নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তখন স্বপ্নেরা ঘুমের দরজায় কড়া নাড়ে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১









যখন মোহন চাঁদ নেমে আসে পুকুর-জলে
ঝিঁঝিঁপোকারা একসাথে গুনগুন করে
মহুয়াফুল আবেশ ছড়ায় কোকিলার চোখে
নিবিড় আবেগে ডেকে ওঠে কোকিল
তখন স্বপ্নেরা ঘুমের দরজায় কড়া নাড়ে!



যখন ক্লান্ত বিষাদের মড়ক থমকে দাঁড়ায়
মন আওড়ায় ছন্দসী কবিতা
শুভ্র ঐরাবত-মেঘ উঁকি দেয় জানলায়
বেপরোয়া দখিণা বাতাস ওড়ায় এলোকেশ
তখন স্বপ্নেরা ঘুমের দরজায় কড়া নাড়ে!



যখন ভরদুপুরে নেমে আসে শ্রাবণ-সন্ধ্যা
জলের ধারাপাতে ভেজে বায়সকন্যা
অতীত ছুটে আসে দিগন্তরেখা পেরিয়ে
আলতো ছোঁয়ায় মুখ ঢাকে লজ্জাবতীলতা
তখন স্বপ্নেরা ঘুমের দরজায় কড়া নাড়ে!

মন্তব্য ৭৬ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্বপ্নরাজ্যে হারিয়ে যাওয়া খুবই আনন্দের।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




কেউ যখন কবিতা লেখে
সে লেখায় যদি ছন্দ থাকে,
অর্থের জেল্লা যেথায় কেবল বাড়ে
তখন মনের কবাটে কেউ কড়া নাড়ে !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

নীলপরি বলেছেন: কিন্তু আমার এই লেখায় তো ছন্দ নেই । এই লেখা মনের কবাটে কড়া নাড়তে সক্ষম হয়েছে কি ? চিন্তায় পড়ে গেলাম । :(

তবে আপনার মন্তব্যটা খুব সুন্দর হয়েছে । ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্বপ্নের রঙ্গে রাঙ্গানো শব্দরা একঝাক সাদা কবুতরের মতো দীগন্ত মাতিয়ে কবিতার রূপ; সুখ পাঠ ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


বক্তব্য কি কে জানে, তবে ছন্দ ও কথাগুলো স্নিগ্ধতা ছড়াচ্ছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: বক্তব্য আর কি ? পাঠক যেভাবে নেবেন সেটাই বক্তব্য । আপনি স্নিগ্ধতা খুঁজে পেয়েছেন জেনে খুবই ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।

তবে ছন্দ মানেই কিন্তু শব্দের অন্ত্যমিল নয় ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: বুঝলাম স্যর ।

আবার আসার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

আবারো শুভকামনা ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

ভাইরাস-69 বলেছেন:
কবিদের কল্পনার জগত হল স্বতন্ত্র এবং তারা যা প্রকাশ করেন,তা তার ব্যক্তিত্ব।
তাদের ভাবুুকতা সকলকেই আকৃষ্ট করে,মুগ্ধ করে। পাঠককে চিন্তার দিকে নিয়ে যায়।
আপনার কবিতাটি বেশ কয়েক বার মনোযোগ দিয়ে পড়লাম।পড়ে অনেক ভাল লাগল,
তবে একটু ছন্দ পতন সমস্যা মনে হল, যদিও এ বিষয়টা আমার ভুলও হতে পারে।কারণ আমি কবি নই।
তবে আপনার কবিতা লেখার হাত অসাধারণ।
লিখতে থাকুন। শুভ কামনা রইল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে মুগ্ধ হলাম । আরে , আমিও তো শুধু মনের এলোমেলো কিছু শব্দ লিখি । আপনারা কবিতা বললেই তা কবিতা হয় ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: শুনে আমারো ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া লাইক প্রদান করা হইল। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১

