নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জেনে রেখো

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৬





তোমার শব্দে জড়িয়ে থাকে বিষণ্নতা
হাহাকার এসে ভাসিয়ে দেয় দিগ্বিদিক
যতই তুমি হুকুম-দখলের ফন্দি আঁটো
জেনো , আমিও জাল কাটবো ঠিক !

আবেগের হিল্লোলে নাই বা ভাসলাম
বিষাদের উজানেও যেতে পারি বহুদূর
আমি স্বপ্নিল-মায়ার কাজল পড়তে ভালোবাসি
জেনো , বঞ্চনার বীণাতেও তুলবো সুর ।

বুঝেছো কি আমার ভিন্ন রুচি ?
নিষ্ঠুর আখ্যান ছড়াতে পারো নিজে
জ্বলে জ্বলেও উত্তাপ দেবো নিঃশব্দে
জেনে রেখো --
আমি অমৃতের স্বাদ পাই বিষবীজে !

মন্তব্য ৮৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেম আছে, থাকবে কিন্তু প্রেম যেন থাকে পবিত্রায়,
মেয়ে যদি হয় তবে যেন মানুষ হয়,
মেয়ে মানুষ নয়,পশুর ছলনায় যেন
তাকে না বিলিয়ে দেয়!

সুন্দর লিখেছেন। শুভ কামনা রইল।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১২

নীলপরি বলেছেন: আপনিও খুব সুন্দর মন্তব্য করেছেন । পড়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০২

অন্তু নীল বলেছেন:
বেদনাকে আয়ত্তে রাখাও সুখি হবার চেয়ে কম নয়।
তাই কী ?

ভালোলাগা রইল।

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৭

নীলপরি বলেছেন: হয়তো বা ! যদিও কঠিন ।

কবিতা্য় আপনার ভালোলাগা সযত্নে গ্রহন করলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ প্রত্যয়ী কবিতা।

জেনে রেখো --
আমি অমৃতের স্বাদ পাই বিষবীজে ! [sb]

দারুণ লিখেছো।

+

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫২

নীলপরি বলেছেন: প্রত্যয়ী শব্দটা প্রত্যয় দিল ।

মন্তব্যে ভালো লাগা ।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: না না, আমাদের নীলপরিকে, কোন হুকুম-দখল করা যাবে না !!! ;)

কবিতা চমৎকার হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০২

নীলপরি বলেছেন: আমার কবিতা চমৎকার লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আর হুকুম-দখলের বিরুদ্ধে সোচ্চাার হওয়ার জন্য এক্সট্রা ধন্যবাদ জানবেন ।

শুভকামনা ।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: বাহ! অনন্য সুন্দর লেখনি.,,, খুব ভালো লাগলো, অভিনন্দন।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৫

নীলপরি বলেছেন: অভিনন্দন গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২০

কানিজ রিনা বলেছেন: তুই জেনে রাখিস তুই ধূর্ত শেয়াল, আখের
ক্ষেত ভেবে দখল নিয়েছিস কাসবন।
তোর রাতের হুক্কা হাক তোরই।
আখ যদিও পাস তবে সেটা ছুবরা
বহুজনে মাড়াই করা সুখনো খোলা।
যে লোভে ধরেছিস যারে। সে পাপ তোর
জন্ম ধাত্রীও ছিল পাপের দেহ পোকায়
খায় শুধু এটুকু মনে রাখিস অগ্য।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

কানিজ রিনা বলেছেন: তুই একটা লুৃভাতুর মক্ষিরানী চাকরানী
কথায় আছে, দুই দিনের বৈরাগী ভাতেরে
কয় অন্য। তুই এই ব্লগে নানান নামে
কবিতা লিখিস তোর নতুন।
আর আজ তুই নিজেই নিজের পরিচয়ের
বিষ ঢেলেছিস্।
পাঠক এই নীলপরীকে আমি ভালমত
চিনি।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কবিতা ভালো লেগেছে।

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

খায়রুল আহসান বলেছেন: আবেগের হিল্লোলে নাই বা ভাসলাম
বিষাদের উজানেও যেতে পারি বহুদূর
-- বাহ! বেশ চমৎকার লাগলো কথাগুলো।
দিশেহারা রাজপুত্র এর মন্তব্যটাই পুনর্বার বলতে ইচ্ছে হচ্ছে-- বেশ প্রত্যয়ী কবিতা!

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

স্যর কি পোষ্টের সব মন্তব্যগুলো পড়েছেন ?

১১| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

মিঃ বলদ বলেছেন: কানিজ রিনা কি বলতে চাইলো বুঝলাম না! B:-)

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: হুম আমিও বুঝতে পারিনি । আমি কোনোদিন ওনার ব্লগে যাইনি ।ওনার কাছ থেকে অপ্রাসঙ্গিক মন্তব্য পেয়েছি । যেগুলো শুধু ইগনোর করা আর ওনার পরিবারের প্রতি সমবেদনা দেখানো ছাড়া আর কিছু করার নেই ।

আপনাকে ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

গেম চেঞ্জার বলেছেন: খুব ভাল লাগলো!

