নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আবেগ-সেতুই যথেষ্ঠ

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১



জানি তোমার দ্বীপের মাঝে বাস
চারদিকে জল সাজি্য়ে কাটায়ো বছর-দিন-মাস !

কখনো রামধনুরঙে স্বপ্ন এঁকে দাও
আবার স্বপ্নেই নিকষ-কালি ঢেলে যাও !

তোমা্য় ভেবে কেউ করে অপেক্ষা
তোমার জন্যেই কারো জোটে উপেক্ষা !

তোমার নামে কত-শত তুলেছে অসি
তোমা্য় অমর করেছে কবির মসি !

তোমায় পেতে চা্য় স্তব্ধ প্রশ্বাস
তুমি ভ্রূক্ষেপ করো থেকে বিন্দাস !

সবাই স্ব-নামের প্রতিধ্বণীতে তোমাকে চা্য়
এভাবে কেউ কি কখনো পা্য় ?

ইন্দ্রিয় সুখের মাস্তুল নিষিদ্ধ তোমার দ্বীপে
আবেগ-তরনীই অশ্রুসাগর পেরিয়ে পৌঁছায় সমীপে !

যদিও --
প্রেম তুমি দূরে থাকতেই সচেষ্ট
তোমায় স্পর্শ করতে আবেগ-সেতুই যথেষ্ঠ ।

মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল। সাথে আপনার জন্য শুভকামনা ।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমাকে উৎসাহ দিল । অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


কবিদের জগত, মনে হয়, কোথায় এক স্বপনপুরীতে, যেখানে কল্পনায় সবকিছু রচিত হয়।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: একমত আপনার সাথে ।
ঐ স্বপ্নটুকুই কবিদের আশ্রয় ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
মোটামুটি লাগলো ।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: মোটামুটি লাগলেও যে পড়েছেন , এটাই অনেক । আমি চেষ্টা করবো । পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইন্দ্রিয় সুখের মাস্তুল নিষিদ্ধ তোমার দ্বীপে
আবেগ-তরনীই অশ্রুসাগর পেরিয়ে পৌঁছায় সমীপে !
[/sb

মুগ্ধতা। এই দুইলাইনেই ডুবে যাওয়া যায়। তোমার কবিতার একটা বড় গুন হলো সেগুলো মেদহীন।
+++

অসংখ্য শুভকামনা।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: মন্তব্য পড়ে স্তব্ধ হলাম । মন্তব্যে অনেক ভালোলাগা ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: স্পর্শ করতে আবেগ সেতুই যথেষ্ট...

খুব সুন্দর লিখেছেন, শুভ কামনা রইলো....

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারো খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা আর ক্রিসমাসের শুভেচ্ছা ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৭

সুমন কর বলেছেন: সবাই স্ব-নামের প্রতিধ্বণীতে তোমাকে চা্য়
এভাবে কেউ কি কখনো পা্য় ?
-- সুন্দর হয়েছে।

শুভ রাত্রি।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

নীলপরি বলেছেন: শুভ সন্ধ্যা ।

আপনার সুন্দর লেগেছে জেনে বরাবরের মতো উৎসাহ পেলাম । তবে আমার প্রচেষ্টা হয়ত পুরোটা ভালো লাগেনি আপনার । আমি চেষ্টা করবো । ( লাইকটা পাইনি । তাই এতো কথা । )

পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।আর ক্রিসমাসের শুভেচ্ছা । :)

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্তর্নিহিত তাৎপর্য নিঃসন্দেহে চমৎকার! ভালো লেগেছে আমার ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

নীলপরি বলেছেন: কবিতার গ্রামার জানিনা । অনুভবই সম্বল । আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।ক্রিসমাসের শুভেচ্ছা । :)

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: জানি তোমার দ্বীপের মাঝে বাস
চারদিকে জল সাজি্য়ে কাটায়ো বছর-দিন-মাস !


