নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

খেয়ালী পাখি

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮



তুমি ফেলে গিয়েছিলে স্ব-খেয়ালে নির্ভাবনায়
থমকে ছিল অলেখা কবিতা সাদা কাগজে
জানোনি নিভৃতে কিভাবে দুঃখ-লহরী বাজে !


অশ্রুনদী বয়েছিল না পেয়ে কূল-কিনারা
আমার নীলাকাশে আটকে ছিল নীলবেদনা
বোঝোনি , অভিমান-কাঁটা দে্য় কত যাতনা !

হৃদয়ের রক্তক্ষরণে প্রলেপ দেয়নি কাজ
নিশ্চুপে , মেঘের ছায়ায় নামে অবসাদ
দেখোনি , গাঢ়-অন্ধকার যার হয়নি প্রভাত !

তবুও জীবননদী বাঁধ ভাঙতে চায়
ক্ষত নিয়ে এগোই , ক্ষতিটা ভাবিনা
রূপকথা আদৌ হয় বলে মানিনা ।

এমন সময় কেনো ফিরলে নির্বিকারে ?
আমি ছিলাম বেশ নিয়ে ক্ষত
তুমি কি বুঝবে যন্ত্রণা কত ?

খেয়ালী পাখিটা বসে আছে আনমনা
জানে কি খেয়াল রাখছে অন্যজনা ?

মন্তব্য ৬১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

সুমন কর বলেছেন: যে ক্ষতি, আমি নিয়েছিলাম মেনে/ সে ক্ষতি পূরণ...........

কবিতা ভালো হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪২

নীলপরি বলেছেন: প্রথম মন্তব্যেই কবিতায় আপনার ভালোলাগা পেয়ে উৎসাহিত হলাম । অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন সমীকরণে প্রাপ্তি আর অপ্রাপ্তির মিলনে ,এ কারণে হতাশ হয়েও লাভ নেই। জীবন প্রবাহ এমনি ।
সবসময় আপেক্ষিক চিন্তা হতে পারে এ থেকে মুক্তির পথ। আর জীবনের প্রতিটি নিঃশ্বাস উপভোগ করা চাই।
জীবন ছোট এবং লাইফ ইজ বিউটিফুল ।।

কবিতায় সুন্দর হয়েছে+

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৩

নীলপরি বলেছেন: হুম , লাইফ ইজ বিউটিফুল ।

তাই এই মুহূর্তে কবিতায় সুন্দর আর প্লাস প্রাপ্তিতে আপ্লুত হচ্ছি ! :)

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: খেয়ালী পাখীটা কি করে যে বেখেয়ালী
হয়ে গেল।
কোন মোহের টানে -
মনের গহীনে কি রয়েছে ?

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: বেশ অনেকদিন হয়ে গেলো বোধহয় আপনাকে দেখি না । আজ আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫

ডঃ এম এ আলী বলেছেন: খেয়ালী পাখীকে নিয়ে সুন্দর ছন্দময় কবিতা । প্রতিটি চরনেই আছে ভাবময়তা , কি সুন্দর পাখীটিকে হল বলা তুমি ফেলে গিয়েছিলে স্ব-খেয়ালে নির্ভাবনায় । এসময়ে তাকেতো বলাই যায় যাক না উড়ে, যদি বনের পাখি পোষ না মানে, মনেরই ঘরে যাক না উড়ে, তবু অভিমানে তারে রাখিস ধরে হৃদয় জুড়ে যতনকরে,পাখি তোরেই বাসবে ভালো, আসবে ফিরে আসবে ফিরে আপনার তরে।

হৃদয়ের রক্তক্ষরণে প্রলেপ দেয়নি কাজ
নিশ্চুপে , মেঘের ছায়ায় নামে অবসাদ
,
কবিতা পাঠে তাইতো মনে হয় কাছে থাকলে বুঝবি কিরে ওরে অবুঝ পাখি এক দূরবীন দূরে গেলে চিনবি আপনজন ।

তবুও জীবননদী বাঁধ ভাঙতে চায়
ক্ষত নিয়ে এগোই , ক্ষতিটা ভাবিনা
রূপকথা আদৌ হয় বলে মানিনা
তাইতো পাখীটাকেতো বলাই যায় মায়ার জালে ঘুরবি মিছে, একা হবি যখন এক আসমান উড়ে যাবে, তখন ওরে খেয়ালী পাখী বুঝবে তখন যে খেয়াল রাখছে তোকে অন্যজনায় । হ্যা ভাল করেই খেয়াল রাখবেন যেন দুরে কোথাও উড়ে যেতে না পারে ।

