নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রাজপুতানীর কাহিনী

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৯



কার আগমনে উত্তাল এই রাজপুতভূমি ?
বিভিন্ন বন্যপশুরা পালায় শুনে কেশরীহুঙ্কার
পশুরাজ জানেন এ সত্য ভালোই
শুধু সঙ্ঘবদ্ধ পশুরাই করে সংহার ।

কিন্তু যদি অরণ্যে অগ্নদাহ ঘটে
পশুরাজও সইতে পারেন না জ্বালা
দিল্লীধিপতি জানেন কি না বলো
আমি সেই অগ্নিকন্যা রাজপুত বালা ।


চিনেছি তোমায় ওগো অগ্নিবর্না রাজপুতানী
এইমন তোমার হৃদয় জিততে চায়
যদিও মুঘলের অসাধ্য কিছু নাই
পেশীর আস্ফালন বীরের শোভা পায় ?


সেদিন দুটো রাস্তা একসাথে মিশেছিল
চাঁদ দেখেছিলেন তাঁরা একসাথে বেশ
অবশেষে রাজকুমারী গুনগুনিয়ে ছিলেন মনে
' কেশরীয়া বালম পাধারোনী মারে দেশ ' ।



ছবি - আমার হিজিবিজি এডিট খাতা থেকে ।

কয়েকটি কথা -- আমার মনে হয় গাঁধীজির বহু আগেই আকবর বুঝেছিলেন দেশ শাষন করতে শুধু মাটি জিতলেই চলবে না , মানুষের মনও জিততে হবে । বহুত্ববাদ ও সাম্যবাদকে তিনিই প্রথম স্বীকৃতি দেন । আজকের হিংসাময় পৃথিবীতে দাঁড়িয়ে মুঘল সম্রাট আকবর ও জোধা বাঈের ( হীরা কুঁয়ারী ) কথা মনে হলো । আমার সাথে সহমত না হলে নিজগুনে ক্ষমা করবেন ।

রথটানা ও চাঁদ দেখা আনন্দময় হোক । সবাইকে ঈদ এবং রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ।

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৫

কালনী নদী বলেছেন: ফটোতে কি পরি বোন নাকি ? !

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । লেখাটার অনুপ্রেরণা আপনি ।

ফটোতে পরিধি শর্মা । আরে আমি এতো ভাগ্যবতী নই । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৬

কালনী নদী বলেছেন: ঈদ মোবারক, দিদি :)

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৯

নীলপরি বলেছেন: গানটা শুনলাম । ভালো লাগলো । গানের জন্য আবারো ধন্যবাদ ।

৩| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: ছন্দ ঠিক আছে, তবে কবিতা হিসেবে পড়তে মোটামুটি লাগল। যদিও কবিতার চেয়ে এর পেছনের কাহিনীই মূখ্য ছিল।
+।

ঈদের শুভেচ্ছা রইলো। !:#P

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৩

নীলপরি বলেছেন: হুম , আরেকটু যত্নের প্রয়োজন ছিল । চেষ্টা করবো আবার ।প্লাস পেয়ে খুশি । :)

শুভেচ্ছা গ্রহন করেছি । অনেক ধন্যবাদ ।

৪| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১০

আবুল হায়াত রকি বলেছেন: প্রণাম জানবেন দিদি।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৭

নীলপরি বলেছেন: বাপরে !!

এখানে কবিতা নিয়ে মন্তব্য করলে বেশী খুশি হব । :)

কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: আমার মনে হয় গাঁধীজির বহু আগেই আকবর বুঝেছিলেন দেশ শাষন করতে শুধু মাটি জিতলেই চলবে না , মানুষের মনও জিততে হবে।

সঠিক কথা।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: আপনার সহমত পেয়ে ভালো লাগলো ।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: Gandhi & Jinnah, both of them were british agent. Only Akbar was the real father of india. I agree with you (বহুত্ববাদ ও সাম্যবাদকে তিনিই প্রথম স্বীকৃতি দেন ।";). I also support his religious views.

I enjoyed the movie "Jodha Akbar". It is one of the best movie i ever seen. Love story of them were just amazing.

