নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

হয়েছি যন্ত্র

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১৩





বড়ো সংসার তো কেবল
মেগাসিরিয়ালে মানায়
উপভোগ করি তার সব
রঙচঙে ষড়যন্ত্র!
বাস্তবে তাকে ফেলেছি ভেঙে
পড়ে মন্ত্র!


ন্যায়-অন্যায় বিচার করি সবাই
সোশ্যাল মিডিয়ায়
আমাদের তো মতামত আছে
আলাদা স্বতন্ত্র!
'তেলের শিশি' অটুট , ফেলেছি ভেঙে
আজ গণতন্ত্র !


ইচ্ছে রঙে এঁকেছি প্রেমকে
কবিতার খাতায়
অবিশ্বাসের মধ্যে বিশ্বাস মিশিয়ে
পড়েছি প্রেম-মন্ত্র
মনকে তাই ফেলেছি ভেঙে
হয়েছি যন্ত্র!

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


যে ছবি দিয়েছেন, ভাবছি, এরা ভালোবাসবেন কিভাবে?

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৮

নীলপরি বলেছেন: সেটাই তো বলতে চেয়েছি কবিতাতে ।

ভালোবাসাও যান্ত্রিক ।:)

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: অনুভূতিহীন বোরট?

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩০

নীলপরি বলেছেন: দেখে শুনে তাই মনে হচ্ছে । :(

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২০

এডওয়ার্ড মায়া বলেছেন: যন্ত্রের সাথেই চলতে হবে।
যন্ত্র ছাড়া মানুষ অসহায় !!!

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: কিন্তু মানুষই যদি যন্ত্র হয়ে যায় , তবে তো অবস্থা আরো অসহায় হবে ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২৩

সুমন কর বলেছেন: যান্ত্রিক যুগে যন্ত্র মানব হওয়া ছাড়া আর উপায় নেই !!

কবিতা ভালো লেগেছে।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

নীলপরি বলেছেন: তবে কেউ কেউ থেকে যায় অযান্ত্রিক । এটাই আশার কথা ।:)

আপনার কবিতা ভালো লেগেছে শুনে খুশি হলাম ।

ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: যাক, আপনার সায়েন্স ফিকশন কবিতা অল্প কথায়; বিরাট গল্প হতেও পারে তার একটা ভবিষৎবাণীর ইঙ্গিত দিয়ে গেল!! :-B


সুন্দর লিখছেন +

শুভ কামনা রইলো।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা কমপ্লিমেন্ট হিসাবে নিলাম। ভালো লাগলো। :)
অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ইচ্ছে রঙে এঁকেছি প্রেমকে
কবিতার খাতায়
অবিশ্বাসের মধ্যে বিশ্বাস মিশিয়ে
পড়েছি প্রেম-মন্ত্র +

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সত্য কথাগুলো আপু কাব্যিক কথামালায় সাজিয়ে তুলেছেন। মুগ্ধতা রইল কবিতায়। ++++++

মন ভাঙার শব্দ পেয়েছি কবিতায়!! কষ্টের কারখানা বানিয়ে ফেলেছেন কবিতা!!
কতটা কষ্ট পেলে এমন শব্দ বের হয় মন থেকে তাই ভাবছি।

শুভকামনা জানবেন সবসময়। শুভ হোক আপনার প্রতিক্ষণ

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য পড়ে আমি মুগ্ধ হলাম। আপ্লুত হলাম।
অনেক ধন্যবাদ।

আপনাকেও শুভকামনা ।

৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: এভাবে তো বেঁচে থাকা যায় না; যন্ত্রমানবীর হালকা ব্রেক প্রয়োজন । নগর ছেড়ে কোথাও বেড়িয়ে আসুন ।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

নীলপরি বলেছেন: যন্ত্র মানবী? তেমন হতে পারলে তো ভালোই হোতো! দুঃখ, কষ্ট কিছু থাকত না!
আপনি কবিতা পড়েছেন দেখে খুব ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সত্য বলেছেন, মন যন্ত্র হয়ে গেছে।

তবে যারা কবিতা লিখি তারা এখনও মানুষ রয়ে'ই গেছি। হয়তো কিছু পন্থা যান্ত্রিক হয়ে গেছে, যুগের তাড়নায়। তারপরেও মানুষ।
আর অনেকেই এখন যন্ত্র মানব!!

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

নীলপরি বলেছেন: আমিও একমত আপনার সাথে ।
কবিদের ও একাংশকে যান্ত্রিক মনে হয়।
অনেক ধন্যবাদ।

শুভকামনা ।

১০| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় অনেক ভালো লাগা।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম।
অনেক ধন্যবাদ ।

১১| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৪০

ধ্রুবক আলো বলেছেন: ছবিটা দারুন মানিয়েছে লেখার সাথে।

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নীলপরি বলেছেন: খুশি হলাম। :)
ধন্যবাদ ।

১২| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪৯

ক্ষনিকের ছায়াবাজি বলেছেন: সুন্দর ঘটনা

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের তো মতামত আছে
আলাদা স্বতন্ত্র!
'তেলের শিশি' অটুট , ফেলেছি ভেঙে
আজ গণতন্ত্র !

<<সত্য বলা মহাপাপ এই জমানায়
মিথ্যের ঘেরাটোপে সকলেই লুকায়
হায়! মানবতা! হায় ধর্ম
সকলেই নিখোঁজ, পড়ে মূখোশ বর্ম!


++++++++

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: আপ্লুত হলাম ।
প্লাসগুলো অনেক অনুপ্রেরণা দিল ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৪| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
নীলপরি-ই ই ঈ! :)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: আরে কত্তো ওও দিন পর আসলেন । এতো দিন বাদে আমার ব্লগে মনে করে এসেছেন দেখে খুব ভালো লাগলো । :)


অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৫| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় যুতসই শব্দ সমহারে অসাধারণভাবে
ছোট ছোট কথায় ফুটে উঠেছে যান্ত্রুিকতার যুগে
ব্যক্তি , সমাজ ও জাতীয় জীবনের চিত্র ।
'তেলের শিশি' অটুট , ফেলেছি ভেঙে
আজ গণতন্ত্র !


কবিতায় মুগ্ধ অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: আর আপনার কমেন্ট আমায় মুগ্ধ করলো ।

পাঠ ও মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও অনেক শুভেচ্ছা ।

ভালো থাকবেন ।

১৬| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: 'তেলের শিশি' অটুট , ফেলেছি ভেঙে
আজ গণতন্ত্র !
-- চমৎকার বলেছেন!
অবিশ্বাসের মধ্যে বিশ্বাস মিশিয়ে
পড়েছি প্রেম-মন্ত্র
মনকে তাই ফেলেছি ভেঙে
হয়েছি যন্ত্র!
- এ কথাগুলোও।
কবিতার বিষয় চয়ন খুবই প্রাসঙ্গিক এবং সমসাময়িক। কবিতায় ভাল লাগা + +
প্রথম মন্তব্যটা (চাঁদগাজী) বেশ চমকপ্রদ হয়েছে।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪০

নীলপরি বলেছেন: আপনার উৎসাহপূর্ণ মন্তব্যে অনুপ্রেরণা পেলাম । খুব ভালো লাগলো ।

আসলে ছবিটা বিষয়বস্তুর সাথে মানানসই করে দিতে চেয়েছি । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.