ভাবার মতো উজবুক । বমকানো - চমকে দেওয়া ।আর আমি সামুতে এসে একটা শব্দের নতুন মানে শিখলাম । সেটা হলো ছাগু । আমরা ছাগু মানে বোকা জানতাম । এখানে এর অন্য অর্থ জানলাম ।
সবথেকে বড় কথা হলো যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছলো সে ভাষা অমর । তাকে বিনস্ট করে কার সাধ্য ?

পুনশ্চ :- এতক্ষন হাবিজাবি যা কিছু লিখলাম সেটাও এই বাংলা ভাষার দৌলতে ।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:২৩

মনিরা সুলতানা বলেছেন: :) ভাল লিখছেন

১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৫৭

নীলপরি বলেছেন: ধন্যবাদ সুলতানা ।

২| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার পরি।

ভয়ংকর সুন্দর নিয়ে আমার একটা রিয়েল ঘটনা আছে যদিও আমি তার কোন চরিত্র নই দর্শক মাত্র।

/আজকাল যে কথাগুলো প্রায়ই ব্যবহৃত হয় তার থেকে একটা দুটো - কেস গুবলেট - ব্যপারটা ভেস্তে গেছে ,গুজবুক - গুজবকে সঠিক ভাবার মতো উজবুক ।/

বিষয়টা হলো আপনি অনেক ভালো লেখেন।

১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৫৪

নীলপরি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ।
আপনার ভয়ংকর সুন্দর রিয়েল ঘটনাটা কৌতুহল উদ্রেক করছে ।

আমি অনেক ভালো লিখি মানে ? কতটা ভালো ? :)

যাহোক রাজপুত্রের প্রশংসায় পরি আপ্লুত । :)

৩| ১৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: যতটা লিখলে একটা লেখা বার বার পড়া যায়। অন্তত আমার কাছে। পরি ভালো থাকুক।

১৭ ই মে, ২০১৫ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো । আপনিও খুব ভালো থাকুন রাজপুত্র ।

৪| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকা হোক পরি।

৫| ২৪ শে মে, ২০১৫ সকাল ৭:০৫

নীলপরি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ।

৬| ২৬ শে মে, ২০১৫ রাত ১১:২৮

তুষার কাব্য বলেছেন: হাহাহাহা দারুন বলেছেন :)

৭| ২৭ শে মে, ২০১৫ রাত ৮:২৮

নীলপরি বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য লেখাটা পড়ার জন্য ।

৮| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কেমন আছেন? পরি....

১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৫

নীলপরি বলেছেন: আমি ভালোই আছি । ধন্যবাদ ব্লগে আসার জন্য । আপনি কেমন আছেন ? কাজ ভালোভাবে হয়েছে তো ?

৯| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রায় শেষ। ভালো আছেন জেনে ভালো লাগা।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪০

নীলপরি বলেছেন: এত কাজের মধ্যে আমার ব্লগে এসেছেন দেখে খুব ভালো লাগল । আপনি কেমন আছেন ?

১০| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকার কাছাকাছি। তুমি?

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

নীলপরি বলেছেন: ভালো থাকার থেকে কতটা দূরে আছেন ? দূরত্বটা অতিক্রম করে ফেলুন । শুভকামনা রইল ।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ পরি। ভালো থাকুন আপনিও।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

নীলপরি বলেছেন: ভালো থাকা ছাড়া আর কোনো উপায় নেই ।রাজপুত্র, রাজকন্যাদের মত দু:খের বিলাসিতা কি পরিদের সাজে? :)

১৩| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও চাই না এমন বিলাসিতা আপনার হোক।

তবে আমি কিন্তু এখনো জানতে পারি নি।

১৪| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা!
ধন্যবাদ সু।

১৫| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬

নীলপরি বলেছেন: কি ? নাম শুনে হাসি পেল ? কি আর করব !

১৬| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: হাসি পেয়েছে ঠিক তবে ব্যঙ্গাত্মক নয়। এটা নিশ্চিত পরি।

১৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৬

নীলপরি বলেছেন: তাছারা আর উপায় কি ?

১৮| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আনকমন কিন্তু হাস্যকর নয়। পরি আমার কিন্তু পছন্দ হয়েছে।

১৯| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:১০

নীলপরি বলেছেন: ও , জেনে ভালো লাগলো ।ধন্যবাদ ।

২০| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৩

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.