নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য প্রেম

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১২




এক রেড কালার কি লাভ স্টোরি

প্রেম -- শব্দটা এইটুকু হলে কি হবে , অর্থ অথবা প্রয়োগ অত্যন্ত দুরূহ বা ভহাভয় বললেও বোধহয় ভুল হবে না । আর প্রথম দেখার প্রেম না হয়ে সেটা যদি হয় অদৃশ্য প্রেম ? যেমন ধরুন কবিতা পড়ে কি কবির প্রেমে পড়া সম্ভব ? সেক্ষেত্রে কি মনে আসবে যে , সেই কবিও কি তাঁর কবিতার মতো ? কবিতা ও কবিকে নিয়ে কল্পনা-জল্পনার এইসব বিচিত্র সম্ভাবনার সমাহার হোলো এক রেড কালার কি লাভ স্টোরি ফিল্মটা ।

লালব্যাগ আর একটা মেয়েকে ফলো করে ক্যামেরা । ছবির শুরুর দিকে ।
সুফি একজন চাকুরীরতা মেয়ে । কোনো এক সকালে ঘুম চোখেই সে মোবাইলে অচেনা নম্বরের মেসেজ পায় । ' হু ইজ দিস প্লিজ ' -- বলে সে প্রতি মেসেজ পাঠায় । কিন্তু কোনো প্রতিউত্তর পায় না । ভালো কবিরা নিজের মর্জি মতো চলেন । অন্যের প্রশ্নকে ধর্তব্যের মধ্যে আনেন না ! বোধহয় ! যাহোক , সুফি এই কবি কাহিনী শে্য়ার করে এক বান্ধবীর সাথে । যে আবার খুব বাস্তব বাদী । আর সুফির যে কবিতার প্রতি
ভালোরকম দূর্বলতা আছে সেটা ছবির সাথে এগোতে এগোতে বোঝা যা্য় ।

তেরে নজরকে লালী মে
মেরে জীগরকা খুন হ্যয় !


এই লাইনগুলো পড়ে কি পাঠক নিজেকে ভ্যাম্প ভাবতে পারে ? সুফির বান্ধবীর তেমনই মনে হয় ! সে নানাভাবে সুফিকে সাবধান করে এই অদৃশ্য কবি সম্পর্কে । তাকে নিয়ে কোনোরকম রোম্যান্টিক চিন্তাভাবনা করতে না করে । এইসময় কবি সম্পর্কে কতগুলো সাধারণ ধারণা পেশ করা হয় । যেমন- প্রথমেই কবি মানেই গরীব ধরে নিতে হবে , বা , এইসব কবিরা বৌয়ের সাথে ঝগড়া করে রোম্যান্টিক কবিতা লেখে । আরো আছে এরকম কমেন্ট । বললে দেখার মজাটা চলে যাবে । তবে কমেন্টগুলো দেখে নিজের মনেও কমেন্ট চলে আসবে । আমার অন্তত এসেছে ।
তবে সবরকম সাবধানবানী সত্ত্বেও সুফি কবির নামটা ' লালমন ' ।
' লহুলহান শহেরমে লড়খড়তা লালমন ' -- সিনেমা জুড়ে এই বিশেষ রঙের প্রতি প্রেম মন ছুঁয়ে যায় ।

এরপর সুফি , বন্ধুর প্রবল আপত্তির সাথে প্রায় লড়াই করে সেই কবির সাথে দেখা করতে সচেষ্ট হয় । এখানে আবার একটা কবিতার লাইন আছে --
' ঢুন্ডকর ভি মিলেগা কেয়া ? ওহি দিল , ওহি ধরকন , ওহি সব' '

সুফির সাথে কি সেই অদৃশ্য কবির দেখা হয় ? জানতে হলে এই ছবিটা দেখতে হবে । আর যদি আপনি কবিতা ভালোবাসেন এবং আপনার হাতে মিনিট কুড়ি সময় থাকে তাহলেও এই ছবিটা দেখতে পারেন । কবিতা দিয়ে যে এতো সুন্দর দৃশ্যায়ন সম্ভব তা এই ছবিটা দেখলে বোঝা যাবে না । এখানেই অ্যানি জাইদির পরিচালিকা হিসাবে মুন্সিয়ানা । শুধু মেল ভয়েস ওভারটা একটু ফ্ল্যাট লেগেছে । যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত ধারনা । তবে সুফির চরিত্রে অ্যানির কাব্যিক মেসেজ পড়ার স্টাইলটা খুবই ন্যাচারাল ।