অনেক ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮

নীলপরি বলেছেন: নিজের লেখা সম্পর্কে আপনার কাছ থেকে আন্তরিক বিশ্লেষণ পেয়ে আপ্লুত হই ! স্তব্ধ হই ! অনুপ্রাণিত করলো আপনার মন্তব্য ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৬

salim miya বলেছেন: আপনার কবিতা অসম্ভব সুন্দর হয়েছে চালিয়ে যান আপনার লিখুনী কলম।
আপনার পরবর্তী লেখার প্রত্যাশা করছি। http://dailysobujbangla.com/

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৫

রিপি বলেছেন: ভাল হয়েছে :)

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: নিদারুণ কথামালায় খেয়ালী পাখির কাব্য ভালো হয়েছে, নীলপরি!

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

নীলপরি বলেছেন: আমাদের সবার ডাকাডাকিতে সাড়া দিয়েছেন দেখে ভালো লাগলো । খুশি হলাম । :)

আর আপনার ভালো লেগেছে শুনে উৎসাহিত বোধ করছি ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে++

জীবন অনেক সুন্দর, ক্ষত, যন্ত্রনা এগুলো সয়েই পথ চলতে হয়...

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন । :)

প্লাস পেয়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

রানার ব্লগ বলেছেন: ফিরে পাওয়া , হাড়িয়ে যাওয়া এই মিলিয়েই জীবন।

ভালো থাকুন সবসময়।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: একদমই ঠিক কথা বলেছেন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শত যাতনার পরও ফিরেছেতো! তবুও কেন আক্ষেপ কবি!

এ এক বড্ড জ্বালা- হারালেও জ্বালা- পেলেও জ্বালা ;)

মানুষ আসলে অভ্যস্ততায় আসক্ত! তাই ব্যাতিক্রমে অনেক ভাংচুর হয় অনুভবে!!!

খেয়ালী পাখির খেযালী কাব্যে ++++++++

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: কবিতার সুন্দর বিশ্লেষণে মুগ্ধ হলাম ।

আর প্লাস পেয়ে খুশি হয়েছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

সাহসী সন্তান বলেছেন: খেয়ালী পাখির ছবিটা সুন্দর! কবিতাও ভাল হইছে!

শুভ কামনা নীলপরি!

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: হুম ! পাখির ছবিটা সুন্দর । আমারো প্রিয় ।

কবিতা আপনার ভালো লেগেছে জেন উৎসাহ পাচ্ছি । :)

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

আপনাকেও শুভকামনা।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২০

জেন রসি বলেছেন: অভিমান থেকেই রুপকথার মত কবিতার জন্ম হয়ে যায়! এই কবিতাটা পড়ে এমনটাই মনে হলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা কমপ্লিমেন্ট হিসাবে নিলাম । অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার নীলাকাশে আটকে ছিল নীলবেদনা

এতো নীল। ব্যক্তিগত আকাশ আছে তো কিম্বা নদী? বড্ড বিপাকে পড়বে....

খোঁচায় সর্বকর্ম সমাপণায়ং।

কবিতা ভালো হয়েছে। +++++++++

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

নীলপরি বলেছেন: এতোগুলো প্লা আ আ স ?

রাজপুত্রের মতো কবির কাছ থেকে যখন পেলাম তখন নি্য়েই নিলাম ।

কিন্তু আমার মতো নির্বিবাদীর ব্লগে খোঁচা টাইপ শব্দ দেখি কেনো ?ইশ রে ! কি করে লাগলো রাজপুত্রের খোঁচা ? নিশ্চয়ই নিজের তরোবারিতেই লেগেছে !

ব্যস্ত রাজপুত্র নিজের সময় খরচ করে মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




ভালোবাসার এই কি রে খাজনা
দিয়ে ফাঁকি ওরে পাখি
যতোই ডাকি আর ফেরেনা .......

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: আপনার ছোট্ট চিঠির লাইনগুলো খুব সুন্দর লাগলো ।


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর পড়লাম পরি র লেখা।
শুভ কামনা :)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

নীলপরি বলেছেন: আপনি যখনই আমার লেখা পড়েন তখনই আমার ভালো লাগে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

আপনাকেও শুভকামনা।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

এডওয়ার্ড মায়া বলেছেন: আবৃতি করলাম :)
খেয়ালী পাখিটা বসে আছে আনমনা
জানে কি খেয়াল রাখছে অন্যজনা ?