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: ১০ নং প্রতিমন্তব্য প্রসঙ্গে বলছি -- আমি কোন পোস্টে যখন মন্তব্য করি, তার আগে আমি পোস্টের সবগুলো মন্তব্যই পড়ে থাকি। সেটার সংখ্যা শতাধিক হলেও (যেমন অনেক জনপ্রিয় ব্লগারের পোস্টেই হয়ে থাকে)।
আপনি যে দুটো মন্তব্য স্কিপ করে গেছেন, সেগুলোর মর্মার্থ আমি বুঝতে পারিনি বলে মন্তব্য করিনি। অনেক সময় অনেকের মন্তব্য ভাল লাগলে বা নেহায়েৎ কোন কারণে মন্দ লাগলে আমি সাধারণতঃ তার উল্লেখ করে থাকি।

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

নীলপরি বলেছেন: বুঝতে তো আমিও পারছি না ! এবিষয়ে আমার বক্তব্য আমি ১১ নং প্রতিমন্তব্যে বলেছি ।

কষ্ট করে আবার আসার জন্য কৃতজ্ঞতা ।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

রমজান আহমেদ সিয়াম বলেছেন: ভালো লিখেছেনে সুন্দর

০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পূর্ণতার ইশারা কাব্যে! :)

জীবন বওধরে পূর্ণতা দৃঢ়তর জিগীষা:)

৬ ৭ ছন্দ পতন ঘটালেও কাব্য রসনেশা কাটাতে পারে নি ! :)

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২০

নীলপরি বলেছেন: কবিতায় আপনার মন্তব্যে বরাবরের মতো অনুপ্রাণিত হলাম ।

আর মন্তব্যের শেষ লাইনটা পড়ে খুব ভালো লাগলো । পাশে থাকার জন্য ধন্যবাদ ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আছেই ।

শুভকামনা ।

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


যতবার পড়ছি নতুন এক স্বাদে মন ভরে যায়।
দুর্দান্ত কবিতা! তিন তারকা প্লাস রইল! +++

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

নীলপরি বলেছেন: শুনে প্রীত হলাম । আর তিন তারকা প্লাস পেয়ে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৥ কানিজ রিনা - যে কোন বিষয়ে বা ব্যাক্তির উপর আপনার দু:খ কষ্ট ব্যাথা থাকতে পারে! সকলেরই আছে কম বা বেশি। কিন্তু তা একান্তই ব্যাক্তিগত পরিমন্ডলের বিষয়।
আমরা এখানে সবাই ব্লগার। অনেকেই অনেককে চিনি না। কেউ কেউ হয়তো কাউকে কাউকে চেনেন। কিন্তু সে চেনা জানার প্রভাব কিন্তু ব্লগের বাইরে থাকাই ভাল।
আপনি কি লেখিকাকে চেনেন? যদি চেনেনও তবু এভাবে বলা ভব্যতা বিরুদ্ধ। ব্লগীয় নীতিমালারতো বটেই।
এত ব্যক্তিগত বিষয় পাব্লিকপ্লেসে না আনাই ভাল । অনেক নেগেটিভ মন্তব্য আসে। হিতে বিপরিত হয়। নয় কি?



০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: প্রথমেই আপনাকে এই মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই । আপনার বিচক্ষণ সুগঠিত মন্তব্য কার কতটা বোধগম্য হবে জানিনা ! তবে আমার একজন সহব্লগারকে পাশে পেয়ে খুব ভালো লাগছে ।

এবারে চেনাজানার বিষয়ে আমার দিকটা বলি । আমার বাড়ির ছাদে যে কাকটা বসে সে রবীন্দ্রসংগীত না জানলেও তার সুর এতো কর্কষও নয় । আশাকরি আমার চেনাজানা বা রুচির সীমাটা বোঝাতে পেরেছি । একই সাথে সেলেব টাইপ ফিলও হচ্ছে ! আমি না চিনলেও আমাকে কত অচেনেরা চেনে ! উফ , দারুন ব্যপার !

এরকম মন্তব্য কিছুদিন ধরে পাচ্ছি । তবে naive থাকার চেষ্টা করেছি । কিন্তু দেখলাম কাজ হচ্ছে না । Sometimes, if you are really good at ignoring the person with an antisocial personality disorder, they take it to the next level । They know how to play on other people's emotions and they're master manipulators actually ।All of their stories stem from their desire to gain trust and manipulate their listeners.They often have an altered perception of reality. They may see or hear things that don’t exist, speak in strange or confusing ways, believe that others are trying to harm them .They're great storytellers .They just detest it when 'universe' or 'chance factor' plays against them . So ..............

