নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

সম্মিলিত প্রয়াসে শুভ শক্তির জয় হোক

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৬


কাল ছিল বিজয়া দশমী অর্থাৎ বিজয়ের দিন । এই দিনটির আরো একটা নাম আছে দশেরা । দশেরা নামটাও দশম দিনে বিজয় প্রাপ্তির গল্প বলে । গল্পটা সবাই যদিও জানি , তবু একটু মনে করি । এই গল্পে রামচন্দ্র দশানন রাবনকে বধ করে জয়ী হয়েছিলেন ।
নয়দিন ধরে চলে দেবী দুর্গার বিভিন্নরূপের আরাধনা । কথিত আছে যুদ্ধে জয়ী হওয়ার আশায় অষ্টমীতে রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেন ও দশমীতে বিজয়ী হন ।


দেবী দুর্গার সৃষ্টিই হয়েছিল অসুরের উপর বিজয় প্রাপ্তির অভিলাশায় । সমস্ত দেবতাদের সম্মিলিত প্রচেষ্টায় । তিনি শুধু মহিষাসুরকেই নয় ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন অসুরকে বধ করেছিলেন । যদিও বাঙালিরা মহিষাসুরমর্দিনীরূপে ষষ্ঠদিন থেকে তাঁর পূজা করে । আসলে এটা হোলো অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয়ের কাহিনী । আর বাস্তবিকই এই কদিন আমরা শুভ শক্তির আভাস পাই । বিশেষ করে বাঙালিদের দুর্গা পূজায় । কারন শাস্ত্র মতে ঋষি মার্কন্ডেয় রাজা সুরথ ও বৈশ্য সমাধিকে দেবীর বিভিন্ন রূপের গল্প বলেন । তারমধ্যে একটা গল্প মহিষাসুরমর্দিনীর । কিন্তু এই গল্পে ছেলেমেয়েসহ মায়ের বাপের বাড়ি আসার কোনো কাহিনী নেই । এটা একেবারেই বাঙালির নিজস্ব চিন্তন ! দেবী তো শৈলপুত্রীরূপে পূজিতা হন । তাঁর বাপের বাড়ি কখনই সমতল বাংলা হতে পারে না !



তবে ধর্ম ছাপিয়ে , শাস্ত্র ছাপিয়ে বাঙালির তৈরী গল্প আজ উৎসবের আকার নিতে পেরেছে । আর উৎসব শুধু আনন্দের বার্তা বয়ে আনে না । মানুষের আত্মাকে মুক্তির আহ্বান জানায় । এই আহবানে সাড়া দেন ধনী-নির্ধন সবাই । এমনকি ধর্মের সীমারেখাও বিলীন হয় এই উৎসবে ।

অনেকে আবার এই গল্পে পুরুষতান্ত্রিকতার গন্ধ পান । কেউ আবার শুধুই নারী শক্তির জয়গান করেন । কিন্তু আমি একটু অন্যভাবে ভাবতে চাই । কারন মার্কন্ডেয় বর্ণিত গল্পে অসুর একজায়গায় দেবীকে বলছেন ," তুমি যে এই অসুর নিধন করছো , সে তো তোমার শক্তিতে নয় । সবই তো বিভিন্ন দেবতাদের শক্তি । " উত্তরে দেবী বলছেন " তুমি মূর্খ , তাই বিভিন্নরূপ দেখছো ! একৈবাহং জগত্যাত্র দ্বিতীয়া কা মমাপরা। জগতে আমিই একা, দ্বিতীয় আর কে আছে? "
এটাই এই গল্পের আসল কথা । সম্মিলিত প্রয়াসই অশুভ শক্তির নাশ করতে পারে । আজ যখন সমাজ অশুভ শক্তির বন্ধনে ক্রমশ অবরূদ্ধ হচ্ছে তখন সবাই মিলে সেই বন্ধন কাটতে উদ্যত হই । শুভ শক্তির জয় ।

সামুর সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই । সবাই খুব ভালো থাকুন ।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫২

প্রণব দেবনাথ বলেছেন:

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৮

নীলপরি বলেছেন: পিকটা সুন্দর । :)

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভেচ্ছা ।

২| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২১

শামচুল হক বলেছেন: বিজয়া দশমীর শুভ্চেছা।

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভেচ্ছা ।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল । আপনিও ভালো থাকুন।

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভেচ্ছা । :)

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪২

রক্তিম দিগন্ত বলেছেন:
শুভেচ্ছা।

বিজয়া দশমীর সম্পর্কে অতটা জানতাম না আগে।

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: শুভেচ্ছা গ্রহন করলাম ।

আমিও খুব বেশী জানি না । যেটুকু জানি সেটুকু শেয়ার করার চেষ্টা করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভেচ্ছা । :)

৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে জেনে খুশি হলাম ।

বিজয়ার শুভেচ্ছা নেবেন । :)

৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: রূপকথা

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২২

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা । :)

৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একৈবাহং জগত্যাত্র দ্বিতীয়া কা মমাপরা। জগতে আমিই একা, দ্বিতীয় আর কে আছে?