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: সহমতের জন্য অনেক ধন্যবাদ ।

ফিল্মটা আমারও প্রিয় । আমি সিরিয়ালটাও মন দিয়ে দেখা শুরু করেছিলাম । কিন্তু পরে গতানুগতিক টাইপ সিরিয়াল বানিয়ে ফেলল । তাই বিরক্তিতে আর দেখতে পারিনি ।

Through a shrewd blend of tolerance, generosity and force, Akbar won the allegiance of the Rajputs, the most belligerent Hindus. But little did Akbar know that when he married Jodhaa, a Rajput princess, in order to further strengthen his relations with the Rajputs, he would in turn be embarking upon a new journey - the journey of true love. It was a biggest challenge for Akbar . But he won that challenge . He succeeded to win the love of Jodha .


শুভকামনা ।

৭| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জটিল রাজনৈতিক র্দশন নিয়ে কাব্য :)

বাহবা দিতেই হয়

+++++++++++++

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: বাহবা পেয়ে আপ্লুত । আকাশে উড়ছি । :)

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দুটি উৎসবকে একই সূতোয় গেঁথে একটি কবিতা লেখা বেশ দুরুহ কাজ। আপনি খুব সাবলীল ভাবেই সেটা করেছেন। কবিতা সুন্দর হয়েছে।

দ্বিতীয় প্রসঙ্গে আমি আপনার সাথে একমত না। কারণ আমি মনে করি সাম্যবাদের জন্য আমার ধর্ম একাই যথেষ্ঠ! এটা একান্তই আমার ব্যক্তিগত ধর্মীয় বিস্বাস এবং আমি এটা বদলাতে চাইনা। কারণ আমি মনে করি মানবতার জন্য আমার ধর্ম নিজেই স্বয়ংসম্পূর্ণ। সেখানে অন্য কিছুর দরকার নেই।
আর আকবর যেটা করেছিলেন সেটার পিছনে সাম্যবাদের চেয়েও বেশী ছিলো তার রাজনৈতিক উদ্দেশ্য।এটা ইতিহাস কর্তৃক প্রমাণিত।
যাই হোক, আপনি আমার অন্যতম প্রিয় ব্লগার বলেই কিন্তু এই কথাগুলো বল্লাম। নচেৎ ধর্মীয় বিষয় নিয়ে অন্তত এই ব্লগে আমি কারও সাথে তর্কে জড়াতে চাইনা বা এটা পছন্দও করিনা।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা!!!

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৩

নীলপরি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো ।

আর দ্বিতীয় প্রসঙ্গে আপনি একমত না হতেই পারেন । ভিন্ন মতই আমাদেরকে উন্নত করে ।

হুম প্রতিটা ধর্মই স্বয়ংসম্পূর্ণ। শান্তিপ্রিয় । তবে আমি বলেছি - আমার মনে হয় গাঁধীজির বহু আগেই আকবর বুঝেছিলেন দেশ শাষন করতে শুধু মাটি জিতলেই চলবে না , মানুষের মনও জিততে হবে ।

আপনিও তো তাই ( রাজনৈতিক উদ্দেশ্য ) বলেছেন মনে হোলো । :)

আকবর বাহুবলেই আমের জয় করতে পারতেন । কিন্তু সন্ধি করে সম্মান দিয়েছিলেন । জোধা বাঈকেও ধর্মান্তরিত করেননি । এমনকি শেষের দিকে যখন নিজের ধর্মমত প্রবর্তন করলেন তখনও কাউকে সেই ধর্ম গ্রহন করতে বাধ্য করেননি । এখানেই তাঁর মহানুভবতা । একজন শক্তিশালী শাষকের কাছে সর্বকালের প্রজারা বোধহয় এটুকুই চায় ।
গাঁধীজি তাও রামরাজ্য শব্দটা ব্যবহার করতেন । আকবর তো তেমন কোনো বিশেষ শব্দ ব্যবহার করেননি । এখানেও তিনি এগিয়েই আছেন ।

আর আমার ব্লগে যা মনে হবে তাই বলবেন । তাহলে আমি কিছু জানতেও পারব আর নিজের মতটাও বলতে পারব । মতবিনিময় নাহলে তো একজায়গায় দাঁড়িয়ে থাকতে হবে ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও অনেক অনেক শুভকামনা । :)
ভালো থাকবেন ।

৯| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
লেখাটা অসাধারণ হয়েছে।
কবিতা। সেটাও দারুণ।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: কাকে দেখলাম ?