যাক আরো একবার আন্তরিক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য ।
শুভকামনা
ভালো থাকবেন

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


এক অদ্ভুত আমেজের কথামালা

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

নীলপরি বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো । আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: আমিও বিদ্রোহী ভৃগু এর মত একই ধরণের মত পোষণ করি।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ

২০| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: বলা চলে বিদ্রোহী কিংবা সর্ব বিষয়কে উপভোগ করার দূর্লভ ক্ষমতার অধিকারী, ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২১| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন:

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০২

নীলপরি বলেছেন: না চাইতেই চা পেয়ে ভালো লাগা দ্বিগুণ হোলো ।

ধন্যবাদ ।

২২| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২

ডঃ এম এ আলী বলেছেন: বিষণ্নতা আর হাহাকার জড়ানো হুকুম-দখলের ফন্দি আঁটা শব্দের প্রেক্ষিতে জাল কেটে বেড় হওয়ার প্রত্যয় মাখা কবিতায় মুগ্ধ । বিষাদের উজানে স্বপ্নিল-মায়ার কাজল পড়ে ভালোবাসার ডানায় মেলে বঞ্চনার বীণাতেও সুর তুলার দৃপ্ত ঘোষনায় বিমোহিত । বিষ বীজের পরেও নীজ উত্তাপে ছড়াবে ভিন্ন রুচী অমৃতের স্বাদ দিবে সকলে, এ যে অসাধারণ ঘোষনা । এত সুন্দর ভাবার্থে রচিত কবিতাটিকে কি ভাষায় বরিব ভাবি তা মনে মনে । মন্তব্য লিখতে গিয়ে হল দেখা কতক অপ্রিয় ধ্বনি, এ সকল ধ্বনি আসে আবার নিত্যই হারায় । সে সকল বচন থেকে এ কবিতার বানীই জেগে উঠে হৃদয়স্পন্দনে । অপ্রিয় বাণী পিষ্ট হয় আধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দনে । মনে হল এ কবিতাখানি দিচ্ছে পাড়ি এক দু:সাহসী ভ্রমনের পথে । যা হয়তো ভেসে যাবে দুর হতে অনেক দুরে । মনে হয় এটা পেরিয়ে যাবে অজস্র মৃত্যুরে, পৌছে যাবে নব প্রভাতের শিখর চুড়ে । উড়ায়ে নিবে পথের ধুলাবালু নীজ গুন ভারে । ফিরিবার পথ পাবেনা সে , চিনবে না সে, নীজেকেই শুধু হরাবে কালের অমোঘ প্রবাহে ।

এ কাব্যখানির বসন্ত বাতাসের তীর বহাবে রাত্রীর দীর্ঘষ্বাস করো বুকে । ঝড়া বকুলের কান্না ব্যথিবে তার আকাশ, আর খুঁজে মরবে তোমার পিছে । বিস্মসৃত হয়ে প্রাণে প্রাণ পাবে প্রদোষে এ কাব্যের জ্যোতিতে । হয়ত ধরবে সে কোন নামহারা মুর্তী, হয়ত মনে হবে তা দু:স্বপ্ন কিন্তু জয় হবে তোমারি এ প্রতিতি জন্মায় পাঠে এ কাব্যখানি । কবিতায় দেখা্ যায় পরিবর্তনের এক প্রত্যয়বাণী হয়েছে ছোড়া, যা কালের যাত্রায় ক্রমেই ভেসে বেড়াবে কবিতায় আর কবিতায় ।

কবিতা ব্লগটির কোন এক জায়গায় দেখে কথামালা, হয়নি মনে করতে পারবে তা কোন ক্ষতি, হে কবি । মর্তের মৃত্তিকা তুমি, নীলপরি হয়ে কর অপুর্ব কাব্য সৃস্টি, তাতেই সাজে নৈবদ্যের থলি এ ব্লগের কাব্যের আকাশে । তাতে নিত্য শত শত পাঠকের অর্ঘ্য ও প্রসংসাবানীর পত্র ঝড়ে অবারিতভাবে ।

নব নব সৃস্ট কবিতা রচিবে বচন যা দিয়ে স্বপ্নবিষ্ট হবে কুবচনভার , রহিবেনা তার কিছুই আর , রহিবে দায়টুকু শুধু তারই পরে । তাই কারো বচন শুনি করবেনা শোক , তোমার গুনকির্তী রহিবে বিশ্বলোকে , পাত্র যে রিক্ত হবেনা কভু, হবে তা পুর্ণ এ প্রতিতি জেগে উঠে এ কবিতার প্রতি ছত্রে ছত্রে ।

