নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আমার নেই ভাবনার পোষ্ট |-) :(

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫




সেদিন একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম । এক যুগলকে দেখে স্বগোক্তি করলাম ' এদের কি হবে শেষ পর্যন্ত ? ' আমার কয়েকজন বন্ধুও ছিল সাথে । একজন প্রশ্ন করল ' কাদের রে ? ' আমি ইশারায় সেই যুগলকে দেখালাম । তখন আরেক বন্ধু অতি তাচ্ছিল্যভরা স্বরে বললো ' ওদের নিয়ে এতো ভাবনা তো , ওদের ওদের বাবা-মা , ওদের চোদ্দগুষ্টির কেউ এমনকি ওরা নিজেরাও কখনো ভেবেছে কিনা কে জানে ! '
এবারে প্রথম বন্ধু সংযোজন করলো ' তোর কি কোনো ভাবনা নেই ? যতো সব নেই ভাবনা ভাবছিস ? তোর এই এতো ভাবনার কথা ওরা জানলে বোধহয় তোকে সম্বর্দ্ধনা দেবে ! '

না । সম্বর্দ্ধনা পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই । তবে আমার এইসব চিন্তাধারাকে যে নেই ভাবনা বলে সেটা সেদিন জেনেছিলাম । আর এরকম 'নেই ভাবনা ' আমি অন্যদের নিয়ে ভেবে থাকি । এই অন্যদের মধ্যে না মানুষরাও আছে । তখন আমার 'নেই ভাবনা ' গুলো ভাবায় যে ঐ অন্যেরা কি ভাবছে ? যেমন - বসন্তকালে কোকিলের সুর শুনলে আমরা মানুষেরা কৃতার্থ হয়ে যাই । আমি তখন ভাবি কোকিলের সুরে কি আছে ? প্রেম ? নাকি ও (কোকিল) তখন বলছে বা ভাবছে ' সুর তুলে তুলে যে গলা চিরে গেলো ! তুমি আর কখন আসবে ? '


আজ আমার এমনই কিছু 'নেই ভাবনা ' আপনাদের সাথে শেয়ার করছি ------------




তুমি একা না আমিও রাগ দেখাতে জানি । হুম !



আর কতোদিন এভাবে উড়ে উড়ে ঘুরতে হবে ?
তোমার বাবা ফুয়েলের খরচটা চালাবে বোল্লেই আমি কপ্টার কিনবো !




আমার ওড়াউড়ি নিয়ে বলতে এসে না ! কাল তোমার হয়াটস অ্যাপের লাস্ট সিন ৩ এ।এম দেখালো কেনো ?



পাশে এতো চিৎকার করে বোলো না গিন্নি ! আমি হিয়ারিং এড এ ভয় পাই



আমি করবো র‌্যম্পওয়াক প্র‌াকটিস ! আর ময়ুর রাজ শো স্টপার হবেন !



নীচের ডালের দোয়েলকে দেখেছিস ? কোকিলাদির মিউজিক স্কুলের ফার্স্ট গার্ল





এভাবে সেলফি তুললে কি ফেবুতে হাজারটা লাইক পাবো ?



চুপ ! তোমার ডিরেকশনে ট্যাঙ্গো করতে গিয়ে তো আমার ঠ্যাং খোলার জোগার


এই বেশ আছি । একাকি


বিশেষ অনুরোধ -- ১ । আমার এই ফালতু পোষ্ট দেখে যদি কেউ প্রচন্ড বিরক্তিতে রেগে যান তাহলে তাঁকে সবিনয়ে বলতে চাই যে রাগবেন না প্লিজ ! কারন আমি রাগীদের খুব ভয় পাই ....... :(

২ । এডিটিং এর ব্যপারে আমার জ্ঞান মাইনাসে রান করছে । ছবিতে বাংলাতে লিখতেও পারলাম না । তাই রোমানে লিখলাম ।
বাংলায় লিখতে আপনাদের সাহায্য চাইছি । কেউ জানলে আমায় জানাবেন প্লিজ ।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

শায়মা বলেছেন: হায় হায় কোকিলের জগতেও এত ঝগড়া ঝাটি!!!