নীলপরি বলেছেন: লাইক পাইয়া প্রীত হইয়াছি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মেলা দিন স্বপ্ন দেখি না; স্বপ্ন দেখতে ভুলে গেছি হয়তো। ভাবছি নীলপরির ওখান থেকে কিছু স্বপ্ন ধার করা যায় কি না!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: ধারের কোনো দরকার নেই । আপনি যে স্বপ্নকে ডাকার কথা ভেবেছেন এতেই ঠিক স্বপ্নেরা চলে যাবে আপনার কাছে । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

সোহানী বলেছেন: অনেক অনেক ভালোলাগা নীলপরি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: আপনার ভালোলাগা পেয়ে আমারো খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

ওমেরা বলেছেন: সুন্দর হয়েছে কবিতা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক সুন্দর কবিতা।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:





ভাল লাগার সমস্ত অনুভব কাব্য স্বপ্নে ছড়িয়ে পড়েছে! চমৎকার!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

নীলপরি বলেছেন: আপনার মতো কবি এই স্বপ্নীল অনুভবগুলোকে চমৎকার যে মর্যাদা দিয়েছেন তাতে আমার খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭

ডঃ এম এ আলী বলেছেন: চোখের ভেতরে চোখ এই হল স্বপ্ন দেখা ,
মানুষ কেবলি স্বপ্ন দেখে , কতক স্বপ্নের অর্থ আছে আবার কতক স্বপ্নের কোন অর্থই নেই ।
ঘুমের মধ্যে দেহ থেকে বের হয়ে আসা আত্মা ঘুরে বেড়ায় চারপাশের জগতে।
মস্তিস্ক কখনো চায় না থাকতে থেমে । ঘুমে থেকে ,স্বপ্নের মাধমে সে তার কাজ চালিয়ে যায়।
ঘুম আগে না স্বপ্ন আগে কে কার দরজায় কড়া নাড়ে সে এক বিশাল ভাবনার ব্যপার বৈকি ?
তবে কোনটা অআগে পরে সে যাই হোক , জীবনধারণের জন্য স্বপ্নের বিশেষ কিছু তাৎপর্যতো সবসমই থাকে ।
স্বপ্ন কোন এলোমেলো ঘটনাপুঞ্জ নয়। স্বপ্নের সাথে আমাদের আবেগীয় স্মৃতির গুরুত্বপূর্ণ সংযোগতো অবশ্যই আছে।
আমাদের নিত্যদিনের অভিজ্ঞতার সাথে স্মৃতি এবং আবেগ একটি সেতু দিয়ে যুক্ত।
এই সেতু নিয়ন্ত্রণের কাজ হলো সুন্দর সুন্দর শব্দের গাথুনী দিয়ে কবিতা লেখা ।
স্বপ্নময় এই কবিতাটি দিয়ে সুন্দরভাবে গড়েছেন জীবন জগত ও চারিপাশ্বিঁকতা ।
কবিতায় +++++ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: হুম স্বপ্ন নিয়ে অনেক বিশ্লেষণ আছে ।তাই আপনার মন্তব্য পড়ে একটা ইচ্ছে জাগলো । যদি সম্ভব হয় তবে আপনার কাছ থেকে স্বপ্নের বিভিন্ন আঙ্গিক নিয়ে একটা পোষ্ট আশা করছি ।

আপনার মন্তব্য পেয়ে বরাবরের মতোই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আহা অতিমনোরম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা অনেক ভাল লাগল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম ও ৩য় প্যারা সুন্দর হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর হয়েছে কবিতা +।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

রেবন্ত বলেছেন: ভালো লেগেছে। শুভকামনা রইলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

