নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বাজিরাও মাস্তানী

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

অপেক্ষায় ছিলাম কিন্তু দেখা হয়ে উঠছিল না । অবশেষে ২৫ শে ডিসেম্বর দেখলাম বাজিরাও মাস্তানী ।

শুরুতেই ডিসক্লেমার দেখে একটু ঘাবড়ে গেলাম , মনে হলো একতা কাপুরের টি।ভি সিরিয়াল যোধা আকবর দেখতে যাচ্ছি না তো ? না অতটা করুন অবস্থা হয় নি ।রণবীর সিং(বাজিরাও)এর পর্দায় আসার সাথে সাথে মনে হলো , বসে দেখা যাবে ।এটা আমার দেখা রণবীর সিং এর সেরা ছবি ।ছবি শুরু হয় বাজিরাও এর পেশোয়া হওয়া থেকে ।তারপর মাস্তানীর ( দীপিকা ) প্রবেশ, বাজিরাও এর তাঁবুতে আর বাজিরাও এর বুন্দেলখন্ডকে সাহয্যের জন্য যাত্রা । এখানে যদি আপনার মনে হয় মাস্তানীর ওভাবে বাজিরাও এর তাঁবুতে প্রবেশ সম্ভব ছিল কিনা , তাহলে ভাববেন না । ভাবলে এ ছবি দেখা যাবে না । বাজিরাও এর সাথে যুদ্ধে এখানে বাংগাস পরাজিত ও নিহত হয় । বাস্তবে বাংগাস পরাজিত হলেও নিহত হননি।অথবা পালক্ষেতের যুদ্ধে নিজামের রক্ষীদের বদলে যুদ্ধ জেতা । পালক্ষেতের যুদ্ধে বাজিরাওয়ের তুখর রণনীতির পরিচয় পাওয়া যায় । কিন্তু বাস্তবে নিজামের প্রতি তাঁর ব্যবহার খুবই সংবেদনশীল ছিল ।
আর এই ছবিতে বানশলী বারবার নিজের আগের ছবির দৃশ্যের পুনরাবৃত্তি ঘটিয়েছেন বা এদিক সেদিক থেকে নিয়েছেন থুড়ি অনুপ্রানিত হয়েছেন ।প্রতিষ্ঠিত শিল্পীরা ভাবের ঘরে চুরি করলে তাকে চুরি না বলে অনুপ্রানিত হওয়া বলে । দিবানী গানটাতে মাস্তানীকে দেখে মুঘল ই আজমের কথা মনে পরে যাবে । আর এই গানে মাস্তানীর হাতে ম্যন্ডোলীন কেনো ছিল বুঝলাম না । এটাতো ইউরোপীয় বাদ্য ।এছাড়া দিয়া, রংগোলী, আর ও কিছুর বনশালী পুনরাবৃত্তি ঘটিয়েছেন। আর শেষে মাস্তানীকে আনারকলি স্টাইলে যেভাবে বন্দী বানিয়েছেন তা অতি কষ্টকল্পিত। বাস্তবে নানা সাহেব মাস্তানীকে বন্দী বানালেও এমন কিছু করেছিলেন বলে বলা যায় না। মাস্তানীর ছেলে শামশেরবাহাদুর ( কৃষ্ণ সিং) এর অস্ত্রশিক্ষা কিন্তু বাজীরাও এর আর দুই পুত্রের সাথেই হয়। যাক এবার আসি কাশীবাইয়ের চরিত্রে ।এই চরিত্রে প্রিয়াঙ্কা অনবদ্য।যতটা সুযোগ পেয়েছেন তার সদব্যবহার করেছেন । আর আছে কিছু মনে রাখার মতো সংলাপ ।শুধু সংলাপের জন্যই সিনেমাটা দেখা যায় ।

আসলে প্রেমকে ভাষায় রূপ দিয়ে তাকে চিত্রায়িত করা খুবই কঠিন ব্যপার ।তার উপর আবার ঐতিহাসিক প্রেম কাহিনী । সেই সময়ে ব্রাহ্মণ বাজিরাওয়ের পরিবার কোনোদিনই মাস্তানীকে মেনে নেয়নি। কিন্তু বাজিরাও মাস্তানীকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তাই শুধু সেই বিষয় নিয়ে ছবি করায় বনশালী অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য। সুতরাং আপনার হাতে যদি সময় থাকে, তবে সিনেমাটা একবার দেখতেই পারেন।
পুনশ্চ : এই লেখাটা যদি কেউ পড়েন, তবে ভাববেন না যেন এটা মুভি রিভিউ । আমি ওসব পারি না । শুধু আমার দেখে কেমন লেগেছে সেটাই আপনাদের জানালাম । Directed : Sanjay Leela Bhansali
Produced : Sanjay Leela Bhansali, Kishore Lulla
Written : Prakash Kapadia
Starring : Deepika Padukone, Ranveer Singh, Priyanka Chopra
Music : Original songs, Sanjay Leela Bhansali
Background Score : Sanchit Balhara
Cinematography : Sudeep Chatterjee
Production company : SLB Films
Distributed : Eros International
Release Date : 18 December 2015
Cheete Ki chaal, Baaz ki nazar aur Bajirao ki talvaar par sandeh nahi karte. Kabhi bhi maat de sakti hain.

