নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কিছু অনুভূতির খসরা - ১

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪১



অভিমান
তাকে যত্ন করে পাশে বসাই
লুকিয়ে রাখি আড়ালে
সে মায়াবীকাজল হয়ে চোখে লাগে
বর্ষাতিমির হাত বাড়ালে ।

স্পর্শ

আঙুল যদি ছোঁয় তার
তবে সেতারে ওঠে ঝংকার !
কিন্তু -
যোজনদূরে উদিত হলে জবাকুসুম সংকাশন
যেমন আরক্ত হয় ধরণীর সিংহাসন !

তেমন শত আলোকবর্ষ দূরের তুমি
ছুঁয়ে দাও যে আমার মনভূমি !



হাসি
ঝ্ড় কি বোঝে ঘর ভাঙা পাখীর বিষাদ ?

পাখী শিকার সেরে হাসি ঝরায় নিষাদ !

মুখ আর মুখোশ মিলেমিশে একাকার
জানো , নিয়্তির হাসি দেখেছি বহুবার !



স্মৃতি

দেখিনি পথের শেষে কি আছে ?
চলতে চলতেই হারিয়ে ফেলেছি পথ
পিছনে তাকালে , ছুটে আসে স্মৃতিরথ !

সাথী করি তুমি বলো কাকে ?
আঁকড়ে ধরি তোমার দেওয়া তুচ্ছতাকে !

জানি না কাকে বলে অবশেষ
জানি , দেখতে চেয়েছিলাম তোমার দেশ ।

মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫০

জুন বলেছেন: সব কবিতাগুলোই সুন্দর তবে তিন নম্বরটা বেশী নীলপরি ।
+

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১১

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো । উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

২| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: সব গুলিই সুন্দর ।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

নীলপরি বলেছেন: কবিতায় আপনার সুন্দর লাগাটা আমা্য় অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৩| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯

হাতুড়ে লেখক বলেছেন: প্রেম কিংবা বিরহ কোনটাই টানে না আমাকে।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: তাহলে তো আপনার মোক্ষলাভ হয়ে গেছে ।

আমার ব্লগে এসে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৪| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮

হাতুড়ে লেখক বলেছেন: আপনে তো আমারে মহাপুরুষ বানিয়ে দিলেন! ;)

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: আপনি সেই গুণাবলী অর্জন করে ফেলেছেন তো আমি আর কি করবো ? :)

শুভকামনা ।

৫| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: বাহ বেশ চমৎকার অনু কাব্য, ভালো লাগলো ++

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

নীলপরি বলেছেন: জেনে খশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৬| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

মানবী বলেছেন: সুন্দর খসড়া!

ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ নীলপরি।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

নীলপরি বলেছেন: জেনে খশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৭| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//চলতে চলতেই হারিয়ে ফেলেছি পথ
পিছনে তাকালে , ছুটে আসে স্মৃতিরথ! //


খসড়াগুলো সত্যিই চমৎকার। চূড়ান্তগুলো যে কত চমৎকার হবে কল্পনা করতে পারছি না :)
কবিকে শুভেচ্ছা...

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

নীলপরি বলেছেন: বেশ অনেকদিন বাদে আপনার মন্তব্য পেলাম । ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৮| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপি

শুভেচ্ছা

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৯| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সাথী করি তুমি বলো কাকে ?


দিদি.
এ লাইনটা আপনার এলাকার ভাষায় নাকি ?