জানিনা বাংলাতে এরকম কবিতায় সাজানো ছবি কেনো দেখতে পাই না ! আমি তো এখনো দেখিনি । কেউ দেখলে জানাবেন ।
আর এটা ফিল্ম রিভিউ লিখিনি । শুধু এই মুভিটা দেখার আমার অভিঙ্গতাটা আপনাদের সাথে শেয়ার করেছি ।

লিঙ্ক -- https://youtu.be/B9qFXBEhu3g
Film Details:
Film Name: Ek Red Color ki love story

Genre: Romance

Star cast: Annie Zaidi, Arjun Bali, Seema Fauzdar, Aditya Sudarshan

Directed by: Annie Zaidi

Produced by: Vinay Mishra, Pallavi Rohatagi, Preety Ali

Story / Screenplay: Annie Zaidi

Language: Hindi



Duration: 20 Minutes

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য । সময় নিয়ে আসতে হবে আবার ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । ধন্যবাদ ।

আর আপনার সুচিন্তিত মন্তব্যের অপেক্ষায় থাকলাম । :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: অদৃশ্য প্রেম কি সাংঘাতিক ব্যপার !! B-)

সময় করে দেখে নিব ।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: সাংঘাতিক নয় ওটাই ব্যাপার । :)

হুম সময় পেলে দেখেই নিন । হয়তো ভালোই লাগবে ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

সাহসী সন্তান বলেছেন: আমি শর্টফিল্মটা এখনো দেখিনি নীলপরি, তবে দেখে অবশ্যই ফিডব্যাক জানিয়ে যাবো! পোস্টটা পড়ে ভাল লেগেছে, আপাতত সেটাই জানিয়ে গেলাম! আপনি কিন্তু বেশ ভাল রিভিউ লিখতে পারেন...... :)

তবে লিংকটা এভাবে যুক্ত করে দিলে পোস্টটা আরো সুন্দর হয়ে যেত! Ek Red Color Ki Love Story কোন খাটুনি নেই, শুধু পোস্ট এডিটে গিয়ে টুলবারে (যেখান থেকে লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করেন) দেখবেন ক্যামেরার বাম পাশে একটা মইয়ের মত চিহ্ন আছে; ঐখানে ক্লিক করলে দুইটা ঘর সমেত একটা বক্স চলে আসবে।

উপরে টাইটেল, আর নিচে ইউআরএল। টাইটেল বক্সটার মধ্যে লিংকএর শিরোনামটা দিয়ে দেবেন, আর নিচের ইউআরএল এর মধ্যে ঐ ইউটিউব লিংকটা দিয়ে দেবেন। ব্যাস কাজ শেষ!

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

নীলপরি বলেছেন: লিংকটা দিতে সত্যিই পারতাম না । শেখার ইচ্ছা ছিল । শেখানোর জন্য অনেক ধন্যবাদ ।

আর রিভিউ ঠিক পারি না । টেকনিক্যাল ব্যাপারে তেমন দখল নেই । তবু আপনার ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম ।

হুম , ফিল্মটা দেখে ফিডব্যাক অবশ্যই জানাবেন । আপনার ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা । :)

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

সাহসী সন্তান বলেছেন: ওহঃ একটা ভুল ডিরেকশান দেওয়া হয়ে গেছে। সংশোধনঃ-

উপরে টাইটেল, আর নিচে ইউআরএল। টাইটেল বক্সটার মধ্যে লিংকএর শিরোনামটা দিয়ে দেবেন, আর নিচের ইউআরএল এর মধ্যে ঐ ইউটিউব লিংকটা দিয়ে নীল রঙের 'লিংক যুক্ত করুন' বাটনটা দেবেন। ব্যাস কাজ শেষ!

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: ঠিকাছে । আপনার এই মন্তব্যগুলো নোট করে রাখলাম । এবার থেকে এইভাবেই লিংক যুক্ত করবো । সবসময়ে পাশে থাকার জন্য আবারো ধন্যবাদ । :)

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।

সময় পেলে দেখবেন ছবিটা ।

শুভকামনা ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

পবন সরকার বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

সময় পেলে দেখবেন ছবিটা ।

শুভকামনা ।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

হাসান মাহবুব বলেছেন: সাবটািটেল আছে। গুড। বাসায় গিয়ে দেখবো।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

নীলপরি বলেছেন: আশাকরি এতোক্ষণে আপনার মুভিটা দেখে ফেলেছেন ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

আখেনাটেন বলেছেন: বর্ণনার মতোই ভালো হলে সময় করে দেখে নিতে হবে। তবে লিখেছেন চমৎকার করে।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

নীলপরি বলেছেন: আমার লেখা আপনার চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো ।

পোষ্টটা দেখে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।

সময় পেলে দেখবেন ছবিটা ।

শুভকামনা ।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

ধ্রুবক আলো বলেছেন: অদৃশ্য প্রেম.,,,
ভালো লাগলো পোষ্টটা....

