নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

প্রেম থেকে মুক্তি হয়নি আজও

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯






অনুরাগ দেখে ভেবেছিল সে নতজানু হয়েছি
প্রেমাঞ্জলী দিয়ে উপেক্ষার তীব্র যাতনা পেয়েছি!

বীতরাগের ,তারও কারণ থাকবে হয়ত কিছু
আমি চলেছিলাম তার দেখানো স্বপ্নের পিছু!

স্বপ্ন ভাঙলেও কি এমন আর ক্ষতি !
চোখজুড়ে শুধু সেই থেকে যায় যদি?

কি হবে মান-অভিমান লালন করে রেখে ?
তারচেয়ে হৃদয় থাকুক বিরহতাপ মেখে!

মৃত্যুর চেয়েও বেশী প্রেমের মৃত্যুর শোক
তাই ভালোবাসায় ভরে আছে নিষ্প্রাণ চোখ!

না থাকলেও তার কাছে কিছুই চাওয়া
প্রেম থেকে মুক্তি হয়নি আজও পাওয়া!


কিছু কথা - এই কবিতাটা সহব্লগার ও কবি নাঈম জাহাঙ্গীর নয়নের Click This Link মিনতি কবিতাটা পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা । তাই বিশেষ কৃতজ্ঞতা ও ঋণ রইলো তাঁর কাছে ।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: সবাই এত সুন্দর সব কবিতা গল্প লিখছে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: আর প্রথমেই আপনার মন্তব্য পেয়ে আমি মুগ্ধ হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় আমিও মুগ্ধ , শুধু ভাবছি এত কম কথায় কিভাবে প্রকাশ হয় যতসব তাত্বিক কথা, যে গুলির অর্থ লিখতে গেলে ভরে যাবে কাগজ দিস্তা দিস্তা ।
শুভেচ্ছা রইল ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

নীলপরি বলেছেন: বরাবরের মতোই আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো । কৃতজ্ঞতা জানবেন । তবে আমার এই লেখাটা সহব্লগার ও কবি নাঈম জাহাঙ্গীর নয়নের কবিতার কাছে ঋণী । তাঁর লেখাই আমায় এই কবিতা লিখতে অনুপ্রাণিত করেছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনার শুভেচ্ছা সযত্নে নিলাম আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মৃত্যুর চেয়েও বেশী প্রেমের মৃত্যুর শোক
তাই ভালোবাসায় ভরে আছে নিষ্প্রাণ চোখ!


দারুণ প্রকাশ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম । তবে লাইক পাইনি ! লাইক কত দূরে আছে সেটা জানতে পারলে ভালো লাগতো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: দারুণ! লিখেছেন, মুগ্ধ হলেম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

সুফি ইবনুসসাবিল বলেছেন:
মৃত্যুর চেয়েও বেশী প্রেমের মৃত্যুর শোক
তাই ভালোবাসায় ভরে আছে নিষ্প্রাণ চোখ!
সুন্দর প্রকাশ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


কোনটা প্রেম, কোনটা আকর্ষণ?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: কীটস্‌এর যে কোট 'টা এখানে দিয়েছি সেটাই প্রেমের সারসত্য । :)
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

জাহিদ অনিক বলেছেন: না থাকলেও তার কাছে কিছুই চাওয়া
প্রেম থেকে মুক্তি হয়নি আজও পাওয়া!


প্রেম থেকে চাওয়া- পাওয়া কোনদিনও মুক্ত হয় না, হবার নয়।


নয়ন ভাইয়ের কবিতার বেশ সুন্দর গোছানো জবাব হয়েছে।

ভাল লাগল।


শায়মা বলেছেন: সবাই এত সুন্দর সব কবিতা গল্প লিখছে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি!!!!!

এখনকার ব্লগারেরা সবাই রুচিশীল ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

এখনকার ব্লগারেরা সবাই রুচিশীল --

একমত ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:


বেশ তো.... তবে তো প্রেমেরই জয় হয়েছে....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।আপনার মতো কবি একথা শুনে অনুপ্রাণিত হলাম ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
চাঁদগাজী বলেছেন:


কোনটা প্রেম, কোনটা আকর্ষণ?


প্রেম হল অভিকর্ষজ বল ;হৃদয়ে হৃদয়ে আকর্ষণ করে !কিন্তু বল ও শক্তি এক জিনিস নয়! শুনতে এক রকম মনে হলেও কারো মাথায় আপেল পড়ে আবার কারো মাথায় তাল !! :P =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: বেশ ! আমিও জানলাম !:)

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:

মৃত্যুর চেয়েও বেশী প্রেমের মৃত্যুর শোক
তাই ভালোবাসায় ভরে আছে নিষ্প্রাণ চোখ!


