নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

নিঠুর-দরদী

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:০১



মনের অসুখে সবই লাগে বিষময়
একলা একা বসে থাকি মেঘছায়ায়
নীলাভমেঘ কিভাবে বাঁধে আমায় দরদী-মায়ায় ?

হাওয়ায় বসতি ভাঙলেও মেঘ নিরুদ্বেগ
প্রবাসীমেঘ অরণ্য-লোকারণ্য পার হয় অবহেলায়
ছন্দ হারাই তার নিঠুর খেলায় !

নিদারুণ প্রতীক্ষায় থাকি জলজ আসরের
জানি সে আছে যোজন দূর
তবু-
মেঘ বৃষ্টি হলেই আমি নবাঙ্কুর ।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


তবু-
মেঘ বৃষ্টি হলেই আমি নবাঙ্কুর ।


ভালবাসার কবিতায় সুমধুর গান,
ঝিরিঝিরি হাওয়া বয় সেকি মধু টান! কবির মনের আশা পূর্ণতা পাক!

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৫

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মতো কবির কাছ থেকে এরকম কাব্যিক মন্তব্য পেয়ে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


তবু-
মেঘ বৃষ্টি হলেই আমি নবাঙ্কুর ।


ভালবাসার কবিতায় সুমধুর গান,
ঝিরিঝিরি হাওয়া বয় সেকি মধু টান! কবির মনের আশা পূর্ণতা পাক!

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৮

নীলপরি বলেছেন: সামু যেমন স্লো তেমন নোটিফিকেশন সমস্যাও হচ্ছে । সেখানে আপনার দুটো কমেন্ট খুশি দিল । :)

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫২

রক্তিম দিগন্ত বলেছেন:
আহা! কী ভালবাসা!!!

ছোট পরিসরে অল্প অল্প শব্দে পড়তে ভাল লেগেছে। অবশ্য এই কারণেই হয়তো কবিতাটা বুঝতেও পেরেছি। আমাকে বুঝাতে পেরেছেন, তাই ধন্যবাদ। কবিতা আবার আমি অনেক বেশি ভাল বুঝি কিনা!!! B-))

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৮

নীলপরি বলেছেন: আপনি বুঝতে পেরেছেন বলে আমি কৃতজ্ঞ । এই দুনিয়ায় কেউ কাউকে বুঝতে চায় না বা বোঝার প্রয়োজন মনে করে না বলেই যত দুঃখের সৃষ্টি হয় ।

কবিতাটা পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি ছোট্ট কিন্তু ভাবার্থ অনেক বলেই মনে হল । কি সুন্দর করে কবিতায় হলো বলা ওগো নিষ্ঠুর দরদী, মনের অসুখে সবই লাগে বিষময় এ কি খেলছ মেঘছায়ায় অকুক্ষণ ! তোমার কাটায় ভরা বন কিভাবে বাঁধে আমায় দরদী-মায়ায় তোমার প্রেমে ভরা মন । হাওয়ায় বসতি মিছে দাও কাঁটার ব্যথা, ভাঙলেও মেঘ নিরুদ্বেগ সহিতে না পার তা , প্রবাসীমেঘ অরণ্য-লোকারণ্য পার হয়ে আমার আঁখি-জল তোমায় করে গো চঞ্চল, অবহেলায় ছন্দ হারাই তার নিঠুর খেলায় তাই নয় বুঝি বিফল আমার অশ্রুবরিষণ ! ডাকিলে কও না কথা, নিদারুণ প্রতীক্ষায় থাকি কী নিষ্ঠুর নীরবতা ! জলজ আসরের জানি সে আছে যোজন দূর তবু আবার ফিরে চাও, বল, ওগো মেঘ বৃষ্টি হয়ে শুনে যাও, তোমার সাথে আছে আমার অনেক কথন আমি যে নবাঙ্কুর।

জানিনা কবিতাটি ঠিক বুঝতে পেরেছি কিনা , যেমন বুঝেছি তেমনি বলেছি ভুল কিছু হলে সে যে আমারি ।
ধন্যবাদ শুভেচ্ছা রইল ।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২১

নীলপরি বলেছেন: নিজের লেখার এতো সুন্দর ব্যখ্যা পড়ে অভিভূত হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৩

নীলপরি বলেছেন: আপনি সুন্দর বললেন বলেই কবিতা সুন্দর হোলো ।


আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কবিতা!! :)

