নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রূপকথারা ঠিকানা রাখেনি কোনো

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪



যেদিন তোমায় বন্ধু ভেবেছিলাম
রূপকথাদের আশেপাশে দেখেছিলাম ।

স্বপ্নের নীল স্রোতে ভেসে এসেছিলে
বুঝিনি তো জীবনে নীল বিষ ঢেলেছিলে ।

রাজপুত্তুরের সোনার কাঠি -
স্বভাব বদলেছে আজ ।
অঙ্গে পড়েছে সে ,
বারুদের সাজ ।

ক্রূরতার আনন্দের স্বাদ ,
বুঝি বা খুব ভালো বলে ,
স্পর্শ মাত্রই সে ,
তার দহন শিখা জ্বালে ।

হার মানাটাই অভ্যেস হয়ে গেছে
স্বপ্নের ইমারত ধূলোয় মিশেছে ।

বারো মাস শুধু শ্রাবন ধারাই বয়
বসন্ত ? সে তো বাইরে দাঁড়িয়ে রয় ।


আমার জন্য -
আবির মাখেনা আকাশ ।
সুখের ধূলো -
উড়িয়ে নিয়ে গেছে বাতাস ।

মোবাইলটা সাইলেন্ট -
করে রেখে দেওয়া ।
ইচ্ছে করেই মেলবক্সের
পাসওয়ার্ড ভুলে যাওয়া ।


প্যারাট্রুপারের মতো
সন্ধ্যা নামে শহর জুড়ে ।
আর রূপকথারা
চলে যায় সরে সরে ।


স্মৃতির চাদরে ধূলো জমে গেছে তা জানি ,
তুমি আর আমি বহুদূরে তা মানি ।

তবু , যন্ত্রনাকে ভোলা যায় না জেনো
তাই তো , রূপকথারা ঠিকানা রাখেনি কোনো ।

মন্তব্য ৯০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: যন্ত্রণার বুদবুদ থেকেই যায়।
কবিতায় +।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । + পেয়ে খুশিও হলাম ।
ধন্যবাদ ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

তার আর পর নেই… বলেছেন: সুন্দর! একটু অভিমান, বিষাদ …+

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার ও খুব ভালো লাগলো।
+ এর জন্য ধন্যবাদ ।
ভালো থাকবেন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

লুতপাইন বলেছেন: সুন্দর কবিতা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

অগ্নি কল্লোল বলেছেন: তুমি আর আমি বহু দূরে তা মানি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

নীলপরি বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন।
শুভকামনা ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ভাবের প্রকাশ।
দারুন লিখেছেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: কিছু টাইপো আছে, দেখি নিন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

নীলপরি বলেছেন: হ্যা দেখবো । জানানোর জন্য অনেক ধন্যবাদ।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমার ও খুব ভালো লাগলো। উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা ।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

বর্গী এল দেশে বলেছেন: কবিতায় ভাললাগা অনেক

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম । আপনার অনেক ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো।
ধন্যবাদ ।
শুভকামনা।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: রাজপুত্তুরের সোনার কাঠি -
স্বভাব বদলেছে আজ ।
অঙ্গে পড়েছে সে ,
বারুদের সাজ .........সোনার কাঠির অঙ্গে বারুদের সাজ!!
স্বভাবের সাথে সাথে অবয়বেও পরিবর্তন!!!!
সুখের ধূলো -
উড়িয়ে নিয়ে গেছে বাতাস .......কি শক্তিশালী ধূলো!!!
অসাধারণ চিন্তা! কবিতা ভালো লেগেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম । আপনার মন্তব্যটাও আমার অসাধারণ লেগেছে। উৎসাহ পেলাম। ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

ভালো লাগা রইলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।
ধন্যবাদ ।
ভালো থাকবেন।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিবানু,

অসাধারণ। অসম্ভব ভালো লাগা। +
রাজপুত্তুরের সোনার কাঠি -
স্বভাব বদলেছে আজ ।

কোন সে রাজপুত্র শুনি স্বভাব বদলেছে যার সোনার কাঠি!?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: রাজপুত্রের মতো কবির অসম্ভব ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম।

আর আগে রাজপুত্রের রাজকন্যার কথাটা শুনি। যার জন্য রাজপুত্র এতো ব্যস্ত থাকেন যে প্রশ্ন করলে উত্তর দেওয়ার সময় পান না ! তারপর আমি বলবো। ঠিকাছে ?

