নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা অমর

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৪










ব্যস্ত শহর যখন গুটিসুটি মেরে ঘুমের হাত ধরে
মেঘ তখন চাঁদের সামনে
কৃষ্ণাভ উত্তরীয় উড়িয়ে
জানান দেয় তার উপস্থিতি
অ-রূপকথার পাতা থেকে উঠে
এসে বসি একলা
একা বারান্দায়
মুঠোফোনএ বেজে চলে
আমন আলীর মলহার
স্মৃতিভ্রমর হুল ফোটায়
টের পাই হৃদয়ের রক্তক্ষরণ
রামধনু রঙা শব্দগুলো
এই আলো-আঁধারির থই-থইতে
রঙ হারায়
যন্ত্রণাবিদ্ধ চোখে দেখি
গাছের পাতার নৃত্যনাট্য
মনের গহীনে জীবন মন্থণে ওঠা নীল বিষাদের স্রোত বয়ে যায়
চোখের কোনের ক্ষরিত প্লাবন প্রশ্ন করে
কতটা ভালোবাসলে জল বাষ্প হয়ে
আকাশে ছুটে যায়?
ঠিক সে সময়ে মেঘ তুই
শরীর ভাঙা এক টুকরো জল
ফেলে বলিস ' ভালোবাসা অমর '!

মন্তব্য ৭৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১

বিজন রয় বলেছেন: ভালবাসা অমর হতে হলে কি হৃদয়ে রক্তক্ষরণ অত্যাবশ্যক??

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: অনেকদিন পর প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । তবে একি কঠিন প্রশ্ন ? তাও আপনার মতো একজন অসাধারণ কবি করলেন ! একেবারে বাউন্সার লাগছে আমার কাছে ! :(

যাক , আমার উত্তর হ্যাঁ । শ্রী চৈতন্যও কৃষ্ণনামে রাধার মতোই ব্যকুল ছিলেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা । :)

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৮

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: অমর ভালোবাসা ভালো লাগলো।

শুভেচ্ছা নিয়েন।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩১

নীলপরি বলেছেন: আপনি পড়েছেন দেখে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম । আর আপনাকেও শুভেচ্ছা

৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

অচেনা হৃদি বলেছেন: চোখের কোণের ক্ষরিত প্লাবন প্রশ্ন করে
কতটা ভালোবাসলে জল বাষ্প হয়ে আকাশে ছুটে যায় ? :(

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

সিগন্যাস বলেছেন: একা বারান্দায়
মুঠোফোনএ বেজে চলে

এই ধরনের কবিতায় "মুঠোফোন" এর মতো এক যান্ত্রিক অপ্রাকৃতিক শব্দ বসিয়ে কবিতার পরিবেশটার বারোটা বাজিয়ে দিলেন।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: আপনি যত্ন করে কবিতা নিয়ে ভেবেছেন দেখে ভালো লাগলো । তাই "মুঠোফোন" শব্দটা আপনার যান্ত্রিক লেগেছে বলে আমি দুঃখিত ।
আসলে আমি নিজেও মোবাইলে আমন আলির সরোদের সুর শুনে থাকি । বর্ষা ঋতু ,আমন আলি আর মলহার আমার কাছে এক দারুণ কম্বিনেশন । তাই এভাবেই পরিবেশ তৈরী করতে চেয়েছিলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগা কাব্য :)

যতই ক্ষরণ হোক, আর জল বাষ্প হয়ে উড়ে যাক
শরীর ভাঙা এক ফোটা জলেই যে ভালবাসা!
ভালবাসার আপেক্ষিকতায়
তার সৌন্দর্য, বৈচিত্র, রহস্য আর আকর্ষ :)

++++

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৭

নীলপরি বলেছেন: আর আপনার এতো সুন্দর কাব্যিক মন্তব্যে আমি ভালোলাগায় ভেসে গেলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৭| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৫

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৮| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩১

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!

১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

নাজিম সৌরভ বলেছেন: দারুণ ! আক্ষরিক অর্থেই এটি একটি আধুনিক কবিতা, আধুনিক কবিতার ভাব, গতি, নৈরাশ্য সব বৈশিষ্ট্য এই কবিতায় ফুটে উঠেছে । ধন্যবাদ নীলপরি ।

১২ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: আমি নিজেই কবিতার গ্রামার বুঝি না। শুধু ভাবনাগুলো শেয়ার করি আপনাদের সাথে। তবে আপনার কাছ থেকে কমপ্লিমেন্টটা পেয়ে ভালোই লাগলো। :)
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১০| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগছে

১৩ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৫

নীলপরি বলেছেন: অনেক কৃতজ্ঞতা

শুভকামনা

১১| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

স্বচ্ছ দর্পন বলেছেন: ভালো লেখা ।আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো

১৩ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৭

নীলপরি বলেছেন: হুম , যাবো ।

পড়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১২| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৩| ১১ ই জুন, ২০১৮ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:০৪

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমায় অনুপ্রেরণা দিল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৪| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কতটা ভালোবাসলে জল বাষ্প হয়ে
আকাশে ছুটে যায়?


