নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ছায়া - কায়া

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭



তোমার জলতরঙ্গে পড়ত আমারই ছায়া
যা ছিল একেবারেই বিপরীত নীতিতে
কিন্তু আমি মানাতে পারিনা রীতিতে ।

তোমার ভাস্যে অন্ধকারই আলোর সোপান
আমি আঁধারে কুকুরের ডাক শুনতাম
মনে মনে হতাশার প্রহর গুনতাম ।

পোষাকেও ফতোয়া জারি হতে পারে ?
তুমিও শাড়ি শাড়ি কেনো করো ?
আমার জিন্স-টপই লাগে ভালো বড়ো !

আমিত্বকে তুমিত্বে বিলীন করি না
ছিন্নতা আর প্রলয় ঘর সাজায়
ভাঙা প্রেম বিসর্জনের সুর বাজায় !

শেষের পরেও শুরু করেছি বেশ
কাটতে পেরেছি আজ আবেগের রাশ
কান্নার জন্য কোথায় পাবো অবকাশ ?

আমায় দেখে হাসছে আকাশ নীল-জোব্বাধারী
স্ফটিকরঙা দীঘিজলে মিশেছে নীলাম্বরের ছায়া
দীঘিটা বোধহয় হারিয়েছে নিজের কায়া !

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: যা ছিল একেবারেই বিপরীত নীতিতে
কিন্তু আমি মানাতে পারিনা রীতিতে ।


অনেক সময় বিপরীত স্বভাবের মানুষটাকেই ভালো লেগে যায়।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: আমার জিন্স-টপ ভালো লাগে না, শাড়ি। শাড়িই হলো নারীর আসল পোশাক। ;)

কবিতায় ভালো লাগা।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৫

নীলপরি বলেছেন: হুম , শাড়ি তো ভালো লাগে তবে অকেশন্যালি । শাড়ি পরা একটু টাইম কনসিউমিং ব্যপার ! :)

যাক , কবিতাটা আপনার ভালো লেগেছে শুনে আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। +

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৪

নীলপরি বলেছেন: শুনে আমারো ভালো লাগলো ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: তোমার জলতরঙ্গে পড়ত আমারই ছায়া
ভালবাসার মায়া
নিয়ম - নীতি, প্রক্রিয়া, পদ্ধতি
সবটাতেই ছিল বৈচিত্র নতুনত্ব
আর আমি ! আমি মানাতে পারিনা নতুন রীতি!

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যের বৈচিত্র খুব সুন্দর লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা।

ভালোলাগা ++

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালোলাগা আনন্দ দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮

রক্তিম দিগন্ত বলেছেন:
কী কয়!! শাড়িই তো ভালা।

+

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

নীলপরি বলেছেন: তো শাড়িকে কি আমি খারাপ বলেছি ?

প্লাস পেয়ে খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:




কবিতা ভাল লাগল , উপমাগুলি দারুন হয়েছে। এটা ঠিক
প্রাত্যহিক খোলা চোখে যে দেখা তা স্থানিক, মুহূর্তের
লৌকিকতা পেরিয়ে সময়ের বাইরের অজানা
অচেনাকে মাথায় জাগিয়ে দেয়, তার
রূপকাঠামো ছায়াকায়া প্রাণস্পন্দন
ধরিয়ে দেয় যেন কবিতায়। এই
যে রাতদিন পাগল করা টান
ভাঙা প্রেম বিসর্জনের সুর
বাজায়, এটির উৎপত্তি
কোথা থেকে, কোন
আমিত্বকে তুমিত্বে
বিলীন করে পার
হয়ে আসে এমন
কবিতায় উড়ন্ত
আবেগে এটা
সত্যিই এক
বিস্ময়।
শুভেচ্ছা রইল ।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:১৩

নীলপরি বলেছেন: আপনার বিশ্লেষণ খুব ভালো লাগলো ।

আর শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার কথাকলি মনে বেশ গেঁথে গেল! খুব সুন্দর লিখেছেন নীলপরি। শুভকামনা!

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিত্বকে তুমিত্বে বিলীন করি না
ছিন্নতা আর প্রলয় ঘর সাজায়
ভাঙা প্রেম বিসর্জনের সুর বাজায়!" লাইনগুলো পড়ে হাসি পেলো । আমি তো জানতাম প্রেমে পড়লে দুজনের পছন্দ-অপছন্দ মিলেমিশে একাকার হয়ে যায়!

