নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

স্বাহা হবো

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২



আমি কেবলই অনুযোগ-অভিযোগ লিপিবদ্ধ করেছি
পদ্যরূপে তারা হয়নি গালিবের চেলা
পার্থিব মতে বেহুঁশ , হীম শরীর
লক্ষ্মীন্দররূপী শব্দগুলোকে নিয়ে গেছে ভেলা !

জমাট দুঃখেরা উষ্ণতার স্পর্শ চায়
সেই রূপ , সেই ছ্ন্দ কই ?
কলম ধরেছি শুধুই নিথর আঙুলে
এরবেশী তো আর সাধ্য নেই !

পাঠ্ক , ও পাঠ্ক , তুমি জানবে কি ?
তীব্র যন্ত্র্রণার অনুভূতি চায় ভালোবাসা
না পেলে তোমার তাচ্ছিল্যের অগ্নিতে -
স্বাহা হবো , এটুকুই আমার আশা !

মন্তব্য ৬৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০

জুন বলেছেন: তীব্র যন্ত্র্রণার অনুভূতি চায় ভালোবাসা
না পেলে তোমার তাচ্ছিল্যের অগ্নিতে -
স্বাহা হবো , এটুকুই আমার আশা!

চমৎকার কবিতায় প্রথম ভালোলাগা নীলপরি।
+

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার ভালো লাগা পেয়ে আমি আপ্লুত । অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ।

২| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহা বাহা-- :)
স্বোয়াহা....

এত গভীর সব ভাবনা আর আইডিয়া পান কই??? (হিংসার ইমো পাচ্ছি না :P ;) )

আবার পড়লাম। আবার পড়লাম।
ভাবনার অলিন্দে কিছু ঢেউ খেলে
কাঁপিয়ে দিল সারা দেহ
ঝাকুনিতে কিছু কি বলে গেল?

অত:পর পুন:পাঠ
যেন বোঝা হয়নি, না বোঝার
মেঘের আড়ালে রয়ে
গেল কি কোন অনুভব!

না বুঝলে নাই
শুধু কবিতার ভাষায় বলে যাই
না পেলে, তোমার তাচ্ছিল্যের অগ্নিতে -
স্বাহা হবো , এটুকুই আমার আশা ! :)

দারুন ভাল লাগাটুকু ধার করেই শেষ করলাম :)

++++++++++

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: আমিও বার বার পড়লাম । বহুবার পড়লাম ।
কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না ।

শুধু আপনার উৎসাহের আশ্রয় পেয়ে আমি মুগ্ধ হই । অব্যক্ত আবেগে ভেসে যাই !

ধন্যবাদ খুব ছোটো শব্দ । তবু এটুকুই সম্বল আমার । আশাকরি গ্রহন করবেন ।

অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

ভালো থাকুন আর আমার লেখা পড়ুন । :)

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪০

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগাই আমার অনুপ্রেরণা ।

অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিণতিতে এতো আগ্রহ। কৌতূহল। কিছু একটা চাই। শেষতক।
সুন্দর। ভালোলাগা প্রতি শব্দে।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮

নীলপরি বলেছেন: আমারো ভালোলাগা মন্তব্যের প্রতি শব্দে।

ভালো থাকুন । :)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

মেহেদী রবিন বলেছেন: সুন্দর কবিতা

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: স্বাহা হতে হবে না.....পাঠকের ভালোবাসা আপনার সাথে আছে !!!! ;)

ভালো হয়েছে।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৭

নীলপরি বলেছেন: আপনার কথাটা কমপ্লিমেন্ট হিসাবে নিলাম ।

উৎসাহ দেওয়ার জন্য নেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০২

নোমান প্রধান বলেছেন: বেশ

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: কবি, ও কবি, তুমি জান কি?
তোমার নিথর আঙুল দিয়েই পদ্ম ফুটেছে পদ্য হয়ে,
তোমার জমাট দুঃখেরা পেয়েছে পাঠক মনের উষ্ণতা,
গলে যাবে তারা পাঠক হৃদয়ের উষ্ণ ভালবাসায়।
সুতরাং ঘৃতাহুতিরকোন প্রয়োজন নেই,
তাচ্ছিল্যের অনলে নয়,
স্নিগ্ধ মুগ্ধতার আর্দ্রতায়
অভিষিক্ত হোক তোমার
পদ্যস্ফূটন, পদ্যকথন।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা অনেকবার । আপ্লুত হলাম । আপনাকে কৃতজ্ঞতা জানানোর সঠিক ভাষা খুঁজে পাচ্ছি না । শুধু এটুকু বলতে চাই যে , আমাকে অনুপ্রাণিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

শুভকামনা । ভালো থাকুন খুব ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ঘৃতাহুতির অনলে পুড়ে যায় কবির সব অনুযোগ-অভিযোগ ।। সেই রূপ , সেই ছ্ন্দও তো পুড়ে পুড়ে অঙ্গার । সে অঙ্গারেই তো জমাট দুঃখেরা খোঁজে উষ্ণতা । তারপর ছাই হয় । একটু বাতাসেই উড়ে যায় নীলপরির মতো ................