ভালোলাগা জানিয়ে গেলাম!! :)

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমায় আনন্দ দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

৮| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২

পথহারা মানব বলেছেন: ক্ষুদ্র কবিতায় বিশালাকায় ভাবার্থ!!!
ভালো লাগা জানিয়ে দিলাম++++

০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । কবিতায় আপনার ভালো লাগা পেয়ে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

৯| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাশাপাশি পরিচিত শব্দে পরিচিত আবহ।
নিঠুরতায় ভ্রান্তি জন্মায়। উদ্বেগ না নিরুদ্বেগ অযুত দূরত্বে কিভাবে জানবে। একই শহরেই তো অজানা থাকে অনুভূতিরা।
সুন্দর। +++

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২

নীলপরি বলেছেন: মনটা কেনো যে এরকম জানায় ! :(

সুন্দর লেগেছে জানতে পেরে ভালো ভালো অনুভব হচ্ছে ।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাশাপাশি পরিচিত শব্দে পরিচিত আবহ।
নিঠুরতায় ভ্রান্তি জন্মায়। উদ্বেগ না নিরুদ্বেগ অযুত দূরত্বে কিভাবে জানবে। একই শহরেই তো অজানা থাকে অনুভূতিরা।
সুন্দর। +++

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৬

নীলপরি বলেছেন: :)

১১| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪

অদৃশ্য বলেছেন:



ভালো লাগলো...


শুভকামনা...

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

১২| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: আপনি ভালো বলায় অনেক উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

অতঃপর হৃদয় বলেছেন: প্রথমত কবিতা টা আমার অনেক বেশি ভালো লেগেছে তারপর আপনার কবিতা আমায় অনেক পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে। অনেক সুন্দর করে সাজানো গোছানো শব্দ দিয়ে কবিতা লেখা হয়েছে। কবিতা ছোট হলেও এর ভাবার্থ অনেক! ধন্যবাদ লেখক।

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো । জানিনা আপনার স্মৃতিটা কেমন তবে আমার লেখা পড়ে সেটা মনে পড়েছে , এটাকে আমি একটা প্রাপ্তি হিসাবে নিলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকুন ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য আমি দুঃখিত ।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সৃষ্টির মৌলিক তৃষ্ণার প্রতীক্ষা
অন্তহীন-এ তৃষা বুঝি মিটবার নয়!
যোজন দূরত্ব-
হাতের কাছে থাকতে কলস মিটেনা পিয়াসের!

নিত্যতায়--
জলজ আসরে
নিত্য স্বপ্নেরা জন্মে - নবাঙ্কুর হয়ে
বৃষ্টির ছোঁয়া পেলেই।

তুমি নবাঙ্কুর
হলে আমি বৃষ্টি হব জনম জনম।


আপনার কবিতায় যাঁদু আছে। পড়লেই হাবিজাবি কত কথা বেরিয়ে আসে ;)
হা হা হা

++++++++

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০১

নীলপরি বলেছেন: আমার কবিতায় যাদু আছে ! আরে এই কমপ্লিমেন্টটা পেয়ে দারুন লাগলো । :)

আর আপনার মন্তব্য মোটেই হাবিজাবি না । আমার লেখাটাই হাবিজাবি । যেটা আপনার কাব্যিক মন্তব্যের আলো পেলে আলোকিত হয় ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকুন ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য আমি দুঃখিত ।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সাহসী সন্তান বলেছেন: নীলপরি, দরদী কি কখনো নীঠুর হইতে পারে? আমার তো মনে হয় না! যার মধ্যে দরদ আছে সে যদি নীঠুর হয়ে যায়, তাহলে ভালবাসা নামক শব্দটা যে ব্যালকনিতে দাঁড়িয়ে আহাজারি করবে!

কবিতা সুন্দর! খুব ভাল লাগলো! শুভ কামনা জানবেন!