খুব সুন্দর লিখেছেন ।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

নীলপরি বলেছেন: এটা তেমন কোনো স্পেশ্যাল ভাষা নয় । :)

আপনার সুন্দর লেগেছে জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১০| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি অনেক সুন্দর কবিতা গুচ্ছ। ভাল লাগায় উৎফুল্য সজিব প্রানের একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

নীলপরি বলেছেন: জেনে আনন্দ পেলাম ।

আর শুভেচ্ছা গ্রহন করেছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভেচ্ছা ।

১১| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনুভূতির খসড়াগুলো খুব সুন্দর হয়েছে। সবগুলোতেই অনুভূতি ছড়িয়ে আছে।
তবে স্পর্শস্মৃতি বেশী ভাল লেগেছে।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: কবিতাগুলো আপনার সুন্দর লাগায় উৎসাহ পেলাম ।
আপনার স্পর্শ ও স্মৃতি ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১২| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল পরী আপু। আপনার অনুভূতি গুলো খুব সুন্দর। শুভকামনা রইল।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: কবিতাগুলোয় আপনার ভালো লাগা পেয়ে ভীষণ ভালো লাগছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

১৩| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

কানিজ ফাতেমা বলেছেন: দেখিনি পথের শেষে কি আছে ?
চলতে চলতেই হারিয়ে ফেলেছি পথ
পিছনে তাকালে, ছুটে আসে স্মৃতিরথ ! ................ একবারে সার্বজনীন হয়েছে।
শুভেচ্ছা রইল ।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভেচ্ছা ।

১৪| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫

হাসান মাহবুব বলেছেন: যোজনদূরে উদিত হলে জবাকুসুম সংকাশন
যেমন আরক্ত হয় ধরণীর সিংহাসন
!

বেশ ভারি এবং ঝংকার পূর্ণ বাক্য।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

নীলপরি বলেছেন: আপনার এরকম মনে হওয়ায় ভালো লাগলো ।

আসলে ভোরের সূর্য্যের সাথে আমার সচারচর দেখা হয় না । সেদিন ওনার সাথে দেখা হওয়ার পর এটা লিখেছিলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর। স্মৃতি বেশি।

১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: আপনার প্রত্যেকটা সুন্দর লেগেছে জেনে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৬| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


কিছু পুরুষ জন্মেছে ভালোবাসার দেবতা হয়ে, আমরা শ্রমিক মৌমাছি!

১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: ছোট ছোট কবিতা। বেশ ভাল লাগল

১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: শুনে আমারো খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৮| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চারটাই সুন্দর! ৪ টা লাইক!!!!! =p~

১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫১

নীলপরি বলেছেন: ৪ টা লাইক ? আরে চারে চার পেয়ে আনন্দয় আত্মহারা হয়ে গেছি । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৭

প্রামানিক বলেছেন: মুখ আর মুখোশ মিলেমিশে একাকার
জানো , নিয়্তির হাসি দেখেছি বহুবার !


অনেক ভালো লাগল। ধন্যবাদ

১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২০| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

ওমেরা বলেছেন: সব গুলোই ভাল লাগল ধন্যবাদ পরীবু ।

১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২১| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৮

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।

১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৫

নীলপরি বলেছেন: জেনে আমারো খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২২| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা!!!!!!!!

১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:০০

নীলপরি বলেছেন: আপনার এই একটা শব্দ আমাকে অনেক অনুপ্রেরণা দিল ।



পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৩| ১১ ই মার্চ, ২০১৭ ভোর ৫:২৩

ডঃ এম এ আলী বলেছেন:
সবগুলি কবিতাই ভাল লেগেছে
তুমিই বল সাথী করি কাকে ?
বলব আমি আঁকরে ধর তোমার কবিতাকে :)

শুভেচ্ছা রইল ।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:০২

নীলপরি বলেছেন: বলব আমি আঁকরে ধর তোমার কবিতাকে

আমার মনের মতো উত্তর দিয়েছেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভেচ্ছা ।

২৪| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর হয়েছে

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩২

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভেচ্ছা ।

২৫| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

গেম চেঞ্জার বলেছেন: পড়তে ভালই লাগছিল। :)

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৩

নীলপরি বলেছেন: আর এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভেচ্ছা ।

২৬| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো।

//ঝ্ড় কি বোঝে ঘর ভাঙা পাখীর বিষাদ ? // - মুগ্ধতা পঙক্তিতে

অনেক শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। উৎসাহ পেলাম ।

আপনাকেও অনেক শুভকামনা ।

আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.