নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

সুদূরবর্তী নিকটতম

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪



নীল নয়নের যোজন দূরের মেঘ
মর্জি মাফিক স্বপ্ন ঝরাস চোখে
কার সাধ্য তখন তোকে রোখে ?

নীলছায়ায় ঢাকতে পারিস আগুণরঙা শান্তদুপুর
টাপুর-টুপুর জলমিছিলে জনমিছিল থামাতে পারিস
শেষশীতে এসে বসন্তকে আটকে রাখিস !

তোর নভোগন্ধে সিক্তবাতাস পাঠাস কাছে
চমক-দমক বিদ্যুতের দেখাস ঝিকির-মিকির
ভালোই জানি জলযাপনের তোর ফন্দিফিকির !

আসলে উথাল-পাথাল তুলিস বাড়াতে উদ্বেগ
তুই স্বপ্নের মধ্যে স্বপ্ন গভীরতম
জেনেছি , তুই আমার সুদূরবর্তী নিকটতম ।


( সবাইকে বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা জানাই । সবাই খুব ভালো থাকুন , )

মন্তব্য ৪৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

সুমন কর বলেছেন: জেনেছি , তুই আমার সুদূরবর্তী নিকটতম । --- হুম, ভালো হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার ভালো লেগেছে জেনে আমারো খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্যে ভাল লাগা।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: জেনে অনেক উৎসাহ পেলাম । অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
সুন্দর হয়েছে +++

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২০

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম । অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

মামুনুল হক নয়ন বলেছেন: অনেক ভালো লাগল । আপনাকেও বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লাগা আমায় অনুপ্রেরণা দিল । আর আপনার শুভেচ্ছা গ্রহন করেছিলাম । উত্তরে সেটা জানাতে দেরী হয়ে গেলো । :)
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাকে শুভকামনা ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কাব্য,, অভিনন্দন
আপনাকেও বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা.....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম । আর আপনার শুভেচ্ছা গ্রহন করেছিলাম । উত্তরে সেটা জানাতে দেরী হয়ে গেলো । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাকে শুভকামনা ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! খুব ভাল লাগলো! আপনাকেও বসন্ত পঞ্চমীর অগ্রিম শুভেচ্ছা!

শুভ কামনা জানবেন!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: কবিতায় আপনার চমৎকার লাগাটা আমায় অনেক খুশি দিল । সাথে উৎসাহ পেলাম । আর আপনার শুভেচ্ছা গ্রহন করেছিলাম । উত্তরে সেটা জানাতে দেরী হয়ে গেলো ।আশাকরি আপনার বসন্ত পঞ্চমীও অনেক ভালো কেটেছে । :)
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভকামনা ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাব্য খানি ভাল লাগল। ভাল থাকবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাকে শুভকামনা ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

জুন বলেছেন: ভালোলাগা রইলো নীলপরি
+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

নীলপরি বলেছেন: আপনার ভালোলাগা আমায় আনন্দ দিল ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাকে শুভকামনা ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার কবিতা!
আপনাকেও বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা জানাই ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম । আর আপনার শুভেচ্ছা গ্রহন করেছিলাম । উত্তরে সেটা জানাতে দেরী হয়ে গেলো । :)
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাকে শুভকামনা ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,




হুমমমমমম.... কখনও কখনও আবার উল্টোটাও হয় । কাছে মনে হলেও আগাগোড়া যোজন যোজন দূরের ।

প্রথম আর শেষ স্তবক দু'টি ভালো হয়েছে । মাঝের দু'টো কেমন যেন মেঘের মতোই ছন্নছাড়া মনে হলো ।
শুভেচ্ছান্তে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নীলপরি বলেছেন: হুম ! ঠিক বলেছেন । উল্টোটাও হয় ।

কবিতার বিষয়ে আপনার কথাটা আমি মনে রাখবো ।


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভেচ্ছা ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুই স্বপ্নের মধ্যে স্বপ্ন গভীরতম
জেনেছি , তুই আমার সুদূরবর্তী নিকটতম ।

আপনার কথাটা আমার সুদূরবর্তী নিকটতমকে জানাবো :)

ভাল লাগল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নীলপরি বলেছেন: অবশেষে !! অবশেষে বেশ অনেকদিন বাদে কবিতায় আপনার লাইক পেলাম ।প্রথমেই তারজন্য ধন্যবাদ । :)

আর এটা জেনে ভীষণ ভালো লাগছে যে আমার কথাটাও কাউকে জানানো যায় । আশা করি আপনার সুদূরবর্তী নিকটতমকে আমার কথাটা জানিয়ে ফেলেছেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাকে শুভকামনা ।


১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



বসন্তের অগ্রীম শুভেচ্ছা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নীলপরি বলেছেন: আপনার শুভেচ্ছা গ্রহন করেছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনাকে শুভকামনা ।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮

প্রথম স্পর্শ বলেছেন: জেনেছি , তুই আমার সুদূরবর্তী নিকটতম ।
শুভেচ্ছা মাখ ভালোলাগা রইলো নীলপরি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লাগা আমায় অনুপ্রেরণা দিল ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভেচ্ছা ।