অন্ধ গহ্বর হতে শুক্ল পক্ষের রজনীকে আনি টানি গাথবে রজনী গন্ধার কাব্যমালা যা জড়ায়ে রবে এ ব্লগের সর্বাঙ্গজুরে । অসীম ভালবাসা ও করুনার ভাল মন্দ মিলায়ে আপ্লুত হবে সকলি । কারো বিদ্রুপ কটাক্ষবান কভু দেয় যদি মর্ম বেদনা কিছু , পাবে যে তারো বেশী, এ ব্লগবাড়ির কাব্যভুবনের অতি পরিচিত গুনী কবি , কবিতায় ঐশ্বর্যবান , যা দিয়েছ কবিতায় সে তোমারই দান , গ্রহন করে তা , আমরা পাঠক দিব তার প্রতিদান , এমনি করে এ কাব্য ব্লগের প্রেক্ষাপটে কিছু ব্যাথা আর প্রত্য়ী অনুভবের কিছু কথা দিয়ে গেলাম জানান , ছোট্ট কিন্তু শক্তিমান এ কবিতাটি প্রিয়তে গেল যে চলি ।

শূভেচ্ছা রইল ।

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

নীলপরি বলেছেন: মন্তব্যটা পাওয়ার পর থেকে অনেকবার পড়েছি । আমারই উত্তর দিতে দেরী হয়ে গেলো । তারজন্য প্রথমেই দুঃখপ্রকাশ করছি ।

এখন মানুষের জীবনে সবথেকে দামী হোলো সময় ! আপনি আপনার মহামূল্যবান সময়টাই অন্যকে অকৃপণভাবে দান করেন । তার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই !

আমার কবিতা নিয়ে যা বলেছেন তার প্রতিটা শব্দ আমাকে অনুপ্রেরণা দিল । আর সকালের ফুল যেমন সন্ধ্যে হলেই ঝরে পড়ে , আমার লেখাগুলোও তাই । ক্ষণজন্মা ! যখন শুনি কেউ সেটাকে প্রিয়তে রেখেছে তখন তা আমাকে অফুরান ভালোলাগা দেয় । তাই আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

আর যে কোনো পরিস্থিতে আপনার মতো সহব্লগারকে পাশে পেয়ে আপ্লুত হলাম ।

আরো একবার অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভেচ্ছা সযত্নে গ্রহন করলাম । আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

২৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১১

ঋতো আহমেদ বলেছেন: কবিতাটি ভালো লাগলো । শুভ কামনা ।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




আগে কবিতার কথা বলি । অপূর্ব । জেনে রাখলুম , এই দু'টো লাইন অনবদ্য তেজস্বীতায় ডগমগ ---
"যতই তুমি হুকুম-দখলের ফন্দি আঁটো
জেনো , আমিও জাল কাটবো ঠিক ! "

বিদ্রোহী ভৃগুর সাথে একমত । দেখুন, এখানে হরেক কিসিমের মানুষ আছেন । এদের রূচিভেদও হরেক কিসিমের । ব্লগ তো আমাদের নিজেদেরই আয়নাখানি। সে আয়নাতে কেউ তার সুন্দর রূচিতে নিজের ছবিটি তুলে ধরেন, কেউ আবার নিজের কুশ্রী মুখখানাকেই দেখিয়ে ফেলেন । দুঃখ পাবার কিছু নেই । হতাশ হবারও নেই কিছু ।
সুন্দর কিছুর জয় সর্বত্র । কুশ্রীতা সাময়িক বিভ্রান্তি ছড়ায় বটে তবে থাকেনা বেশিক্ষন কিন্তু তার রূপখানা কদর্যতায় ভরা-ই থাকে চিরকাল ।
ভালো থাকুন ।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: আমি প্রথমে ভিন্ন পরিস্থিতিতে আমার পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । আমি আপনার বক্তব্যের সাথে সহমত ।

আর কবিতা আপনার অপূর্ব লেগেছে শুনে আমি আপ্লুত হলাম । সেই সাথে অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৫| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

হাফসা আক্তার৯৫ বলেছেন: কবিতা ভালো লেগেছে

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৬| ১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সবগুলি কবিতাই অসাধারণ !!!!

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।

২৭| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৩

সাহসী সন্তান বলেছেন: কানিজ রিনাটা কে বুঝতাছি না! উনিই কি জনমদাসী (?) নাকি জনমদাসীর জেরক্সকপি এই ব্যাপারে একটু খোঁজ-খবর করা দরকার! সম্ভবত মেয়ের বিয়ে দেওয়া বাদে স্বামী বিয়ে করে ফেলছে এই টেনশনে ওনার মাথা আউলাইয়া গেছে!

কিন্তু মনে রাখা দরকার ব্লগ একটা কমিউনিটি, বাড়ির ড্রয়িংরুম নয় যে এখানে বসে লেখা বাদে অন্য বিষয় নিয়ে কপচাইবেন! মাথা খারাপ হইলে জোরাল ঘুমের ঔষধ খেয়ে একটা জম্পেস ঘুম দেওয়া ভাল, তাতে শরীর- স্বাস্থ্য, মন-মানসিকতা সবই ভাল থাকবে!

