নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ডাকছে তোর নন্দিনী

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৩








ভরদুপুর
ঝামুর-ঝুমুর
বৃষ্টির ধারাপাত
স্মৃতিরা করলো কুপোকাত!

ঝলকানিতে
ধমকানিতে
বিদ্যুতের হুঙ্কার
মন মেনেছে হার!

দুই পনিটেল-এ
সাইকেল বেল-এ
সেইসব বিকেল
বেপরোয়া হোতো আক্কেল!


ভেজা মাঠ
তোর ঠাঁট
পায়ের ফুটবলে
সেখানে গিয়েছি চলে!


মনে পরে তোর?
চোখে লাগতো ঘোর
লুকানো চাহনি
বুঝতো না-বলা কাহিনী!


একই সুরের অনুরণনে
তীক্ষ্ণ -কাঁপন দুটি মনে
পাখির শিসে
প্রেম ছিল মিশে!


এই হৃদয়
কথা কয়
চালায় সন্ত্রাস
তোর বাঁ-পায়ের পাস!


জলজ আরশি
কাদামাখা জার্সি
চালাচ্ছে হুকুমত
পাবো না জামানত!

তোলাপাড়
মেঘমল্লার
ডাকছে সুদূর
ফেলে আয় ব্যস্ত-পুর!

নিউমেরিক্যাল
স্ট্যাটিস্টিক্যাল
তুই ভোল
পায়ে সুর তোল!


মেঠো-বাঁশি
মনভাসি
স্মৃতির হাতছানি
ডাকছে তোর নন্দিনী!

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন:




ফুটবলমাঠ, ফুটবল প্রেম!! বড়ই সৌন্দর্যময়! +++

আবার আসছি কবি...

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । প্লাসে অনুপ্রেরণা পেলাম ।
হুম । অবশ্যই আসুন । আপনার অপেক্ষায় রইলাম কবি ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা

২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:



স্মৃতিময়। প্রেমময় কাব্য।
ভাল লেগেছে কবিতা। সুন্দর ছন্দ।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে আমি আপ্লুত ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা

৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৫

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।
পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভকামনা

৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা দারুণ লিখেছেন+

পড়ে ভালো লেগেছে বন্ধু।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: আপনি দারুণ বলায় আমি অনেক উৎসাহ পেলাম বন্ধু ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা :)

৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বেশ তো । বৃষ্টি তে ভিজে ফুটবল খেলতে দারুন পছন্দ করতাম। সে কথা মনে পড়লো। :) সুন্দর +

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: আমার কবিতা পড়ে আপনার স্মৃতি মনে পড়েছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা

৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন:
অঞ্জন দত্তের একটা গান মনে পড়ে গেল-

সত্যিকারের প্রেম জানিনাতো কি সেটা
জাচ্ছে জমে হোম টাস্ক রঞ্জনা
লাগছেনা ভালো আর মেট্রো চ্যানেলটা
কান্না পাচ্ছে সারারাত


কবিতা ভালো লেগেছে নীলপরী।

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: আমার লেখা পড়ে আপনার এই প্রখ্যাত মানুষের কথা মনে পড়েছে শুনে আমি আবেগে ভাসলাম।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে ভালো লেগেছে।
সহজ সরল আবেগ কবিতায় ঢেলে দিয়েছেন।
দশে সাত দিলাম।

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

নীলপরি বলেছেন: ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: অন্য রকম এবং সুন্দর।

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: আপনার এই কথায় অনেক অনুপ্রেরণা পেলাম।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসার কাহিনী

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

নীলপরি বলেছেন: তেমনই চেষ্টা করেছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় বাল্যকালের আবহ খুঁজি পাচ্ছি। স্মৃতিরা ডালাপালা গজিয়েছে ।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

নীলপরি বলেছেন: স্মৃতিরা ডালাপালা গজিয়েছে । --

আপনার এই কথাটা আমায় ভীষণরকম ভাবে অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৪

সনেট কবি বলেছেন: সুন্দর ছন্দ।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

নীলপরি বলেছেন: খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

স্রাঞ্জি সে বলেছেন: বৃষ্টিতে ফুটবল খেলতে আমার খুবই পছন্দ।

চমৎকার কাব্য।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপু সুন্দর কবিতা হয়েছে ++

শুভেচ্ছা নিয়েন।

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নীলপরি বলেছেন: খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা

১৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৪

ভুয়া মফিজ বলেছেন: ছোটবেলায় একটা ছড়া আমার খুব প্রিয় ছিল; প্রথম লাইনগুলো ছিল এই রকম,

ছিপখান তিন দাড়
তিনজন মাল্লা,
চৌপর দিনভর
দেয় দুর পাল্লা।

আপনার ছড়াটাও তেমনি লাগলো। শৈশব মনে করিয়ে দিলেন!

