নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

নগর বধূয়া

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫



আম্রকুঞ্জে পরিত্যক্ত ছিলেন সে কন্যা
ভ্রমরকৃষ্ণবর্ণ ও কুঞ্চিতাগ্র তাঁর কেশ
চিত্রকরের অঙ্কিত ভ্রুর ন্যয় ভ্রুযুগল
গাঢ়নীলপদ্মের ন্যয় চক্ষুদুটিও বেশ ।

নারীর তিন রূপ কন্যা-ভার্যা-মাতা , চিরকালীনভাবে
কুঞ্জের ত্রিপত্রের সজ্জায় হোলো বিলীন
লিচ্ছবী তরুনদের লিপ্সাই হোলো আভরণ
এমন নগর বধূয়া ছিল না সমকালীন !

তবুও দেহনিশি শুদ্ধ হয় সূর্যস্পর্শে
অন্তরের পূণ্যস্নানে শুদ্ধ হন নন্দিনী
ব্রাহ্মমুহূর্তে ঈশ্বর আসেন আম্রপালীর দ্বারে
বলেন - ' তৃষ্ণা নিবারণ করো জননী । '



( আম্রপালীকে তাঁর জন্মদাত্রী বোশালী নগরে পরিত্যাগ করে যান । পরে সেই সুন্দরীকে নিয়ে রাজকুমারদের মধ্যে বিবাদ শুরু হয়ে যায় । তার মীমাংশার জন্য তাঁকে নগর বধূয়াতে পরিনত হতে হয় । পরে বুদ্ধের পদার্পনে তিনি অর্হত্ব প্রাপ্ত হন । )

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: চমৎকার ! কবিতার সাথে মানানসই পৌরাণিক ঘ্রাণও আছে যথাযথ !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল কবিতা ।
শারদীয় শুভেচ্ছা রইল ।
আশ্বিন মাসের শুল্ক পক্ষের
৬ষ্ঠ দিন থেকে জানি শুরু
দুর্গা পুজা । পুজা শরুর
সঠিক তারীখটা দরকার
আমার জানার । জানা
যাবে কি তা ?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে উৎসাহ পেলাম ।

হুম । বাঙালীরা ৬ষ্ঠ দিন থেকেই পূজো শুরু করে ।
7 October 2016, Friday ষষ্ঠী বা কাত্যায়নী পূজা শুরু ।

যদিও 30 September মহালয়া আর 01 October 2016, Saturday ঘটস্থাপনা বা কলসপূজা শুরু ।

আপনাকেও শারদীয় শুভেচ্ছা ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

গেম চেঞ্জার বলেছেন: খুব ভাল হয়েছে!

হোলো < হলো

টাইপো! নাও হতে পারে আপনার ক্ষেত্রে। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

নীলপরি বলেছেন: ভালো হয়েছে শুনে খুশি হলাম ।

হুম , টাইপো না ! উচ্চারণের মতো লিখতে গি্য়েছিলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। +

বদ রাজকুমার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: সুন্দর লেগেছে ? তাহলে আমারো ভালো লাগলো । :)

হুম রাজকুমাররা এরকমই হয় । নার্সিসাস সিনড্রোমে আক্রান্ত ।

মগধরাজ বিম্বিসার চিরশত্রু বৈশালীর নগর বধূয়া আম্রপালীকে পাওয়ার জন্য ছদ্মবেশে তাঁর কাছে আসে । আম্রপালী রাজার আসল পরিচয় জানতে পেরে যেই প্রত্যাখান করে , সাথে সাথে তিনি বৈশালীতে আক্রমন করেন । এরপর মগধের রাজকুমার অজাতশত্রু তো বৈশালীকে প্রায় ধংশ করে ছাড়ে ।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। +

বদ রাজকুমার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: যদিও রাজপুত্র সিদ্ধার্থই বুদ্ধ হতে পেরেছিলেন । :)

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন +++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

জনৈক অচম ভুত বলেছেন: দারুণ!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

নীলপরি বলেছেন: আপনার দারুন লেগেছে জেনে আনন্দ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: পৌরাণিক কবিতা ।
অনবদ্য+

বাড়তি কথা -
আপনার কবিতার শব্দ গুলা ।ব্লগের কুন্ড পাকালী একজনের সাথে বেশ মিলে যাচ্ছে ।
আপনি সেই কিনা বোঝতে পারছি না ।
রিভার্স খেলা হয় বেশ ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

নীলপরি বলেছেন: শব্দের উপর পেটেন্ট কি করে নিতে হয় তা আমার জানা নেই । কুন্ড পাকালী নিকের ব্লগ আমি কোনোদিন পড়িনি । আর নিক দূরের কথা এমন নাম তো আমি কল্পনাও করতে পারবো না । এখানে সহব্লগার টাইম টিউনার আমাকে দেখিয়েছিলেন কিভাবে কেউ আমার কবিতা হুবহু নিয়ে ফেসবুকে পোষ্ট করেছে । এদিকে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই । তো এগুলো আমার হাতে নেই ।