খেয়ালী পাখী হয়ে মাত্র ১০ দিন
কাটিয়ে আসলেন !!! :)

কবিতায় রেখে গেলাম একরাশ মুগ্ধতা ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

নীলপরি বলেছেন: খেয়ালী পাখী হয়ে মাত্র ১০ দিন
কাটিয়ে আসলেন
----

আজ আপনার এই ছোট্ট মন্তব্যও অনেক উৎসাহ দিল । আপনি এতোটা খেয়াল রেখেছেন দেখে ভীষণ ভালো লাগলো ।

অনেক অনেক ধন্যবাদ ।
আশাকরি ক্রিসমাস ভালো কাটাচ্ছেন । ক্রিসমাসের শুভেচ্ছা । :)

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদিও --
প্রেম তুমি দূরে থাকতেই সচেষ্ট
তোমায় স্পর্শ করতে আবেগ-সেতুই যথেষ্ঠ ।

বাহ! মুগ্ধকর আবেগ :)

+++++++++++++

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে এত্তোগুলো প্লাস পে্য়ে খুব খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।আর ক্রিসমাসের শুভেচ্ছা ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

পথহারা মানব বলেছেন: ইন্দ্রিয় সুখের মাস্তুল নিষিদ্ধ তোমার দ্বীপে
আবেগ-তরনীই অশ্রুসাগর পেরিয়ে পৌঁছায় সমীপে !


এই দুটো লাইন বেশ ভাল লাগেছে। কবিতায় ভালো লাগা।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা জেনে খুব ভালো লাগলো ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।আর ক্রিসমাসের শুভেচ্ছা ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: মুগ্ধ লাইন -
প্রেম তুমি দূরে থাকতেই সচেষ্ট
তোমায় স্পর্শ করতে আবেগ-সেতুই যথেষ্ঠ ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: আর আমি আপনার মন্তব্যে আপ্লুত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।আর ক্রিসমাসের শুভেচ্ছা ।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

সাহসী সন্তান বলেছেন: নামকরণ হিসাবে হয়তো কবিতাকে খারাপ বলা যাবে না। তবে সার্বিক দিক মিলিয়ে মোটামুটির বেশি বলতে পারলাম না নীলপরি! আপনি এর থেকেও আরো ভাল লেখেন, সেজন্যই হয়তো এটাকে ততটা ভাল বলতে পারছি না! :(

তবে রাজপুত্রের কোট করা লাইন দু'টাই কবিতার প্রকৃত সৌন্দর্য। আর ঐ লাইন দুইটার জন্যই কবিতায় লাইক! :)

কবির আবেগের প্রতি ভালবাসা আর কবির জন্য শুভ কামনা!

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

নীলপরি বলেছেন: আমি আপনার কথাগুলো মনে রাখবো আর চেষ্টা করবো আমার মতো করে ।
হুম । রাজপুত্র ভালো কবি । কবিতা বোঝেন । উনি মতামত সঠিক মতামতই দিয়ে থাকেন ।

অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা নিলাম ।
আশাকরি ক্রিসমাস ভালো কাটিয়েছেন । ক্রিসমাসের শুভেচ্ছা । :)

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




এই প্রেমাবেগের কারনেই ট্রয় নগরী ধ্বংশ হয় । আবার এই প্রেমাবেগেই মাথা তোলে তাজমহল ।
আর আমাদের প্রেমাবেগে লেখা হয় একটি কবিতা যাকে স্পর্শ করতে উচাটন হয় মন । তবুও ধরা দেয়না এক অনিন্দ্য প্রেম । থাকে সাত সমুদ্দুর তের নদীর ওপার । সেতু বন্ধন হয়না তার সাথে ..........

মোটামুটি হয়েছে কবিতা তবে ভাবে উৎরে গেছে । যে কারনেই উপরের লাইনগুলো ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: আপনার এই চিঠির কথা মতো চেষ্টা করবো আমার মতো করে ।

অনেক অনেক ধন্যবাদ ।
আশাকরি ক্রিসমাস ভালো কাটিয়েছেন । ক্রিসমাসের শুভেচ্ছা ।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতাটা আবার পড়লাম ।

ইন্দ্রিয় সুখের মাস্তুল নিষিদ্ধ তোমার দ্বীপে
আবেগ-তরনীই অশ্রুসাগর পেরিয়ে পৌঁছায় সমীপে !


