নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কিছু অনুভূতির খসরা - ২

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪০



ভালবাসা

আমার ইচ্ছা অভিমুখ না পাক
শুধু তোমার ইচ্ছা পূরণ হোক
মনে এটুকুই একমাত্র আশা
একেই কি বলে ভালবাসা ?


আর্তনাদ

অব্যক্ত অনেক শব্দ চিৎকারে

অশ্রুধারা ঝরায় তাকে ফুৎকারে !



লজ্জা

গ্লানির থেকে লজ্জাকে
আলাদা করতে জানা চাই
কিন্তু এই বিভেদ রীতির
চতুরতা আমি কোথায় পাই ?


রাগ

যখন তোমার চোখে আমার প্রতিবিম্ব
দেখতে পাই না
যখন তোমার হৃদয়ে আমার শব্দের
প্রতিধ্বনী হয় না
তখন এক গভীর অন্তরাল
রাত্রিকে টেনে নামায় সকাল !


স্বপ্ন

বসত করি অমাবস্যায় জীবনভর
আর জ্যোৎস্নায় ভরাই ঘর
নিকষ আঁধারেও কৃষ্ণকে আঁকতে শিখেছি
হেমলক পান করা সহজ , জেনেছি ।

মন্তব্য ৩০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা আর স্বপ্ন আমার কাছে বেশি ভালো লাগলো। আমার মন ছোঁয়ে গেল যেন।

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমার মনকেও ছুঁয়ে গেলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন সব কবিতা।
‘একত্রে নীড় গড়ার আশা
তাও কিন্তু ভালবাসা’

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




অনুভূতির আর্তনাদ !!!!!!!!!!

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: হুম । তেমনটা বলাই যায় । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৪

নীলপরি বলেছেন: বরাবরের মতো উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

আরণ্যক রাখাল বলেছেন: রাগ' ভাল লেগেছে

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

নীলপরি বলেছেন: আরে রাগ ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

জেন রসি বলেছেন: সবটা মিলে এক কাব্যিক অভিমানের জন্ম হয়ে গেল। :)

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: কাব্যিক অভিমান -- খুব ভালো লাগলো আপনার দেওয়া উপমাটা । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার সাইজ ছোট হলেও ভাব অনেক বড়।
বেশ কয়েকটা কবিতা , আমার অনেক মিস হয়ে গেছে
পরে আবার আসতে হবে , চোখে ঘুম নিয়ে কিছুটা দেখে গেলাম।
শুভেচ্ছা রইল ।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: আরে , ঘুম নিয়ে আমার কবিতা পড়েছেন জেনে আপ্লুত হলাম ।

অবশ্যই । আপনার বিশ্লেষণের অপেক্ষায় রইলাম ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা ।

৮| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮

অপ্‌সরা বলেছেন: ভালবাসা

আমার ইচ্ছা অভিমুখ না পাক
শুধু তোমার ইচ্ছা পূরণ হোক
মনে এটুকুই একমাত্র আশা
একেই কি বলে ভালবাসা ?


মোটেই ভালোবাসা বলে না! আল্লাদ নাকি! B:-)

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮

নীলপরি বলেছেন: কারো কারো মধ্যে আবার আহল্লাদ অতিরিক্ত পরিমানে থাকে । তখন আর কি বলা যায় ? :)

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

অপ্‌সরা বলেছেন: রাগ

যখন তোমার চোখে আমার প্রতিবিম্ব
দেখতে পাই না
যখন তোমার হৃদয়ে আমার শব্দের
প্রতিধ্বনী হয় না
তখন এক গভীর অন্তরাল
রাত্রিকে টেনে নামায় সকাল !


তখন আপুনি!!!!! :)

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: তখন আর হাসিটা থাকে না অপ্‌সরাদি । :(


অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১০| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার চারটে পংক্তিতে যাকিছু বলা হলো, তা অনেক সময় কথার কথাই থাকে, মনের কথা নয়। তবে এর উপর করা অপ্সরার প্রতিক্রিয়াটুকু (মন্তব্য) শুনতে ভালই লাগলো।
গ্লানি আর লজ্জার বিভেদটুকু অনেকেই খেয়াল করেন না। আপনার কবিতা পড়ে হয়তো অনেকে এ নিয়ে ভাববেন।
স্বপ্নের কথাগুলো স্পর্শ করে গেল।
অনুভূতির খসরাগুলো ভাল লেগেছে। + +

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: হুম । তবে ভালবাসার মর্মার্থ তেমনই লেগেছে । হয়তো এটা সর্বোচ্চ স্তর । বাকি তো দেনাপাওনা ।

তবে অপ্‌সরাদিও ভালো বলেছেন ।

আর আপনার বিশ্লেষণ আমারও খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

ভালো থাকবেন ।

১১| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

সালমা অক্তার বলেছেন: খুবই সুন্দর লিখেছেন

২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১২| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

অতঃপর হৃদয় বলেছেন: আহা! কি সুন্দর কি সুন্দর কবিতা।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৯

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৩| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

জুন বলেছেন: নীলপরি দ্বিতীয় আর তৃতীয়টা অনাবদ্য । বাকিগুলো অসাধারন ।
+

২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা আমায় অনেক অনেক অনুপ্রেরণা দিল । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৪| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মনিরা সুলতানা বলেছেন: দুই আর চার বেশি ভালো লেগেছে !
শুভ কামনা :)

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০১

নীলপরি বলেছেন: দুই আর চার বেশি ভালো লেগেছে - মানে বাকি গুলোও শুধু ভালো লাগলেও ভালো লেগেছে । এতো ভালো লাগার কথা শুনে আমারও ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা । :)

ভালো থাকবেন ।

১৫| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৮

দীপংকর চন্দ বলেছেন: নিঃসন্দেহে অনেক অনেক ভালো। সবগুলো।

শুভকামনা অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

নীলপরি বলেছেন: আপনার সবগুলো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

আপনিও ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.