নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রাধিকার স্বীকৃতি

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:১১




সবই তো কৃষ্ণের মুরলীর কারসাজি
যার নিপুণ সুরের মূর্ছণায় ভুলে
রাধিকা , ঘর-বাইরের সীমা মুছতেও ছিল রাজি !

সেইসবের গল্প বলবে হৈমন্তী রাত
কিভাবে বাঁশি করেছিল হৃদয়ে করাঘাত !

অমোঘ আহবান সে পারেনি এড়াতে
হে কৃষ্ণ , তুমি জানতে কি ?
রাধার হাত পুড়েছিল প্রদীপ নেভাতে !

বাঁশির সুর চেনে না রাধাকে
তাই , বিশাখাও মানেনি কোনো বাঁধাকে !

এক পর্ব না হতেই শেষ
অন্যপর্বের করে দাও তুমি শুরু
অবশেষটা রাধা একাই রাখে বেশ !

ভালোবাসা অধিকার পা্য় কেবলই সতীত্বে
শ্রীরাধার প্রেমের সাক্ষ্মী আছে নীরব সখীত্বে !

যাওয়া মানে " থাকা "-কেই স্বীকৃতি দেওয়া
অস্বীকারে নিজের যাপনও মুছে যায়
তাই কি -
সব পর্বশেষে বাঁশিসুরে রাধাকে মেনে নেওয়া ?

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


প্রেম চিরকাল ধরেই বহুরূপ হয়ে এসেছে। জাত পাত ধর্ম বর্ণ শেষে এ যেন এক শান্তির কেতন। তবুও এতে কত নদী, কত জল! আর এভাবেই প্রেম শাশ্বত হয়ে আছে রাধাকৃষ্ণ লীলায়!

কবিতায় খুব ভাল লাগা।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার বিশ্লেষণাত্মক মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

শুভকামনা ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:০৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: আপনার মতো কবির কাছ থেকে চমৎকার শব্দটা শুনতে খুব ভালো লাগে । উৎসাহ পাই ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: রাধার ভাগ্য ভাল
শিশুকালে তার নেত্র খুলেছিল
বালক গোপালের বরে ।

ভাগ্যগুনে পেয়েছিল যোগীর মত বর
তার কাছে প্রেম ভালবাসা না পেয়ে
আদি প্রেম খুঁজছিল রাধিকার অন্তর।

কংসের ঘাতক যদি না যেতো বৃন্দাবনে
ধরে আনতে সেদিন পুরুষহীন রমনীগনে
বিপদে পরে তাই নিরোপায় রাধা করেছিল
চিৎকার এই বলে বাচাও মোরে ।

এই ধ্বনি পৌছল গিয়ে
বংশী বাদনে তন্ময়
কিশোর কৃষ্ণের মর্মমুলে
তা্ইতো দৌড়ে গিয়ে কৃষ্ণ
উদ্ধারিল রাধিকাকে ।

কৃষ্ণ তাঁর প্রিয় বংশী হারিয়ে
খুঁজতে গেল রাধিকার ঘরে ।

পরের পর্ব হতে শুরু
নীল পরির কাব্য খানি
সে কি মধুর তান ধরে
সব পর্বশেষে বাঁশিসুরে
রাধাকে মেনে নেওয়া

মুগ্ধ হয়ে পাঠ করা হল
ধন্যবাদ র'ল কবি পরে ।




০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

নীলপরি বলেছেন: অনেক বার পড়লাম আপনার মন্তব্য । মুগ্ধ হয়ে গেলাম পড়ে ।
সুন্দর মন্তব্যের আলো দিয়ে আমার কবিতাকে আলোকিত করার জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২০

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধপাঠ!!!

অনেক অনেক শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। নির্মেঘ প্রেম প্রকাশ। মুগ্ধতা প্রতি শব্দে।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: তাই ?

৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। নির্মেঘ প্রেম প্রকাশ। মুগ্ধতা প্রতি শব্দে।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: তাহলে রাজপুত্রের পছন্দটা দেখতে পাচ্ছি না কেনো ?

৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪১

মেহেদী রবিন বলেছেন: বাহঃ এভাবেও প্রকাশ করা যায় বুঝি ! খুব ভালো হয়েছে

০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

নীলপরি বলেছেন: আমারো আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর হয়েছে ।

কবিতায় +

০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:


প্রেক্ষিত মন্তব্য নম্বর ৩
ভাগ্যগুনে পেয়েছিল যোগীর মত বর
নামটি তখন গিয়েছিলাম ভুলে এখন মনে পরেছে এটা হবে
ভাগ্যগুনে পেয়েছিল আয়ন ঘোসের মত বর
যে ছিল নারী বিমুখ নিরামিশ ভোগী ।

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: হুম বুঝতে পেরেছি ।

আবারো ধন্যবাদ ।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: সবই তো কৃষ্ণের মুরলীর কারসাজি -- কবিতার প্রথম চরণটিই তো কবিতার প্রতি ঔৎসুক্য জাগ্রত করে!
সেইসবের গল্প বলবে হৈমন্তী রাত
কিভাবে বাঁশি করেছিল হৃদয়ে করাঘাত
-- আহা! সে রাতটি বুঝি এখনকারই কোন রাত, আজকেরই রাত!
কবিতার শেষ স্তবকটা ভাবিয়ে যায়। কবিতা ভাল লেগেছে।
টাইপোঃ মূর্ছণা<মূর্ছনা