আমি সাধারণত কাউকে কিছু বলার আগে তাকে একবার সাবধান করে দেওয়াটা প্রয়োজন বলে মনে করি! পরেরবার হয়তো ব্যাপারটা ভিন্ন দিকেও চলে যেতে পারে!

এর আগেও বেশ কয়েক জায়গায় ওনাকে এই ধরনের ফালতু কমেন্ট করতে দেখছি! ব্যাপারটা দেখি নাই-দেখি নাই করে উড়াইয়া দিছি! তবে ব্লগিংয়ের ক্ষেত্রে উনার জন্য আমার পরামর্শ- 'উদ্দেশ্য প্রণোদিত ভাবে এভাবে কাউকে হেয় প্রতিপন্ন না করে ভবিষ্যতে সবাই যেভাবে ব্লগিং করে, সেভাবেই ব্লগিং করার জন্য অনুরোধ করছি!'

@ নীলপরি অফটপিকে মন্তব্য করার জন্য দুঃখিত! আসলে আসছিলাম কবিতা নিয়ে মন্তব্য করতে। তবে ৬ এবং ৭ মন্তব্য দেখে তার উপরে মন্তব্য করাটাকেই জরুরি মনে করে, আমাকে অফটপিকে কথা বলতে হল!

কবিতা ভাল হইছে! শুভ কামনা জানবেন!

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৯

নীলপরি বলেছেন: আর আপনার অফটপিকে মন্তব্য দেখে আমি খুবই আনন্দিত !

কবিতায় আপনার ভালোলাগা পেয়ে বরাবরের মতো উৎসাহিত হলাম । তবে উত্তর দিতে দেরী হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৮| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিউত্তরের জন্য ।

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৩

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ ।

২৯| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৩

কানিজ রিনা বলেছেন: দেখুন সাহসী সন্তান, বা বিদ্রহী ভুখন্ড,বা
ডাঃ এম এ আলি বা খায়রুল আহসান,
আপনারা যদি আমার বয়সে বড় হোন তবে
শ্রদ্ধা থাকল, আর যদি ছোট হোন তবে
বড় বোন মনে করুন। নিশ্চয় কোনও সমস্যা
না হলে এমন মন্তব্য করতাম না। জনাব
হাসান মাহাবুবের মন্তব্যে ছিল এক জনমদাশী
ব্লগ অন্তরে হাজার জনমদাশী ব্লগে ব্লগে।

৩০| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৪

কানিজ রিনা বলেছেন: তাইত কে এই জনম দাসী, মৌমুমু মুমুপাখি
রুবুরুবু আপনাদের সাথে আন্তরিকতার
সাথে বলতে চাই নীলপরী সকল সমন্যয়ে
একই। মাটি খুরে সাঁপ বাহির করা আমার
কাজনা। একজন সত্যি কারের কাব্যিক বা
লেখক কখন ছদ্দ নাম ব্যবহার করেনা।
আমার কোনও ছদ্দ নাম নাই। কানিজ রিনা
আমার আসল নাম।

৩১| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৬

কানিজ রিনা বলেছেন: এখানে সাংবাদিক বা লেখকগন রাজনীতি
নিয়ে বা কোন কিছু বিরুদ্ধচারন করতে হয়ত
ছদ্দ নাম প্রয়োজন হয়। কিন্তু গল্পকার বা
কবিতা লেখক কেন ছদ্দ নাম দেয় জানিনা।
এখানে মন্তব্য বা লেখা নিয়ে অনেকের তর্ক
বিতর্ক হয় বাজে ভাষাও ব্যবহার হয়।
হয়ত সামনা সামনি থাকলে হাতাহাতি বাধত,
এটাতো ঠিক রোধ বিরোধ দুই আছে।

৩২| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৫

কানিজ রিনা বলেছেন: ব্লগে রোধ বিরোধ দুই আছে, কবিতা বলুন
আর গল্প বলুন লেখকতো নিজের জীবনের
কিছু রুপক কথা তুলে ধরে। হয়ত কখনও
ব্যক্তিগত আক্রশ উঠে আশে। তর্কও হয়
তবে নীলপরীর হয়ে আপনারা এত আক্রশ
দেখাচ্ছেন বুঝতে পারলাম না।
আমি মুখোশ উন্মচন করতে চাই আপনাদের
অনুমতি সাপেক্ষে। আপনাদের শ্রদ্ধান্তে

