নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আহ্নিক গতির গল্প

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২২




একদিন রাজা একজনকে রানী করেছিল
সেইদিন রানী স্বপ্নের রাজপ্রাসাদ সাজিয়েছিল !

এখানে সুখ রানীর সাথে ঘোরে
দুঃখের পালক নেই কাজেতে ওড়ে !

রাজা রোজ রোজ রাজ্যবিস্তারে যায়
রানী রণসাজ গুছিয়েই আনন্দ পায় !

এইভাবে রাত যায় , দিন আসে
আহ্নিক গতির সাথে জীবননৌকা ভাসে !

রাজা ব্যস্ত মিটিং-সেটিং কর্পোরেট কালচারে
রানীর সেতার বাজে নিঃশব্দ ঝংকারে !

রাজ্যের মতো রাজ-মনও বিস্তার পায়
একথার তীরটা রানীর কানে যায় !

শীতের হাওয়া এনেছে ঝরা পাতার বান
সেইসাথে রানীর স্বপ্নও ভেঙে খান-খান !

ফোনটা সুইচড-অফ , ' রাজা কোথায় তুমি ? '
রানী বোঝে সে হারিয়েছে ভূমি !

রাজপ্রাসাদটা আজ লাগছে কেনো পর-পর
এটা কি সত্যিই রানীর ঘর ?

এখন রানী কোথায় যাবে বলো ?
ঘুম-পাড়ানী ওষুধ খেয়ে ঘুমদেশেই গেলো !

রানী ছিল অকুন্ঠিত বিলিয়ে দিতে
যদিও রাজাই ব্যর্থ ছিল নিতে !

তবুও রাজার দোষ নেই জানো
রানীরই ভুল ছিল সেটাই মানো !

রানীকাহিনী কেউ করবে না পেশ
তাই রাজকাহিনীর নেই কোনো অবশেষ !

এখনও রাত যায় , দিন আসে
আহ্নিক গতির সাথে জীবননৌকা ভাসে !

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



কথার মাঝে আকন্ঠ নীল দু:খ কেঁদে মরছে

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: আমার কবিতার কথায় নীল দুঃখ দেখা দিয়েছে জেনে কৃতার্থ হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

রানীর জন্য মনে নিদারুণ বিষাদের ছায়া নেমে এল। রাজার প্রতি ধিক্কার!

কবিতাটি যথেষ্ট সচেতনতা তৈরি করতে পারে!

প্লাস+++

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: এরকম কাহিনী অনেক রানীর জীবনেই হ্য়তো । এটা আমার সামন্য প্রয়াস ।

আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে ++

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৭

মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে পরি!
আমি সবার মত সুন্দর করে মন্তব্য করতে পারি না :(

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

নীলপরি বলেছেন: আরে আপনার ভালো লেগেছে বলেছেন তো ! এর থেকে সুন্দর আর কি হবে ? এটাই তো শুনতে চাই ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১২

সুমন কর বলেছেন: ঘুম-পাড়ানী ওষুধ খাওয়া ভালো না। খুব খারাপ।

ভালো হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: হুম ! ঘুম-পাড়ানী ওষুধ একেবারেই ভালো না । তবে যখন আপাত ভালোটা খারাপ হয়ে যা্য় তখন মানুষ সেই খারাপের দিকেই হাত বাড়ায় ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম । অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজা রাণী ভালো না। রাজপুত্র ভালো।
কবিতার কোথাও রাজপুত্র না থাকায় কবিতায় মাইনাস। :P

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

নীলপরি বলেছেন: রানী কেনো ভালো নয় ? জানতে চাই । আর রাজা তো রাজপুত্রেরই আপডেটেড ভার্সন । একই ব্যাপার । রাজপুত্রের ভালোত্বের নমুনা তো দেখাই যাচ্ছে । নিজেকেই বলতে হচ্ছে । :)