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৫

নীলপরি বলেছেন: হুম , হয় ! দরদীও নিঠুর হয় । যদি কারো দরদ আছে বলে জানা থাকে তবে তার একটু উপেক্ষাও নিঠুরতা বলে মনে হতে পারে ।

উফ , এতো যুক্তি দিতে পারি না যে । আমার মনে হয়েছে বলে তাই নিঠুর ! :) :)

আপনার কবিতা ভাল লাগলো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।:)

ভালো থাকুন ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য আমি দুঃখিত ।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,


কবির মনে বিষময় যে ভাবের খেলার দেখা মিললো তার সাথে মিলিয়ে এটুকুই বলি ----

( প্রথম স্তবকের জন্যে )
ওগো নিঠুর দরদী
একি খেলছো অনুক্ষন


(দ্বিতীয় স্তবকের জন্যে )
কাঁটায় ভরা মন তোমার
প্রেমে ভরা মন।
মিছে দাও কাঁটার ব্যথা
সহিতে না পারো তা


(শেষ স্তবকের জন্যে )
আমার আঁখিজল
তোমায় করে গো চঞ্চল .......[/sb

[ অতুল প্রসাদের গান থেকে নেয়া। ]

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২২

নীলপরি বলেছেন: আমার কবিতা পড়ে আপনার অতুল প্রসাদের গানের কথা মনেপড়েছে জেনে আপ্লুত হলাম । গানের মুখরাটা জানাবেন প্লিজ । কারন গানটা আমার শোনা নেই ।তাহলে নেট থেকে খুঁজে শুনতাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকুন ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য আমি দুঃখিত ।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর শব্দের কারুকার্য । ভাল লেগেছে ।

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)
উত্তর দিতে দেরী হওয়ার জন্য আমি দুঃখিত ।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৬

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর, শব্দের বুননে চমৎকার কাব্য।

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)
উত্তর দিতে দেরী হওয়ার জন্য আমি দুঃখিত ।

২০| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৬

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর, শব্দের বুননে চমৎকার কাব্য।

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৬

নীলপরি বলেছেন: ধন্যবাদ।

২১| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২০

রাজসোহান বলেছেন: সুন্দর, সুন্দর!

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৩

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো । আপনার মন্তব্য পড়েও খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

২২| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২২

জুন বলেছেন: কবিগুরুর মত বলতে ইচ্ছে করছে
তুমি কেমন করে গান করো হে গুনী!
আমি অবাক হয়ে শুনি....

আপনি কেমন করে প্রতিদিন
এমন অপুর্ব কবিতা লিখেন কবি?
আমি অবাক হয়ে ভাবি কেবল ভাবি!

আমি কেন এমন কবিতা লিখতে পারি না, গল্প লিখতে পারি না আপনাদের মত? ভাবলে দু:খই হয়। কি সুন্দর সব শব্দের আবাদ করে তোলেন কবিতার জমিতে।
তবে আপনাদের মত গুনীজনদের লেখা পড়ার সৌভাগ্য হচ্ছে তাই বা কম কিসে নীলপরি??
অনেক অনেক ভালোলাগা রইলো কবিতায়।

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম । এই সম্মানের আমি য়োগ্য নই ! তবু আপনার মন্তব্যটা আমার ভীষণ ভালো লাগলো ।
আর আপনার গল্পও ও ছবি ব্লগ কিন্তু আমার খুব ভালো লাগে , সেকথা জানিয়েও এসেছি । :)

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

২৩| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২১

মেহেদী রবিন বলেছেন: সুন্দর ছিল

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩২

নীলপরি বলেছেন: খুশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

২৪| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



আগেই প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ জানিয়ে রাখি ।
আর গানটির মুখরা --- ওগো নিঠুর দরদী
আপনি ইউটিউবে "অতুল প্রসাদ , ওগো নিঠুর দরদী" লিখে সার্চ দিন । অনেকেই গেয়েছেন গানটি । তবে আমি অদিতি মুহসিন এর গাওয়া গানটিই শুনতে বলবো ।

শুভেচ্ছান্তে ।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: কষ্ট করে এসে জানিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আমি অবশ্যই গানটা শুনবো । :)

আপনাকেও অনেক শুভেচ্ছা ।

২৫| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: নিদারুণ প্রতীক্ষায় থাকি জলজ আসরের
জানি সে আছে যোজন দূর
তবু-
মেঘ বৃষ্টি হলেই আমি নবাঙ্কুর
- অসাধারণ হয়েছে আপনার কবিতার এ শেষ স্তবকটা।
আরো কিছু বলার ছিল, আশাকরি কালকে বলতে পারবো। আজ নেট বড্ডো স্লো।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: নেট স্লো ছিল তাও আপনি মন্তব্য করেছেন দেখে খুব ভালো লাগলো । আপনার ভালো লাগা আমায় উৎসাহ দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