না না এ হতেই পারে না!!!!!!!! :(

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭

নীলপরি বলেছেন: শুধু ঝগড়া নয় , শায়মাদি । এটা হোলো সুরেলা ঝগড়া ! তাই হতেই পারে । :)

প্রথমেই আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সেই পার্কে আমি বসে ছিলাম B-)

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: তাই সেদিন একজনকে দেখে কেমন যেন কবি কবি মনে হোলো । এতোদিনে বুঝলাম । :)

আপনার মন্তব্যটা দারুন লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪

ঢাকাবাসী বলেছেন: দারুণ সুন্দর, ছবিগুলো অতি চমৎকার।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লাগায় আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
পার্কে বসে প্রেম-পিরিতি করা বর্তমান সময়ে পোলাপানের মৌলিক অধিকার রুপ নিয়েছে B-) আপনার এ ভাবনা শুধু ভাবনার আঁধারে পরে থাকবে। গোল্লায় যাক সব ..............

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

নীলপরি বলেছেন: সে না হয় বুঝলাম । কিন্তু আমার বাকি নেই ভাবনাগুলো আপনার কেমন লাগলো বুঝলাম না !

তবে আবারো এসেছেন দেখে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন । :)

৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হ্যালো নীলপরি? এত ভেবে ভেবে কি হবে? মাথাটাকে একটু ছুটি দিন :P

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: হায় ! আমার যে কিছুই হবার নেই । তাই তো ভাবি ......।:(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

শুভকামনা ।

ভালো থাকবেন ।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

ফারহানা হোসাইন বলেছেন: বেশ মজার ভাবনােতা :)

ভাল লাগল অনেক

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
আমার ভাবনাগুলো আপনার মজার লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন । :)

৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

জাহিদ অনিক বলেছেন: কোকিলাদির মিউজিক স্কুলের ফার্স্ট গার্ল

কোথায় ? কই দেখতে পাচ্ছি না তো !

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: দোয়েলকে না দেখেই এতো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন ! আর দেখলে কি হোতো ? ঠিক এই কারনেই তাকে দেখাইনি ! আর সামুতে আমরা সবাই একে অন্যের শুভাকাঙ্খী । এটা তো আপনি জানেনই ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

শুভকামনা ।

ভালো থাকবেন ।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আমার এই মন্তব্য নিয়ে কি আপনার কোন (নেই) ভাবনা আছে ????

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য নিয়ে আমি ' নেই ভাবনা ' না ভাবনায় পড়ে গেলাম ! :||

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

শুভকামনা ।

ভালো থাকবেন ।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

সুমন কর বলেছেন: ফালতু পোষ্ট দেখে ভালোই লাগল। !:#P

তা, s.b মানে কি যেন !!! ;)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগায় অনেক আনন্দ পেলাম ।

সেই তো , s.b মানে কি যেন ? এই ভাবনাটা আপনি ভাবতে থাকুন । ভেবে কিছু পেলে আমায় জানাবেন প্লিজ । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানতেকুত তোয়ায়ের একটা বই ছিল। মানব রহস্য নিয়ে।
সব বর্ণিত হয়েছিল পাখির রুপকে!!
শেষ পর্যন্ত সী মোরগের সন্ধান পেয়েছিল অল্প কিছু পাখি রুপক আত্মা!!

নীলপরির মনের নেই ভাবনায় কিছু খুজিনি ;) হা হা হা

পাখি গুলো খুব কিউট- ভাবনা গুলো মজারু

+++

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২০

নীলপরি বলেছেন: তোয়ায়ের কোনো লেখাই আমি পড়িনি । আমার জানার পরিসর খুবই ছোটো ।:(

আমি ছোটোবেলায় পশু পাখি নিয়ে শুধু জাতকের গল্পই পড়েছি । তবে সে গল্পে তো মরাল থাকতো । আর ভাবনায় জ্ঞানই নেই ! তা আবার নীতি জ্ঞান ? তাই আমার ভাবনায় কিছু না খুঁজে ভালোই করেছেন । :)

প্লাস পেয়ে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

প্রশ্নবোধক (?) বলেছেন: ছবি গুলো কোন ব্র্যান্ডের ক্যামেরা দিয়ে উঠিয়েছেন? অনেক ধন্যবাদ শেয়ারের জন্য। সবাই কোকিলের ডাক শুনে খুশি কিন্তু আমি কোকিলকে মিথ্যাবাদী পাখি মনে করি।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭

নীলপরি বলেছেন: ছবিগুলো আমার তোলা নয় । সংগ্রহ করেছি ।

কোকিল আপনাকে কি মিথ্যে বলেছিল ? :|| #:-S

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন । :)

১২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

পাখিদের কূজনে কি নির্মলতা!! যত দোষ এই নষ্টনীড়ে, শুককীট লোমশ রোয়ানুর!

