নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তবু তো রয়ে যায়

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭


একটা বছর চলে গেলো । আবার একটা চলেও এসেছে। এই সময়ে অনেকের সালতামামি পড়লাম। ইচ্ছে হয়েছিল লিখতে। কিন্তু কি লিখব? আমি যে ওইভাবে শেষ শুরুর হিসাব করতে পারি না। আমার সব মিলেমেশে একাকার হয়ে যায়। ছোটোবেলায় সবার ইচ্ছে থাকে বড় হওয়ার। কিন্তু ঠিক কোন তারিখ থেকে বড় হোলো তা বোধহয় , কেউই বলতে পারবে না। এই সব আগের মুহূর্ত পর্যন্ত ছিল আবার পরমুহূর্তেই তা আর পাওয়া যায় না। বর্তমানটা এক নিমেষে অতীত হয়ে যায়। এই সত্যি, এই মিথ্যে। সবই যেন ভ্রম।
আসলে মৃত্যুটাই জীবনের সবচেয়ে মহৎ ঘটনা। সত্যি বলতে, আমি যে একদিন মারা যাব, ওপরওয়ালা তো ওই একটা কথাই আমাদের পরিষ্কার বলেছেন যে মৃত্যু আসবেই। জীবন সম্বন্ধে আর কিছুই খোলসা করেননি। অথচ দেখুন, যেটা নিশ্চিত ঘটবে, সেটাকেই ভুলে অন্য সব কিছুর জন্য আমরা লড়াই করে যাচ্ছি।
সারা ক্ষণ এই ভাবনায় বুঁদ হয়ে আছি যে আরও কত দিন বাঁচব, কত সুস্থভাবে বাঁচব। শেষে যে সব চেষ্টাই মিথ্যে হয়ে যাবে ভাবছিই না! এই যে মৃত্যু ছাড়া আর কিছুই অবশ্যম্ভাবী নয় জীবনে, ওপরওয়ালার এটা কিন্তু একটা গোপন বার্তা। যেন বলতে চাইছেন যত দিন আছ, যা, যা করার করে নাওরিস্ক নাও, ভুল করো। কারণ মাঝে মাঝে একটা ভুলও না করে কোনও কোনও জীবন শেষ হয়ে যায়। বড় সাবধানী সে সব জীবন। তাই ভুলও করো, ঠিকও করো। সুযোগ নাও। হোঁচট খাও। আর সারাক্ষণ মাথায় রাখো এর কোনওটাই তোমার সঙ্গে চিরদিন থাকবে না। দেখি তো এ সব ঘটতে। জীবনে একটা ভুল কাজ করলে, আমায় আবার সেই কাজটাই করতে হবে। কারন আমিএকটা কাজ ভুল করতেই পারি। তবু আবার সেই কাজটাই করব। এবং এবার হয়ত ঠিক করব।আশাগুলো অনেকটা ফিনিক্স পাখীর মতো ছাই থেকে আবার জন্মায়। কিংবা ক্যালেন্ডার। শেষ হয়, আবার হয়ও না।
ফুরোয়, কিন্তু আসলে বয়ে চলে অনন্তকাল।
শেষ হয়তো হয়, কিন্তু আসলে হয় না। একটা ছোট্ট আলোর বল যেন, আসলে তারই মধ্যে অনন্তের ছোঁয়া! পৃথিবীর সমস্ত স্থান সেখানে আছে। পৃথিবীর সমস্ত সময় সেখানে আছে। তার এক দিকে রাত্রি হয়। এক দিকে সকাল। কোথাও মেঘ করে বৃষ্টি এল তো কোনওখানে ঝলমলে রোদ। কেউ হেসে উঠল তো কারও চোখে গভীর বিষাদ।
তাই তো কোনো কিছু ভোলার চেষ্টা যতই করি না কেনো, পরিশেষে ভোলা যায় না। ঠিক যেমন তুমি বলেছিলে তোমায় নাকি ভুলেই যাবো ! তা হয়ত ঠিকই বলেছিলে। কারন মনে রাখারও কোনো যুক্তি নেই। বড়যোড় মনে পড়লে ঘৃণার উদ্রেক হওয়ার কথা। না ঘৃণাও করতে পারি নি। কেনো জানো? প্রকৃত বন্ধু সেই, যে হাত ধরে অন্ধকার খাদের কিনারায় নিয়ে গিয়ে শেষ মুহূর্তে হাত ছেড়ে দেয়। জীবনের আলোয় ফিরিয়ে দেয়।
তাই তুমিও রয়ে যাবে, আরও অনেক কিছুর মতো। এই বহমানতায়।
আসলে জীবনটা অনেকটা ছোটো গল্পের মতো। এখানে সব কিছু যেন, শেষ হয়েও হয় না। তবু রয়ে যায়।