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

নীলপরি বলেছেন: আমার কবিতা নিয়ে আপনি ভেবেছেন সেটা ভেবে আমার খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

সামু যা স্লো আমি পারলে টাইপো ঠিক করছি ।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

প্রামানিক বলেছেন: দারুণ কবিতা। অনেক অনেক ভালো লাগল। ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১১

মারিয়া ফেরদৌসী বলেছেন: চমৎকার। ++++++++++

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
রাধা-শুধু তোমায় বলছি -
আমার কবিতার খাতা তোমার নামে করে দিলাম
পাতায় পাতায় ছোঁয়া তোমার স্পর্শ আমার হবে বলে
তোমার সর্বাঙ্গে জড়িয়ে থাকব ভালবাসার পরশে।। -

রাধা অনি উপাখ্যানের বোধপর্বের শেষ পঙতি.. :)

কৃষ্ণরে উপর এত গোস্বা কেন রাধা? অভিমান আর কষ্ট ভালবাসাকে ছাপিয়ে যায়নি সত্য-আড়ালও রাখেনি ;)

অনেক ভাল লাগা সহ +++++++++++++


০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

নীলপরি বলেছেন: হুম বুঝেছি । আপনার রাধা অনি উপাখ্যান কবিতাটা খুবই সুন্দর ।

কৃষ্ণ বড্ড কেরিয়ারিস্ট । নিজেকে নিয়েই শুধু ব্যস্ত । তাই বোধহয় রাধার এতো গোঁসা !

এতো সুন্দর কমেন্টের সাথে এতোগুলো প্লাস পেয়ে কৃতার্থ হলাম ।

আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য ।

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ইদানীং আপনার কবিতাগুলো "টাইপড" হয়ে যাচ্ছে ।
বেশ ভালো হাত আপনার । একই ধরনের পর্ব শেষ করে অন্য কোনও নতুনপর্ব শুরু করা যায়না ? এবার না হয় বাস্তবের কোনও কৃষ্ণের মুরলীতে অন্য সুরের মূর্ছনা উঠুক না !

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৮

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো ।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১১

সাহসী সন্তান বলেছেন: কবিতা আগেই পড়া ছিল নীলপরি, কিন্তু আসলে ইদানিং খুব ব্যস্ততায় দিন কাটছে বলে আর ব্লগে তেমন একটা আসতে পারছি না। কবিতা ভাল হইছে, তবে দোষটা কিন্তু এক তরফা কৃষ্ণকেই দেওয়া হয়ে গেল?

রাধিকা না হয় কৃষ্ণের একার, কিন্তু কৃষ্ণযে সবার! তারপরেও আশির্বাদ করি, কৃষ্ণ যেন আবারও ফিরে আসে; পরিচিত তার সেই রাধিকার কোলে...... ;)

কবিতায় ভাললাগা! শুভ কামনা জানবেন!

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

নীলপরি বলেছেন: যখনই পড়ুন আপনি পড়েছেন দেখেই খুব ভালো লাগলো ।

আর যার গুণ আছে তাকেই তো দোষ দেও্য়া যায় !

আসলে মহাভারতের ব্যখ্যা অনুযায়ী কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষন । তাই সবাই তাঁর দ্বারা আকর্ষিত হয় । আর স্বয়ং কৃষ্ণ রাধার দ্বারা আকর্ষিত হন ।

আপনার আমার কবিতায় ভাললাগাটা সযত্নে রেখে দিলাম ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।
ভালো থাকবেন।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

ভাবনা পায়েল বলেছেন: অসাধারন খুব খুব ভালো কবিতা।

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

শুভকামনা ।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি কয়েক বার করে পাঠ করলাম -- সাথে মন্তব্যগুলোও । এত সুন্দর করে শব্দ আর বাক্যমালা সাজিয়েছেন যে বার বারই শুধু পড়তে ইচ্ছে করে -------

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

নীলপরি বলেছেন: আর আমার আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে ।


পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

শুভকামনা ।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাঁশি বাজানো শিখতে মেলা কষ্ট করেছিলাম কিন্তু হয়নি...

২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

নীলপরি বলেছেন: এতো সুন্দর কবিতা লেখেন তারপরেও বাঁশি ? কৃষ্ণ কাব্য লিখতে পারত কিনা জানা নেই ! তাই বোধহয় বাঁশি ছিল !

তবে আপনার হয়নি মানে কিছুটা অবশ্যই হয়েছে । ধরে নিলাম ।

মন্তব্য পেয়ে ভালো লাগলো । তবে কবিতাটা আপনার কেমন লাগলো ঠিক বুঝতে পারলাম না !

শুভকামনা ।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

গেম চেঞ্জার বলেছেন: আসলে আগের সময়ের ভাবনায় ন্যায় ছিল না। তাই এত এত কষ্ট করতে হয়েছে সীতা/রাধিকা যার কথাই বলেন! :

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫১

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন । তবে ন্যয় এখনো কি আছে ?

তবে রাধিকা বা সীতা কলঙ্ককে দেবীত্বে পরিনত করেছিলেন । এখানেই তাঁদের কৃতিত্ব ।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.