লাইন দুটার কথাগুলোর গভীরতা বেশ খানিক, মনে হল ।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

নীলপরি বলেছেন: আপনি আমার কবিতা ২্য় বার পড়ে লাইক দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো ।

আবারো অনেক অনেক ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

আহা রুবন বলেছেন: বেশ ভাল লেগেছ। ছবিটাও সুন্দর মানিয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

নীলপরি বলেছেন: আমারো আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক অনেক ধন্যবাদ ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর হয়েছে!:)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আমিই মিসির আলী বলেছেন: মানে কেম্নে কি??
এত মেলবন্ধনী আসে কিভাবে!!
কবিদের দেখে আমি এজন্যই মুগ্ধ হয়ে যাই।

কবিতা বেশ ভালো লেগেছে।

আমি যাহা চাই, তাহা পাই না।
তুমি যাহা চাও তাহাও পাও নি।
না পাওয়ার বেদনায়
মনুষ্যকূল করিতেছে দিন গুজারিশ।



+++ দিয়া গেলাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

নীলপরি বলেছেন: বেশ অনেকদিন বাদে আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো । আর প্লাস পেয়ে অনেক অনেক ধন্যবাদ ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: এই কবিতা পড়ে দ্বিতীয় "লাইক"টা আমিই দিয়ে গিয়েছিলাম। এখন দেখছি, সম্ভবতঃ ভুল করে তখন কোন মন্তব্য রেখে যাইনি।
কবিতার সার কথা একদম শেষে এসে পেয়েছিঃ
যদিও --
প্রেম তুমি দূরে থাকতেই সচেষ্ট
তোমায় স্পর্শ করতে আবেগ-সেতুই যথেষ্ঠ।
-- শেষের চরণটা স্পর্শ করে গেল, সম্ভবতঃ আবেগ সেতুর কারণেই।
ঐ স্বপ্নটুকুই কবিদের আশ্রয়! বাহ, কি চমৎকার করেই না বললেন (২ নং প্রতিমন্তব্য)!
কবিতার গ্রামার জানিনা। অনুভবই সম্বল (৭ নং প্রতিমন্তব্য)-- এটাও আমার এবং এখানকার বেশীরভাগ কবিতা লিখিয়েদের জন্য প্রযোজ্য বলে আমি মনে করি।
সুন্দর কবিতা। শুভেচ্ছা জানবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়লেই বোঝা যায় যে কবিতা এমনকি তার মন্তব্যগুলোও কতো যত্ন করে পড়েন । আপনার এই মন্তব্যটা সেই ধারাতেই সমৃদ্ধ । অনেক উৎসাহ পেলাম । আর আমার প্রতিমন্তব্যের বিশ্লেষণ দেখে খুব ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ ।

একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। তাই উত্তর দিতে অনেক দেরী হোলো । আমি আন্তরিকভাবে দুঃখিত ।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

জুন বলেছেন: অত্যন্ত আবেগময় কবিতায় অনেক ভালোলাগা রেখে গেলাম নীলপরি ।
+

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

নীলপরি বলেছেন: আপনার ভালোলাগা পেয়ে খুশি হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। তাই উত্তর দিতে অনেক দেরী হোলো । আমি আন্তরিকভাবে দুঃখিত ।

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা লেগেছে ভাল । শেষের দিকে যেতে যেতে কবিতার গভীরতা বেশ বেড়ে গিয়েছিলো !

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম । অনুপ্রেরণা পেলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। তাই উত্তর দিতে অনেক দেরী হোলো । আমি আন্তরিকভাবে দুঃখিত ।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:২০

ডঃ এম এ আলী বলেছেন:



ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: আপনি আমার ব্লগে এসে শুভেচ্ছা জানিয়েছেন দেখে আপ্লুত হলাম । আর সেইসাথে ফুল পেয়ে খুবই খুশি হলাম । :)
অনেক অনেক ধন্যবাদ । আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা । আপনারও নতুন বছর অনেক ভালো কাটুক । আপনার অনেক তথ্যসমৃদ্ধ লেখার আশায় থাকলাম ।
ভালো থাকুন ।
একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। তাই উত্তর দিতে অনেক দেরী হোলো । আমি আন্তরিকভাবে দুঃখিত ।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: শততম পোস্ট- এর মাইলফলক স্পর্শ করার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে গেলাম। সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা!
সুখে সাফল্যে সমৃদ্ধ হোক আপনার জীবন এ নতুন বছর-২০১৭ এ!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১১

