নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জিয়নকাঠি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮





তুমি আছো ভাবলেই মনভূমিতে আকাশ-পাতাল

যেমন বসন্তবাতাসকে বলি মাতাল !

তোমার নাম মনে আসলেই দেখি ,
থমকে গেছে শেষবিকেলের ডালিমরঙা রবি
এতশত প্রেমকাব্য কিভাবে লেখেন কবি ?

সুখের সাথে বসত করে অসুখ
উদাসকলম লেখে আমার প্রেমের চুপকথা
রাজপুত্র আর রাক্ষসরাজকে নিয়ে রূপকথা !

তুমি নেই জেনেও আমি আমরণ
স্বর্ণপালঙ্কে নির্ঘুম , করি জিয়নকাঠির স্মরণ !

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে বলে নেই!

এই যে আছে আপনার স্মরণে! ;)

নিশ্চয়ই আসবে একদনি সোনার কাঠি-রুপোর কাঠি বদলে দেবে! :)

কবিতায় প্লাস +++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত প্রেম মনে!!!!! অনুভবেই আকাশ পাতাল অবস্থা!!! মনে যখন প্রচণ্ড প্রেমের বিচরণ তখন বসন্ত বাতাস মাতালই থাকে। থমকে যাওয়া রক্তাভ সূর্য দেখে দেখেই কবিরা শতশত কবিতা লিখে ফেলতে পারে যদি উপরে বর্ণিত প্রেম থাকে মনে। প্রেম সবসময় সুখের নাও হতে পারে, সেসময় রূপকথা পড়ে মনকে রাঙিয়ে নেওয়াই উত্তম, সুখের বিশ্বাসী প্রতীক্ষা।
প্রতীক্ষিত জিয়নকাঠি সে এসেই নাড়িয়ে যাক এই প্রত্যাশা।

কবিতায় মুগ্ধতা রইল। ভালোবাসা বেঁচে থাকুক এভাবেই প্রতিটি মন থেকে মনে। শুভকামনা সবসময়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: আর আমি আপনার এতো সুন্দর মন্তব্য পড়ে মুগ্ধ হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

কানিজ ফাতেমা বলেছেন: শেষ স্তবকটি কবিতাটিকে শক্তিশালী করে তুলেছে ।
ভাল থাকুন সতত ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনিও ভালো থাকুন ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: পরি, পড়ে শান্তি পাইনি। খাপছাড়া মত লেগেছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

নীলপরি বলেছেন: তাই ? মনে থাকবে আপনার কথাটা । চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: জিয়নকাঠি দিয়ে কি হবে???কাব্য রাজ্যের সব সুরেরা সব ছন্দেরা বুঝি বশ হয়ে যাবে??


কবিতায় লাইক!:)


২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১

নীলপরি বলেছেন: কবিতায় আপনার লাইক পেয়ে ভীষণ খুশি হলাম ।

আর আপনার প্রশ্নের উত্তরে বলি বশে পেতে কার না ভালো লাগে ? :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: আপনার একটি ভাবনা আছে, পুরাতন আর সুন্দর।
সেটা আপনার কবিতায় ফুটে ওঠে!

দেবদেবী, রাজা ইত্যাদি।

এই কবিতাটাও তেমন, পুরাতনে ভাবনার নতুন করে বহিঃপ্রকাশ।

শুভকামনা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: আপনি আমার ভাবনাটা বুঝতে পেরেছেন , এটা জেনে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
তুমি নেই জেনেও আমি আমরণ
স্বর্ণপালঙ্কে নির্ঘুম ,করি জিয়নকাঠির স্মরণ !