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২০

নীলপরি বলেছেন: লেখা আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম । অনেক ধন্যবাদ ।

সময় পেলে দেখবেন ছবিটা ।

শুভকামনা ।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: লেখার ধরন ভালো লাগল। দেখতে হবে....

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

দেখতে হবে যখন মনে করেছেন তখন দেখেই ফেলুন । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম
দেখলাম ছবিটা!

ভিন্নরকম ভাবনা মন্দ নয়!!!! :)

++++

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

নীলপরি বলেছেন: আরে বাহ , ছবিটা দেখেছেন শুনে ভালো লগলো ।

পোষ্টটা পড়ে ছবি দেখা ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: হাহাহা.........এ মাত্রই দেখলাম। বিষয়টা ভালো লেগেছে। তবে পরিচালনা সাধারণ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪২

নীলপরি বলেছেন: জাইদির ফিল্মের বিষয় একটু অভিনব হয় । :)

দেখেছেন শুনে ভালো লাগলো ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

নীলপরি বলেছেন: দেখে আবার কষ্ট করে এসে জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ । :)

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমনিতে তেমন এখন আর ফ্লিম দেখা হয়না। আপনার ধারা বর্ননায় মনে হল ভাল হবে। দেখব ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১০

নীলপরি বলেছেন: আমিও তাই আশা রাখলাম যে দেখবেন ।

অনেক ধন্যবাদ ।


শুভকামনা । :)

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা!

আজ রাত্রে এইটাকেই ডিনার করবো।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

নীলপরি বলেছেন: তাই ?

:)

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল মুভি রিভিউটি । খুব সুন্দরভাবে তুলে ধরেছেন । দেখে আসলাম লিংক ধরে । কবিতায় বাংলায় কোন পুর্ণ দৈর্ঘ চলচিত্র হয়েছে বলে জানা নেই । তবে ইউরোপীয় অপেরার আদর্শে রবিন্বাদ্ল্মীরনাথ লিখেছেন কি-প্রতিভা, কালমৃগয়া গীতিনাট্য এবং চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, ও শ্যামা সম্পূর্ণ গানের আকারে লেখা , তবে এগুলি নিয়ে কোন ফিলম হয়েছে বলে জানা নেই ।
সর্ট ফিল্মটি দেখে আসলাম লিংক ধরে ।
সুফি এক জোয়ান আওরত জো একেলা রাহতা হ্যায় আউর কবিতা কি লিয়ে এক কমজুরি হ্যয় , এক সুবা ভাহ এক পাথ সন্দেশ হ্যয় কি কবিতা কি তারাহ পাদাতা হু জাতা হ্যয় । জলদি হি ইন গুমানাম গ্রাথন উসকে জীবন পর আক্রমন জো খোদ কু কল লাল মান ( লাল দিল ) কবিতা উনকি মাইত্রোপুলিশ শাই মি ইমবিডেড পাহলে থাগা ছা রাহাথা হাই কি লিয়ে উসকি আখ কিচিন্ন্তা হ্যয় , আউর ভির বা এক আনাজানা কভি প্রেম কি বিচার কে সাথ সামিল বাদাতা হ্যয় । উসকি সবচে আচ্চাথা দোস্ত সি চিতাভানিকে বাঅজুদ সূফি উসে পুরা করনে কি লিয়ে বাহিএর সে। লেকিন বা দিক্কে দেগা , ফিলম জেয়সে মুমবি কানক্রিট জাঙ্ঘল কে একিলাপান সে পিরিত থা আউর হাজারুন কি দৃস্টি ।

অনেক ধন্যবাদ ফিল্মটি দেখার সুযোগ করে দেয়ার জন্য । মেঘদুত ত য় পর্বটি নিয়ে ব্যস্ত থাকায় সময় করে আসতে পারিনি ।
শুভেচ্ছা রইল ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

নীলপরি বলেছেন: আপনি ফিল্মটা দেখেছেন শুনে ভালো লাগলো ।

ভালো লাগলো আপনার সুলিখিত মন্তব্যটাও ।

আবারো অনেক ধন্যবাদ ।


শুভকামনা । :)

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

নীলপরি বলেছেন: শুভেচ্ছা আপনাকে । :)

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
মুভি অনূভুতি ভাল লাগল। শুভকামনা!