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০০

নীলপরি বলেছেন: বাহ ! আপনার শৈশব মনে এসেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

সাহসী সন্তান বলেছেন: সম্ভবত সুকুমার রায়ের কিছু কবিতা পড়ছিলাম অনেকটা এই ধরনের। ছোট থাকতে ‘পাল্কির গান’ নামক একটা কবিতা পড়ছিলাম সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। সেই কবিতাটাও অনেকটা এইরকম...

পালকি চলে!
পালকি চলে!
গগন- তলে
আগুন জ্বলে।

স্তব্ধ গায়ে
আদুল হায়ে
যাচ্ছে কারা
রৌদ্র সারা!

ময়রা মুদি
চক্ষূ মুদি,
পাটায় বসে
ঢুলছে কষে।

দুধের চাছি
শুষছে মাছি
উরছে কতক ভনভনিয়ে,
আসছে কারা হনহনিয়ে?

হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক দুপুরে
ধায় হাটুরে!

কুকুর গুলো
শুঁকছে ধুলো
ধুকছে কেহ
ক্লান্ত দেহ....
(আর মনে নেই) :(

আর নন্দিনী নামটা আমার খুবই ফেভারিট। আমি কমেন্ট বক্সে শিরোনামে নামটা দেখেই মন্তব্য করতে আসছিলাম। আর এসেই দেখি কবিতাটা আপনার লেখা! খুব সুন্দর হইছে পরী!

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০

নীলপরি বলেছেন: আরেএএএএ , এতোটা মনে আছে ? কবিতাটা আমিও পড়েছি । এতোটা মনে ছিল না । আপনারটা পড়ে মনে এলো ।

আর নন্দিনী নামটা আমার খুবই ফেভারিট। -- ভীষণ ভালো লাগলো কথাটা শুনে । কারণ লেখার একটা শব্দও যদি পাঠকের পছন্দের সাথে মিলে যায় তবে তা খুবই অনুপ্রাণিত করে । আর সেই পাঠক যদি আপনার মতো লেখক হন , তবে আনন্দে ভেসে যেতে হয় ।

কবিতায় আপনার ভালো লাগা পেয়ে উৎসাহিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা নিলাম আর আপনাকেও শুভ কামনা

১৬| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: স্মৃতির ঝাপটায় কুপোকাৎ হয়ে লেখা ছন্দময় কবিতা সুন্দর হয়েছে, ভাল লেগেছে। + + +
পঞ্চম, ষষ্ঠ আর শেষের স্তবক তিনটে খুব ভাল লেগেছে। বাকীগুলোও ভাল হয়েছে।
বিশ্বকাপ আর বৃষ্টি- দুটোই চলছে, সুতরাং কবিতাও বেশ জমে উঠেছে। আর পাঠকদের প্রত্যেকের তো নিজ নিজ স্মৃতি রয়েছেই!!!

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: ' বিশ্বকাপ আর বৃষ্টি'ই এই কবিতার অনুপ্রেরণা । এই প্রেক্ষাপটে আপনাদের জন্য আমার ছোট্ট উপহার ।

আপনার মন্তব্য পড়ে খুবই উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর +++

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: বরাবরের মতোই আমাকে অনেক অনুপ্রেরণা দিলেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
স্মৃতিতে ভরপুর
কতকথা প্রেম আর সূখের
দারুন ছড়ায় অভিষেক এবার
পেলাম সামুর নতুন ছড়াকার :)

+++

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে বিমুগ্ধ হলাম ।

পেলাম সামুর নতুন ছড়াকার -- এই কমপ্লিমেন্ট পেয়ে তো আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:০২

ডঃ এম এ আলী বলেছেন: অনন্যসাধারণ ছোট ছোট দুই এক শব্দের পংক্তিমালায় রচিত কথার জাদুস্পর্শে শিল্পমণ্ডিত হয়ে উঠেছে- কবিতা হয়ে উঠেছে আন্তরিক। ছোট ছোট আবেগী বিষয় নিয়ে লেখা কবিতায় সুপ্রিয় কবির লেখনীর মুন্সিয়ানায় ছোট বস্তুসমূহ পাঠকের মনের কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্বকাপানো ফুটবলের এ ভরা মৌসুমে আবেশাচ্ছন্ন পায়ে বুট, মাথায় চোট মানুষদের মনের চাহিদার কাছাকাছি পৌঁছে গেছে কবিতার বাণী । প্রচ্ছদ ছবি হয়েছে চমতকার , কবিতাশৈলীর রুপটি হয়তবা বাংলা কাব্যধারার প্রচলিত প্রেক্ষাপটকে কিছুটা বদলে দিতে পারবে বলে মনে হচ্ছে ।
শুভ কামনা রইল

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যের অভাব বোধ করি সবসময় ।তাই অনেকদিন বাদে আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে তাই খুব ভালো লাগলো ।
আপনার কথাগুলো আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.