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০০

নীলপরি বলেছেন: বাহ , কাব্যিক মন্তব্য পেয়ে আপ্লুত হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

একজন সত্যিকার হিমু বলেছেন: পাখিগুলি দেখতে ভালোই লাগলো ।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: আপনার ভালোলাগা পাখীদের কনভে করে দিয়েছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন । :)

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।


যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনার ব্লগে অবশ্যই যাবো ।

শুভকামনা ।

ভালো থাকবেন । :)

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

খায়রুল আহসান বলেছেন: "নেই ভাবনা"র ভাবনাগুলো যেমন তেমন, ছবিগুলো খুব সুন্দর! আমার কাছে সবচেয়ে কিউট লেগেছে- এভাবে সেলফি তুললে কি ফেবুতে হাজারটা লাইক পাবো ? - ছবিটা।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম । খুব ভালো লাগলো স্যার ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা । :)

ভালো থাকবেন ।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনেছিলাম রাগী মানুষদের মনে নাকি প্রচুর ভালোবাসা লুকিয়ে থাকে!!!!!


ছবিগুলো কিন্তু খুব সুন্দর দিছেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: হুম । আমিও তাই শুনেছি । :)


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

কামরুন নাহার বীথি বলেছেন:
অস্বাধারণ!!!! পোষ্ট দিয়ে নীলপরী তুমি কোথায় উড়ে গেলে ভাই???

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

নীলপরি বলেছেন: আপনার অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

গেম চেঞ্জার বলেছেন: পাখিদের চোখ, মুখ দেখলেই কিউট কিউট লাগে! নেই ভাবনার দারুণ পোস্ট!! (+)

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

আর সময় পেলে ছবিতে বাংলায় লেখা নিয়ে কিছু টিপস দেবেন প্লিজ ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।:)

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

গেম চেঞ্জার বলেছেন: পাখিদের চোখ, মুখ দেখলেই কিউট কিউট লাগে! নেই ভাবনার দারুণ পোস্ট!! (+)

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

নীলপরি বলেছেন: আবারো ধন্যবাদ । :)

২০| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিউট পোস্ট! লাইক নং-৯

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: হুম দেখেছি । আর দেখে উৎসাহ পেলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

২১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সাহসী সন্তান বলেছেন: নীলপরি আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি! মাথায় পোস্টের আইডিয়া নাই, তাই বলে কি এমন একটা পোস্ট দিতে হবে? কেন, এমন পোস্ট না করে একটা কবিতা বা আপনার সেই মহা-ভারতের বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ মূলক একটা পোস্ট কি দেওয়া যেত না? =p~

হা হা হা, উপরেরটা মজা করলাম! আপনি পইড়া যেন আবার কাইন্দা দিয়েন না! :P আসলে পোস্টটা দেখে আমি সত্যিই ইমপ্রেসড্! আর সত্যি বলতে আমি কিন্তু প্রথমটা আন্দাজ করি নাই, এরকম একটা পোস্ট আপনি দেবেন! মানে ছবির ক্যাপশন গুলো দেখে আসলেই খুব মজা পেয়েছি! :)

এনি ওয়ে, আপনার কবিতা কিন্তু অনেকদিন পড়া হয় না! ব্যাপারটা মাথায় রাইখেন! পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬

নীলপরি বলেছেন: ব্যস একটুর জন্য আটকালো । উফ্‌ ফ্‌ ফ্‌ ফ্‌ ..।তিনটে হা হা হা আটকে দিল । আমার চোখের জলটা !
নিশ্চিন্ত হলাম । :)

ছবির ক্যাপশন গুলো দেখে আসলেই খুব মজা পেয়েছি - আপনার এই কথাটা আমি কমপ্লিমেন্ট হিসাবে নিলাম ।

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

সামুতে আপনি আমাকে বহুভাবে সাহায্য করেছেন । তারজন্যে আমি ধন্যবাদ দেবো না । কৃতজ্ঞতা জানাই ।

ছবিতে বাংলায় লেখা নিয়ে আপনি কিছু বলবেন আশা করেছিলাম । হয়ত খেয়াল করেননি । ঠিকাছে । যদি সময় পান তাহলে এই নিয়ে একটু হেল্প করলে ভালো হয় ।

হুম আমি চেষ্টা করবো , পরের পোষ্টে কবিতা দিতে ।

আপনাকেও শুভকামনা । :)
ভালো থাকবেন ।

২২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টটি কিন্তু একদম খারাপ নয় আমার কাছে একটি ব্যাতিক্রম মনে হল

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ভালোই লাগল তবে ---

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম কিন্তু তবে দেখে তো ভাবনায় পড়ে গেলাম ! :-&

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।:)

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: ভাবনা মজার। পাখি আর তাদের কথোপকথোপনও মজার। পার্কে বসে দু'জনে মিলে আড্ডা দিতে ভালই লাগে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০

