নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রাধিকা ২০১৬

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

কৃষ্ণ ছিল না রাধিকার কখনো
একথাটি শ্রীরাধা বোঝেনি এখনো।
বোকা মেয়ে খুলে বসেছিল
ডাকবাক্স তার
আজব রীতি ছিল যার।
এখানে, না জানি কত মেঘের গলি পেরিয়ে
নদীর স্রোতে ভেসে , তারপর --
মুখবইয়ের পাতায় এক নিমেষে
বার্তা ওঠে ভেসে।

হৃদকমলের পাঁপড়ি দিয়ে সাজানো বার্তাগুলি রাধার
গভীর বিশ্বাসে ভেসে যেত, যেথা আছে অচীন সখা তার
অনুরাগে বেসামাল রাধিকার মন
শোনেনি অন্যের কোনো কারন বারন।
বার বার ছুটে যায় সে সেই প্রান্তে
যেখানে সুজন বার্তা পাঠায় -
মায়াবী সবুজ সংকেতে।

আচম্বিতে সেই আলো অবসিত হয়,
রাধিকার অভিসার ধুলায় লুটায়।
ধুসর ভালোবাসা মুছে দেয় নীলাভ স্বপ্ন
অশ্রুনদী ভাসাতেই কি রাধার জন্ম?

যে বার্তা করেছে তারে ধ্বংস -
উড়িয়েছে ছাই,
হায় রাধা মন তবু ডুবে আছে,
সেই বার্তার পীরিতে,
পারলে তুমিও একটি বার্তা,
লিখে দিও রাধার সমাধিতে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

ফেলুদার তোপসে বলেছেন: লেখাটা পড়ার পর ডাকবাক্স হতে মন চায় :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

নীলপরি বলেছেন: এই প্রথম আমার লেখা পড়ে কেউ কিছু হতে চাইল । শুনে খুব ভালো লাগলো । ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক সুন্দর লিখেছেন।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম । ব্লগে আসার জন্য ও লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: সকল সময়ে রাধিকার জন্মে আসলে ।

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

নীলপরি বলেছেন: ধন্যবাদ লেখাটা পড়ার ও মন্তব্য করার জন্য।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য। শুভেচ্ছা নিলাম আর আপনার জন্য ও নতুন বছরের আবারো শুভেচ্ছা রইল। তবে বুঝতে পারলাম না কবিতাটা আপনার কেমন লাগলো!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

কাবিল বলেছেন: আসাধারন!
সুন্দর কথা মালায় কবিতাটি ভাল লাগলো।
কৃষ্ণ ছিল না রাধিকার কখনো
একথাটি শ্রীরাধা বোঝেনি এখনো।

সত্যিকারের ভালবাসার মানুষ কখনো বোঝার চেষ্টা করেনা, তাইতো হৃদকমলের পাঁপড়ি দিয়ে সাজানো বার্তাগুলি রাধার
গভীর বিশ্বাসে ভেসে যেত।
রাধিকার অভিসার ধুলায় লুটানোর পরেও রাধা মন তবু ডুবে আছে সেই বার্তার পীরিতে।
পারলে তুমিও একটি বার্তা,
লিখে দিও রাধার সমাধিতে।

এইলাইন দুটির পরিপ্রেক্ষিতে একটা গানের লিঙ্ক দিলাম।
আবারও বলছি কবিতাটি খুব ভাল লেগেছে।
ভাল থাকুন, সুস্থ থাকুন সব সময়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

নীলপরি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য আর এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম। আর গানের জন্য আলাদা করে ধন্যবাদ । এই গানটা আমার এমনিতেই ভালো লাগে। তবে এই ভার্সানটা দেখা ছিল না। দেখে ভালো লাগলো।

আপনিও খুব ভালো থাকুন। শুভকামনা ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

মো:নিহাল বলেছেন: প্রিয়তমার কথা মনে পরতাছে,কি যে করি প্রিয়তমার কথা মনে পরতাছে,কি যে করি

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

নীলপরি বলেছেন: আমার লেখাও , তাহলে মনে পড়ায় । জেনে ভালো লাগলো । ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লিখেছো পরি। +++

মুখবইয়ের পাতায় এক নিমেষে
বার্তা ওঠে ভেসে।

ঠিকই বলেছে খুব বেশি ভালো অভিনেতা ছাড়া প্রায় সবারই সব কথা সব কষ্ট সব ভালোলাগা হাসিতেই ফুটে ওঠে কিংবা কান্নায়। আমিও বেশি ভালো অভিনেতা হতে গিয়েও পারি না।

ডাকবাক্স শব্দের ব্যবহারটাও ভালো লাগল। আর নিখুঁতভাবে রাধিকার কষ্ট তুলে ধরার কাব্যিক ভঙ্গী সত্যিই সুন্দর।

তবে অশ্রু নদী তৈরিতে কিন্তু রাধিকার জন্ম নয়। জন্ম দৃষ্টান্ত স্থাপনে। চির অধরা কৃষ্ণকে ভালোবেসে যাবার জন্যেই তার জন্ম। অনুভূতি প্রকাশে মাধ্যম যদি অশ্রু হয়। তবে শেটা আড় যাই হোক জন্মের কারণ হবে না। কি বলো পরি? আমি ভুল হতেও পারি।