এ কবিতায় লুকিয়ে আছে হৃদয়ের যত অব্যক্ত কথা !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: জাহিদ অনিক বলেছেন: না থাকলেও তার কাছে কিছুই চাওয়া
প্রেম থেকে মুক্তি হয়নি আজও পাওয়া!


প্রেম থেকে চাওয়া- পাওয়া কোনদিনও মুক্ত হয় না, হবার নয়।


নয়ন ভাইয়ের কবিতার বেশ সুন্দর গোছানো জবাব হয়েছে।

ভাল লাগল।


শায়মা বলেছেন: সবাই এত সুন্দর সব কবিতা গল্প লিখছে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি!!!!!

এখনকার ব্লগারেরা সবাই রুচিশীল ।


রুচিহীনেরা আসলে ধোলাই করবার জন্য আমি ওয়াশিং মেশিনে পাউডার দিয়ে স্যুইচ অন করে রেখেছি!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: দারুন কাজ করছেন ! অভিনন্দন ! :)

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

জাহিদ অনিক বলেছেন: শায়মা বলেছেন: রুচিহীনেরা আসলে ধোলাই করবার জন্য আমি ওয়াশিং মেশিনে পাউডার দিয়ে স্যুইচ অন করে রেখেছি!

আমি ব্যাকাপ পাওয়ার সাপ্লাইএর জন্য জেনারেটর রেডী করে রাখছি, ওয়াশিং মেশিন এক মুহূর্তের জন্যও বন্ধ হতে দেয়া যাবে না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: বেশ ! :)

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: @ জাহিদ সাহেব; আমি রুচিহীনও আবার ওয়াটার প্রুফও! আমাকে ধোলাই করা এতো সহজ না, তাইলে আমার কি হবে !! :P
এক কাজ করুনঃ কন্ট্রোল প্যানেলের মাধ্যমে ফাস্ট সাইকেলের টাইম, রোটেশন স্পিড, ট্যাম্পারেচার ইত্যাদি নির্ধারণ করে দেন, সেই অনুযায়ী মোটর ঘুড়তে থাকবে এবং পানি গরম হবে। মেটালিক ড্রামটিও ঘুড়তে থাকবে। ড্রামটিতে রুচিহীনদের তুলে দিবেন । দেখুন ধোলাই হয় কিনা। =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নীলপরি বলেছেন: ব্যপক আইডিয়া ! :)

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

জাহিদ অনিক বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:

এক কাজ করুনঃ কন্ট্রোল প্যানেলের মাধ্যমে ফাস্ট সাইকেলের টাইম, রোটেশন স্পিড, ট্যাম্পারেচার ইত্যাদি নির্ধারণ করে দেন, সেই অনুযায়ী মোটর ঘুড়তে থাকবে এবং পানি গরম হবে। মেটালিক ড্রামটিও ঘুড়তে থাকবে। ড্রামটিতে রুচিহীনদের তুলে দিবেন । দেখুন ধোলাই হয় কিনা। =p~


- হবে না, আপনাকে ওয়শিং মেশিনের মধ্যে দিয়ে দিলে মটরের ব্লেড ভেঙে যাবে, জেনারেটরের লোড কমে যাবে, ফ্লাক্স বাড়বে না। ব্যাক ইএমএফ বাড়তেই থাকবে। পাওয়ার ফ্যাক্টর শূন্য থেকে কমে মাইনাসে চলে যাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

নীলপরি বলেছেন: চিন্তার বিষয় ! :|

:)

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভাবনার প্রকাশ।
অসাধারণ কাব্য গড়েন আপনি। ভাব-সংকোচ করা এক একটা লাইন একেকটা রচনা হয়ে যাবে ভাব-সম্প্রসারণ করলে।

আমার লেখাটি ধন্য হয়েছে আপু, পেয়েছে উপযুক্ত জবাব।
অনেক প্রেরণার অনেক উৎসাহের অনেক আন্তরিকতার প্রকাশ কবিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের।

ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল। যারা ভালোবাসে তারা ভালোবাসার জয়েই জয়ী সবসময়।

শুভ হোক আপনার প্রতিক্ষণ।
শুভ কামনা আপনার জন্য সবসময়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নীলপরি বলেছেন: আমার কবিতাটা জবাব না । আপনার কবিতাটাই অনুপ্রেরণা দিয়েছে আমায় এই কবিতা লেখার । অসাধারণ লিখেছিলেন আপনি কবিতাটা ।
হুম । একমত আপনার সাথে । ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভকামনা ।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জাহিদ ভাই, শায়মা আপু, শাহরিয়ার কবীর ভাই আপনাদের মন্তব্যগুলো বেশ মজা লাগলো।

