নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

মেঘ-আবেগ

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪



মেঘ তুই বলেছিলি
' তোর কাছে এসেছি
কত পথ ঘুরে ! '
আমার হৃদয়বীণা বেজেছিল
তোর শব্দের সুরে !

স্বদেশের জলভরা চোখ
জানায় তুই উদাসী
কেনো তবে তোকে
সবাই বলে প্রবাসী ?

কি হবে ভেবে
কে যে কার ?
নাই বা করলাম
শপথ ভরা অঙ্গীকার !

নাই বা পেলাম
কোনো কাঙ্খিত পরিত্রাণ
শুধু পাবোই জানিস
যাচিত ইচ্ছার সোপান !

স্বপ্নতীত স্বপ্ন নিয়ে
শোনাচ্ছি তোকে প্রলাপ
হাসছিস তাই মেঘ
না বুঝেই আমার
বহুজন্মের জমানো আবেগ !

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: nice

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০০

সুমন কর বলেছেন: না হয়, এবার আবেগগুলো প্রকাশ করে ফেলুন.......!!

সুন্দর হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: আরে সেটাও তো একটা কাজ । আর আমি অলস ! :)

কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: কবিতায় প্লাস পেয়ে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার কবিতা!!!!!!!! অনেক ভালো লাগলো।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
স্বপ্নতীত স্বপ্ন নিয়ে
শোনাচ্ছি তোকে প্রলাপ
হাসছিস তাই মেঘ
না বুঝেই আমার
বহুজন্মের জমানো আবেগ !


কবিতা খুব সুন্দর হয়েছে দিদি !

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২২

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লাগায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ! একরাশ মুগ্ধতা!!!!!

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য আমায় আপ্লুত করলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)


প্লাস!:)

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭

নীলপরি বলেছেন: খুশি হলাম খুব । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর কবিতা পড়লাম । ভালো লাগলো

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল আপু। বরাবরের মতোই অনেক সুন্দর লিখেছেন।

শুভকামনা রইল।

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪

নীলপরি বলেছেন: শুনে আমারো ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

১০| ১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল মেঘ নিয়ে ছন্দোময় কথোপকথন ।
মেঘ নিয়ে আবেগের নেই কোন শেষ । একে নিয়ে হয় কত কাব্য মহাকাব্য । মেঘ নিয়ে বলা হয়েছে কত কথা আবেগ ছড়ায়েছেন ছন্দ গাথায় । এই কবিতাটির সাথে প্রচ্ছদ ছবিতে মেঘকে যায় যেন দেখা শ্যামল ঘন নীল গগনে প্রেয়সীর কাজল কালো চোখসম । সেই সজল কাজল আঁখিতে করুণা মাখা অধর মিনতির বেদনা আকা নীরবে চেয়ে থাকা একটি বিদায় ক্ষণ যেন উঠিছে ভেসে । বাতাস পাগল হয় পরাণ পুটে হৃদয় কোণে কার কথা যেন কয় ।

মনে হয় শাওন গগনে ঘোর ঘনঘটা, নিশীত যামিনীর কুঞ্জপথে, শাল পিয়াল তমাল বনে বাঁশি বাজছে আর ঘন হয়ে মেঘ আসছে ভেসে ভেসে । মেঘকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে এই সুন্দরতর ক্ষনে কোথা গেলে রাধাকে পাওয়া যাবে যদিও আকাশে মেঘের পরে মেঘ জমেছে পৃথিবী ঘন আঁধারে এই চৈত্রের শেষ বিকালে কিছুটা গেছে ছেয়ে । এমন সময় একলা ঘরের কোণে কেন বসিয়ে সে রাখে । কাজের দিনে নানা কাজ থাকে। কবিতার মেঘেরা যদি এমনি করে ক্ষনে ক্ষনে উকি দিয়ে যায়, তাহলে কেমন কাটে এ অবেলায়। দূরে মেঘ ভরা নীল আকাশ পানে আঁখি মেলে চেয়ে থেকে পরান শুধু কেঁদে বেড়ায় । মনে হয় বজ্রমানিক দিয়ে গাঁথা কাল বোশেখির মেঘ আসছে ধেয়ে যার বুকে শুধু বিদ্যুতেরই জ্বালা। মেঘকে ডেকে একটি কথাই শুধু বলতে ইচ্ছে করে সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও এ ধরায় ফুল ফুটুক আর ফল ধরুক তাতে ।

ধন্যবাদ, মেঘ নিয়ে সুন্দর কবিতাটির জন্য । প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সংলগ্নতার কথা অাবেগের কথা বলছেন সুন্দরভাবে, মেঘের ঘর্ষণে বিদ্যুৎ উৎপাদন যেন হয় বুকের সঙ্গে বুক মেলানো এক মহামিলন , এই হোক মেঘের আবেগঘন আবেদন ।