প্রশ্নটা আমারও।

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:০৭

নীলপরি বলেছেন: একই প্রশ্ন শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৫| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা ভালোবাসাময় হয়েছে। + +

১৩ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৬

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ১২ ই জুন, ২০১৮ রাত ২:২৫

সমূদ্র সফেন বলেছেন: আমন আলীর মলহার কি ?
এটা কি কোন সঙ্গীত ?

১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:০৪

নীলপরি বলেছেন: হুম । মলহার সঙ্গীতের রাগ বিশেষ ।

আমন আলী খান - প্রখ্যাত সরোদ বাদক ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৭| ১২ ই জুন, ২০১৮ রাত ৩:২৮

জাহিদ অনিক বলেছেন:

কখনো কখনো মানুষের মন মেঘের মতই; এই তার তুলায় ভাসা আবার এই তার কালাপাহাড় !

মেঘের শরীর ভেঙে এক বুন্দ জল এসে জানান দিয়ে গেল, ভালোবাসা অমর। চমৎকার !
ভালোবাসার এমন জলজ, নীরদ বিশ্লেষণ ভালো লাগলো।

শুভেচ্ছা।

১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৩

নীলপরি বলেছেন: আর আমার ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটা ।

কখনো কখনো মানুষের মন মেঘের মতই -- একেবারেই । একমত ।

অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম এবং আপনাকেও শুভেচ্ছা ।

১৮| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।বিশেষ একজনকে ভালো না বেসে সবাইকে ভালোবাসতে চেষ্টা করুন ।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: আমি এটুকু বলতে পারি যে আমি চেষ্টা করি কাউকে ঘৃণা না করতে ।

আবারও আসার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৯| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৪

সাহসী সন্তান বলেছেন: কবিতার শেষ তিন লাইনকে কেন জানি না একটু অসামঞ্জস্য বলে মনে হইল। এটা আমার বোঝার দূর্বলতাও হইতে পারে। তবে এমনিতে খুব ভাল হইছে...

'কতটা ভালোবাসলে জল বাষ্প হয়ে আকাশে ছুটে যায়?' -কবিতার বেস্ট লাইন এইটা! এই কবিতা আমি লিখলে হয়তো শিরোনাম এইটাই ঠিক করতাম! কারণ, শুধু বেস্ট লাইনই নয় বরং প্রশ্নটা আমারও!

কবিতায় ভাল লাগা! শুভ কামনা পরী!

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:১১

নীলপরি বলেছেন: প্রথমেই বলি আপনার সুন্দর মন্তব্য খুব ভালো লাগলো ।

আর আপনার কোনো দুর্বলতা নেই । আপনারা এই যে নিজেদের সময় খরচ করে ফিডব্যাক দিয়ে আমার লেখাকে স্বীকৃতি দেন , এটা যে আমার কাছে কতোটা তা বলে বোঝাতে পারবো নাহ । আসলে আমি কবিতা তো ঠিক লিখতে পারিনা । শব্দ দিয়ে একটা ভাবনাকে আঁকার চেষ্টা করি মাত্র । তাও ঠিকমতো পারিনা । তাই দুর্বলতা আমার ।

জল বাষ্প হয়ে আকাশে ছুটে গিয়ে তো মেঘ-শরীরে মেশে । মেঘ আবার জল হয়ে নেমে আসে । দেহ ভিন্ন । আত্মা এক । কিছুটা এরকম বোঝাতে চেয়ে লাইন গুলো লিখেছি । তবে পাঠকের নিজের মতো ভাবনার অবশ্যই স্বাধীনতা আছে ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা নিলাম এবং আপনাকেও শুভকামনা।

২০| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: সহজ, সুন্দর ও সরল ভাষায় খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমায় অনুপ্রেরণা দিল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২১| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৯

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: দারুণ! সহজ-সরল উপস্থাপন!

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২২| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নীলপরি।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৩| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১:২৪

সাব্বির হোসেন তেওলা বলেছেন: অমর ভালোবাসা ভালো লাগলো। কবিতা ভাল লেগেছে নীলপরি।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১১

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৪| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হৃদয় ছোঁয়া কথামালা, বিষণ্ণতার মুহূর্ত গুলো যেন ভেসে আছে কাব্যে, ভালো লাগলো তখনো ভালোবাসা ঠিকই আছে যেন।


লোকে বলে, পুড়ে পুড়ে খাঁটি হয় সোনা
আমি বলি, পুড়ে শুধু মন পুড়ে ভালোবাসা কখনওই পুড়ে না।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: লোকে বলে, পুড়ে পুড়ে খাঁটি হয় সোনা
আমি বলি, পুড়ে শুধু মন পুড়ে ভালোবাসা কখনওই পুড়ে না।
--

খুব সুন্দর বলেছেন কথাটা । একেবারে খাঁটি কথা ।

আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৫| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

অালপিন বলেছেন: সুন্দর+++++++

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৬| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:



ভালোবাসা অমর । শুধু রূপান্তর হয় এক পাত্র থেকে অন্য পাত্রে !