এরকম ব্যস্ত থাকার জন্য শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: দারুন লেখা পরি...
রুপকথা রা ঠিকানা না রেখে ভাল করেছে।
লেখায় ++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে খুব ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

সুমন আকরাম বলেছেন: সুপার!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম । লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

অপূর্ব আফজাল বলেছেন: খুব ভাল কবিতা। ভাললেগেছে নীল পরী :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম । ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি,

রাজকন্যাকে একটা কল্পনা ধরো। সে ম্যাটেরিয়াল কিছু না। তার চিন্তাটা ব্যস্ততা তবে বাধ্যতা না। খুব করে চাওয়া একটা স্বপ্ন হলো রাজকন্যা। আমার লেখালিখির হাতে খড়ি রাজকন্যাকে নিয়েই। আমার সুপ্রাচীন কবিতা সে। তবে পুরোটাই অবাস্তব ভেবে নিতে চাইছি। অস্বীকার করি রাজকন্যার অস্তিত্ব। তা না হলে লেখালিখি থেমে যাবে। সবাই কোন না কোন কারণে লেখে। আমার কারণ বলো আর উদ্দেশ্য। অকারণিক কিংব লক্ষ্যহীনতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

নীলপরি বলেছেন: আরে জানি তো । আমি তো এমনি বলেছিলাম ।উত্তরটা কেমন যেন সিরিয়াস শোনাচ্ছে । রাগ করেননি তো ? সরি।

শুভ বসন্ত পঞ্চমী ।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ.. (+)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
+ পেয়ে ভালো লাগলো।

শুভকামনা ।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

অভ্রনীল হৃদয় বলেছেন: মন খারাপের কাব্য অনেক ভালো লেগেছে!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো। ধন্যবাদ ।
শুভেচ্ছা ।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: বসন্ত ? সে তো বাইরে দাঁড়িয়ে রয় তবুও নববসন্তের শুভেচ্ছা।
সুন্দর হয়েছে কবিতাটা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে এরকম সুন্দর একটা মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো।
ধন্যবাদ আর বসন্তের অনেক অনেক শুভেচ্ছা ।
ভালো থাকবেন।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

নীলপরি বলেছেন: ফাগুনের শুভেচ্ছা পেয়ে খুশি হলাম। ধন্যবাদ । কবিতাটা কেমন লাগলো বুঝতে পারলাম না যে! :)
ভালো থাকবেন।
আপনাকেও বসন্তের অনেক শুভেচ্ছা ।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা।
প্লাস

নববসন্তের শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: কবিতাটা আপনার সুন্দর লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।
ধন্যবাদ আর বসন্তের অনেক অনেক শুভেচ্ছা ।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য লিখেছেন পরী ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো। ধন্যবাদ ।
শুভেচ্ছা ।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা। ভাল লেগেছে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম । লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা ।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি,
মন তবু তারি কথা বলে
তারি সাথে পথ চলে ......................

এ হলো কবির মনেরই কথা কবিতায় ।
ফাগুনের শুভেচ্ছা ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: গানটা আমারও ভালো লাগে । :)
কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ ।
শুভকামনা ।

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাগ!!!

আরে না।
পরি,
বারবার লেখো। প্রয়োজনে একি জিনিস। ঘুরিয়েফিরিয়ে। বারবার। অনেক সুন্দর হচ্ছে লেখা।

আর আমার প্রশ্নের উত্তর কই?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

নীলপরি বলেছেন: এই রাজপুত্র না সাংঘাতিক । কিছুতেই ভোলে না ।
আপনি না ঠিক আমার একটা ম্যাডামের মতো ।তাঁকেও হাজারটা বাহানা দিয়ে ভোলানো যেতো না !
প্রশ্নটা যেনো কি ছিলো ? আরেকবার বলবেন স্যর ?


শুভ্র কেমন আছে ? বসন্ত পঞ্চমীতে সে কি কবিতা লিখলো ?

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি আর ম্যাডাম। :||

কোন সে রাজপুত্র শুনি স্বভাব বদলেছে যার সোনার কাঠি!?



ভালোই। কবিতা একটা লিখছি। চেষ্টা করছি।
হ্যালো ঈশ্বর! আপনি কি বাড়ি আছেন?

বেশি সময় দিচ্ছি অন্য একটা পোস্টে। মন্তব্যে বলা যাবে না। আর অন্য উপায় তো নাই তাই পোস্ট করলেই বুঝবা। ২১ তারিখ পোস্ট দিবো ওইটা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

নীলপরি বলেছেন: আপনি গর্দান নিতে পারেন । তাই । টিচার টাইপ ।

যার স্বভাব বদলায় সে রাজপুত্র কোনোদিনই ছিল না । থাকলেও মনস্টার হবে বোধহয় । সবই ভ্রম ।মানুষ সর্পকে রজ্জু ভেবে ভ্রমে পড়ে । ব্রহ্ম সত্য , জগৎ মিথ্যা। :)

হ্যালো ঈশ্বর! আপনি কি বাড়ি আছেন? এটা কি কবিতার শিরোনাম ?