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

নীলপরি বলেছেন: শুনে আহ্লাদিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন নীলপরী।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১

নীলপরি বলেছেন: কবিতাটাকে আপনার এই সুন্দর বলাটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার মন্তব্যের প্রতিউত্তরের শেষ লাইন্টা খেয়াল করা হোক!

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: হুম ! দেখলাম । টাইপো কিছু দেখছি না তো ! নাকি বুঝতে পারছি না । :(

ঠিক কি দেখবো প্লিজ একটু বলা যাবে ?

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিসহ কবিতা পোস্ট দেওয়ায় মডু বোধহয় ব্যান মেরেছে প্রথম পাতায় ।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২২

নীলপরি বলেছেন: আরে আমি তো আপনার কবিতাটায় লাইক দিয়েছিলাম । দেখেছেন কিনা জানি না । তারপর যেই মন্তব্য করলাম , নিল না । দেখালো যে আপনি পোষ্টটা সরিয়ে নিয়েছেন । ভাবলাম হয়ত আপনি কবিতাটা মডিফাই করতে চান ।
অনেক সময় সহজ ব্যাপারটা কেমন কঠিন হয়ে যায় ! যাইহোক , এখন সম্ভব হলে , অন্য ছবি দিয়েই না হয় কবিতাটা পোস্ট করুন । নাহলে তো সবাই জানতে পারবে না । কবিতাটা বেশ ভালো হয়েছে ।

শুভকামনা ।

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

বিমূর্ত নীল বলেছেন: চমৎকার । অসাধারণ শব্দ বুনন।ভালো থাকুক কবি

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

আপনিও ভালো থাকবেন ।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৪

০১মৃনাল বলেছেন: চমৎকার! অনেক ভাল লেখা।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন । আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।


শুভকামনা।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: জানোনি নিভৃতে কিভাবে দুঃখ-লহরী বাজে! -- দুঃখ-লহরী নিভৃতেই বাজা ভাল। নিবিড় দুঃখ একান্তই আপন, অবিভাজ্য।
হৃদয়ের রক্তক্ষরণে প্রলেপ দেয়নি কাজ
নিশ্চুপে , মেঘের ছায়ায় নামে অবসাদ
-- অসাধারণ অভিব্যক্তি!
কবিতা ভাল লেগেছে। প্লাস + +

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

নীলপরি বলেছেন: আমার শব্দের অভিব্যক্তি আপনার আপনার অসাধারণ লেগেছে জেনে আমারো খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

প্লাস গুলো অনেক খুশি দিল ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩২

ডঃ এম এ আলী বলেছেন:
অশ্রুনদী বয়েছিল না পেয়ে কূল-কিনারা
আমার নীলাকাশে আটকে ছিল নীলবেদনা
বোঝোনি , অভিমান-কাঁটা দে্য় কত যাতনা !

এত সুন্দর করে কথার পর কথা সাজিয়ে কেমন
করে সুন্দর ভাবে করেন এমনতর অপুর্ব রচনা
কবিতাটির দ্বিতীয় পাঠে সেই মোর এক ভাবনা ।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে দ্বিতীয় বার কাব্যিক মন্তব্য পেয়ে খুব আনন্দ পেলাম । খুবই ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা।

ভালো থাকবেন ।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আনন্দ পাওয়ার জন্য ।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০১

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ ।

ভালো থাকবেন । :)

২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: নীলপরি সুন্দর লিখেছেন!:)

++

২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন বাদে আপনাকে দেখলাম । আমার ব্লগে আপনার উপস্থিতি ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


বুকের বাঁধন ছিঁড়ে যে পাখি উড়েছে দূর-
আত্মজা বুঝেনি প্রেম, মধুমান সুর!
যাক না উড়ে, দূর, বহুদূর!
আমিও বিলীন হব- পাখিডানা ফুড়!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্যে মুগ্ধ হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


বুকের বাঁধন ছিঁড়ে যে পাখি উড়েছে দূর-
আত্মজা বুঝেনি প্রেম, মধুমান সুর!
যাক না উড়ে, দূর, বহুদূর!
আমিও বিলীন হব- পাখিডানা ফুড়!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

নীলপরি বলেছেন: ধন্যবাদ । :)

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২০

refa tkhan বলেছেন: শুভ কামনা নীলপরি! :D

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

নীলপরি বলেছেন: ধন্যবাদ । আপনাকেও শুভকামনা ।

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।শুভ কামনা রইল কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.