১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

নীলপরি বলেছেন: কথাটা শুনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা । :)

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সময় করে অবশ্যই মুভিটা দেখবো। আপনি কেমন আছেন?

১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: বেশ অনেকদিন বাদে আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো ।

সময় পেলে দেখেই ফেলুন ছবিটা । :)

আমি ভালো আছি । আপনি কেমন আছেন ?

পোষ্টটা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: দেখতে হবে । বেশ কৌতূহলী মনে হচ্ছে !

১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: কৌতূহল যখন হয়েছে তখন তা নিরসন করুন । দেখেই ফেলুন ছবিটা । :)



পোষ্টটা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

সাহসী সন্তান বলেছেন: গতকাল রাত্রে দেখছিলাম! কাহিনী সাধারণ মানের হলেও উপস্থাপনাটা বেশ আনকমন! বিশেষ করে ফিনিসিংটা সব থেকে ভাল লেগেছে! আমি তো ভাবছিলাম, শেষ মূহুর্ত্বে বোধহয় ম্যাসেজ প্রদানকারী ব্যক্তির সাথে দেখা হওয়ার মধ্য দিয়েই ফিল্মটা শেষ হবে। ঐ সাধারণত যা হয় আরকি!

কিন্তু এক্ষেত্রে যে ভিন্ন কিছু অপেক্ষা করছিল, সেটা মাথাতেই আসেনি! তাছাড়া এমন কাব্যিক ঘরনার কোন শর্টফিল্ম পূর্বে দেখেছি বলে মনে হয় না। সেটাও বেশ ভাল লেগেছে!

তবে একটা জিনিসে মেজাজ খারাপ লাগছিল খুব! পুরো বিশ মিনিটের ফিল্মটাতে একদম শেষের দিকে ছাড়া নায়িকার মুখটা ভাল মত দেখা যায়নি। আর চিত্রগ্রহণ খুবই নিচু মানের। সারাক্ষন যদি ছবি কাঁপতে থাকে তাহলে দেখতে গেলে বিরক্ত লাগে!

যাহোক, তবে সব মিলিয়ে ফিল্মের বিশ মিনিট যে এক্কেবারে খারাপ গেছে তা বলবো না! মোটামুটি ভাবে বেশ ভালই লেগেছে! ফিল্মটা দেখাতে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ!

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

নীলপরি বলেছেন: ফিল্মটা দেখে কষ্ট করে এসে জানানোর জন্য প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ ।

হুম ! গল্প আমারো ইউনিক লেগেছে । আর কবিতাকে সাবজেক্ট করে শর্টফিল্ম কেনো পূর্ণ দৈর্ঘ্যের ছবি দেখিনি ! আমি অন্তত দেখিনি ।
হ্যাঁ , টেকনিক্যালি খুব একটা হয়ত স্ট্রং নয় ।
নায়িকাকে কম দেখার জন্য আপনার মেজাজ খারাপ লাগছিল ? ইশসস , এটা জেনে আমার তো খুব খারাপ লাগছে ! :)
( জাস্ট জোকিং ! আশা রাখলাম , কিছু মনে করবেন না । প্লিজ ।)

আর লেখাটা পড়ে যে নিজের সময় খরচ করে ছবিটা দেখলেন , তাতে আমি খুব খুশি হলাম । তাই আর একবার ধন্যবাদ ।

শুভকামনা । :)

ভালো থাকবেন ।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রাকু হাসান বলেছেন:

দারুণ অভিজ্ঞতা শেয়ার করলেন । লিংক দিয়ে ভালো করছেন । এখনই যাচ্ছি । কিছুটা দেখবো ,তারপর সময় করে দেখবো ।
*আমার এসব নেই ,থাকলে নিশ্চয় মিস করতাম না ,সুযোগ :(

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

নীলপরি বলেছেন: দেখছেন নাকি কিছুটা ? আসলে উনি কবি । ওনার মুভিগুলোও কবিতার মতো লাগে আমার । :) তাই দেখার চেষ্টা করি ।



"*আমার এসব নেই ,থাকলে নিশ্চয় মিস করতাম না ,সুযোগ :(" --

লাইনটার মানে কী এই মুভিটার মতো কোনো গল্প আপনার জীবনে নেই ? আরে হতেও পারে । হলে যেন গল্পটা খুব ভালো মানে পজিটিভ হয় । কারণ বাস্তবে তো ছলনার অভাব নেই । ছলনাকারী তার কাজ করবে । তবে মানুষ হয়ে মানুষের উপর বিশ্বাস করাটাই ধর্ম । তবেই একটা দারুণ গল্প হবে । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.