আমি শুধু নিজের কাজটা করি । যেটা আমার শ্রমসাধ্য । থেরী গাথার নারীদের নিয়ে আমি আগেও লিখেছি । আমার নিয়মিত পাঠকরা সেটা জানেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬

নীলপরি বলেছেন: আমার মাত্র একটিই নিক। অন্যের সাথে তুলনা কেন জানি আমার পছন্দ হয় না। তাই রিএকশান্টা একটু আক্রমণাত্মক হয়েছে বোধহয়। কিছু মনে করবেন না।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০০

সুমন কর বলেছেন: জটিল জটিল শব্দের সমাহার। সকাল সকাল মুখের ব্যায়াম হয়ে গেল !!!..................হাহাহাহা

ভালো হয়েছে এবং শুভ সকাল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

নীলপরি বলেছেন: পিরিওডিক টাচ দেওয়ার চেষ্টা করেছিলাম । :)

আপনার ভালো লাগা অনুপ্রাণিত করলো ।

আপনাদের মন্তব্য দেখে আমার সকালকে শুভ লেগেছে ।

আর সকাল দুপুরের দিকে গড়াচ্ছে । তাই আপনার দিন খুব ভালো কাটুক । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অর্হত্ব প্রাপ্তির আরেকটি দারুন উপাখ্যান!

দেহবাদ মুলত ভোগবাদ আর বস্তুবাদেরই মিশ্রিত বিষফল!
ভোগিরাই অন্তরের আলোকে আড়াল রেখে বস্তু নির্ভরতায় দেহকেই প্রধান্য দেয় দেহ সূখাশায়!
অন্তরের সূখ তাই অধরাই রয়ে যায়!
আম্রপালি থেকে আজকের ভোগিমন একই বৃন্তের ফল!!

কসম নগর বধূয়াদের - তাদের অন্তরের আলো যদি জ্বলে ওঠে- জ্বলসে যাবে মেকি সভ্যতার খোলস!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

নীলপরি বলেছেন: আপনার বিশ্লেষণে আমি মুগ্ধ হলাম ।

আন্তরিক ধন্যবাদ জানবেন ।

শুভকামনা ।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

জুন বলেছেন: ভারতীয় পৌরাণিক কাহিনী নিয়ে কবিতা রচনায় আপনার পারঙ্গমতা সত্যি মুগ্ধকর নীলপরি।
আচ্ছা আমি জানতাম নগরীটির নাম বৈশালী আর বাক্যটি কি অর্হত্ব না অমরত্ব? একটু জানাবেন। আমি কনফিউসড।
+

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: বোশাালী আর বৈশালী একই ।

বৌদ্ধ ধর্মে অর্হত্ব পাওয়া মানে নির্বান পাওয়া । আম্রপালী বৌদ্ধ ভিক্ষুনী হয়েছিলেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি কঠিন শব্দ চয়নরে বাবা!
কবিতা ভালা হইছে :D

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: কঠিন শব্দ চয়ন করতে সখ হোলো ! :) :)

আপনার কবিতা ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

প্রামানিক বলেছেন: নারীর তিন রূপ কন্যা-ভার্যা-মাতা ,

পৌরাণিক কাহিনী কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে। মেধা আছে বটে- - -

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

সাহসী সন্তান বলেছেন: আমার কাছে এইটা কবিতার থেকে পৌরাণিক কাহিনীর ছোঁয়াটাই সব থেকে বেশি মুগ্ধ করেছে! আম্রপালি সম্পর্কে জানা থাকায় কবিতা বুঝতে একদমই সমস্যা হয় নাই! তবে আমিও শ্রদ্ধেয়া জুনাপার সাথে সহমতও!

চমৎকার কবিতা! সত্যিই খুব ভাল লাগলো নীলপরি! শুভ কামনা জানবেন!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমাকে আবেগে ভাসাল । অনুপ্রেরণা পেলাম । অনেক ধন্যবাদ ।

হুম শুভকামনা গ্রহন করলাম । :)

আপনাকেও শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার ভাবগাম্ভীর্য ও ছন্দময় সাবলীলতা খুব ভাল লেগেছে। শুভকামনা নীলপরি!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমাকে খুশি দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা গ্রহন করেছি ।
আপনাকেও শুভকামনা ।

ভালো থাকবেন । :)

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

জেন রসি বলেছেন: আপনার কবিতায় একই সাথে কবিতা এবং মিথ, দুটোর স্বাদই পাওয়া যায়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

নীলপরি বলেছেন: আপনার কমপ্লিমেন্টটা খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫০

