নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ছন্দ-সাধ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১



সাজ-সরঞ্জাম ছিল না তো কিছুই
তবু , কাব্যছন্দে বিলাস করতে চাই
অগভীর ভাবনাকে টেনে আনি হাতে
এখন বলো , কথা কোথায় পাই ?

এতো জোড় থাকে কবির কথায়
আকাশ চিরে অনায়াসে বৃষ্টি পড়ায়
আঁকা-বাঁকা ইচ্ছেনদীতে তার মনতরী ভাসায়
সত্যি-মিথ্যের মায়াজালে ভরদুপুরে জ্যোৎস্না ঝরায় !

অভিমুখহীন আমারকথা জল-কাদায় আটকে যায়
কিংবা উড়ে দিগন্তে সে বিলীন হয়
অবশেষের হয় না যে শেষ
মনকথা শুধু মনেই পড়ে রয় !

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: ভরদুপুরে জ্যোৎস্না ঝরায়[/sb?? - বাব্বাহ!
বলা না বলা কথা (পরিচিতি থেকে) বলাই তো কবির কাজ।
অবশেষের হয় না যে শেষ
মনকথা শুধু মনেই পড়ে রয়
-- কিছু কথা হয় না বলা কখনো, আজীবন শুধু মনেই পড়ে রয়!
সুন্দর কবিতা, + +

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো প্রথমেই আপনার সুন্দর বিশ্লেষণ পেয়ে ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা+++

ভালো লাগলো।
ভালো থাকুন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

সাহসী সন্তান বলেছেন: নীলপরি, ছবিটা এডিট করে ছোট করে দিতে পারেন কিনা দেইখেন! ছবি ক্রলিং করে যদি পোস্টে আসা লাগে, তাহলে বিরক্ত লাগে; সেজন্যই বললাম! আর কবিতা, না ভাল না খারাপের মাঝা-মাঝিতে অবস্থান করছে!

যতদূর জানি, আপনি কবিতা আরো ভাল লিখতে পারেন! তারপরেও পোস্টে ভাল লাগা!

শুভ কামনা জানবেন!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: কবিতার বিষয়ে আপনার কথাটা মনে থাকবে । আরো যত্ন নেওয়ার চেষ্টা করবো ।

আর আমি বেশীরকমের অলস । তাও ছবিটাও এডিট করতে চেষ্টা করবো । :)

নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

আছির মাহমুদ বলেছেন: একরাশ ভাল লাগা...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । কবিতায় আপনার ভালো লাগা গ্রহন করলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: অবশেষের হয় না যে শেষ
মনকথা শুধু মনেই পড়ে রয় !
-- ভালো বলেছেন।

কিছু দিন পর, ব্লগে এলেন। ব্যস্ত বুঝি?
+।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নীলপরি বলেছেন: হুম । একটু ব্যস্ত । এই মাসটা সামুতে এরকম অনিয়মিতই কাটবে ।

আপনার প্লাসে আপ্লুত হলাম । আসলে আপনাদের ভরসাতেই কিছু মনকথা লিপিবদ্ধ করার সাহস পাই । আমার এইসব হাবিজাবি মনকথাগুলো পড়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা
ভালো থাকবেন ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবকিছুই সম্ভব কবি-মনের চিন্তা-কল্পনায়। কবি'রা ঘুমের চেয়ে জেগেই স্বপ্ন দেখে বেশি। তারা যে শব্দ খুঁজে, আর শব্দ তো কল্পনাতেই উড়ে। শব্দের সাথে ছন্দই বুঝি কবিত্ব।


ভালো লিখেছেন, ভালোবাসা রাখলাম কবিতায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন
বিস্তারিত দেখুন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: আমার লেখার সাথেও একই ঘটনা ঘটেছে । দেখছি

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক কথা যাও যে বলি
কোন কথা না বলি,
তোমার ভাষা বোঝার আশা
দিয়েছি জলাঞ্জলি!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো সামুতে এসে আমার লেখা পড়েছেন দেখে । আর এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি পাঠ করলাম । কবির কল্পনা ও রচনাভঙ্গী বিশেষ প্রশংসনীয় । পড়তে পড়তে আত্মবিস্তৃত হয়ে সেই অতীত যুগের আবেষ্টনীয় মধ্যেই যেন চলে যাই । চক্ষের সম্মুখে উদ্ভাসিত হয়ে উঠে অনেক কিছু । প্রচ্ছদপটের চিত্রটি কবির কল্পনা-কুশলতার পরিচায়ক ।

অতি সুন্দর ভাবালোতায় ভরা এ কবিতা,
আমি কবিতা ভাল বুঝিনা তাই নীচের এ
কটি লাইনের উপরে বলে যাব কিছু কথা

এতো জোড় থাকে কবির কথায়
আকাশ চিরে অনায়াসে বৃষ্টি পড়ায়
আঁকা-বাঁকা ইচ্ছেনদীতে তার মনতরী ভাসায়
সত্যি-মিথ্যের মায়াজালে ভরদুপুরে জ্যোৎস্না ঝরায় !