মন্তব্য ৫৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩০

রুদ্র জাহেদ বলেছেন:
আসলে জীবনটা অনেকটা ছোটো গল্পের মতো। এখানে সব কিছু যেন, শেষ হয়েও হয় না। তবু রয়ে যায়।ভালো লাগলো
নতুুুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।দেরীতে জানালাম, সরি আপুনি

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

নীলপরি বলেছেন: ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

এহসান সাবির বলেছেন: আসলে মৃত্যুটাই জীবনের সবচেয়ে মহৎ ঘটনা......... সত্যি।

ঠিক যেমন তুমি বলেছিলে তোমায় নাকি ভুলেই যাবো...... না ভুলে যাওয়া যায় না, ভালোবাসা না থাকুক তারপরও...

তাই তুমিও রয়ে যাবে, আরও অনেক কিছুর মতো। এই বহমানতায়...... সত্যি।


পোস্টে ভাললাগা।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

নীলপরি বলেছেন: আপনার সাথে একমত । অনেক ধন্যবাদ , এতো সুন্দর একটা মন্তব্যের জন্য।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: আসলে জীবনটা অনেকটা ছোটো গল্পের মতো। এখানে সব কিছু যেন, শেষ হয়েও হয় না। তবু রয়ে যায়।

কথাগুলো খুব ভাল লাগল। সুন্দর লেখা। ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

নীলপরি বলেছেন: লেখাটা আপনার ভালো লেগেছে জেনে, ভালো লাগলো। ধন্যবাদ ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

অভ্রনীল হৃদয় বলেছেন: সবার সাথে আমিও এই কথাই বলব যেঃ আসলে জীবনটা অনেকটা ছোটো গল্পের মতো। এখানে সব কিছু যেন, শেষ হয়েও হয় না। তবু রয়ে যায়।
এই কথাটি যেনো একটু বেশিই ভালো লেগেছে।
লেখায় ভালো লাগা জানবেন!

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

নীলপরি বলেছেন: আমার ও খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা। ধন্যবাদ । ভালো থাকবেন। শুভকামনা ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: জীবন স্বল্পসময়ের যোগ বিয়োগে ভুল ঠিকের গোলমেলে সমীকরণে কিংবা মৃত্যুকে সত্য ধরে শম্বুক অথবা আলোর গতিতে তার দিকে ছুটে যাওয়ায় সীমাবদ্ধ না রাখি।

কিছু হাতে হাত রেখে একটা বৃত্ত আঁকি। মাঝখানে বিশ্বাস রেখে ঘড়ির কাটা ভেঙে দেই। তারপর যা হবার হবে। একে একে না হয় সবাই হারিয়ে গেলাম।

যন্ত্রনির্ভর কোন বিকেলে হয়তো আধা রোবটিক কোন বালক এই নীলপরির ব্লগবাড়িতে হানা দিয়ে অবোধ্য কিছু শব্দের কাছে ভারসাম্য হারাবে। হারাক। কিন্তু তবু যেন আমরা না হারাই আমাদের।

পরিবানু কেমন আছো? কি বলি কি বলি করে হয়তোবা বেশি বকে ফেললাম। কি করবো কিছু মানুষের কাছে গল্পহীন আর কারো কাছ থেকেই গল্পের শুরু।

দেরী করে মন্তব্য করলাম। :(

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: হুম। আসলে মৃত্যু যে সীমা নির্ধারণ করেছে তাকে তো মানুষ চিরকালই প্রতিস্পর্ধা দেখিয়ে আসছে । তা সে মমি তৈরী করেই হোক বা পুনর্জন্মের কথা বলে, নাহলে মহান কীর্তি স্থাপন করে। আর আমাদের মতো সাধারণরা অন্যের মনে একটু জায়গা নিয়ে বেঁচে থাকতে চায়। যদি সবাই ভুলেই যায় তবে হৃদস্পন্দন চললেও , সে বাঁচা অর্থহীন ।