৩৩| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৫

কানিজ রিনা বলেছেন: সত্যি আপনি সাহসী সন্তান, তাই ব্লগ
বাড়িতে অন্যের হয়ে আমাকে অপমান
করেছেন বলে ধন্যবাদ।
আপনি ভুল বুঝেন না। ফেজ বুকে কানিজ
রিনা নামের আইডিতে কথা বলতে পারেন।
আর নীল পরীর সমস্ত কবিতাও পুরোনতী
কবিতার রুপক। যা আর একজন সাজিয়ে
দেয়। ধন্যবাদ।

৩৪| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ৩২ নং কমেন্টের প্রতিউত্তরে বলবো "আপনি তা কখনোই বুঝে উঠতে পারবেন না। সেই জায়গায় কখনো পৌঁছাতে পারবেন না। পুরো ব্যাপারটা অন্যের প্রতি আপনার সম্মান, নির্ধারণ করে।"

মুখোশ! মুখোশ উন্মোচনে কারো অনুমতি লাগে নাকি? যত্তসব।

আর ছদ্মনাম। যাদের কাছে অনুমতি চাইলেন তারা অধিকাংশই ছদ্মনাম ব্যবহার করে। আমি নিজেও। আফসোস! লেখক বা কবি জীবনেও হতে পারবো না!

কানিজ রিনা, আপনার জন্য শুভকামনা। দ্রুত সুস্থ হয়ে উঠুন।

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫১

নীলপরি বলেছেন: পাশে থাকার মন্তব্যে ভালোলাগা ।

লেখক বা কবি জীবনেও হতে পারবো না! --

তবে আমার মনে হয় এই লাইনটা এখানে বলার কোনো দরকার ছিলো ! হাতে শব্দকোষ ধরালেও এখানে এই বিনয়ের অর্থ বোধগম্য হবে কি ?

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

কানিজ রিনা বলেছেন: আপনাকেও ধন্যবাদ, সাহসী সন্তান, বিদ্রোহী
ভুখন্ড, আমি অসুস্থ এটা ঠিক নয়। আপনার
ধারনা ভুল এখানে।

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

সাহসী সন্তান বলেছেন: @ কানিজ রিনা, আমি পূর্বেই বলেছি ব্লগ একটা কমিউনিটি সেন্টার! এখানে কে কি নামে লিখবে না লিখবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার! সুতরাং আপনি সেই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন না, কিংবা সেই এখতিয়ার আপনার নেই!

তাছাড়া আপনিও আমার পরিচিত কেউ না, নীলপরিও আমার পরিচিত কেউ না! নীলপরি যদি এখানে একাধিক নামে ব্লগিং করে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার! এ ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করার কে? আপনি সহ ব্লগার, প্রথমে ব্লগের নীতিমালাটা পড়ে তারপর ব্লগিং করতে আসেন!

ব্লগের কোথাও লেখা নেই যে একজন ব্লগার একাধিক নিক ব্যবহার করতে পারবে না (যদি সেটা উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি আক্রমনের জন্য তৈরি হয়ে থাকে)! আপনি জানা নাই বোঝা নাই হুট কইরা নীলপরিকে আক্রমন করছেন কোন টপিকের উপর ভিত্তি করে একটু জানতে পারি?

নীলপরির লেখা সে লিখুক বা অন্যকেউ লিখে দিক সেটা বিচার করার আপনি কে? আমার নিজের লেখাও তো জাস্টিফাই করার জন্য অন্যের কাছে দেওয়া হয়, এবং সে কারেকশন করে দিলে সেই অনুপাতে পোস্ট করি। তার মানে তো এই না যে আমি সেই পোস্টটা এখানে প্রকাশ করতে পারবো না!

আপনার ব্রেনের সমস্যা বলেছি এই কারণে, কেননা আপনি উদ্দেশ্যহীন ভাবে একের পর এক আজগুবি সব কথা বলে যাচ্ছেন! আপনার উদ্দেশ্যটাও ঠিক ধরতে পারছি না! তবে যেহেতু আপনাকে ফাস্ট স্টেপে সাবধান করা দরকার সেজন্যই সাবধান করেছি! নীলপরি সম্পর্কে আপনার কিছু বলার থাকলে ঝেড়ে কাঁশেন! এইভাবে খুকখুক করে যক্ষা বাধাইবেন না!

আর কোন ব্লগার কে, কি করে, সে কি রকম এইসব জানার জন্য আমি ব্লগিং করি না। কারো পোস্ট ভাল লাগলে ভাল বলি, খারাপ লাগলে খারাপ বলি! আমি লেখক বিচার করি তার লেখা দিয়ে, ব্যক্তিগত ক্যারেক্টার দিয়ে না! সুতরাং নীলপরি কেমন সেটা জানার জন্য আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না! কিছু বলার থাকলে আপনি এখানে বলেন, আমি কেন (?) সবাই জানুক!