মলাসইলমুইনা বলেছেন: কোনো নির্জন দুপুরে যখন ঝিরি ঝিরি বাতাসের সাথে ঝরা পাতা সুর তোলে, বা কোনো নিঃঝুম বৃষ্টির দিনে, অথবা আলোয় ভেসে যাওয়া কোনো পূর্ণিমা রাতে তখনোতো তখন স্বপ্নেরা ঘুমের দরজায় কড়া নাড়ে ! নাড়ে না ? আরেকটু কেন লিখলেন না কবিতায় | শুধু মনে হচ্ছে শেষ হয়েও হইলো না শেষ ! অনেক ভালোলাগা ছোট কবিতাটা একমাইল লম্বা হলেও ভালো লাগতো সেটাই বলতে চাইলাম কিন্তু শুধু |

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: শেষ হলে তো অ্যারাবিয়ান নাইটস এর রাজা রানীর গর্দান নিয়ে নেবে ! তারচেয়ে বরং আবার শুরুর পরিসরটা থাক । :)
হুম আমি বুঝেছি আপনার বক্তব্য । তাই তো অ্যারাবিয়ান নাইটস এর হাজার কাহিনীর রানীর কথা মনে আসলো । আপনাদের এই উৎসাহটাই আমার একমাত্র অনুপ্রেরণা ।
এতো সুন্দর একটা মন্তব্য পড়ে খুব ভালো লাগলো । উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাব্যের মহুয়া নেশাবিষ্টতা টুকু রয়েই গেল :)

স্বপ্নের রেশ যেন জিইয়ে রইল অন্তহীন

মুগ্ধ ভাল লাগা
++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

নীলপরি বলেছেন: সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতা কল্পনায় যেন ভেসে বেড়াচ্ছে স্বপ্নরা ! ভাল লেগেছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

নীলপরি বলেছেন: উৎসাহের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা আপু। +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম দিদি । অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

রুফাইদা তারান্নুম বলেছেন: স্বাপ্নিক না হলে বুঝি কবি হওয়া যায় না!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

নীলপরি বলেছেন: কবি হতে গেলে স্বাপ্নিক হতে হয় কিনা জানি না । তবে অনেক প্রতিষ্ঠিত কবি আছেন যারা অন্যের স্বপ্নকে মাড়িয়েছেন । ইতিহাস বলছে একথা ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: শব্দ চয়ন অসাধারন!আর ভাবনাটি স্বপ্ন দেখার গাইড লাইন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন:

ভালো লাগছে কবিতা। কেমন একটা মায়া আছে--
একটা মায়াবী আবেশ আছে--------

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

নীলপরি বলেছেন: সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, সত্যতা ঘেরা কথামালা!
ঘুম তখনই চোখে ভর করে, যখন মন ক্লান্ত হয়, যখন চিন্তাজগত আটকা পড়ে গভীরভাবে কোন তৃপ্তি বা বিষণ্ণতায় ভরে উঠে সময়, অথবা স্তব্ধ হয়ে যায় মন।(আমার ব্যক্তিগত অভিমত) তখন সত্যি যেন স্বপ্নরা ঘুম ডেকে আনে চোখে স্বপ্ন ভেলায় ভাসাবে বলেই।

অনেকদিন পর আপনার কবিতা পড়ে গেলাম। এই মুগ্ধতা প্রকাশ করবো কিভাবে! আপনার কবিতা সবসময় অল্পতে অনেক কিছু বুঝিয়ে যায়, আজও স্বপ্নের ভেলায় ভেসেছি, পড়তে পড়তে দৃশ্যপট সাজিয়েছি কল্পনায়।
গ্রেট আপু।

শুভ হোক আপনার প্রহরগুলো সবসময়

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩

ডঃ এম এ আলী বলেছেন:
পহেলা ফাল্গুন


আজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটেছে ,পাখীও গাইছে
বসন্তের এই মাতাল সমীরণে ।
- পল্লী কবি জসিম উদ্দিন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

নীলপরি বলেছেন: অফুরান ধন্যবাদ জানবেন ।

আপনাকেও শুভকামনা ও শুভেচ্ছা ।

সেই সাথে উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি এখনো কল্পনার জগতে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

নীলপরি বলেছেন: আমার ডেস্টিনি বোধহয় এটাই স্যার ! কি আর করবো ?





উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:১৪

হাফিজ বিন শামসী বলেছেন:
কবিতা পড়ে সত্যি চোখ মুদি আসছে ঘুমপরি থুককু নীলপরি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পর পরীর কবিতা পড়লাম! ভাল/মন্দ কোনটাই বুঝতে পারতেছি না, তবে পড়তে ভাল লাগছে। ছবিটাও খুব সুন্দর! আমি পড়ার সময় আন্দাজ করার চেষ্টা করছিলাম, কল্পনার জগত কি আসলেই এমন সুন্দর হয়?

এনিওয়ে, সম্ভবত আপনি অসুস্থ ছিলেন এই ধরনের একটা কথা পড়ছিলাম কোন এক জায়গায়! যদিও শিওর না, তবে এখন কেমন আছেন?

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নীলপরি বলেছেন: অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে আমারো খুব ভালো লাগলো ।

বাস্তব যখন মনমতো হয় না তখন কল্পনার জগতকে সুন্দর ভাবতে ক্ষতি কী ? :)

ঠিকই শুনেছেন । এখনো পুরোপুরি সুস্থ বলা যায় না । তবে বেটার আছি । খোঁজ নিলেন দিকে ভালো লাগলো । অবশ্য আপনি ব্লগে সকলের প্রতিই আন্তরিক । আমিও আপনার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

আপনি কেমন আছেন ?

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।


৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

আখেনাটেন বলেছেন: ঘুম, স্বপ্ন, মেঘ, উড়াউড়ি কিংবা আরো কিছু পাবার অাশায় হতাশা। হুম; সুখী মানুষের যাপিত জীবন।

আচ্ছা, অসুখী মানুষের জীবনে স্বপ্নগুলো কীভাবে কড়া নাড়ে?

ভালো লেগেছে শব্দের বুনন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

নীলপরি বলেছেন: অসুখী মানুষের জীবনে স্বপ্নগুলো এভাবেই কড়া নাড়ে । সুখী মানুষ তো সুখেই ব্যস্ত থাকবে । তার আর স্বপ্ন দেখার টাইম কোথায় ? :)

আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

অপ্রকাশিত ভদ্র পোলা বলেছেন: সব কিছুই সুন্দর, কিন্তু বানান গুলোর প্রতি খেয়াল রাখতে হবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: আমি তো জানি ঠিকই লিখেছি । তাও কোন বানান গুলো একটু বলুন প্লিজ

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

নূর-ই-হাফসা বলেছেন: কি সুন্দর কথা গুলো । আমার খুব ভালো লেগেছে ।
যখন ভরদুপুরে নেমে আসে শ্রাবন সন্ধ্যা ,এই লাইন পড়ে বৃষ্টির মুহূর্ত খুব মিস করছি ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।



শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।

৩৮| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর একটা কবিতা পড়লাম। কবির নাম, কবিতা ও ছবি - সবগুলোই মিলে মিশে একার্থবোধক হয়ে গেছে বলে মনে হলো।
প্রতিটা স্তবকের শেষ দুটো করে লাইন মন ছুঁয়ে গেলো! ৩২ নং প্রতিমন্তব্যটাও।
এছাড়া আরো অনেকগুলো মন্তব্যের উত্তর খুব সুন্দর করে দিয়েছেন। ভাল লাগলো।
আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন তো?
সুন্দর এ কবিতাটিতে ২৭তম ভাল লাগা + +

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: আপনার অনুপ্রেরণামূলক মন্তব্য ও কবিতায় ২৭তম ভাল লাগা পেয়ে ভালো লাগলো ।

হ্যাঁ , এখন সুস্থ আছি স্যর । মাঝে মাঝে সামন্য অসুবিধা হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে । তেমন কিছু নয় ।

খোঁজ নিলেন দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.