ভালো হয়েছে ।
(ভাষ্যে)

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮

নীলপরি বলেছেন: প্রেমে পড়লে দুজনের পছন্দ-অপছন্দ মিলেমিশে একাকার হয়ে যায়! --
হুম ঠিকই বলেছেন । কিন্তু সেটা দুদিক থেকেই হলে ভালো হয় । নাহলে সেটা মরুভূমিতে মরীচীকার মতো লাগে ।

যাক , কবিতাতে তো কিছু আপনার ভালো লেগেছে । তাতেই খুশি হলাম । উৎসাহ পেলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৭

শামছুল ইসলাম বলেছেন: ভাললেগেছে ।
কবিতায় প্লাস।

ভাল থাকুন। সবসময়।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালোলাগা আমায় অনুপ্রেরণা দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
আপনিও ভালো থাকুন। সবসময় ।

১১| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছায়া কায়া উপাখ্যানে ভালো লাগা!

অহম আর প্রেম
দৃষ্টি ভঙ্গির উপর দেখায় বহুমািত্রকতা
ভালবাসায় আমিত্ব তুমিত্বে হারালেই পূর্নতা
অহমে তা হারাম;
প্রি সেটেলড স্বত:সিদ্ধ
জীবনে আঁকড়ে থাকে
উভমূখীতায়!

কখনো স্বাধীনতায় সূখ
কখনো স্ব-অধীনতায়
যেখানে তুমিই স্ব-রুপে বিরাজ ;)

ভাল লাগার সাথে ++++++++++

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৮

নীলপরি বলেছেন: আবারো মুগ্ধ হলাম আপনার মন্তব্য পড়ে । যত্ন করে তুলে রাখলাম জমা খাতায় ।

ভালো লাগার সাথে প্লাস পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময় ।

১২| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




কায়ার উপরে যখন ছায়া পড়ে তখন কায়ারা আঁধারে নিমজ্জিত হয় । এটা চিরন্তন । ছায়া-কায়ার রীতি ।

একটু বিক্ষিপ্ত মনে হলো ভাবগুলো ।

তবে বিদ্রোহী ভৃগুর এই লাইনটিতে একমত ---
ভালবাসায় আমিত্ব তুমিত্বে হারালেই পূর্নতা


০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:০১

নীলপরি বলেছেন: পরবর্তীতে চেষ্টা করবো ।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময় ।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৭

সাহসী সন্তান বলেছেন: নীলপরি, কায়া না থাকলে কিন্তু তার ছায়াও হয় না! তবে জিন্স-টপস্ পরা কোন মেয়ের চেয়ে শাড়ি পরা মেয়েকে (এক্ষেত্রে সুন্দরী হওয়াটা জরুরি নয়) দেখলে কিন্তু আমার কাছে সেইরকম লাগে। ভাববেন না রক্ষনশীলতার কারণেই এমনটা মনে হয়। তবে আসলেই শাড়ি পরা মেয়েদের সৌন্দর্য জিন্স-টপস্ পরা মেয়েদের থেকে একটু বেশিই প্রস্ফুটিত হয়.... ;)

কবিতা ভাল ছিল! শুভ কামনা জানবেন!

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: হুম , আপনার শাড়ির প্রতি নাহ শাড়ি পরিহিতাদের প্রতি মুগ্ধতা দেখে আমি অভিভূত হলাম । :)

আর কবিতা ভালো লেগেছে শুনে আনন্দ ও উৎসাহ দুটোই পেলাম ।

শুভ কামনা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।
ভালো থাকুন। সবসময় ।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪

পবন সরকার বলেছেন: কবিতা অনেক ভালো লাগল।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময় ।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩০

নেক্সাস বলেছেন: ভাল লাগলো

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:২১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময় ।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো । এগিয়ে যান , শুভাশিস রইল।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:২২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:০১

ফারিহা নোভা বলেছেন: ভাল লেগেছে অনেক :)

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১

হাসান মাহবুব বলেছেন: একটু এলোমেলো লাগলো। তবে থিমটা ভালো।

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: থিমটা আপনার ভালো লেগেছে শুনে উৎসাহিত হলাম । আর পরবর্তীতে চেষ্টা করবো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪

মেহেদী রবিন বলেছেন: নীলপরীর আভা তার কবিতায়। সুন্দর কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৩

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫০

খায়রুল আহসান বলেছেন: আমিত্বকে তুমিত্বে বিলীন করি না
ছিন্নতা আর প্রলয় ঘর সাজায়
ভাঙা প্রেম বিসর্জনের সুর বাজায়
-- খুব সুন্দর হয়েছে এ স্তবকটা।
পরীদেরকে শাড়ীতেই দেখতে চাই!!!
ভালবাসায় আমিত্ব তুমিত্বে হারালেই পূর্নতা
অহমে তা হারাম;
- বিদ্রোহী ভৃগুর মন্তব্যের এ দুটো লাইন খুব ভাল লেগেছে।
সুন্দর কবিতা, কবিতায় ++++

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: আমার শুনে খুব ভালো লাগলো ।

হুম বিদ্রোহী ভৃগু খুবই ভালো মন্তব্য করেন । ওনার মন্তব্যের আলোকে পোষ্ট আলোকিত হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.