কিন্তু আপনাকে আবারও সাবধান করছি এমন কিছু কইরেন না, যাতে নীলপরি বাদে পরবর্তিতে আপনার ক্যারেক্টার নিয়ে মানুষের মনে সন্দেহ জাগে! আমি কোন মতেই চাচ্ছি না, একজন নারী যে অপর একজন নারীর সব থেকে বড় শত্রু সেটা আপনি প্রমাণ করে দেন! আবারও বলছি, আপনি নিজের চিকিৎসা করান! সম্ভাবত আপনি প্রচন্ড ডিপ্রেশনে ভুগছেন!

আর এইখানে ফালতু কমেন্ট না করে নিজের কাজ করেন! কাজ না থাকলে নাকে সরিষার তেল দিয়ে ঘুমান! আপনার জন্য ব্লগ পূর্বের ন্যায় আবারও অশান্ত হয়ে উঠুক সেটা আমাদের কারোরই কাম্য নয়! ভাল থাকবেন!

@ নীলপরি, আপনার পোস্টে এইটার কমেন্ট ব্লক দিয়ে রাখেন! যেন এইটা আপনার পোস্টে আর কমেন্ট করতে না পারে! অন্তত মডারেটর না আসা পর্যন্ত যেন এইখানে তার ফালতু কমেন্ট করে পরিবেশ দূষিত করতে না পারে! যদি কমেন্ট ব্লক না পারেন, বলবেন শিখিয়ে দেবো! আপসেট হওয়ার দরকার নেই, মডারেটর আসলে এইসব চিটে-ভূষি উড়ে চলে যাবেনে!

১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই ।

শুধু আপনি আমায় চেনেন না বললেন ? একথাটায় বড়োই কষ্ট পেলাম । তবে আমি আপনাকে চিনি ! জানি ! অনেকটা এইভাবে --

আপনি একজন খুবই পরিশ্রমী লেখক । স্টিরিও কমিকের সাথে সেনসেটিভ লেখাও খুব ভালো লেখেন । আপনার সদভাবনার পরিচয় তো সামুতে আপনার আচরনেই দেখতে পাই ।


আপনাকে আমার ১৭ নং প্রতিউত্তরটা দেখার অনুরোধ রাখলাম । মনে হচ্ছে আমার অনুমান সঠিক ছিল । যেভাবে সিমপ্যাথি পেতে চাইছে ! কি আর বলবো ! আপনি নিজেই বিচক্ষণ ।
কিছু কথা অমৃত সমান । আর কিছু কথা বিবমিষার উদ্রেক করে । ওনার কমেন্ট পড়ে আমারও সেই অবস্থা । তাই আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করছি ।

আপনার মতো সা্হব্লগারকে পাশে পেয়ে খুবই ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।
ভালো থাকবেন ।

৩৭| ১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: নীলপরিমনি
কবিতা পড়লাম
অনেক অনেক সুন্দর!!!!!
তোমার আর সব লেখা আর কবিতাগুলির মতই।

তবে মন্তব্যে এসে কানিজ রিনা আপুনিমনির মন্তব্যগুলো দেখে না হেসে যেমনি পারলাম না, তেমনি লগ না করেও পারলাম না। ঠিক একই ভাবে একই টাইপ কথা আমাকেও একজন বলেছিলো।

উহা দেখিয়া যদিও ছদ্মনামই মনে হইতো তবুও তিনি বলিতেন উহা নাকি উনার পিতৃ প্রদত্ত নাম। এমনকি উনি আমাকে ব্লগে অনেক বড় কেচাল সৃষ্টির পরেও ভালোবাসিয়া ফেসবুকে এ্যাড করিয়াছিলেন। সেইখানেও এই টাইপ বলিয়াছিলেন আমিই সেই নারী যে কিনা উনার পরম দয়াল স্বামী প্রবরকে ভুলাইয়া ভালাইয়া নানা নিকে কাব্য লিখিতেছি!

আহালে সেই দোজবরে বুইড়া গাধা দুই বাচ্চার বাবা (তাও একটার নাকি বিয়েও হয়ে গেছে এবং নাতি আছে আরেক বুইড়া) মজনু-রোমিওর প্রেমে কেনো যে তাবৎ নারী সকল এমনই দিওয়ানা ইহাই বুঝিলাম না। :(

এইবার মনে হয় নীলপরিকে আমার আরেক ভার্সন উপাধি দেওয়া হইবেক জ্ঞানীনি, গুণীনী ঐ স্ত্রীমনিনি আপুনিমনি দ্বারা। :)

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: শায়মাদি আপনার মতো গুণী লেখকের কাছ থেকে কবিতায় ভালো লাগা পেতে খুব ভালো লাগে । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আর এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য আবারো কৃতজ্ঞতা ।

আসলে এরা তো আদৌ ক্রিয়েটিভ হয় না ! একটাই গল্প ( যা অতি নিম্নমানের ) বিভিন্ন জায়গায় একটু ভিন্নভাবে বলার চেষ্টা করে !