চাঁদগাজী ভাইয়ের মন্তব্যটা বেশ ভাবুক

তবে, জাহিদ ভাইয়ের রুচিশীল জবাবাটা ফাটাফাটি

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

নীলপরি বলেছেন: হুম ! সহমত ! :)

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমে পড়া
অকালে মরা,
মেলে না মুক্তি;
মূল্য দিতে হয় চড়া!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

নীলপরি বলেছেন: মাত্র কয়েক লাইনেই খুব সুন্দর প্রেমের ব্যাখ্যা দিয়েছেন । ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

এই আমি রবীন বলেছেন: Love & Religion এ দুটাই সাংঘাতিক!
পদ্য চমত্কার!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কাব্য পড়ে হিন্দি গানটাই মনে পড়ল..

ইশক বিনা ক্যায়া জিনা ইয়ারো
ইশক বিনা ক্যায়া মরণা ইয়ারো..

এই আশিকানাই বুঝি সৃস্টির টান... টেনে চলেছে অবিরাম..........

+++++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: ইমলি সে খাট্টা ..............ইশক ইশক.......

গানটা আমারো খুব ভালো লাগে !

এই আশিকানাই বুঝি সৃস্টির টান... টেনে চলেছে অবিরাম..........

খুব ভালো বলেছেন । আর প্লাস পেয়ে আমিও একটু আশিকানি পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

উম্মে সায়মা বলেছেন: বাহ ভালো লাগল.....
জাহিদ অনিক ভাইয়া, শায়মা আপু আর শাহরিয়ার কবীর ভাইয়ের মন্তব্যগুলো পড়ে মজা লাগলো =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে কবিতা-পাল্টা কবিতায় চাঞ্চল্যতা ফিরে আসবে।

ভালোলাগা জানিয়ে গেলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

চোখজুড়ে শুধু সেই থেকে যায় যদি? +।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমায় উৎসাহিত করলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

দীপংকর চন্দ বলেছেন: মনছোঁয়া!!!

শুভকামনা জানবেন। অনেক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




কবিতার শরীর জুড়ে প্রেমের কাছেই নতজানু হওয়ার গন্ধ । অথচ - অনুরাগ দেখে ভেবেছিল সে নতজানু হয়েছি
এও কি তবে অনুরাগের অনুরাগ ? তাই কি কবিকে লিখতে হয় --কি হবে মান-অভিমান লালন করে রেখে ? !!!!!!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

নীলপরি বলেছেন: অনেকদিন পর আপনার কাছ থেকে লাইক পেয়ে খুব খুশি হলাম ।

অনুরাগ দেখে ভেবেছিল সে নতজানু হয়েছি ।

আসলে নতজানু হওয়া প্রেমের কাছে । প্রেমই সম্বল । কিন্তু প্রেমের জন্য কারো কাছে ভিখারি হওয়া পছন্দ নয় । :)


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

রায়হানুল এফ রাজ বলেছেন: দারুণ।
+++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: না থাকলেও তার কাছে কিছুই চাওয়া
প্রেম থেকে মুক্তি হয়নি আজও পাওয়া!

প্রেম থেকে মুক্তি হয়নি আজও পাওয়া! এই লাইনে- প্রেম থেকে হয়নি আজও মুক্তি পাওয়া -লিখাটাই উত্তম ছিল।
ভাল হয়েছে কবিতা।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৮| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ভাল লাগা + + ।
এক কথায় চমৎকার বললে মনে করি কমই বলা হবে। অসামান্য, অসাধারণ হয়েছে আপনার এ প্রেমানুভূতির কবিতা। দুটো দুটো করে পংক্তিতে ভারী ভারী সব প্রেমবোধের কথা বলে গেলেন, প্রত্যেকটি কাপলেটই পাঠকের মনে পৃথক পৃথক ছবি এঁকে গেছে। শেষের চরণদুটো বেশী ভাল লেগেছে।
বেশ কিছু পাঠকের মন্তব্য পড়ে আমিও মুগ্ধ হয়েছি, যার উল্লেখ অন্যান্য পাঠকেরা করে গেছেন। এবারে যাচ্ছি আপনার দেয়া লিঙ্কে, নাঈম জাহাঙ্গীর নয়ন এর মিনতি কবিতাটা পড়তে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো । কৃতজ্ঞতা জানবেন ।
হুম ওনার লেখাটা পড়ুন । ভালো লাগবে । আমার এই লেখাটাও সহব্লগার ও কবি নাঈম জাহাঙ্গীর নয়নের কবিতার কাছে ঋণী । তাঁর লেখাই আমায় এই কবিতা লিখতে অনুপ্রাণিত করেছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.