কবিতায় +++

কবিতায় ভালো লাগা রইলো, দিদি !!
ভালো থাকুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: এতো ঘুমালে চলবে.....হাহাহা.........জিয়নকাঠি তো ছুঁয়ে গেছে, আপনার কপাল।

ভালো হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: আপনার কাছে ভালো হয়েছে শুনে উৎসাহিত হলাম ।

আর বাস্তবে আমি একটু ঘুমকাতুরে । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লিলিপুটের দেশ থেকে আমদানি করা আমার মন্তব্য গুলো কিছুতেই যেন বড় হতে চায়না। যাক সে কথা থাক পরীর পিঠে চড়ে এখানে এসে দেখি চমৎকার কবিতা জিয়নকাঠি। আর সে জিয়নকাঠিতে পুলকিত হলাম। কবিতার জন্য কবিকে অনেক অনেক ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা। কবিতায় +++++

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: হুম । প্লাস নিয়েছি । :)

শুভকামনা ।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: তুমি নেই জেনেও আমি আমরণ
স্বর্ণপালঙ্কে নির্ঘুম , করি জিয়নকাঠির স্মরণ ।


বাহ বেশ !
শুভ কামনা :)

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: ছোট হলেও একটি পুর্ণাঙ্গ কবিতা ।
তুমি নেই জেনেও আমি আমরণ
স্বর্ণপালঙ্কে নির্ঘুম , করি জিয়নকাঠির স্মরণ

নির্ঘুম থাকলে কি জিয়নকাঠির প্রয়োজন পড়ে :)


০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

জেগে থাকলেই কি সেটাকে বেঁচে থাকা বলে ? :)


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



জিয়নকাঠি ছুঁইয়ে আপনার নির্ঘুমের ঘুম ভাঙিয়ে বলি ---
"তোমার নাম মনে আসলেই দেখি ,
থমকে গেছে শেষবিকেলের ডালিমরঙা রবি
এতশত প্রেমকাব্য কিভাবে লেখেন কবি ?" এই স্তবকে শেষের লাইনটি ঠিক যেন খাপ খায়নি মনে হলো ।

ভালো লিখেছেন, অল্পতে ।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

ঋতো আহমেদ বলেছেন: মনের কল্পনা আর মনের জানার মধ্য দিয়ে চমৎকার একটা কবিতা হয়েছে। ভাল লাগল ।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:১২

ডঃ এম এ আলী বলেছেন: জানি সেটা , একটু ঠাট্টা করেছিলাম । মানুষ জীবিত থেকেও অনেক সময় মৃতের মত থাকতে বাধ্য হয় , এটা সবচেয়ে বড় কষ্ট ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

নীলপরি বলেছেন: আমি সেটা বুঝতে পেরেছি । :)


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভেচ্ছা ।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩

মধ্য রাতের আগন্তক বলেছেন: যারা ভালো কবিতা লেখে, তাদের প্রতি আমার ঈর্ষা লাগে। আপনার প্রতি ও :)

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নীলপরি বলেছেন: :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

জুন বলেছেন: তুমি নেই জেনেও আমি আমরণ
স্বর্ণপালঙ্কে নির্ঘুম , করি জিয়নকাঠির স্মরণ !

বেশ অনেকদিন পরে আসলেন মনে হলো নীলপরি । খুব ভালোলাগলো আপনার কবিতা ।
+

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নীলপরি বলেছেন: হুম একটু অনিয়মিত ছিলাম ।

আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:
এথনো কি অবকাশেই নাকি ? মনে হয় চন্দন পালঙ্কেই শুয়ে আছেন জীয়ন কাঠির সন্ধানে । :)

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩

নীলপরি বলেছেন: নাহ , অবকাশ না । অল্প ব্যস্ততা আর অনেকটা আলসেমী অনিয়মিতার কারন । :)

আপনি খোঁজ নিলেন দেখে খুব ভালো লাগলো ।

শুভকামনা ।

১৯| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

মোঃ কাওছার ইসলাম বলেছেন:




তুমি নেই জেনেও আমি আমরণ
স্বর্ণপালঙ্কে নির্ঘুম ,করি জিয়নকাঠির স্মরণ !

কবিতায় +++

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২০| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫০

অচিন্ত ব্যানার্জী বলেছেন: মুগ্ধতা। কবিতায় +++++

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.