নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রাধারানী -অভিসারিনী

২২ শে জুন, ২০১৫ সকাল ৭:৩০

বৃস্টি ভেজা আকাশখানি
জানায় তোমার নূপুর ধ্বণী
মনের মধ্যে শুনতে যে পাই
রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি ।

এমন করেই যেতে কি তুমি
কুঞ্জবনে মধুমাসে
করতে দেখা কৃষ্ণ সাথে !
সত্যি বল রাধারানী
মনের মধ্যে শুনতে যে পাই
রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি ।

মনের তুলি আঁকতে চায়
কেমন ছিলে রাধারানী ?
ঠিক কেমন লাগত তখন
বর্ষাস্নাত শ্রীমুখখানি !
সত্যি খুব ইচ্ছে করে
জানতে তোমায়
তুমি কি ঠিক তেমনই ছিলে ?
কবি তোমায় একেঁছিল -
যেমন করে ।
সত্যি বল রাধারানী
মনের মধ্যে শুনতে যে পাই
রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি ।

জীবন রোদ সব শুষে নিয়ে কবি প্রেম
নেমেছিল কি ঐ মেঘকালো এলোকেশে ?
নাকি তোমার ওষ্ঠখানি রাঙা হয়েছিল
শুধুই পাগল প্রেমিকের বেদনার রেশে !

বাদলধারার পবিত্র হাওয়ায়
তোমার চোখে লেপ্টে থাকা-
কলঙ্কের ঐ কাজলখানি
কবি তা দেখেছিল জানি ।

তবে কবি কি তখন বুঝেছিল ?

বৃস্টি ভেজা চোখের পিছে
তোমার ঐ অশ্রুধারা -
ছিলো না মিছে !
সত্যি বল রাধারানী
তখন কেমন সুরে বাজত তোমার চরনধ্বনী ?
ওগো আমার অভিসারিনী
মনের মধ্যে শুনতে যে পাই
রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি ।


মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৩

সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২২ শে জুন, ২০১৫ দুপুর ১:১১

নীলপরি বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুফিয়া লেখাটা পড়ার জন্য ।

২| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: বা! সুন্দর হয়েছে তো। +

৩| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫

নীলপরি বলেছেন: রাজপুত্রের সুন্দর লেগেছে জেনে ভালো লাগল।

৪| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬

শায়মা বলেছেন: বাহ বাহ ! সুন্দর !!

আমারও ভালো লেগেছে নীলপরি আপুনি!!!!!!!!!

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।অনেক ধন্যবাদ শায়মা দি ।

৫| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০১

জেন রসি বলেছেন: বাদলধারার পবিত্র হাওয়ায়
তোমার চোখে লেপ্টে থাকা-
কলঙ্কের ঐ কাজলখানি
কবি তা দেখেছিল জানি ।

সুন্দর। ভালো লেগেছে।

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগল । ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য ।

৬| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৩

রিকি বলেছেন: মনের তুলি আঁকতে চায়
কেমন ছিলে রাধারানী ?
ঠিক কেমন লাগত তখন
বর্ষাস্নাত শ্রীমুখখানি !


ভালো লাগা রইল। :) রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি :)

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: ব্লগে আসার ও কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম।

৭| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: নীলপরীমনি!!!!!!!!!!!!

৮| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৪

নীলপরি বলেছেন: হাঁ শায়ম দি বলুন। কেমন আছেন? আমাকে মনে পড়েছে দেখে ভালো লাগল।

৯| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৫

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ। আপনাকেও অনেক শুভকামনা ।

১০| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:১০

নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগার মতো হলে ভালো তো লাগতেই হবে।
কার আছে তা অস্বীকার করার ক্ষমতা।

অনেক ভালো লাগা রেখে গেলেম।

১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: ব্লগে আসার জন্য ও কবিতা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ

১১| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈদের শুভেচ্ছা পরি।

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:১১

নীলপরি বলেছেন: ধন্যবাদ । আপনাকেও অনেক শুভেচ্ছা ।রাজপুত্রের ঈদ খুব ভালো কাটুক ।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

এহসান সাবির বলেছেন: ভালো লাগা।


শুভ কামনা।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে আমারও ভালো লাগলো ।আপনাকে ও শুভকামনা জানালাম ।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২১

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।কবিতা ভালো লেগেছে নীলপরি আপুনি

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.