শুভেচ্ছা রইল

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০

নীলপরি বলেছেন: আপনার বিশ্লেষণ পড়ে আমি অভিভূত । আমার লেখাকে এতো গুরুত্ব দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

১১| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নীল যে পরী, নীল পরী , এবার তবে মেঘে ভাসে? সে যাই হোক পদ্যের পদে পদে মুগ্ধতা। দারুন ভাল লাগল।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩২

নীলপরি বলেছেন: মেঘের দেশে আগে থেকেই যাতায়াত আছে । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪

নীলপরি বলেছেন: কবিতায় ভালো লাগা পেয়ে খুব খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

কানিজ ফাতেমা নবগ্রাম বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩

হাবিবুর অন্তনীল বলেছেন: অনবদ্য !

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল মেঘ নিয়ে ছন্দোময় কথোপকথন ।
মেঘ নিয়ে আবেগের নেই কোন শেষ । একে নিয়ে হয় কত কাব্য মহাকাব্য । মেঘ নিয়ে বলা হয়েছে কত কথা আবেগ ছড়ায়েছেন ছন্দ গাথায় । এই কবিতাটির সাথে প্রচ্ছদ ছবিতে মেঘকে যায় যেন দেখা শ্যামল ঘন নীল গগনে প্রেয়সীর কাজল কালো চোখসম । সেই সজল কাজল আঁখিতে করুণা মাখা অধর মিনতির বেদনা আকা নীরবে চেয়ে থাকা একটি বিদায় ক্ষণ যেন উঠিছে ভেসে । বাতাস পাগল হয় পরাণ পুটে হৃদয় কোণে কার কথা যেন কয় ।

মনে হয় শাওন গগনে ঘোর ঘনঘটা, নিশীত যামিনীর কুঞ্জপথে, শাল পিয়াল তমাল বনে বাঁশি বাজছে আর ঘন হয়ে মেঘ আসছে ভেসে ভেসে । মেঘকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে এই সুন্দরতর ক্ষনে কোথা গেলে রাধাকে পাওয়া যাবে যদিও আকাশে মেঘের পরে মেঘ জমেছে পৃথিবী ঘন আঁধারে এই চৈত্রের শেষ বিকালে কিছুটা গেছে ছেয়ে । এমন সময় একলা ঘরের কোণে কেন বসিয়ে সে রাখে । কাজের দিনে নানা কাজ থাকে। কবিতার মেঘেরা যদি এমনি করে ক্ষনে ক্ষনে উকি দিয়ে যায়, তাহলে কেমন কাটে এ অবেলায়। দূরে মেঘ ভরা নীল আকাশ পানে আঁখি মেলে চেয়ে থেকে পরান শুধু কেঁদে বেড়ায় । মনে হয় বজ্রমানিক দিয়ে গাঁথা কাল বোশেখির মেঘ আসছে ধেয়ে যার বুকে শুধু বিদ্যুতেরই জ্বালা। মেঘকে ডেকে একটি কথাই শুধু বলতে ইচ্ছে করে সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও এ ধরায় ফুল ফুটুক আর ফল ধরুক তাতে ।

ধন্যবাদ, মেঘ নিয়ে সুন্দর কবিতাটির জন্য । প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সংলগ্নতার কথা অাবেগের কথা বলছেন সুন্দরভাবে, মেঘের ঘর্ষণে বিদ্যুৎ উৎপাদন যেন হয় বুকের সঙ্গে বুক মেলানো এক মহামিলন , এই হোক মেঘের আবেগঘন আবেদন ।

শুভেচ্ছা রইল
#:-S

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

নীলপরি বলেছেন: ডঃ এম এ আলীর মন্তব্যটা পড়েছি । কিন্তু আপনি কি বললেন স্যর ? বুঝতে পারলাম না তো ! :(

তবে ব্লগে এসে পাঠের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১৭| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো দিদি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো নববর্ষের উপহার ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা।

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯

রাজিব ওয়াহিদ বলেছেন: খুব সুন্দর
ভালো লেগেছে

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । শুনে খুশি হলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১

খায়রুল আহসান বলেছেন: মেঘের সাথে আপনার নিক নামের একটা নিবিড় সম্পর্ক তো রয়েছেই। তাই বুঝি মেঘ-আবেগ এর এতটা সাবলীল স্ফুরণ কবিতায় দেখতে পাচ্ছি। খুব সুন্দর বলেছেন মনের কথাগুলো...
আপনি নিজেও কি প্রবাসী?
কবিতায় + +।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০

নীলপরি বলেছেন: নাহ , আমি প্রবাসী নই ।

খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।
নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.