![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
একটা সকাল -
শিশির ভেজা ঝরা পাতা শোনায় কথাকলি
আমি সেই সকালের হাত ধরে চলি!
২।
একটা সকাল -
হিমেল হাওয়া
স্পর্শে জাগায় শিহরণ
অজানা আছে
কাল রাতে
কাদের ছিল অরন্ধন!
৩।
একটা সকাল -
স্মাইলিং ফেসে সূর্য্য-স্যর
লাগছেন আহ্লাদে আটখানা
আনন্দের রসদ যোগাচ্ছে
তাঁর ঘোড়া সাতখানা!
হাসির সেই উত্তাপ
টের পাইনি আমি
তাই বকছি প্রলাপ!
৪।
একটা সকাল-
মেঘের সাথে রোদের লুকোচুরি
সমস্ত কিছু ভুলতে লাগে
তোমার কেবল একটা তুরী!
৫।
একটা সকাল-
সাত-সতেরো আমার অভিমান
জেনেছিলাম, আমার প্রতি
তোমার নেই কোনো টান!
৬।
একটা সকাল-
আকাশ জুড়ে পোয়েটিক বাদল
বেজে ওঠেনি কোনো মাদল!
নিখুঁত আছে ওয়াটারপ্রুফ কাজল
হাওয়ায় দুলছে দিদুভাইয়ের আঁচল!
৭।
একটা সকাল-
দেখি আকাশের মুখভার
কেমন আছি
তা জানার
তোমার নেই দরকার!
৮।
একটা সকাল-
মেঘলা আকাশ
অনুভবে তোমার
নিদারুণ অভিঘাত
শিখতে পারিনি
করতে প্রত্যাঘাত!
কি আছে
বেদনার সাশ্রয়
খুঁজে পেলাম
গালিবের আশ্রয়!
৯।
একটা সকাল -
টাপুরটুপুর, ঝমঝমাঝম
বৃষ্টির জলমিছিল
চলতে গিয়ে ধরাশায়ী
জীবন-পথ বড়োই পিচ্ছিল!
১০।
একটা সকাল -
মেঘের ছায়া
লাগছে মিস্টি-মুধুর
থাকতে চাই
খুশিতে ভরপুর!
মনখারাপকে রাখবো
আজ বন্দী
বৃষ্টিকে করবো
আমার সঙ্গী!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
নীলপরি বলেছেন: আর বেশ কিছুদিন পর আজ সকালে আপনাকে দেখে আমারও খুব ভালো লাগলো ।
আপনার মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সকাল ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
মৌমুমু বলেছেন: শুভ সকাল আপু।
খুব সুন্দর লিখেছেন প্রতিটি।
ভালেলাগা রইল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো দিদি ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও আপনাকেও শুভ সকাল ।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
রায়হানুল এফ রাজ বলেছেন: সকাল বেলা আপনার অনুকাব্য পরে অনেক ভালো লাগলো। শুভ সকাল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও আপনাকেও শুভ সকাল ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহা সুন্দর হৈসে, মাঝে মাঝে ইংরেজী শব্দগুলায় মজা পাইসি ||
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
নীলপরি বলেছেন: আরে , সকালবেলা ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো ।
ইংরেজী শব্দগুলো হঠাৎ খেয়ালে লেখা ।
কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে উৎসাহ পেলাম ।
শুভকামনা ও শুভ সকাল ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
জাহিদ অনিক বলেছেন: শুভ সকাল
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও আপনাকেও শুভ সকাল ।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: একটা সকালের কাব্য ভাল্লাগছে, নীলপরি!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭
নীলপরি বলেছেন: একটা সকালের কাব্য আপনার ভালো লেগেছে জেনে সকালবেলা আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সকাল ।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিগুলোও সুন্দর! বোঝা যাচ্ছে নীলপরির দিনকাল ভালোই যাচ্ছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১
নীলপরি বলেছেন: সে কি ? সবগুলো পড়ে এরকম মনে হোলো ? আমি কি কিছুই বোঝাতে পারিনি ?
ভালো কি আর যায় ? তবে ভালো রাখার আপ্রাণ লড়াই । না-ভালো লাগাকে বিনা যুদ্ধে জমি ছাড়বো না ঠিক করেছি !
কি বলেন ? চিন্তাধারা ঠিক আছে তো ?