সবার উপরে শক্তিরই মাহাত্ম্য দেখছি কবির কথায় । জগতের জীবনের কোন সম্বন্ধই বন্ধনের নয়, যদি সকল সম্বন্ধের মধ্যে রয়েছে যে বৃহত্তর সম্বন্ধ, যে হল সম্বঙ্কাতীত সম্বন্ধ ।স্রষ্টারই তপঃশক্তি কবির সৌন্দৰ্য্যন্থটির মূলে, তারই একটু খানি নীচে নেমে আমাদের মত সাধারণ মানুষকে শক্তিমান ও উদ্ধত করে তুলেছে। প্রকৃতিকে জয় করাই মানুষের সাধন। তাতেই প্রকৃতির যথার্থ পরিপুরণ। জগতের জীবনের কোন সম্বন্ধই বন্ধনের নয়, যদি সকল সম্বন্ধের মধ্যে রয়েছে যে বৃহত্তর সম্বন্ধ, যে সম্বঙ্কাতীত সম্বন্ধ , তাইতো কবি আকা বাকা ইচ্ছে নদীতে সত্যি-মিথ্যের মায়াজালে ভরদুপুরে জ্যোৎস্না ঝরায়, কবির শক্তি অনেক, কবি কিনা পারে। :)

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো মন্তব্যটা ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

আপনাকেও শুভেচ্ছা । :)

ভালো থাকবেন ।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশেষের হয় না যে শেষ
মনকথা শুধু মনেই পড়ে রয় !

হুম।

মনকথা মনেই পড়ে থাকে। অথবা বললেও সে কতটুকুই বা শূল্য দেয় তার! হয়তো হাসিতে উড়িয়ে দেয়!
কিংবা বোধের যত বাঁধা সামাজিকতার, নিয়মের, লোক লজ্জ্বার! ভয়ে .....

সে বলা কথা ফিরে যায় বক্তার হৃদয়েই; সাথে লয়ে যায় বেদনার মহাভার!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫

নীলপরি বলেছেন: সে বলা কথা ফিরে যায় বক্তার হৃদয়েই; সাথে লয়ে যায় বেদনার মহাভার![/ -- আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো । বিশেষ করে এই লাইনটা ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১১

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪

বিজন রয় বলেছেন: কবির কষ্ট বুঝতে পেরেছি।
কবির কষ্ট শুধু কবিরাই বোঝে, পাঠক শুধু সুবিধা নেয়।

হা হা হা অর্থপূর্ণ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

নীলপরি বলেছেন: সমব্যথী পেয়ে কষ্ট কিছু লাঘব হোলো । :)

অনেকদিন বাদে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১৩| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবি'রা অনেককিছু বলেন, অনেককিছু করেন , বলার কোন ধরাবাঁধা নেই কবিদের মধ্যে। ইহজগৎ পরজগৎ চন্দ্র সূর্য গ্রহতারকা ছাপিয়ে দৃশ অদৃশ্য সব বলে যান করে যান , কিন্তু , শেষ করেও শেষ হয় না কিছুই, আরও অনেক কথা না বলাই থেকে যায়.... তাইতো আবার শুরুকরেন নতুন করে।

৯ নং-এ আলী ভাই সুন্দর করে বলে গেছেন কবির শক্তি সম্পর্কে ভালো লাগলো মন্তব্য পড়ে।

কবিতায় আবারও মুগ্ধতা রেখে গেলাম আপু। অসাধারণ লিখেন আপনি।
শুভকামনা জানবেন সবসময়।

২০ শে মে, ২০১৭ দুপুর ১:০০

নীলপরি বলেছেন: কষ্ট করে আমার পুরোনো লেখাটা পড়লেন দেখে খুব ভালো লাগলো ।

হুম ডঃ আলীর মন্তব্য আমারো খুব ভালো লেগেছে ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.