আর আমি শুভ্র আজকে কি কিছু লিখেছে , সেটা জিঙ্ঘাসা করেছিলাম । ঠিক আছে ?
যাহোক , ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করছি ।

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: "বারো মাস শুধু শ্রাবন ধারাই বয়
বসন্ত ? সে তো বাইরে দাঁড়িয়ে রয়" লালপরীর লেখায় দুঃখগাথা ফুটে উঠেছে । এত কীসের দুঃখ, হে লালপরী?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: জানিনা আপনি ভুল করে এসেছেন কিনা, তবু আপনার মন্তব্য পেয়ে আমার খুব ভালো লাগলো। কারন এটা নীলপরির ব্লগ। লালপরীর না। ব্লগে স্বাগতম। :)

সুখ বা দু:খ দুটোই একটা অস্তিত্বের অবস্থান। দুটোই আমরা পাই । কারন দুটোই পরনির্ভরশীল। আর যা কিছু পরনির্ভরশীল তা দু:খ। তাই সুখও একরকমের দু:খ। এর উপর আছে প্রকৃত আনন্দ সত্যি সুখ। কিন্তু সেখানে আছে নি:সঙ্গতার ভয়।

আপনি যখন সাধু তখন জানেন আনন্দং ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কদাচন -- যিনি ব্রহ্মের আনন্দ পেয়েছেন তিনি ভীত হন না ।
আমি খুব সাধারণ আর ভীতু টাইপ । তাই দু:খ।
শুভকামনা । :)

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আজ বিশেষ কিছু নেই। কোন লেখাও নেই। /:)

নোমান নমি ভাইয়ার মতো বলতে হয় অদ্ভুত তুমিহীনতায় ভুগছি। এখানে তুমি অনির্দিষ্ট। !:#P

হ্যাপী ভ্যালেন্টাইন ডে পরী।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

নীলপরি বলেছেন: গতকাল বসন্ত পঞ্চমী ছিল। তাই আমি কবিতা লেখার কথা বলেছিলাম, আজকের কথা বলিনি। উফ আপনি ঠিক করে কেনো পড়েন না?

তুমি তো অনির্দিষ্ট হবেই । রাজকন্যা, নীলাদ্রিতা, আরো যেনো কে কে ? তাই কে ছেড়ে কে তুমি? হুম? :)

সেম টু ইউ রাজপুত্তর।

২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

এহসান সাবির বলেছেন: কবিতা তো এখনো পড়িনি...... না পড়ে কেমন করে বলব ভালো না মন্দ হয়েছে......?

কি যেন একটা লিখতে ইচ্ছা করছিল....

আলসেমি লাগছে...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

নীলপরি বলেছেন: কেনো পড়েননি ? আচ্ছা আমার ব্লগে আসলেই আপনার এতো তাড়া থাকে কেনো ?

এতোক্ষণে নিশ্চয় মনে পরে গেছে কি লিখতে ইচ্ছা করছিল ।

আলসেমিও ক্লান্ত হয়ে গেছে বোধহয় ।

তো এবার কি কবিতাটা পড়া যাবে ? :(

৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অমনোযোগী আমি। :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

নীলপরি বলেছেন: কেনো ?
মনের বাস কোথায় শুনি?

৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন
সফেদ খাতায় সাদা কলমের কালিতে।


পরি,
সব মন্তব্যের প্রতিউত্তর দেওয়া উচিত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: আচ্ছা কোন মন্তব্যের আমি প্রতিউত্তর দেইনি ?হয়ত কোনোটা একটু দেরী হয় । তারও কারন আছে । আর রাজপুত্র তো মন্তব্যের যে অংশটা প্রতিউত্তর দেবে মনে করে সেটুকুই দেয় । তারবেলা ? লিস্ট অনেক বড় আছে ।একটা যেমন - কে ছেড়ে কে তুমি? উত্তর কোথায় ?