নীলপরি বলেছেন: আপনার ভাবনা মজার লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আর ভালো যখন লাগে তখন আড্ডা দিতে থাকুন ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: এতো "নেই ভাবনা"তে বেশ আছি Click This Link
মাছের তেলে মাছ ভাঝলাম =p~ ।।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

নীলপরি বলেছেন: মাছের তেলে মাছ ভাজতে দেখে ভালো লাগলো । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২২

আরণ্যক রাখাল বলেছেন: ওপ্স!
কী কাহিনী!
মজা পেলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

নীলপরি বলেছেন: শুনে দারুন খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।:)


২৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ভাবনার কথামালা পড়ে কেন জানি এই লাইন দুটি মনে পড়লোঃ
আকাশে তো রাখি নাই মোর উড়িবার ইতিহাস,
শুধু উড়েছিনু; এই মোর উল্লাস!

ছবি ও ভাবনা ভালো লেগেছে!

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: দারুন কোটটা দিয়েছেন । খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

আর আশা করছি আপনার লেখাও আবার পড়তে পারবো ।
অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।:)

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন:


সবগুলি ছবিই সুন্দর ,আমার নেই ভাবনার পোস্টে
চারদিকে দেখি শুধু ভাবনাই , কোনটাকে রেখে
কোনটাকে বলি , তবে কবি গুরুর ভাষায়
পাখীদের চোখ চোখ রেখে বলে যাই
ছোট ছোট মুখ জানে না ধরার দুখ,
হেসে আসে তোমাদের দ্বারে।
নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি
চেয়ে চেয়ে দেখে চারিধারে


এক কথায় দারুন ভাবনার পোস্ট
একে স্থুলভাবে দেখার অবকাশ নেই
তাই +++++++++++++++++

অনেক অনেক শুভেচ্ছা রইল





২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম । কবিতার লাইন গুলো খুব ভালো লাগলো ।
এতো গুলো প্লাসের জন্য অনেক কৃতজ্ঞতা জানাই ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা । :)
ভালো থাকবেন ।

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

অতঃপর হৃদয় বলেছেন: মজা লাগছে ! সামনের বার খাবার বেশি করে আনিয়েন। স্বাদ বেশি হলে খাবার একটু বেশি লাগে এটা জানেন তাইনা? :) :)

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: হুম । অবশ্যই । মনে রাখবো আপনার কথাটা । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকবেন ।

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




আপনার কোনও ভাবনা ( নেই ভাবনা ) নেই দেখে আমার এই গানটি মনে পড়লো -------
" আর যেন নেই কোনও ভাবনা
যদি আজ অকারন কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবোনা
আর যেন নেই কোনও ভাবনা ......."

কারন - অকারন, ভাবনা-টাবনা নিয়ে ভেবে ভেবে ভাবনা করে লাভ কি ? পক্ষীর মতো একাকী নিজের মনে নিজে থাকাই ভালো । :(
এইবার নো রাগারাগি । রাইট ?

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন স্যর । :)

এই গানটা শুনেছি । বেশ ভালো লাগে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

৩১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪

রাতের হাতছানি বলেছেন: ভাবনাটা সুন্দর। :>



শুভাকাংক্ষী হয়ে রইলাম। :``>>

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


আপনাকেও শুভকামনা ।

ভালো থাকবেন । :)

৩২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬

জুন বলেছেন: নেই ভাবনায় ব্যাথিত হলেও প্রিয় পাখীদের আলাপে মুগ্ধ হোলাম নীলপরি ।
অনেক ভালোলাগা রইলো ।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: আপনার মুগ্ধতায় আমি আপ্লুত হলাম । অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।
ভালো থাকবেন ।

৩৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাবনাগুলো ব্যাস।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।

ভালো থাকবেন । :)

৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

সাহসী সন্তান বলেছেন: নীলপরি, আপনার ধারনা কিছুটা সত্য! ইদানিং খুব ব্যস্ততায় দিন যাচ্ছে! আর তার উপরে এখন শুরু হইছে নানামুখী ঝামেলা! যার জন্য চাইলেও ব্লগে আর বেশি সময় দিতে পারছি না! তবে আমি পোস্ট পড়ার সময় আপনার ফুট নোটের দ্বিতীয় অংশটা পড়ছিলাম!

কিন্তু ভাবছিলাম হয়তো সমস্যার সমাধানটা আপনি নিজে করে ফেলতে পারবেন! সেজন্যই আর তেমন কিছু বলি নাই!

