নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

প্রতিস্পর্ধী

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২



হে কবি, শুরুটা তো আমাদের প্রায় একই ছিল।
কিন্তু তারপর ? নিজেকে তুমি -
সেফ সাইডেই রাখলে!
আর আমায় নিয়ে যত
টুইস্ট নাচলে !

পিতা আমার আলোর সাপ্লায়ার
তাই, আমার জীবনের পরতে পরতে ,
অজানা অন্ধকার।
পূণ্যস্রোতে ভাসিয়ে দেওয়া পাপ আমি,
তাই তো, পরিচয় দেয়নি জন্মদাত্রী !
আর ব্র্যান্ডহীন পুতুল নিয়ে --
খেলে গেছেন অন্তর্যামী !


ওহো ,ব্র্যান্ডের কি মহিমা !!

যার অভাবে দ্রোণস্যর স্কুল থেকে করেছিলেন বহিষ্কার ।
আর যে গুরুর জন্য , নীরবে যন্ত্রনা করেছিলাম সহ্য ,
তাঁর নজরে ,সেই ব্র্যান্ড ধরা পড়ল হয়ে অসহ্য ।
তাই টিটেনাসের বদলে তিনি দিয়ে দিলেন _
অভিশাপ আর তিরষ্কার ।

হায় অর্জুন , শুধু ব্র্যান্ডেড ছিলে বলে ,
সয়ম্বরের মৎস্যনেত্র
কিংবা কুরুক্ষেত্র
সর্বত্র অ্যাডভ্যানটেজ পেলে ।
রাজাধিরাজ বাবা তোমার
ফুসলে নিয়েছিলেন -
জীবন কবচ আমার ।

যে নিজের বুদ্ধিতে চলতে ছিল অক্ষম -
তারই অনুরোধে , তুচ্ছ ঘটোৎকচকে -
নিক্ষেপ করলাম সেই অস্ত্র ,
যা ছিল তোমারে বধিতে সক্ষম ।

মোক্ষম সময়ে , ওগো বাসুদেব -
আমার রথের চাকা বসিয়ে
তুমিও মুচকি হাসলে ,
অর্জুনের সাথে ভিকট্রিস্যান্ডে দাঁড়িয়ে ।


তবু--
শোনো হে কবি , হে অর্জুন , হে বাসুদেব
শুনে রাখো আমার এই ভার্সান -
ভাসিয়ে দেওয়া জীবন আমার
তবু , অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে
অপু শুধুই ভেবেছিল কথা যার ।
তোমাদের মতো বিজয়ীদের উপস্থিতিও
মন থেকে তার -
সে কথার ঘটাতে পারেনি অবসান ।


এই অপুরাই বারবার
ভেবে কথা যার ,
করেছে করবে -
তোমাদের সব দর্প চূর্ণ
হ্যা , আমই সেই কর্ণ ।।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কর্ণকিন্তু আমারো ফেভারিট। প্রথমত দেবরাজ ইন্দ্র কবজ ও কুন্তল হাতিয়ে নেন যা ছিল অনুচিত। দ্বিতীয়ত রথের চাকা উঠানোর সময় অর্জুনের আঘাত ছিল কাপুরুষতা।

কিন্তু পরির এই প্রতিভা মুগ্ধ করলো। +

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

নীলপরি বলেছেন: প্রথম মন্তব্যেই +। তাও আবার রাজপুত্রের মতো কবির কাছ থেকে পেয়ে, পরি একদম আপ্লুত হয়ে গেছে।

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!

মিথের সাথে বোধের মিলন!

শুভকামনা রইলো আপু।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ধন্যবাদ । ভালো থাকবেন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

এহসান সাবির বলেছেন: আবার পড়তে হবে।

তারপর মন্তব্য করব।

শুভেচ্ছা রইল।

২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

নীলপরি বলেছেন: তাহলে মন্তব্যের অপেক্ষায় রইলাম :)
ভালো থাকবেন ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

মো:নিহাল বলেছেন: অনেক সুন্দর।আমার স্মৃতির জগতে আপনাকে আমনত্রন রইলো নীল পরী।আশা করি আসবেন<<<সপ্নের পরী

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

নীলপরি বলেছেন: স্বপ্ন একটা বাংলা শব্দ জানি। সপ্ন শব্দটি জানিনা ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

আমিই মিসির আলী বলেছেন: :D
বাহ্
ভালো লাগছে ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

এহসান সাবির বলেছেন: ব্যাপারটা কি এই রকম- অর্জুন করলে লীলা খেলা আর আমি করলে দোষ...??
তারপর

রাজাধিরাজ বাবা তোমার
ফুসলে নিয়েছিলেন -
জীবন কবচ আমার ।

না ঠিক ঠাক ধরতে পারছি না....