মেঘ কবিতা ভাল লেগেছে ।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লাগা্য় আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৭| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



মেঘের শরীর ভাঙা একটুকরো জল....
চমৎকার রূপকল্প ।


সহব্লগার সিগন্যাস খারাপ কিছু বলেন নি । পড়তে গিয়ে আমারও সেরকমটাই মনে হয়েছিলো । সিগন্যাস যেন আমার কথাটিই বলে গেলেন ।
যদিও আপনি এর একটা ব্যাখ্যা দিয়েছেন তবুও মনে হয় "মলহার" শোনার জন্যে অন্য কোনও মাধ্যম ( শব্দ ) ব্যবহার করতে পারতেন যা এই কবিতাটিকে নিখুঁত করতে পারতো ।

শুভেচ্ছান্তে ।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নীলপরি বলেছেন: রূপকল্প আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।
আপনার বক্তব্য বুঝলাম । আমি চেষ্টা করবো স্যর ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৮| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭

ম্যাড মাক্স বলেছেন: কবিতা ভাল লাগলো। আপু, কারো কারো ভালবাসা অমর নয়। কিছু কিছু মানুষের ভালবাসা ১ দিন স্থায়ী হতে পারে।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৯| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার নতুন গান সেই ভুলের-ই জন্য কিছুক্ষণ আগে গেয়েছি। একবার শুনবেন সময় হলে।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নীলপরি বলেছেন: হুম । শুনেছি । নোটিফিকেশন পেয়েছেন বোধহয় ।
শুভকামনা :)

৩০| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫

জুন বলেছেন: ভালোবাসা এখন আর অমর নয় নীলপরি । এক সময় মনে হয় ছিল। তবে কবিতা ভালো হয়েছে +

১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: সময় ? সে তো একই থাকে । তবে আপনি ঠিক বলেছেন । স্বার্থটা বড় বেশী করে দেখা যায় ।
কবিতা আপনার ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৩১| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক নীলপরি :)

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ । :)

আপনাকেও বিলম্বিত ঈদের শুভেচ্ছা । আশাকরি আপনার ঈদ খুব ভালো কেটেছে ।

৩২| ১৯ শে জুন, ২০১৮ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতায় অনেক কথা, অনেক অনুভবতা

২২ শে জুন, ২০১৮ সকাল ৭:২৩

নীলপরি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩৩| ২৩ শে জুন, ২০১৮ রাত ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: প্রেমের মার জলে ডোবে না ..... :D


কবিতা ভালো লিখেছেন।।

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:১৬

নীলপরি বলেছেন: আমিও তেমনই জানি । একমত বন্ধু ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩৪| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

শব্দের গাঁথুনিতে জলের বান!

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:১৭

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্যটা ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩৫| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ একটি কবিতা লিখেছেন। শেষ চৌদ্দ লাইনের প্রতিটি খুবই হৃদয়স্পর্শী হয়েছে। আমি অভিভূত!
মেঘ তার শরীর ভাঙা এক টুকরো জল ফেলে বলে 'ভালবাসা অমর' - এ কথাটার গভীরতা অপরিসীম। + +
বেদনা সকল উত্তম কাব্যের প্রসূতি।
শিরোনাম এবং ছবিটাও সুন্দর- আলাদা উল্লেখের দাবী রাখে।

২৭ শে জুন, ২০১৮ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: আর আপনি সবসময়ই অসাধারণ মন্তব্য করেন স্যর । কারণ আপনার প্রতিটা মন্তব্যেই স্নেহ , মমত্ব মিশে থাকে ।আপনি খুব যত্ন করে লেখাগুলো পড়েন যা আমায় খুব অনুপ্রাণিত করে ।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৫৭

লোনার বলেছেন: কুর'আন এবং বিজ্ঞান দুটোই বলে যে, এই মহাবিশ্বে সৃষ্টির কোন কিছুই অবিনশ্বর নয় - বরং সবকিছুই মরে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে.....।
তবু ভালোবাসা "অমর" শুনতে/বলতে আমাদের ভালোই লাগে - মিথ্যা জেনেও!

আপনার পোস্ট পড়ে, একটা গানের/কবিতার দু'টো লাইন হঠাৎই মনে আসলো একযুগ পরে:

"......এত ভালোবাসা, সখী, কোন হৃদে বলো দেখি-
কোন্‌ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার ।...."

৩০ শে জুন, ২০১৮ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: ভালো আপনার মন্তব্যটা । তবে "অমর" শুনতে/বলতে আমাদের ভালোই লাগে - মিথ্যা জেনেও! -- এটার সাথে একমত হতে পারলাম না ।
ভালোবাসা খুব শক্তিশালী । আমার বিশ্বাস ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩৭| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:০১

রাকু হাসান বলেছেন: বাহ! সহজ সরল ভাষায় কত সুন্দর একটি কবিতা । নতুন কবিতা পড়ার তৃষ্ণা পেয়ে বসলো .... শব্দগুলো যেন গৃদয়ে আলতো ছুঁয়ে যাচ্ছিলো আমি যেন আরাম পাচ্ছিলাম । ভালবাসি কবিতা তোমায় ......... ++

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.