নীলপরি বলেছেন: এটা যে আমার শততম পোস্ট সেটা আপনি খেয়াল করেছেন দেখে খুবই ভালো লাগলো স্যর । আপনার অভিনন্দন ও শুভেচ্ছা পেয়ে আপ্লুত হলাম ।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা । আপনারও নতুন বছর অনেক ভালো কাটুক । আপনার লেখায় সামুর পাতা সমৃদ্ধ হোক , সেই সাথে আমরাও । এই আশা রইলো ।
ভালো থাকুন ।

আবারো বলছি উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন। কবিতা বরাবরই ভালো। তবে ইদানীং আপনার কবিতার ধাচে এবং শব্দ চয়নে কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি। এটা বেশ ভালো। শুভকামনা সবসময়।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭

নীলপরি বলেছেন: আপনার মতো কবির কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট পেয়ে খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।
অভিনন্দন গ্রহন করলাম । শততম পোস্টটা খেয়াল রাখার জন্য কৃতজ্ঞতা ।

অনেক অনেক ধন্যবাদ ।

আপনাকেও নতুন বছরে অনেক শুভকামনা । আপনার কাছ থেকে আরো অনেক কবিতা পড়ার আশায় রইলাম ।
খুব ভালো থাকুন ।

একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। তাই উত্তর দিতে অনেক দেরী হোলো । আমি আন্তরিকভাবে দুঃখিত ।

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: Happy new year. Are you hearing?

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫০

নীলপরি বলেছেন: হুম , অবশ্যই।

আপনি আমার ব্লগে এসে greet করলেন দেখে খুব ভালো লাগলো ।

নতুন বছরে আপনার আবেগময় কবিতা পড়ার আগ্রহে থাকলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

আপনাকেও নতুন বছরে অনেক শুভকামনা ।

একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম। তাই উত্তর দিতে অনেক দেরী হোলো । আমি আন্তরিকভাবে দুঃখিত ।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

ভ্রমরের ডানা বলেছেন:
বিরহানল বুকে সমুদ্র দ্বীপের মাঝে নাবিকের নয়ন-
দারুচিনি ফুলে দেখি কাতরতা মুখ, মলিন বদন।
প্রেম আসে নি ফিরে।
যা এসেছিল তা শুন্যপানের নিরন্তর হাক-
সকরুণ, সকরুণ, সকরুণ!!!


অত্যন্ত হৃদয়গ্রাহী কবিতা!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: আমার কবিতার সকরুণতা আপনার মতো কবির হৃদয় স্পর্শ করেছে জেনে আপ্লুত হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

নতুন বছরের অনেক শুভকামনা ।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২

মনিরা সুলতানা বলেছেন: তোমায় স্পর্শ করতে আবেগ-সেতুই যথেষ্ঠ !!

হৃদয় ছোঁয়া লেখা ! খূব ভাল লেগেছে :)

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো । :)

অনেক অনেক ধন্যবাদ ।

নতুন বছরের অনেক শুভকামনা ।

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

রাতুল_শাহ বলেছেন: ভালো

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০

নীলপরি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

জীবন সাগর বলেছেন: প্রেম যেন কেবল আবেগ সেতুবন্ধনই। এর বাহিরে গেলেই বাঁধে বিপত্তি, পুড়তে হয় বিরহানলে।

আপনার আবেগ সেতু সার্থক। ভাল লাগলো।

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবেগ সেতুই যথেষ্ট। সুন্দর কথা, সুন্দর কবিতা। ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৩১| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না আপু, দুঃখিত হওয়ার কিছু নেই, এমনটা হতেই পারে। কৃতজ্ঞতা জানবেন প্রতিউত্তরে।

আপনার কবিতার কথাগুলো অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ। কবিতাটি দুটি লাইনেই মানানসই। প্রেম ও বিধাতা। প্রেম যেমন মন দ্বীপে বাসকরে, তেমনি বিধাতাও মনের ঘরেই বাসকরেন। দুটোর ক্ষেত্রেই আবেগ-সেতু থাকতে হয়।

আবারও অনেক অনেক ভালোবাসা রেখে গেলাম
শুভকামনা সবসময়।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: আসলে কিভাবে যেন ওভার লুক হয়ে গেছিল ।

আপনাকেও কৃতজ্ঞতা কিছু না মনে করার জন্য ।

আর অনেক শুভকামনা ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.