দেখি আবার পড়ব।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

নীলপরি বলেছেন: আমার ভালো লাগলো আপনি এই লেখাটা একাধিকবার পড়েছেন দেখে । প্রথমেই তার জন্য ধন্যবাদ ।

আমার কাছে মহাভারত একটা পলিটিক্যাল ড্রামা । অর্জুন অনেক কিছুই জন্মসূত্রে পেয়েছিল আর কর্ণকে সব কিছুই নিজের যোগ্যতায় অর্জন করতে হয়েছিলো । সেল্ফ মেড হিরো বলা যেতে পারে ।আসলে কর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের বিরূদ্ধে লড়েছে ।

অর্জুনের ববা ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে এসে , কর্ণের কাছ থেকে তার কবচ ও কুন্ডল দান হিসাবে নিয়ে নেয় । যা থাকলে অর্জুনের পক্ষে কর্ণকে হারানো অসম্ভব ছিলো ।

আপনার কথা শুনে অর্জুন কর্ণকে নিয়ে বিশ্লেষণ মূলক কিছু লিখতে ইচ্ছা করছে । চেষ্টা করবো লিখতে ।

ভালো থাকবেন ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: চমৎকার ভাব এবং ভাষার প্রয়োগ। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।ধন্যবাদ ।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কেমন আছো? খোঁজখবর নেই যে!

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

নীলপরি বলেছেন: ঠিকই আছি।

স্বয়ং রাজপুত্র খোঁজ নিতে এসেছেন দেখে পরি খুশি হলো। :)

আপনি কেমন আছেন?

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ২৮ তারিখ আমার বার্থডে ছিল। আর ঐ দিনটাতেই আসেন নাই আপনি। :-0

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

নীলপরি বলেছেন: সরি । সরি । পরি জানতো না যে আগে । না হলে .........

যাক , রাজপুত্রের জন্মদিন কেমন কাটলো ?

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: জ্বরাক্রান্ত। :(

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

নীলপরি বলেছেন: এখন কেমন আছেন ?

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুস্থপ্রায়। :)

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

নীলপরি বলেছেন: মানে ? জ্বরটা কমে গেছে তো?

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: একটুআধটু আছে।

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: তাহলে সাবধানে থাকবেন। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন।

শুভকামনা ।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

এহসান সাবির বলেছেন: ওকে বুঝতে পেরেছি। :)

অর্জুন কর্ণকে নিয়ে বিশ্লেষণ মূলক লেখা তাড়াতাড়ি লিখে ফেলুন।


শুভেচ্ছা।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: হুম। চেষ্টা করছি। ধন্যবাদ উৎসাহিত করার জন্য।
ভালো থাকুন। শুভকামনা ।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

অগ্নি কল্লোল বলেছেন: শুভেচ্ছা রইল।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: শুভেচ্ছা পেয়ে ভালো লাগলো । কিন্তু আপনার কবিতা কেমন লাগলো ? বুঝতে পারলাম না ।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

অগ্নি কল্লোল বলেছেন: আপনার কবিতা আমার হৃদয়ে ঢুকে গ্যাছে।।
সুন্দর লেখা।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ গৃহিত।।
পারলে অধমের ব্লগে একবার দর্শন দিয়েন।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: হুম । ঘুরে এসেছি ।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

তার আর পর নেই… বলেছেন: প্রথম দিকে বুঝতে পেরেছি এবং ভাল লেগেছে…, পরের দিকে বুঝতে পারিনি। কারণ অর্জুন …এদের সম্পর্কে জানিনা।+

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য । আমি এই বিষয় নিয়ে আর একটা পোষ্ট দেওয়ার চেষ্টা করছি ।
দুঃখিত , দেরী করে উত্তর দিলাম বলে ।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.