অনেক পরে কমেন্ট করলাম। :(

শুভকামনা।
প্রিয়তে।।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: রাজপুত্রের মতো কবির কাছ থেকে এরকম একটা মন্তব্য পাওয়ার পর, কি উত্তর দেবো ? ঠিক ঠাক শব্দ খুঁজে পাচ্ছি না যে! খুউব ভালো লাগলো। ধন্যবাদ। ব্যস এই মুহূর্তের জন্য।
শুধু অশ্রু নদী বহানোর জন্য রাধার জন্ম, অবশ্যই নয়। প্রত্যাঘাত না করার মানে এই নয় যে, তার আঘাত করার ক্ষমতা নেই। উল্টে তার আঘাত সইবার ক্ষমতা অনেক বেশী । যেটা রাধার ছিল। তাই তো কৃষ্ণের মতো এতবড়ো রাজনীতিক, কূটনীতিক , শেষ পর্যন্ত হয়ে রইলেন শুধুমাত্র রাধার প্রেমিক। এখানেই তো রাধার সার্থকতা । :)

রাজপুত্র আবার ভালো অভিনেতা হওয়ার চেষ্টা কেনো করে? অসী , মসী দুটোই তো ভালো চলে। আবার অভিনয় ? বড্ড কৃপণ দেখছি আপনি? বাকিদের জন্যও তো কিছু রাখুন। :)
খুব ভালো থাকুন। অনেক শুভকামনা।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রঃ প্রঃ


চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরি গেল কই? :|

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আর পরিবানু ভুল সংশোধন ....

আমি কিন্তু কবি নই। :`>

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

নীলপরি বলেছেন: হুম। কেউ চিন্তা করলে মন্দ লাগে না। :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

নীলপরি বলেছেন: কবি কিনা সেটা পাঠক পাঠিকারা ঠিক করবে।
নাকি নীলাদ্রিতার অন্যরকম নির্দেশ আছে ! :)

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির জন্য বেত্রাঘাত। :P

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

নীলপরি বলেছেন: উফ, আঘাত তো ভালোই পেলাম! এবার অপরাধটা জানতে পারি কি?

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: নীলাদ্রিতা কে কেউ মনে রেখেছে। এটা তো আমার স্বার্থকতা।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

নীলপরি বলেছেন: স্বার্থকতা মোটেই আপনার একার নয়। নীলাদ্রিতার ও।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: শেষের দুটি লাইন চমৎকার

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্লাসে সময়মত উপস্থিত না হবার জন্য পানিশমেন্ট। ;)

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: কি সাংঘাতিক !

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: জ্যে সাংঘাতিক। তয় আমি না পরিবানু।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

নীলপরি বলেছেন: আমিও কি বলেছি যে এটা আপনি ? তাহলে , আপনার কেনো মনে হোলো যে আপনাকেই বলা হয়েছে ?

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আত্মরক্ষা আর কি!!!!! বলা যায় না সন্দেহ করে আকাশে তুলে আছাড় মারতে পারো।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

নীলপরি বলেছেন: সসন্দেহবাতিক রাজপুত্রদের থাকে।তাই তাদের গুপ্তচর লাগে।
আর তেমন হলে, পরি কষ্ট করে আকাশে তুলতে যাবে কেনো? জাদুদন্ড আছে না!

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভুলেই গেছিলাম পরিবানু। :)

দেখাওতো লাঠিখানা।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

নীলপরি বলেছেন: প্রয়োজন ছাড়া বের করা হয় না। বোঝা গেলো ?

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: X(

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

নীলপরি বলেছেন: রাজপুত্তর কি কারনে এতো রেগে গেলেন?

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: লাঠি কারণ।

পরিবানু কি রাগে না?

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: না রাগে না। :)
আরে লাঠি তো পরির হাতেই আছে। দেখতে হবে তো ঠিক করে!

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: B:-)

চালাক পরি। ;)
শুভ রাত্রি।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩০

নীলপরি বলেছেন: যাক কেউ অন্তত চালাক বললো। তাও আবার তিনি রাজপুত্র। :)
শুভরাত্রি আর শুভকামনা।

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪২

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা অনেক সুুন্দর হয়েছে।খুব ভালো লাগলো।এই কহিনী আমার পুরোপুরি জানা নেইতো তাই এখন আর কিছু লিখতে পারলাম না :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে বোধহয় প্রথম আসলেন। স্বাগতম। অনেক ধন্যবাদ লেখাটা পড়ার ও মন্তব্য করার জন্য।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ সকাল পরিবানু। :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

নীলপরি বলেছেন: হুম। শুভসকাল আমার তরফ থেকেও। রাজপুত্রের দিন ভালো কাটুক।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

এহসান সাবির বলেছেন: তখন তো পড়িনি, এখন পড়লাম।

কবিতা ভালো লেগেছে।

ভালো থাকুন।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.