( পরি,
সব মন্তব্যের প্রতিউত্তর দেওয়া উচিত। ) - রাজপুত্রের ছোট্ট চিঠি ভালো লাগলো । কারন এটা দুষ্প্রাপ্য ।

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: যদিও একান্ত ব্যক্তিক তবুও বললাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

নীলপরি বলেছেন: অসুবিধা নেই । রাজপুত্রের আদেশ শিরোধার্য্য । নাহলে গর্দান যাবে যে ! :)

৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

সুমন আকরাম বলেছেন: ২য় বার পড়লাম!! :> :-P :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

নীলপরি বলেছেন: ২য় বার পড়ার জন্য ২য় বার ধন্যবাদ । :)

৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজত্ব চলে গেছে ভাবটা রয়ে গেছে।

তোমার মন্তব্য অনেক ভালো লাগল। মন ভালো হয়ে গেল। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

নীলপরি বলেছেন: শুভসকাল
আবার প্রশ্ন এড়িয়ে যাওয়া ? ঠিক আছে।

কোন মন্তব্যটা ভালো লাগলো ?
মন ভালো হোলো মানে? আগে তাহলে কেমন ছিল ?
ইচ্ছে হলে উত্তর দেবেন। না হলে ------ ঠিক আছে ।

ভালো থাকুন।
অনেক শুভকামনা ।

৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

উল্টা দূরবীন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। শুভকামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬

নীলপরি বলেছেন: কবিতাটা আপনার সুন্দর লেগেছে জেনে আমার ও ভালো লাগলো। ধন্যবাদ ।
আপনাকেও অনেক শুভকামনা ।
ভালো থাকবেন।

৩৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কে ছেড়ে কে তুমি?

প্রেমকে দ্বিখণ্ডিত তৃখন্ডিত করি না। :)
কেউ নয় আবার সবাই। আগেই বলেছি রাজকন্যা দিয়ে লেখালিখির শুরু আর তোমার সূর্যাস্তের কবিতাটা লিখতে গিয়ে নিলাদ্রীতার জন্ম। এরপর থেকে এদের নিয়েই লিখি। তাই এরা কেউ নয়। কলমের খোঁচায় জন্ম। আবার এরাই সব। এরা না থাকলে ব্লগে আদৌ কেউ আমায় চিনতো না।

মন একটু এদিকওদিক ছিল। আর লাস্ট দুটো মন্তব্যের কথা বলছিলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: উফফ অবশেষে। আচ্ছা বলুন তো ঠিক কতবার প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে? ততোবার কপি, পেস্ট করবো। :)

সহজ কথা সহজ ভাবে
বলা কি যায়না ?
তোমার কথার মারপ্যাঁচ
কিছুই বুঝি না !
এবার থেকে কথা তুমি
সহজ করেই বোলো
অকারণে এতো কষ্ট
না দেওয়াই ভালো ।।

৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি তো সহজ ভাষাতেই বলি। :(

আর মাঝে মাঝে প্রশ্ন এড়াতে ভালো লাগে। তবে এবার থেকে একবারেই এন্সার করবো। চেষ্টা করবো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম।

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার।অনেক শুভেচ্ছা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো। ধন্যবাদ ।
ধন্যবাদ আর বসন্তের অনেক অনেক শুভেচ্ছা ।

৩৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

এম এইচ সুমন বলেছেন: দারুন লিখেছেন ,

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
শুভকামনা ।

৪০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

এম এইচ নাজমুল বলেছেন: সুন্দর।ভাল থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

নীলপরি বলেছেন: বলেছেন: কবিতাটা আপনার সুন্দর লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।
ধন্যবাদ আর শুভেচ্ছা ।

৪১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮

এম এইচ নাজমুল বলেছেন: সত্যি আমি উপভোগ করেছি কবিতা টি। খুব ভাল লেগেছে। ++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

নীলপরি বলেছেন: আবার এসে প্লাস দিয়েছেন দেখে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ ।

৪২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
??????

হাওয়ায় মিলালে নাকি?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

নীলপরি বলেছেন: আগে ঠিক করুন কোথায় মিলিয়ে যাবো ? ছন্দে না হাওয়ায় ?

বলুন এবার ..............

৪৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মিলিয়ে যাবার দরকারই নেই। :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: হুম জানলাম ।
আর রাজপুত্র একদিন বাদে অন্তত একটা প্রশ্নের উত্তর দিয়েছন দেখে ভালো লাগলো । :)

কেমন আছেন ?

৪৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো। পরি কেমন?

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

নীলপরি বলেছেন: বললো তো ভালো ।

৪৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

এহসান সাবির বলেছেন: আসলে আমি তো এসেছিলাম ফাগুনের শুভেচ্ছা দিতে তাই তখন কবিতা টা দেখা হয়নি। এই যে এখন দেখলাম...

আসলে যন্ত্রনাকে কখনো ভোলা যায় না
তাই তো , রূপকথারা ঠিকানা না রাখাই ভালো....

শুভেচ্ছা।

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮

নীলপরি বলেছেন: মনে করে যে কবিতাটা পড়তে এসেছেন , তাই দেখে খুব ভালো লাগছে ।
আপনার সাথে সহমত । বোধহয় রূপকথারা ঠিকানা না রাখাই ভালো..

আপনাকেও অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.