মেহেদী রবিন বলেছেন: আগ্রহ জন্মালো

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

নেক্সাস বলেছেন: কঠিন শব্দে মুগ্ধ কবিতা।বেশ কিছু পোরনিক বিষয় জানা হল

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

নীলপরি বলেছেন: আপনার মুগ্ধতা আমাকে উৎসাহ দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ক্রমাগত আপনার লেখাগুলো জটিল থেকে জটিলতর হচ্ছে , পৌরানিক কাহিনীর ঘোরপ্যাঁচের মতো ।
তবে এসব থেকে আমরা হিন্দু পুরানের অনেক গল্পই জানতে পারছি আর মহিষাসুরমর্দিনীর মতো আপনার লেখনীর ধার অনুভব করছি ।

শারদীয় শুভেচ্ছা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: আরে আমি কিন্তু খুব একটা ভেবে লিখিনি । তাও আপনার মতো লেখকের কাছ থেকে যদি কমপ্লিমেন্ট পাওয়া যায় তবে বেশ ভালো লাগে । আমারো লাগলো । :)


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনাকেও শারদীয় শুভেচ্ছা ।

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: গত রাত্তিরেই পড়েছিলাম একবার । বুঝতে কষ্ট হয়েছিলো (পড়ালেখা, বিদ্ধা-বুদ্ধি অল্প তো)! এবার কিছুটা বুঝলাম । ভালোই লেগেছে!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

নীলপরি বলেছেন: সে কি ? নির্বানের পথের পথিকের অর্হত্বের কবিতা বুঝতে অসুবিধা হচ্ছে ?

হাবিজাবি লেখায় কমেন্ট করার জন্য সময় পাননি সেটা বুঝে গেছি । আপনার হয়ত ভালো লেগেছে কিন্তু খুব ভালো লাগেনি ,তাই না ?

নির্বানের পথের পথিক কথাটা মজা করে বলার চেষ্টা করেছি । আসলে মুডটা খুব অফ আছে আজ । তাই একটু হাল্কা করে কথা বলার প্রয়াস । আশাকরি বুঝবেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩

ইমরান আল হাদী বলেছেন: পৌরানিক কাহিনী কবিতায় সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
বোঝা যায় অনেক খেটেছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে দেখে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১

হাবিবুর অন্তনীল বলেছেন: চমৎকার

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব ভালো লাগলো
অনেক শুভেচ্ছা শারদীয়ার এবং কবিতার
ভালো থাকবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: আপনার খুব ভালো লাগায় আমি খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনাকেও শারদীয় শুভেচ্ছা ।

আপনিও ভালো থাকবেন।খুব । :)

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

অদৃশ্য বলেছেন:



বাহ! দারুন... খুবই ভালো লেগেছে আপনার প্রকাশ...

শুভকামনা...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে আমারো খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনাকে ভুল বোঝার জন্য দু;খিত।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

নীলপরি বলেছেন: ইট'স ও .কে ।

শুভকামনা ।

২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ যাচিত তথ্যদানের জন্য ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫

নীলপরি বলেছেন: আরে এটা খুবই সামান্য ব্যপার । এটুকু করতে পেরে আমার ভালো লাগলো ।

শুভকামনা আপনাকে।

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে আমারো খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে গিয়ে লিখাটি দেখে মন্তব্য করার জন্য । সেখানে অমার পোস্ট ও এর উপরে করা মন্তব্যের উত্তর ডাউনলোডে কিছু টেকনিক্যল সমস্যা দেখা দেয়ায় ও অস্বাভাবিক বিলম্ব হতে থাকায় সেটা রিপোস্ট করা হয়েছে , এটা আপনার সদয় অবগতির জন্য ।
শুভেচ্ছা রইল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

নীলপরি বলেছেন: হুম , আমিও তো আপনার পোষ্টে গিয়ে রিপোষ্ট করতে বলে এসেছিলাম । :)

আপনাকেও শুভেচ্ছা ।

২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি। :)

ভালোলাগা+

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: খুশি হলাম শুনে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩০| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: ব্রাহ্মমুহূর্তে ঈশ্বর আসেন আম্রপালীর দ্বারে
বলেন - ' তৃষ্ণা নিবারণ করো জননী । '
- চমৎকার লাগলো।
ব্রাকেটের কথাগুলোর জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
দেহবাদ মুলত ভোগবাদ আর বস্তুবাদেরই মিশ্রিত বিষফল! - ১০ নং মন্তব্যে বিদ্রোহী ভৃগু এর এ মন্তব্যটা ভাল লেগেছে।
আপনার লেখা ফিরে আসা তে আরেকটা মন্তব্য করলাম।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৫

নীলপরি বলেছেন: বরাবরের মতো আপনার এই মন্তব্যটা থেকেও উৎসাহ পেলাম ।

হুম , বিদ্রোহী ভৃগু খুব সুন্দর করে গুছিয়ে ওনার মন্তব্য করেন । আমারো খুব ভালো লাগে । অনুপ্রাণিত হই ।

দেখছি আপনার মন্তব্যটা ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.