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৭

নীলপরি বলেছেন: উৎসাহিত হলাম আপনার মন্তব্য পড়ে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৪

রক্তিম দিগন্ত বলেছেন:
ষষ্ঠ প্লাস।
চমৎকার।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: ষষ্ঠ প্লাস পেয়ে খুবই খুশি হয়েছি । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

জী এস ভাই বলেছেন-সেই রূপ , সেই ছ্ন্দও তো পুড়ে পুড়ে অঙ্গার । সে অঙ্গারেই তো জমাট দুঃখেরা খোঁজে উষ্ণতা । তারপর ছাই হয় । একটু বাতাসেই উড়ে যায়......

তাই উড়ে যাবার আগে আপাতত লাইক বিধুরতার স্বাহায় পুড়িয়ে দিলাম। আরো বেশি লাগত কিন্তু একটাই ছিল। দুর্দান্ত, অসাধারণ সব বিশেষণ ম্লান করে দেওয়া কবিতা।

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: আমি মুগ্ধ হলাম আপনার মন্তব্য পড়ে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৬

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ্ক , ও পাঠ্ক , তুমি জানবে কি ?
তীব্র যন্ত্র্রণার অনুভূতি চায় ভালোবাসা


কবি আপনার জন্য রইলো তিন মুঠো কিরণে মোড়া এক চিমটি ভালোবাসা!:):):)স্বাহা হওয়ার দরকার আর আছে কি???

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: নাহ , আপনাদের অনুপ্রেরণা পেয়ে ধন্য হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাষা দিয়ে ভাষার ব্যবহার.....
দুঃখ গুলো জমাট বেধে গেলে ষ্টোক হতে পারে,তাই সাবধান।

আপনার ব্লগ নাম সুন্দর কিন্তু নীল কেন?
(উত্তর আশা করছি আবার অনেকের মত না পড়ে ভালো হয়েছে, সুন্দর হয়েছে)
লিখতে থাকুন পড়ার জন্য প্রস্তুত আছি

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: পছন্দের কোনো ব্যাখ্যা নিষ্প্রয়োজন । এই যেমন আপনার নিক স্বপ্নেের ফেরিয়ালা ! এবার স্বপ্নটা ভালো না মন্দ সেটা না জানলেও চলে যাচ্ছে ! :)

আর পাঠকেরা পড়েই মন্তব্য করেন । তাঁরাই আমার অনুপ্রেরণা ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৭

হাতুড়ে লেখক বলেছেন: শুধু ভাল্লাগসে। আবারো ভাল লেগেছে। :-B

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার শুধু ভালো লাগাতেই খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৩

অদৃশ্য বলেছেন:



লিখাটিতে ভালোলাগা... তবে ''পাঠক, ও পাঠক'' না লিখলে কি এর থেকে ভালো হতোনা?

শুভকামনা...

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

নীলপরি বলেছেন: লিখতে ইচ্ছে হোলো ।সেজন্য । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: স্বাহা মানে কি?

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

নীলপরি বলেছেন: স্বাহা মানে অগ্নিতে উৎসর্গ করা বা আহুতি দেও্য়া । বৈদিক মন্ত্রানুসারে ।

মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

কানিজ রিনা বলেছেন: বিজন রয়, সাহা মানে নাকের ঘি,আর কি
আন্ধকারের অপ্সরা,

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল!!

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

নীলপরি বলেছেন: আপনার বেশ ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল!!

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

নীলপরি বলেছেন: :)

২০| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগল।

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

২১| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৮

জেন রসি বলেছেন: ভালো লেগেছে আপু।

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

নীলপরি বলেছেন: উৎসাহ দেও্য়ার জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

২২| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২

ইমরান আল হাদী বলেছেন: আমি কেবলই অনুযোগ-অভিযোগ লিপিবদ্ধ করেছি
পদ্যরূপে তারা হয়নি গালিবের চেলা
পার্থিব মতে বেহুঁশ , হীম শরীর
লক্ষ্মীন্দররূপী শব্দগুলোকে নিয়ে গেছে ভেলা !

এর চেয়ে ভাল কি কিছু হতে পারে না.....++++

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পে্য়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

২৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২

ইমরান আল হাদী বলেছেন: আমি কেবলই অনুযোগ-অভিযোগ লিপিবদ্ধ করেছি
পদ্যরূপে তারা হয়নি গালিবের চেলা
পার্থিব মতে বেহুঁশ , হীম শরীর
লক্ষ্মীন্দররূপী শব্দগুলোকে নিয়ে গেছে ভেলা !

এর চেয়ে ভাল কি কিছু হতে পারে না.....++++

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

নীলপরি বলেছেন: :)

২৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৫

নুর ইসলাম রফিক বলেছেন: ক্ষমা করবেন "স্বাহা" শব্দের অর্থ কি নীলপরী আপু?