হুম মাইনাসটাই সযত্নে নিলাম । যা পাওয়া যায় । কারন যা কিপটে রাজপুত্র ! শব্দটা পর্যন্ত মেপে খরচা করেন । তাঁর হাত থেকে মাইনাস বেরিয়েছে । সত্যিই ভাগ্যের বিষয় । ভালো লাগলো ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: রাজা রানীর গল্প কবিতা ভাল লেগেছে ।

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

হাসান মাহবুব বলেছেন: এভাবেই ভেঙে যায় আমাদের চটকে ভরা রাজপ্রাসাদ। রাজা বেলুন ফুলায় আর রাণী বুদবুদ হয়ে উড়ে যায়।

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন । সহমত ।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাকি নীল পরির ব্লগ!

হুম!

তাইতো! তবে কেমন অচনো অচেনা লাগছে কেন?
এই স্টাইলের সাথে আমি পরিচিত নই বলেই কি ? ;) হয়তো

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: তো এই স্টাইলটা কেমন লাগলো আপনার ? সেটা আমি ঠিক বুঝতে পারলাম না । :)

তবে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।
শুভকামনা ।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: বেশ ছন্দময়।
সুন্দর

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

নীলপরি বলেছেন: পাঠকের ছন্দময় লাগলেই কবিতা ছন্দময় হয় । এখানে আপনি বললেন বলেই হোলো ।

আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।
শুভকামনা ।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩১

ঢাকাবাসী বলেছেন: রাণীর দুঃখ নিয়ে চমৎকার বিষাদের কবিতা, ভাল লাগল্।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: ন: আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর, ভালোলাগা জানিয়ে গেলাম।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালোলাগা পেয়ে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

জেন রসি বলেছেন: সবাই তার নিজের মত করে কাহিনী রচনা করুক। রাজার বলয় ভেঙ্গে রনীরা সাবলম্বী হোক।

তবে রাজপুত্র ভাইয়ের অভিযোগটা বিবেচনা করার মত। :P

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: রাজার বলয় ভেঙ্গে রনীরা সাবলম্বী হোক -- সহমত আপনার সাথে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনি যদি ৬ নং প্রতিউত্তর ও ১৬ নং মন্তব্যটা দেখেন তাহলে ভালো হয় । কারন আপনিই রাজপুত্রের অভিযোগের যৌক্তিকতাটা সঠিকভাবে বিবেচনা করতে পারবেন । আপনার প্রতি পূর্ণ আস্থা আছে ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।
শুভকামনা । :)

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

সাহসী সন্তান বলেছেন: আমি ভাবছিলাম কবিতাটা বুঝতে গেলে বোধহয় গতি সূত্র জানা লাগবে! তবে সেই ধরনের কোন কিছুর প্রয়োজন পড়ে নাই দেখে ব্যাপারটা ভাল্লাগছে..... ;)

বেশ হাহাকার ময় কবিতা! শেষের দুই লাইন সহ পুরো কবিতাটাই খুব ভাল লাগলো!

শুভ কামনা নীলপরি!

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগা আমাকে উৎসাহিত করলো ।
পাঠ ও মন্তব্যের করে সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।
আপনাকেও শুভকামনা । :)

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৫

ক্লে ডল বলেছেন: রূপকথার রাজা রাণী অথচ কর্পোরেট আচারণ!! কবিতার বর্ণনা ভঙ্গি দারুণ।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে রাজা হবার পরই প্লাস দেব।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: আবারো সেই প্রশ্ন এড়ানো । কারো স্বভাব কি কখনো বদলায় ?
তাই তাহলে রাজা হবার পরই প্লাস দেব শুনে মনে আরো একটা প্রশ্ন আসছে । রাজা হওয়ার পর আমার মতো সাধারণের কথা কি কারো মনে থাকবে ? :(

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: চিরন্তন সত্য ফুটে উঠেছে। অমন রাজা আর দেখতে চাই না।