আপনার কাছ থেকে ওনার গল্পটা শুনে তাই মনে হোলো । আপনার অনুমানও একদম সঠিক ।

এবারে আমাকে আপনার আরেক ভার্সন উপাধি দেবে ! :)

আপনার জন্য অনেক শুভকামনা ।

ভালো থাকবেন ।

৩৮| ১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

মহাশূন্যের শূন্যস্থান বলেছেন: ভাল লাগলো ভীষণ,
যেন দর্পনে নিজের প্রতিরূপ

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে আমারো খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩৯| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২২

কানিজ রিনা বলেছেন: যথার্থই বলেছেন, মাননীয় সন্তান,মাথা খারাপ
আমার আর আপনিত দেখছি পুরাই উন্মাদ
প্রলাপ বকেছেন। যার হয়ে আপনি প্রলাপ
ঝেরেছেন, প্রয়োজনে সেই আমাকে বলত?

৪০| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

কানিজ ফাতেমা বলেছেন: কবিতাটি ভীষন ভাল লাগলো । শুভ কামনা রইল ।

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪১| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: আমি অমৃতের স্বাদ পাই বিষবীজে !
ভালো লাগল কাব্য কথামালা।

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪২| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১৯

নতুন নকিব বলেছেন:



পড়ে দেখতে হবে।


ধন্যবাদ।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:১৪

নীলপরি বলেছেন: হুম । পড়ে দেখুন ।

মনে হচ্ছে আপনি আর এক ব্লগে আমার মন্তব্য দেখে এসেছেন । :)

যাহোক , এসেছেন তারজন্য আপনাকেও ধন্যবাদ ।
শুভকামনা ।

৪৩| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:১৯

নতুন নকিব বলেছেন:



এই কবিতার কথা বলছি না। অন্য কিছু...।

প্রতিমন্তব্যে অভিনন্দন।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৩১

নীলপরি বলেছেন: সেটা বুঝেছি । :)
তাই পড়ুন ।

শুভকামনা ।

৪৪| ১৮ ই মে, ২০১৭ সকাল ৮:৪০

নতুন নকিব বলেছেন:



ভেরি ট্যালেন্ট! এক্সিলেন্ট!

বুঝতে পারার বিষয়ে আমারও তাই ধারনা ছিল। তবু বললাম। প্রতিমন্তব্যে কৃতজ্ঞতা। আচ্ছা, পরি, মৌমুমু কে?

২০ শে মে, ২০১৭ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: আপনি পুরোনো পোষ্ট পড়তে এসে পোষ্টের বিষয়ে কোনো মন্তব্য করেননি । এরথেকে বোঝা যায় পোষ্ট পড়তে আসেননি ।এরজন্য ট্যালেন্টের কি দরকার ? আর আপনি যখন অন্যের ট্যালেন্টের বিচার করতে পারেন তখন আপনার ট্যালেন্টটা আন্দাজ করতে পারি । আপনি যেখানে আমিও সেখানে ।আপনার প্রশ্নের উত্তর সামু থেকেই পেয়ে যাবেন । এরজন্য ট্যালেন্টেও দরকার ।

আমি এখানে শুধুমাত্র পোষ্টের বিষয়েই কথা বলি । আর অন্যদের কাছেও তাই আশা করি । আপনার মতো দায়িত্ববান ব্লগারের কাছ থেকে আমন আচরণ আশা করিনি ।

শুভকামনা ।
ভালো থাকবেন ।

৪৫| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৯

নতুন নকিব বলেছেন:



দু:খিত! ক্ষমা করবেন! আপনি অন্যভাবে নিবেন, বুঝতে পারি নি। আসলে অন্য একজনের (দু:খিত! সত্য কথাটা না বলে পারছি না, দু:খজনকভাবে যিনি আপনাকে গালি দিতে অভ্যস্ত) একটি মন্তব্যের সত্যতা প্রমান করার মানসিকতা থেকেই প্রশ্নটা করেছিলাম। যেহেতু আপনি কষ্ট পেয়েছেন, তাই দয়া করে যদি ৪৪ নং এবং বর্তমান এই মন্তব্যটি মুছে দেন, অনেক খুশি হব।

আপনি ভাল লিখেন। আপনার প্রতি শুভেচ্ছা সারাক্ষন।

ভাল থাকুন আপনিও।

২৪ শে মে, ২০১৭ রাত ১১:৪৮

নীলপরি বলেছেন: ইট'স ও।কে ।

শুভকামনা ।

৪৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩

রাকু হাসান বলেছেন: যাক তৃপ্তি পেলাম কবিতা পড়ে । এসে লাভ হলো ।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭

নীলপরি বলেছেন: আমারও ভীষণ ভালো লাগলো , আপনি কবিতাটা পড়েছেন দেখে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.