একটা শব্দ অর্থ না জানায় পুরা কবিতাটা ঘোলাটে হয়ে আছে আমার কাছে।

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

নীলপরি বলেছেন: আশাকরি আপনার উত্তর পেয়েছেন ।

ধন্যবাদ । :)

২৫| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পূজার সময় পুেরািহত মন্ত্রের শেষে এই শব্দ বলে আগুনে পূজার উপকরণ ছুড়ে মারেন।

স্বা-হা svāhā In Hinduism and Buddhism, the Sanskrit lexical item.
"svaha" is translated as "so be it" and is often pronounced and orthographically represented as "soha". Whenever fire sacrifices are made, svāhā is chanted. Etymologically, the term is probably from su "well" and the root ah "to call"

সহজ ভাবার্থে বলেত পারেন- নিজের ইচ্ছা পূরণে সর্বোচ্চ ত্যাগ, অগ্নিহুতি দিয়েও তার পূর্ণতা কামনা- হে মহামহিম এটাই পূর্ন কর! আমি নিজেকে সমপর্ন করলাম; অগ্নিতে দাহ্য হবার মতো সব দাহ্য করে দিয়ে -বলছি শুভটা কল্যানটাই হোক!

@ নীলপরি দুজন জানতে চাইলেন তাই আমার মতো করে বললাম। আপনার অনুমিত ছাড়াই। কবির ভাবার্থে মিলল কি????

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

নীলপরি বলেছেন: এতো সুন্দর করে বিশ্লেষণ আমিও করতে পারিনি । আপনার মন্তব্য পাওয়ার একটু আগেই আমি এই কথাটাই ছোটো করে বলেছিলাম । খুব ভালো লাগলো আপনার সহযোগিতা পেয়ে ।

অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ । :)

২৬| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: আমার কাছে ''পাঠক, ও পাঠক'' কথাটা অশুদ্ধ বা অসুন্দর মনে হয়নি।
বিদ্রোহী ভৃগুর চমৎকার ব্যাখ্যাটা খুব ভাল লেগেছে। তাকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এ বিশ্লেষণটুকুর জন্য।

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

ধন্যবাদ ।

আশাকরি বিদ্রোহী ভৃগু আপনার মন্তব্যটা দেখবেন ।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: জমাট দুঃখেরা উষ্ণতার স্পর্শ চায়
সেই রূপ , সেই ছ্ন্দ কই ?
কলম ধরেছি শুধুই নিথর আঙুলে
এরবেশী তো আর সাধ্য নেই !


পড়ে ভালো লাগলো+++

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩০

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে কবিতা , জমাট দুঃখেরা উষ্ণতার স্পর্শ চায় এখন যে দিকে তাকও, সব দিকে ব্যথিত প্রশ্নের হাড়, করোটি, কংকাল , সেই রূপ , সেই ছ্ন্দ কই ? অগ্নিতে সঁপেছ স্বাহা, অহংকার, । এখন তাই রাখো, ভাঙো মারো, তুলনামূলক প্রেমে জেগে থাক সারারাত । তবে কামনা করি কবি তুমি বাজাও, বাড়াও নিথর আঙুলে বিঠোফেন কবিতার হাত।
শুভেচ্ছা রইল

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১

নীলপরি বলেছেন: মুগ্ধ হয়ে আপনার মন্তব্যটা পড়লাম ।

পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা ।

২৯| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭

সাহসী সন্তান বলেছেন: কবি স্বাহা হলে আমাদেরকে কবিতা দিয়ে খুশি করবে কে? আপাতত দরকার নেই, আপনি নীলপরি হয়েই থাকেন আমাদের মাঝে! ;)

কবিতা ভাল হইছে! শুভ কামনা নীলপরি!

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে এতো খুশি হলাম যে আকাশে উড়তে ইচ্ছা করছিল ! কিন্তু রোদটা খুব বেশী ! :(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা । :)

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিউত্তরের জন্য ।

২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩১| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩

নীলপরি বলেছেন: বেশ কয়েক দিন বাদে আপনাকে দেখে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩২| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

মহাশূন্যের শূন্যস্থান বলেছেন: একটা লেখা শুধুই কিছু শব্দের বিন্যাস নয়,এটা অনুভূতির শাব্দিক প্রকাশ।
অর্থবহ শব্দের বিন্যাসে এক অনবদ্য লেখুনি,অপার মুগ্ধতা প্রতিটি অনুভবের শরীরের লেপ্টে।
আসলে কিছু বিক্ষিপ্ত অনুভূতি পাঠক মন কাঁপিয়ে যায়,,,

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মহাশূন্যের শূন্যস্থান বলেছেন: একটা লেখা শুধুই কিছু শব্দের বিন্যাস নয়,এটা অনুভূতির শাব্দিক প্রকাশ।
অর্থবহ শব্দের বিন্যাসে এক অনবদ্য লেখুনি,অপার মুগ্ধতা প্রতিটি অনুভবের শরীরের লেপ্টে।
আসলে কিছু বিক্ষিপ্ত অনুভূতি পাঠক মন কাঁপিয়ে যায়,,,

৩৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৪

কানিজ রিনা বলেছেন: সাহাজাদী ঘৃতপরী দাবানলের সাহা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.