রাণীর ভালবাসা অমর হোক।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১১

নীলপরি বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো । আর মন্তব্য পড়ে আপ্লুত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



বাস্তবের রাজা রানীর গল্প, কবিতায় । আহ্ণিক গতির মতোই ঘুরে ঘুরে আসা একই চিত্র । দিন যায়, রাত যায় বায়োস্কোপের গল্প পাল্টায় না ।

নতুন ধাঁচে উপস্থাপনা করেছেন । ভালো লাগলো সহজিয়া এই উপস্থাপনাটা ।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: আর আমার আপনার এই ছোটো চিঠিটা খুব ভালো লাগলো । এটাই বলতে চেয়েছিলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক সুন্দর কবিতা । আবার আসব
শুভেচ্ছা রইল ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯

নীলপরি বলেছেন: আপনাকেও প্রতি শুভেচ্ছা । :)

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

গেম চেঞ্জার বলেছেন: হায়! রাজ্যবিস্তারে মন দিতে গিয়ে নিজের অর্ধ অস্তিত্বকে অবহেলা!! ঠিক নয়, মোটেও ঠিক নয়! :

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪১

নীলপরি বলেছেন: হুম এরকমই তো দেখি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা। :)

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: পড়লাম কবিতা
এখনও রাত যায় , দিন আসে
আহ্নিক গতির সাথে জীবননৌকা ভাসে

তবে কথা হল কি
আহ্নিক গতির ফলে
জোড়ায় জোড়ায়
ফুলও ফুটে

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬

নীলপরি বলেছেন: হুম ! তাও ঘটে ।

এতো সুন্দর ফুল পেয়ে ভীষণ খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫২

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধন্যবাদ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো শুভকামনা।:)

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে মাঝে মাঝে এমন কিছু কবিতা আসে, যা বার বার পড়তে ইচ্ছে করে। এটাও সে রকমের একটি কবিতা। পড়তে পড়তে চোখ বুঁজে আসে বিভিন্ন ভাবনায়।
আহ্নিক গতির সাথে জীবন নৌকা ভাসে - কি চমৎকার একটা কথা বলে গেলেন, ভাল লেগেছে!
জানিনা এ কোন রানীর কথা আপনি বলেছেন। যার কথাই হোক, রানীর জন্য মনটা ভারাক্রান্ত হয়ে গেল।
রাজা রোজ রোজ রাজ্যবিস্তারে যায়
রানী রণসাজ গুছিয়েই আনন্দ পায়
--খুব সাধারণ কথা, কিন্তু মনে রেখাপাত করে যায়।
এখনও রাত যায় , দিন আসে
আহ্নিক গতির সাথে জীবন নৌকা ভাসে
- সুন্দর একটা কবিতার ততোধিক সুন্দর সমাপ্তি!
প্রথম মন্তব্যটাও যথার্থ হয়েছে। এ রকম মন্তব্য সাধারণতঃ চাঁদগাজী সাহেবের কাছ থেকে পাওয়া যায় না। সেদিক থেকে বলবো, আপনার কবিতা সার্থক!
তবে কথা হল কি, আহ্নিক গতির ফলে জোড়ায় জোড়ায় ফুলও ফুটে -- ডঃ এম এ আলী'র এ মন্তব্যটাও চমৎকার হয়েছে।
সবশেষে বলবো, কবিতার এ স্টাইলটা দারুণ আকর্ষণীয় হয়েছে।
শুভকামনা, নীলপরি!




০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

নীলপরি বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যের অপেক্ষা করছিলাম । পেয়ে খুব ভালো লাগলো ।

হুম , এইরকম রানী হয়তো অনেকেই আছেন । কিছু দেখা কিছু অদেখা ! সব নিয়েই লেখার চেষ্টা করেছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা। :)

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

শাব্দিক হিমু বলেছেন: সহজ ভাষায় গভির গল্প। ভালো লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.