এই তত্ত্বটা নিয়ে বাংলার এক বাউল সাধেকর লেখা গান আমাদের মমতাজ গেয়েছেন
আমার মত এই সুরতে আরতো কেহ নাই
আমিতো লা শারিকা লাই ;)

আত্ম-পরিচয়ে, আত্মানুসন্ধানে এ এক অমোঘ মন্ত্র!
এর পজিটিভ অনুভব বিনয়ী করে-উল্টোটায় অহংকারী, স্বৈরাচারী বানায়!

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৫

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন । আমি এখানে সংহতির বিষয়টা তুলে ধরতে চেয়েছি । :)

বিজয়ার অনেক শুভেচ্ছা আপনাকে ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দরভাবে তুলে ধরেছো। শুভেচ্ছা রইল।

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২

নীলপরি বলেছেন: তাই ?

হুম , শুভেচ্ছা নিলাম । :)

আপনাকেও শুভেচ্ছা ।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দরভাবে তুলে ধরেছো। শুভেচ্ছা রইল।

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৪

নীলপরি বলেছেন: দুবার রাজকিয় শুভেচ্ছা পেয়ে আহ্লাদিত ! :)

১০| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬

বিজন রয় বলেছেন: সম্মিলিত প্রয়াসে শুভ শক্তির জয় হোক.................. বাংলাদেশে এটা কখনোই সম্ভব না।

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯

নীলপরি বলেছেন: আপনাকে বেশ কয়েকদিন বাদে দেখে ভালো লাগলো ।

আমার তো সদর্থক চিন্তা করতে ভালো লাগে । :)

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা । :)

১১| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে শুভেচ্ছা:)

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০

নীলপরি বলেছেন: শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভেচ্ছা । :)

১২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর করে বর্ণনা দিয়েছেন । জানা হল কিছু অজানা দিক । এবার বিজয়া হয়েছে শুভ কোথা হতেও শুনা যায়নি কোন অভিযোগ। মহালয়ার কাকভোরে পূর্বপুরুষদের তর্পণের ভেতর দিয়ে বেজে উঠেছিল যে আগমনীর সুর, বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া বাঙালি সনাতন উৎসব হয়েছে শেষ এবারের নবমী ও দশমীর একই তিথীতে অশ্রুসিক্ত নয়নে দেবী বিসর্জনের মধ্য দিয়ে । অশুভ শক্তির প্রতীক অসুরদের দলপতি মহিষাসুর বধের ভেতর দিয়ে দেবকুলকে রক্ষা করে দেবী দুর্গা নিশ্চিত করেছিলেন অন্যায় ও অশুভ শক্তির পরাজয়, ন্যায় ও শুভ শক্তির জয়। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতায় মানুষে-মানুষে সব বিভেদ ও সংকীর্ণতা চিরতরে দূর হয়ে শক্তিশালী হোক মিলন ও সম্প্রীতির ধারা। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হোক এ কামনাই করি ।
অনেক ধন্যবাদ সময়োপযোগী তথ্যবহুল লিখাটির জন্য ।

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: পাঠ ও এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।

বিজয়ার শুভেচ্ছা নেবেন । :)

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৪

গেম চেঞ্জার বলেছেন: উৎসবের আনন্দ ঐক্যের সুর তুলে ধরুক আমাদের মধ্যে! শুভকামনা!!

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৪

নীলপরি বলেছেন: সেই আশাই রাখি !

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

অনেক শুভেচ্ছা । :)

১৪| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: রক্তিম দিগন্ত এর মত আমিও বিজয়া দশমীর সম্পর্কে অতটা জানতাম না আগে। তবে সহব্লগার সুমন কর এর পুরনো কয়েকটা পোস্ট পড়েও আরো অনেক কিছু জেনেছিলাম।
আমিও খুব বেশী জানি না । যেটুকু জানি সেটুকু শেয়ার করার চেষ্টা করলাম -- ধন্যবাদ, শেয়ার করার জন্য এবং বিনয় প্রকাশের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.