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৮
নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সকাল ।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
সুমন কর বলেছেন: ছবির সাথে মিল করে সকালের অণুকাব্যগুলো সুন্দর হয়েছে।
শুভ দুপুর।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭
নীলপরি বলেছেন: কবিতার সাথে ছবিগুলোও গুরুত্ব দিয়ে দেখেছেন জেনে খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
এখন আবার সকাল ।
তাই শুভকামনা ও শুভ সকাল ।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
সোহানী বলেছেন: আমার এ ধরনের ছড়া খুব ভালোলাগে... বেশি পড়তে হয় না....হাহাহাহাহা পড়ার আগেই শেষ তারউপর কোন প্যাচ নেই......
প্যাচবিহীন ছড়ায় +++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সকাল ।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯
নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে উৎসাহ পেলাম ।
শুভকামনা ও শুভ সকাল ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
সকালের কবিতা রাতে পড়ছি। তবে আমেজ আর আবহ কিন্তু প্রতিটার তাজা। কবির কাব্যে শুধুই মুগ্ধতা!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি মুগ্ধ হলাম ।
তবে আমেজ আর আবহ কিন্তু প্রতিটার তাজা। -- এই লাইনটা অনেক অনুপ্রেরণা দিল ।
অনেক ধন্যবাদ ।
তবে এখন আবার সকাল ।
তাই শুভকামনা ও শুভ সকাল ।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২০
ডঃ এম এ আলী বলেছেন:
সকালের সবগুলি কবিতা ভাল লেগেছে ।
সকালের রোদ দেখা হয়ে উঠেনা প্রায়ই ।
ফজরের নামাজের পরে হালকা ঘুম দিয়ে
উঠে দেখি সুর্যিমামা উঠে গেছে অনেক
উপরে । কবিতাগুলি পাঠে তাই পেলাম
সাত সকালের অনেক আবেশ ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
নীলপরি বলেছেন: আর সকালবেলা আমি আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম ও আপনাকেও অনেক শুভেচ্ছা ।
শুভ সকাল ।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
অনেকেই সুন্দর ইত্যাদি বলছেন; কিন্তু আমার মনে হয়, যখন যেভাবে ইচ্ছা-পদ্যগুলোর আবেদন বিশীক্ষণ থাকবে না; আরো ভাব, আরো ছন্দ, আরো অর্থপুর্ণ করার চেস্টার দরকার
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫১
নীলপরি বলেছেন: অবশ্যই আমি চেষ্টা করবো ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সকাল ।
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৬
Khorshed Mahmud বলেছেন: অনেক সুন্দর লিখেন আপনি
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সকাল ।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
সাইফুর রহমান খান বলেছেন: সুন্দর হয়েছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সকাল ।
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: সকাল নিয়ে মিষ্টি কবিতায় আমি শেষের পাঠক !
কবিতা সুন্দর হয়েছে+
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১
নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে উৎসাহ পেলাম ।
শুভকামনা ও শুভ সন্ধ্যা ।
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১
আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
একটা সকাল....
লিখেছেন,
অনেক কথার ফুলঝুরি
আসলে -
জীবনকে নিয়ে হয়না লুকোচুরি
বুঝতে হয়, দেখতে হয়, হয় জানতে
তবেই সকালের রোদ লাগে
জীবনের আঁচলপ্রান্তে ।
এমন সকালের ছবি সবাই আঁকে ......
সব সকালকেই তবুও
মানুষ কি কখনও মনে রাখে !!!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪
নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন । কাব্যিক মন্তব্য ভালো লাগলো ।
শুভকামনা ও শুভ সন্ধ্যা ।
১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল। সুন্দর +
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬
নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে উৎসাহ পেলাম ।
শুভকামনা ও শুভ সন্ধ্যা ।
২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীলপরীর সকল সকালে ঘুরে এলাম
ভালোই লাগলো। ধন্যবাদ চমৎকার সব
সকালের জন্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯
নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সন্ধ্যা ।
২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
উম্মে সায়মা বলেছেন: একটা সকাল কাব্যময় হয়ে গেল ভালো লাগল আপু
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০
নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম দিদি ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সন্ধ্যা ।
২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একটা সকাল পৃথিবীতে সুখের বার্তা নিয়ে আসুক।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১
নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সন্ধ্যা ।
২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০
অশ্রুঝরা বলেছেন: খুবই ভাল লিখেছেন..।। ভালো লাগল..।।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২
নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ও শুভ সন্ধ্যা ।
২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
অশ্রুঝরা বলেছেন: শুভ রাত্রি..।।☺☺
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
নীলপরি বলেছেন: হুম । আপনাকেও শুভ রাত্রি ।
২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
অর্ক বলেছেন: উপভোগ্য! শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা।
২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ভালো লাগার মতো আধুনিক কবিতা। গ্রেট আপু
একটা সকাল -
শিশির ভেজা ঝরা পাতা শোনায় কথাকলি
আমি সেই সকালের হাত ধরে চলি!