২৬| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: মেঘের মতই মায়াবী কবিতা। কবিতায় ভাল লাগা + +
ভাল লাগা মন্তব্যঃ ৯, ১৭, ১৮, ২২, ও ২৪
ভাল লাগা প্রতিমন্তব্যঃ ৩, ১৫, ১৬ ও ২২
২২ নং মন্তব্য প্রসঙ্গে জানিয়ে রাখি, জুন নিজেও কিন্তু খুব সুন্দর কবিতা লিখেন। এই ব্লগে ওনার আর্কাইভেও বেশ কিছু ভাল কবিতা আছে। তবে হয়তো ওগুলো ভ্রমণ ব্লগ আর ছবি ব্লগের নীচে চাপা পড়ে আছে, খুঁজে বের করতে হবে।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩১

নীলপরি বলেছেন: হুম , আমি আপনার সাথে একমত ( ২২ নং মন্তব্য প্রসঙ্গে) ।

আপনি কবিতার সাথে মন্তব্য ও প্রতিউত্তরগুলো পড়েছেন জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

২৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনি কবিতার সাথে মন্তব্য ও প্রতিউত্তরগুলো পড়েছেন জেনে ভালো লাগলো -- আমি সবসময়ই তা করে থাকি। অনেক সময় পাঠকের কিছু মন্তব্যও কবিতার মতই সুন্দর পাওয়া যায়।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: আমি মাঝে মধ্যে এরকম করি । তবে এবারে সবসময় করবো । শিখলাম আপনার কাছ থেকে । ধন্যবাদ ।

আপনি কি আমার প্রতি উত্তরের নোটিফিকেশন পেয়েছিলেন ? আমি কারোরটা পাচ্ছি না ।

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: আপনি কি আমার প্রতি উত্তরের নোটিফিকেশন পেয়েছিলেন ? আমি কারোরটা পাচ্ছি না -- না, তেমন অর্থে কোন নোটিফিকেশন পাচ্ছিনা। তবে এর মধ্যে একটু ফাঁক আছে। নোটিফিকেশন এর ঘরে শূন্য দেখালেও, ঐ শূন্যের ঘরেই আমি ক্লিক করি। তখন কারো কারো মন্তব্য ও প্রতিমন্তব্যের নোটিফিকেশন দেখা যায়। যেমন এখন আপনারটা দেখলাম। তবে এর মধ্যেও গলদ থেকে যায়। কখনো কখনো কারো কারোটা মিস হয়ে যায় বলে লক্ষ্য করেছি। মনে হয় এই ত্রুটি নিয়েই আমাদের চলতে হবে আগামীতে আরো বেশ কিছুদিন।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: হুম , আমিও সেভাবেই দেখতে পেলাম !

অনেক ধন্যবাদ স্যর ।

২৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মনের অসুখে সবই লাগে বিষময়
একলা একা বসে থাকি মেঘছায়ায়,
শিস দিয়ে যায়
পাখি, মন ডানা মেলে পাখির পাখায়
উড়ে আর রং মাখে মনে মায়ায়।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে আপ্লুত ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

৩০| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫০

কানিজ রিনা বলেছেন: টপস জিন্স পড়া লিলাপরী, জনমদাসী এখন
ব্লগ অন্তর থেকে বেড়িয়ে দেশী আলেক
জেন্ডারের রাজত্ব কায়েম। ঘুঘু পক্কি রুবু রুবু
মুমু পক্কি হায় কতইনা নামে বেনামে জনমদাসী ঘুরে বেড়ায়।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: আপনি সুস্থ আছেন তো ? আপনার অপ্রাসঙ্গিক মন্তব্য দেখে দুশ্চিন্তা হচ্ছে !

শুভকামনা ।

৩১| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৫

পুলহ বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসানের সাথে আমিও একমত। কবিতার শেষ স্তবকটা একটু বেশিই সুন্দর।
রূপক বিধৌত সাধুর মন্তব্যের প্রতি-মন্তব্যটাও আমার কাছে ভালো লেগেছে।
শুভকামনা কবি!

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২

নীলপরি বলেছেন: আপানার মন্তব্যটা পড়ে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

৩২| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

গেম চেঞ্জার বলেছেন: কি দারুণ!!

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

নীলপরি বলেছেন: দারুন শুনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.