তাই সময়ের হিসেব থাক না। রাজ্যপাট সামলে, রাজপুত্তর যখন ই আসেন তখনই পরি খুশি। তাই দেরী মোটেই হয়নি। বোঝা গেলো ? :)

পরি যেমনই থাকুক, কবি রাজপুত্রের এরকম একটা মন্তব্য পেয়ে খুব ভালো বোধ করছে।

আপনি কেমন আছেন? :)

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

কাবিল বলেছেন: আসলে মৃত্যুটাই জীবনের সবচেয়ে মহৎ ঘটনা। (এখানে অনেক ভাবনা চিন্তার একটা ইমো হবে)

ভাল লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

নীলপরি বলেছেন: এই লেখাটা পড়ে, আপনি যে ইমো নিয়ে এতটা ভেবেছেন তাতেই আমার খুব ভালো লাগলো
:)
অনেক ধন্যবাদ ব্লগে আসার ও মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

তার আর পর নেই… বলেছেন: বর্ণনাটা এতটা সুন্দর যে ……যে কোন মনকাড়া পদ্যকে হার মানাবে। বিশেষ করে প্রথম অংশটা।
কিন্তু শেষের দিকের 'তুমি 'অংশটায় লেখকের নিজের একান্ত কষ্টের প্রকাশ পায়।
+++

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: তার আর পর নেই… আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই । লেখাটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । বাস্তবের অনুভুতিই তো ধূমায়িত হয়ে কল্পনা রচনা করে । যদি কোনো পাঠক লেখকের কষ্ট উপলব্ধি করতে পারে , তবে তখনই লেখক তার প্রয়াসের স্বার্থকতা খুঁজে পায় ।
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো আছি আমি। পরি কি কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে?

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: সমস্যা তো সবারই থাকে। আচ্ছা রাজপুত্রের এমন কথা কেনো মনে হোলো? জানতে পারি কি?

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: এমনি। হঠাৎ মনে হলো!! ক্যানো?

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২

নীলপরি বলেছেন: ক্যানো আবার !
আরে , আমারও তো এমনিই জানতে ইচ্ছে হোলো । তাই । :)

১০| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন: এতো হাসির কথা নাকি , যে হাসতে হাসতে একেবারে লুটিয়ে পড়তে হবে ?

১১| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: :-*

:(

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: এরকম হতেও বলতে চাইনি ।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি করতাম তাহলে পরিবানু। /:)

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: ঠিক আছে । আমারই ভুল হয়ে গেছে । রাজসিক আচরন পরি কি করে জানবে?

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিবানু আমি কিন্তু অতি সাধারণ। আর এটা সত্য।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: মনে থাকবে ।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: যাক পরিবানু যে আমারে মনে রাখবে এইটাই বিশাল ব্যাপার। :)

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: রাজপুত্রের মতো কবিকে কেউই ভুলবে না। :)

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ সকাল পরি!!

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

নীলপরি বলেছেন: হা । এই সকালে রাজপুত্রের জন্য রইল অনেক শুভকামনা ।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখা ! মোবাইল থেকে পড়ায় তখন মন্তব্য করতে পারিনি , শুভ কামনা পরী ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

নীলপরি বলেছেন: মনে করে মন্তব্য করতে আসার জন্য ধন্যবাদ । ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

আপনাকেও অনেক শুভকামনা ।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

রেইড ইন স্কাই বলেছেন: কিংবা ক্যালেন্ডার। শেষ হয়, আবার হয়ও না।
ফুরোয়, কিন্তু আসলে বয়ে চলে অনন্তকাল। অনেক ভাল লাগল এ কথাটা।

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

নীলপরি বলেছেন: আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ব্লগে আসার ও লেখাটা পড়ার জন্যে ধন্যবাদ।

শুভকামনা । ভালো থাকবেন।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি,
কেমন আছো? :)

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

নীলপরি বলেছেন: ভালো আছি। রাজপুত্র কেমন আছে ? আর তার প্রাসাদের চড়ুইগুলোই বা কেমন আছে ?