একটা সকাল -হিমেল হাওয়া, স্পর্শে জাগায় শিহরণ
অজানা আছে , কাল রাতে কাদের ছিল অরন্ধন!
একটা সকাল -
স্মাইলিং ফেসে সূর্য্য-স্যর লাগছেন আহ্লাদে আটখানা
আনন্দের রসদ যোগাচ্ছে তাঁর ঘোড়া সাতখানা!
হাসির সেই উত্তাপ টের পাইনি
আমি তাই বকছি প্রলাপ!
একটা সকাল-মেঘের সাথে রোদের লুকোচুরি
সমস্ত কিছু ভুলতে লাগে
তোমার কেবল একটা তুরী!
একটা সকাল-সাত-সতেরো আমার অভিমান
জেনেছিলাম, আমার প্রতি তোমার নেই কোনো টান!
একটা সকাল-
আকাশ জুড়ে পোয়েটিক বাদল
বেজে ওঠেনি কোনো মাদল!
নিখুঁত আছে ওয়াটারপ্রুফ কাজল
হাওয়ায় দুলছে দিদুভাইয়ের আঁচল!
একটা সকাল-দেখি আকাশের মুখভার
কেমন আছি তা জানার তোমার নেই দরকার!
একটা সকাল- মেঘলা আকাশ
অনুভবে তোমার নিদারুণ অভিঘাত
শিখতে পারিনি করতে প্রত্যাঘাত!
কি আছে বেদনার সাশ্রয়
খুঁজে পেলাম গালিবের আশ্রয়!
একটা সকাল -টাপুরটুপুর, ঝমঝমাঝম বৃষ্টির জলমিছিল
চলতে গিয়ে ধরাশায়ী জীবন-পথ বড়োই পিচ্ছিল!
একটা সকাল -
মেঘের ছায়া লাগছে মিস্টি-মুধুর
থাকতে চাই খুশিতে ভরপুর!
মনখারাপকে রাখবো আজ বন্দী
বৃষ্টিকে করবো আমার সঙ্গী! - অসাধারণ অনুভূতি প্রকাশ করেছেন আপু, এ অমর হয়ে থাকবে সাহিত্য পাতায়। দারুণ সব ভালো লাগার সংমিশ্রণ কবিতার কথামালায়। মনের কথাগুলোই বলে গেছেন কবি, যা সার্বজনীন চিন্তার বহিঃপ্রকাশ। মুগ্ধতা জানবেন আপু, ভালো লাগা রইল কবিতা 'একটা সকাল'-এ।
শুভকামনা আপনার জন্য সবসময়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য পড়ে আমি আবেগে আপ্লুত হলাম । মন্তব্যের প্রতিটা শব্দ আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো । অনেক উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ।
আপনাকেও অনেক অনেক শুভকামনা।
২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫
শায়মা বলেছেন: সকাল আমার খুবই প্রিয়!
সকাল নিয়ে তাই কাব্যটাও অনেক অনেক ভালো লাগলো!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
নীলপরি বলেছেন: শুনে অনেক উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: সব গুলোই সুন্দর বেশ !
তবে দশম টা সব চাইতে সেরা ,এবং জীবনের মূলমন্ত্র ও বটে _
একটা সকাল -
মেঘের ছায়া
লাগছে মিস্টি-মুধুর
থাকতে চাই
খুশিতে ভরপুর!
মনখারাপকে রাখবো
আজ বন্দী
বৃষ্টিকে করবো
আমার সঙ্গী!
লেখায় ভালোলাগা পরি ।