ব্যস্ত রাজপুত্র আমার লেখা পড়ে এতো ভালো মন্তব্য করেছেন যে কি বলব এখন ঠিক করতে পারছি না । তাই পরে বলব ।

আপাতত শুভকামনা । :)

১০| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: সহমতের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি অপুর্ব সে সাথে পাদটিকায় বলা নীল পরীর কথার সাথে সম্পর্ণ একমত ।
হ্যা আকবর succeeded to win the love of Jodha

শুধু তাই নয় জোদা আকবর পর্বটি
হিন্দু ও মুসলমানদের আন্তঃধর্মীয় সহনশীলতার এক অপুর্ব
অগ্রযাত্রার পরিচায়কও ছিল বটে ।

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭

নীলপরি বলেছেন: আপনার সহমত পেয়ে ভালো লাগলো । আর আমিও আপনার মন্তব্যের সাথে একমত ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

অনেক শুভকামনা । :)
ভালো থাকবেন ।

১২| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:

মাটি জিতলেই হবে না

মানুষের মন ও জিত্তে হবে.....

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৩| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯

আর. এন. রাজু বলেছেন: সহমত!

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৯

নীলপরি বলেছেন: সহমতের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২২

নীলপরি বলেছেন: আর আপনাকে অনেক শুভকামনা । :)

১৫| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৪

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো হয়েছে।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো খুব ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: বেশ একটু ব্যতিক্রমধর্মী কবিতা। কবিতার বিষবস্তু চয়নে এবং উপস্থাপনায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আর শেষে বলা কয়েকটি কথাও খুব ভালো লাগলো।
৬ ও ৮ নং মন্তব্যের উত্তর ভালো লেগেছে।
প্রেম বিষয়ক সব লেখাই ভালো লাগে। মানুষের জন্য মানুষের ভালোবাসার চেয়ে ভালো আর কিছু হতে পারেনা। লেখায় + +
কালনী নদীর সৌজন্যে (২ নং মন্তব্য) আমার কৈশোর ও প্রারম্ভিক যৌবনের অত্যন্ত ভাল লাগা একটা গান পুনরায় শুনে আন্দোলিত হ'লাম, স্মৃতিকাতরও হ'লাম কিছুটা। তাকেও এজন্য আন্তরিক ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪২

নীলপরি বলেছেন: আপনি কবিতার সাথে সাথে মন্তব্য ও তার উত্তরগুলো পড়েছেন জেনে খুব ভালো লাগলো । প্লাস পেয়ে খুশি হলাম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আশাকরি কালনী নদী আপনার এই মন্তব্য দেখবেন ।

শুভকামনা ।

১৭| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:২০

আবুল হায়াত রকি বলেছেন: আপনার কবিতা পড়ে প্রতিউত্তরের ভাষা খুজে না পেয়ে ভক্তিতেই শ্রদ্ধা নিবেদনের বৃথা প্রচষ্ঠা। শ্রদ্ধেয় পরি বোন।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: আরে , ইট'স ও .কে ।

শুভকামনা ।:)

১৮| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:২১

আবুল হায়াত রকি বলেছেন: প্রচেষ্ঠা*

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

নীলপরি বলেছেন: হুম , বুঝেছি ।

শুভকামনা ।:)

১৯| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

কাবিল বলেছেন: খুব ভালো লাগলো। সহমত।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রেরনা পেলাম । সহমত পেয়েও ভালো লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৪

গেম চেঞ্জার বলেছেন: আকবর রাজনৈতিক কারণেই করুন বা অন্য কারণে, সত্যি ব্যাপারটা হলো পরমত সহিষ্ণুতার যে চর্চা সেটা হলো গুরুত্বপুর্ণ!

কবিতায় (+)।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । প্লাস পেয়ে ভালো লাগলো ।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৮

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.