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আসলে প্রেমকে ভাষায় রূপ দিয়ে তাকে চিত্রায়িত করা খুবই কঠিন ব্যপার । বাহ্। দারুণ বলেছো।

আমি দেখি নি। দেখার আগ্রহও করি নি। এবার মনে হচ্ছে দেখতে হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২০

নীলপরি বলেছেন: আচ্ছা এই পোষ্টটা কি প্রথম পাতায় দেখা যাচ্ছে? আমি দেখতে পারছিলাম না।
যাক মনে যখন হয়েছে তখন দেখে ফেলা হোক। দেখে কেমন লাগল সেটা জানার অপেক্ষায় রইলাম।
রাজপুত্র লেখাটা পড়েছে দেখে ভালো লাগলো। :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম পাতায় আছে কিনা খেয়াল করি নি। পরির খোঁজে ইতিউতি দেখতে ব্লগে পেয়ে গেলাম।


ব্যস্ততার মাঝে দেখবো কবে ঠিক নেই। তবে দেখবো। আর জানাবো। :)
ভালো লাগায় ভালো লাগা।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

নীলপরি বলেছেন: হুম । বুঝলাম । :)

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

সাহসী সন্তান বলেছেন: 'শুধু সংলাপের জন্য সিনেমাটা দেখা যায়!' এই কথার তীব্র প্রতিবাদ জানাইলাম! কারণ শাহরুখ আমার পছন্দের নায়ক হওয়া স্বত্তেও তার 'দিলওয়ালে' ছবির থেকে, বাজিরাও মস্তানিকে আমি অনেক বেশি এগিয়ে রাখবো! রনভীর সিং আমার পছন্দের নয়, তবে শুধুমাত্র প্রিয়াংকা এবং দিপিকার জন্যই ছবিটা দেখা! আর দেখেই মজেছি টাইপের মত, রনভীর সিং বর্তমানে আমার কাছে এই ডিসেম্বর মাসের সেরা নায়ক......!!


পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: এতেও প্রতিবাদ ? :) :)

ব্লগে স্বাগতম । লেখাটা পড়ার জন্য ধন্যবাদ । তবে আমি কিন্তু লিখেছি যে ,আমার দেখে কেমন লেগেছে সেটাই আপনাদের জানালাম । আপনার ভিন্নমত থাকতেই পারে । যাক সিনেমাটা দেখে আপনার ভালো লেগেছে , এটাই বড় কথা ।

ভালো থাকবেন । নতুন বছরের শুভেচ্ছা জানালাম । :)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২

সাহসী সন্তান বলেছেন: এইটা প্রতিবাদ না আপু, আপনি পোস্টে আপনার মতামত দিয়েছেন আর আমি মন্তব্যে আমার মতামত দিলাম! ব্যাস কাট টু কাট......!!

একটা জিনিস এক এক জনের কাছে এক এক রকম লাগতেই পারে! যার কাছে যেমন লাগবে সে ঠিক তেমন ভাবেই সেটার বর্ননা করবে! এইটা ইংরেজি সেই 'সাত অন্ধ আর এক হাতির' গল্পের মত!

যাহোক, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা.......!! ভাল থাকবেন!

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: হ্যা ।একমত । ভালো থাকবেন ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

আমিই মিসির আলী বলেছেন: ছবিটা দেখে ভালোই লেগেছে!

শাহরুখের দিলওয়ালের বিপরীতে এইমুভিটা হাজারগুন ভালো!
দিলওয়ালে দেখে যতটা না বিরক্ত হইছি, এটা দেখে ততটাই ভালো লেগেছে!

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: ব্লগে আসার জন্য ধন্যবাদ ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল। নতুন বছরের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: কোনটা ভালো লাগলো? লেখাটা না সিনেমাটা? :)
ব্লগে আসার জন্য ধন্যবাদ। আপনিও নতুন বছরের শুভেচ্ছা নেবেন।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

ফেলুদার তোপসে বলেছেন: আমীর খান আমার একদম পছন্দের নায়ক হলেও শুধুমাত্র সংলাপের জন্য খুব ভালো লাগলো।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

নীলপরি বলেছেন: যাক মিলে গেলো । ধন্যবাদ ব্লগে আসার ও লেখাটা পড়ার জন্য ।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: আমি দেখি নি

সময় পেলে দেখে নেব।

শুভ কামনা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

নীলপরি বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। হ্যা, পারলে দেখে নেবেন। শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.