১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

অতৃপ্তচোখ বলেছেন: ভালো লাগলো কবিতা। সুন্দর অনুভূতি।



শুভকামনা রইল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভকামনা ।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



"আসলে উথাল-পাথাল তুলিস বাড়াতে উদ্বেগ
তুই স্বপ্নের মধ্যে স্বপ্ন গভীরতম
জেনেছি , তুই আমার সুদূরবর্তী নিকটতম।"
দারুণ লিখেছেন। ভালো লাগলো।
শুভকামনা আপনার জন্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালোলাগাই আমার অনুপ্রেরণা ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভকামনা ।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ ,
প্রথম পাঠে ভাল লাগা জানিয়ে গেলাম ।
পরে আবার আসব ।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: হুম । অবশ্যই আসবেন । আপনার সুচিন্তিত বিশ্লষণের অপেক্ষায় থাকলাম ।

কবিতায় আপনার প্রথম পাঠের ভালোলাগাই আমার প্রেরণা ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভেচ্ছা ।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

জীবন সাগর বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লাগা আমায় অনুপ্রেরণা দিল ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভেচ্ছা ।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)



আমি আপনার কবিতার একটা নাম দিয়ে গেলাম “ওড: টু দ্য ক্লাউড”

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

নীলপরি বলেছেন: “ওড: টু দ্য ক্লাউড” -- খুব পছন্দ হোলো নামটা ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভেচ্ছা ।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

জেন রসি বলেছেন: মনে হচ্ছে কবিতাটা দিয়ে চমৎকার গান বানিয়ে ফেলা যাবে। দারুন হয়েছে।

শুভেচ্ছা।


০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

নীলপরি বলেছেন: আমার কবিতা দিয়ে গান বানানো যায় -- আপনার এই কথাটা মন ছুঁয়ে গেলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভেচ্ছা ।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



সুদূরবর্তী নিকটতম কবিতার
প্রতিটা চরনে একরাস মুগ্ধতা
প্রতিটি শব্দেই শুধু ভাল লাগা।
কবিতার ভাল লাগার কথা বলে
করা যাবেনা শেষ, কবিতাটিকে
ছাড়িয়ে কিছুটা কথন হবে তাই
বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা নিয়ে ।

আমরা সবাই জানি আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস
দিবসটিকে সামনে রেখে বিশ্বব্যাপী প্রস্তুতির নে্ই কোন শেষ। বরং
নতুনরূপে কিভাবে চিরাচরিত এ দিনটিকে উদযাপন করা যায় তা নিয়েই
ব্যস্ত সবাই। ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসটি আন্তর্জাতিকভাবে
খ্যাতি পেলেও, প্রতিটি দেশ নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ভালোবাসা প্রকাশ করে।
আমরাতো জানিই শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে
সরস্বতী পূজা আয়োজিত ।পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন
পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। হাজির খাকেন
যুবক যুবতি , করা যেতে পারে সেথায় ভালবাসা ও ভাবের বিনিময়

এটাও সত্য যে আমাদের দেশে ঋতুরাজ বসন্তই হলো ভালোবাসার মাস
আর পহেলা ফাল্গুনই হলো ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে পাশ্চাত্য
ধারাবাহিকতা ও নিয়ম কানুনের পরিবর্তে নিজ সংস্কৃতি মেনেই দিনটিকে পালন
করা যেতে পারে । আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি হোক না সে হিন্দু সমাজের
একটি পুজা , তবু তো তা পালিত হয় বসন্ত পঞ্চমী উৎসব হিসাবে। ভ্যালেন্টাইন ডে’র
কাছাকাছি হিন্দু ধর্মালম্বীদের এই উৎসবটিই হতে পারে এদেশের নিজস্ব ভালবাসার দিবস।
এদেশে এই উৎসবটি এখন প্রায় বিলুপ্তির পথে। বর্তমান যুগের ছেলেমেয়েরা পাশ্চাত্য
ঐতিহ্যকে ধারণ করে ক্রমেই বেড়ে উঠছে। তাই আশা করব বসন্ত পঞ্চমীর দিনে
হাতে সাদা গোলাপ নিয়ে বিভিন্ন শপিং মল, পার্ক, ঐতিহ্যবাহী এলাকায়
যুগলদের কাছে যাবেন জানাবেন একে অপরে শুভেচ্ছা । এভাবেই
শুরু হয়ে যেতে পারে বসন্ত পঞ্চমীতে ভালবাসার দিবস পালন।
এ ব্লগে কবি সাহিত্যকদের বেশ আনা গুনা , তাই কথাগুলা
বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা প্রসঙ্গে এখানেই বলা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো আপনার এই মন্তব্যটা । আপনার মতো লেখকই এতো সুন্দর করে ভাবতে সমর্থ ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যতিক্রম এবং ভালো ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

নীলপরি বলেছেন: আপনি কবিতা বোঝেন । আর নিজে খুব ভালো কবিতা লেখেন । তাই আপনার কাছ থেকে এই মন্তব্যটা পেয়ে ভালো লাগলো ।
অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকবেন ।

২২| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.