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার গদ্য পরি
শুভ কামনা :)

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

নীলপরি বলেছেন: আপনার মতো লেখিকার কাছ থেকে 'চমৎকার ' শব্দটি শুনতে পেয়ে খুব ভালো লাগলো।

অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য। ভালো থাকবেন।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো আছি বলাটা অভ্যেস বানিয়ে ফেলেছি তাই ভালো আছি।




আপুটু,
তুমি কি আমায় ফলো করো? হুম। :P

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৮

নীলপরি বলেছেন: ফলো ? না তো ।

কেমন আছেন ? অভ্যাস বাদ রেখে বলুন ।

২১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমায় বলি নি। মুনিরাপুকে বলেছি।

আচ্ছা পরির সেন্স অব হিউমার ক্যামন? কতটা স্ট্রং?

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

নীলপরি বলেছেন: উফফ । রাজপুত্র আমাকে দিশেহারা করে ছাড়বে দেখছি ।

এরমধ্যে সেন্স অব হিউমার কোথা থেকে এল ?

২২| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: টাইম উইল সে... :)

বলো...

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: হুম বলেছি তো ।
কিন্তু উত্তর পাই নি । (উত্তরটা তো মুনিরাপুর জন্য ছিল ) ।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আচ্ছা যদি একটা পোস্ট লেখা হয় পরিবানুরে নিয়ে আর সেটা যদি হয় রম্য। তবে পরিবানুর মুড কি অফবিটে থাকবে?

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: রাজপুত্র এতো বৃত্তাকারে কথা বলে কেনো? প্রথমে বললেই হতো। তখন থেকে স্লো মোশনে বলছে!☺

যাক লেখাটা কি হয়ে গেছে না চলছে ? যে অবস্থাতেই থাক , তাড়াতাড়ি পোষ্ট করুন । কারন লেখা পড়ার পর মুড কি হবে জানি না । কিন্তু যতক্ষণ না পড়তে পারছি , ততক্ষন ওতে না জানি কি, না জানি কি আছে , এই ভেবে ভেবেই মুডের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: :) কাল পোস্ট দেবো। :)

আমি মাইর না খাই তোমার হাতে। ;)

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

নীলপরি বলেছেন: তারমানে কি আছে ? কে জানে!
তবে আমি কাউকে মারি না। এব্যপারে নিশ্চন্ত থাকুন।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: যাক এযাত্রায় বেঁচে গেছি। তবে একথা আগে জানলে পোস্ট বেশি ভালো হতো। লেখার স্বাধীনতা পেতাম।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

নীলপরি বলেছেন: পোষ্টটা তো এখন দিলেই ভালো হতো । পুরো রাতটা কি জানি কি, করে কাটবে ।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে না না। ঘুমাও। এমন কিছু লিখি নাই যে তোমার রাতের ঘুম হারাম করতে হবে। হ্যাপি স্লপিং। :)

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: তা তো বটেই। আদেশ ---- দিয়ে দিলেই হোলো।

ঠিক আছে। দেখা যাক।

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ফলো না করে উপায় আছে ভাই কোথায় কি করে না করে খেয়াল রাখতে হবে না হু হ
এ হচ্ছে বড় বোনের নজর :#)

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইডা ঠিক না পু। আমি বড় হইছি। :||

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: হ বড় ভইন ফলো করে বুঝে ফেলছিস যখন
তখন বড় হইছিস ছাপ্টিফিকিট দিউন লাগে :)

৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



জীবন - মৃত্যু নিয়ে দর্শন আওড়ালেন ।
কিন্তু ধন্ধে পড়ে গেছি এখানে -" প্রকৃত বন্ধু সেই, যে হাত ধরে অন্ধকার খাদের কিনারায় নিয়ে গিয়ে শেষ মুহূর্তে হাত ছেড়ে দেয়। জীবনের আলোয় ফিরিয়ে দেয়।"
পরীদের ব্যাপার স্যাপার , মাটির মানুষের সাধ্যি কি তা বোঝে !!!!!!!!!!!!!!!!!!!!

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

আর কিছু ব্যপারে ধন্ধ থাকাই ভালো । তেমন অভিঙ্গতা না হওয়াই শ্রেয় । :)

ভালো থাকবেন ।

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

উল্টা দূরবীন বলেছেন: জীবনটা রি-সাইকেলের অনুপযুক্ত। লেখা ভালো লাগছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.