যাহোক, আপনি ছবি এডিট করতে কোন সফটওয়্যার ব্যবহার করছেন কিনা বলেননি কিন্তু? আই মিন, ফটো এডিটর বা ফটোশপ এই জাতীয় কোন সফটওয়্যার ব্যবহার করছেন কিনা জানতে পারলে সাজেশন্স দিতে সুবিধা হতো! তবে দেখে মনে হচ্ছে আপনি ছবি গুলো সফটওয়্যার ছাড়াই কেবল ছবির এডিট অপশন থেকেই এডিট করছেন (ভুলও হতে পারে)?

সফটওয়্যার ব্যবহার করলে ফন্ট এ্যারোর মধ্যে বিভিন্ন ফন্টের নামোল্লেখ থাকবে এটাই তো নিয়ম! সেখান থেকে আপনি চাইলে যে কোন ফন্ট চেঞ্জ করতে পারবেন! আর বাংলার জন্য কোন ফন্টটা ব্যবহার করতে হবে, সেটা নিশ্চই বলে দেওয়া লাগবে না?

তবে সব থেকে সহজ পদ্ধতী হলো- "আপনি যেভাবে ছবিটা এডিট করছেন, প্রথমে সেভাবে এডিটে ক্লিক করবেন! তারপর রাইটিং বক্স-এ যেটা লিখতে চান, সেটা প্রথমে মাইক্রোসফর্ট ওয়ার্ড-এ লিখে সেখান থেকে কপি/কাট করে সেই বক্স-এ পেস্ট করলেই ঝামেলা খতম!"

তবে সেটাও না পারলে, ব্লগে নতুন পোস্ট লেখার বক্সটা ওপেন করে (যেখানে পোস্ট লিখতে হয়, অথবা কমেন্ট বক্স) সেখানে আপনার নির্দিষ্ট কথাটুকু লিখে সেটা কপি/কাট করে ছবির এডিট-এ গিয়ে রাইটিং বক্স-এ সেটা পেস্ট করলেই হয়ে যাবে!

এবার ট্রাই করে দেখেন তো পারেন কিনা? নিচের দু'টো পদ্ধতি আপনি যে কোন ফটোশপ/ফটোএডিটর ব্যবহার করলেও কাজ হবে!!

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

নীলপরি বলেছেন: ব্যস্ততার মধ্যেও এসে শেখানোর জন্য অনেক কৃতজ্ঞতা জানবেন ।

ফন্ট এ্যারোর মধ্যে আমি বাংলা ফন্ট সিলেক্ট না করেই আমি গোল গোল ঘুরে যাচ্ছিলাম । :|

অভিধানে আনাড়ি শব্দটা আমার জন্যেই আছে ।

আপনার কাছ থেকে পথের সন্ধান পেয়ে কৃতার্থ হলাম । :)


৩৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

সুবল চন্দ্র বর্মন বলেছেন: কি বলবব, জানিনা। তবে সব মিলিয়ে ভালই হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আসলেন । আপনার মন্তব্য পেয়ে আমারো ভালো লাগলো ।


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।

ভালো থাকবেন । :)

৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঝগড়া ব্যাপারখানা শৈল্পিক।।সে আমি হাড়েহাড়ে বুঝি। সকালে কিছু ভালোলাগা যে এই পোষ্টে মুড়ে দেওয়া ছিল তা বেশ আবিষ্ট কোরেই রাখলো। ++++

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

নীলপরি বলেছেন: রাজপুত্র একজন সুবিদিত কবি । শিল্পী ! তাই হাড়েহাড়ে বুঝেই অত্যন্ত শৈল্পিক ভাবে ঝগড়া করেন । ফাইনালি এটা নিজের মন্তব্যের মাধ্যমে স্বীকার করলেন দেখে খুব খুশি হলাম । আর পোষ্টটা দেখেছেন দেখেও খুব ভালো লাগলো ।

শৈল্পিক ঝগড়ার জন্য শুভকামনা । :)

৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো দুটো পোস্ট- যা চাই তা ভুল কের চাই (১ম ও ২ য় পবর্ ) পড়ে মন্তব্য রেখে এসেছি। একটু সময় করে দেখে নিলে খুশী হবো।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

নীলপরি বলেছেন: হুম দেখেছি । আপনি ওগুলো সময় করে দেখেছেন দেখে আমার ভালো লাগলো । ধন্যবাদ ।

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

মহা সমন্বয় বলেছেন: আপনি এত কিউট পোস্ট করতে পারেন আগে জানতাম না তো!! !:#P ++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: সে কি ? তারমানে আমার পোষ্টগুলো সব ভয়ানকটাইপ হয় ? :)

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।


শুভকামনা ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.