নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

একে অন্যের ঘ্রাণ নিচ্ছে নিঃশ্বাস , প্রশ্বাস!

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০




শিল্পী -- A. Rastogi


জীবন-বীমার কিস্তি সাজাই
চাই না করতে ভুল
এমন সময় পাঠিয়ে দিলি
একগুচ্ছ ফুল!


যখন ছাড়াতে চাই
আমি কবিতা থেকে হেঁয়ালি
তুই ,কেনো তখনই শব্দ-নৌকার
নোঙর বেঁধালি!


পুরানো ইমারতের গায়ে
দেখি , লেপ্টে আছে রক্তাক্ত-প্রেম
তুই দেখাস , উঠনে ঝরেছে
শিশিরের হেম!


যতো আমি পা'য়ে-পা'য়ে
দুঃখের হাত ধরে চলি
তুই ততো নিয়ে যাস
'গালিবের' গলি!



হারায় রাখালিয়া সুর
গুমরে মরে রাধার অভিমান
তুই বলিস , পাখিরা গাইছে
ভালোবাসার গান!



ঝর্ণার শীতল ছোঁয়ায়
পাহাড়ের বুকে ওঠে শিহরণ
বোঝালি , অশ্রু-ভেজা পথেই আসে
প্রেমিক সুজন!




বৃষ্টির নির্নিমেষ মুখরতায়
নিবিড় থেকে নিবিড়তর আহবান
বাতাসের ছন্দে নেচে উঠছে
ভেজা গোলাপবাগান!



আত্মার বন্ধন অমর
সুদৃঢ় তাই ভালোবাসার রাশ
একে অন্যের ঘ্রাণ নিচ্ছে
নিঃশ্বাস , প্রশ্বাস!

মন্তব্য ৫৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

এ.এস বাশার বলেছেন: কবিতায় ভাল লাগা.......
সুন্দর ছন্দ মিতালি.........

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: প্রথমেই এতো সুন্দর মন্তব্য পড়ে ভীষণ উৎসাহ পেলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

অচেনা হৃদি বলেছেন: ভালো লাগলো ! ++
:)

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

৩| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬

স্রাঞ্জি সে বলেছেন: নিতে থাকুক স্বর্গীয় শ্বাস।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: নিতে থাকুক স্বর্গীয় শ্বাস। --

ভীষণ ভালো লাগলো কথাটা ।

অনুপ্রাণিত হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

৪| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।


জীবন বীমার মতিঝিলের অফিসে গিয়েছিলাম। খুবই নোংরা অফিস।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

নীলপরি বলেছেন: মানুষের মনই এতো নোংরা যখন , তখন আর অফিস! এমন হাল তো হবেই !:(

কবিতা আপনার সুন্দর লাগায় প্রীত হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা :)

৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: পাশে থাকা মানেই কাছে থাকা নয় রে!

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন ।

পাশপাশি হাটা মানেই , একসাথে চলা নয় ।
ধন্যবাদ

৬| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

কাওসার চৌধুরী বলেছেন:


"ব্যতিক্রমী একটি কবিতা,
আছে তাতে প্রাণের ছোঁয়া"

কবিতায় ভাল লাগা রইলো B:-)

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১১

নীলপরি বলেছেন: "ব্যতিক্রমী একটি কবিতা,
আছে তাতে প্রাণের ছোঁয়া"
--

খুব সুন্দর লাগলো এই কথাটা ।
কবিতায় আপনার ভালো লাগা পেয়ে উৎসাহ পেলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

৭| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: নীলপরি,কবিতা পড়ে ভাল লাগল।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।

প্রেরণা দিলেন ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

৮| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কবিতার ধরনটা বদলে যাচ্ছে! নতুন স্টাইলটা বেশ ভালো লেগেছে! সুন্দর কবিতায় প্লাস!

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩

নীলপরি বলেছেন: নতুন স্টাইলটা বেশ ভালো লেগেছে! --

আপনার এই কথাটা আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

আর প্লাসে তো আনন্দ পেলামই । :)

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

৯| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

নীলপরি বলেছেন: ছবিগুলো কে এঁকেছেন ?

১০| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে উৎসাহিত হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

১১| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বলেছেন: প্রাঞ্জল ছন্দের মিতালি---
পড়লাম, স্বার্থক
খুব সুন্দর লেগেছে

ধন্যবাদ

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

নীলপরি বলেছেন: পড়েছেন জেনে আমারও আমারও খুব ভালো লাগলো ।

আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভকামনা

১২| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


কবিতার পংক্তগুলো শুস্ক কদমফুলে শ্রবানের ধারার মতো

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

১৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সন্ধ্যা আপু,

সহজ সরল কবিতা অত্যন্ত সুন্দর ও সুখপাঠ্য হয়েছে। কবিতার সঙ্গে ছবিটা ভীষণ মানানসই হয়েছে। কবিতায় ভালো লাগা রেখেগেলাম। ++

নিরন্তর শুভকামনা আপনাকে।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৩

নীলপরি বলেছেন: ছবিটাই এই কবিতার অনুপ্রেরণা ।

আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

১৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষ চার লাইনই একটা কবিতা !

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: শুনে ভীষণই ভালো লাগলো ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

১৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



সুন্দর লিমেরিক ।
পৃথিবীটাই এমন । ম্যাটার - এন্টিম্যাটার দিয়ে তৈরী । তাই বৈপরীত্য থাকবেই । এটা হলে তো ওটা হবেনা কিছুতেই ।
যেমন আবেগে চোখের জল ঝরাতে পারবেন , আকাশের চোখে জল আনতে পারবেন না ।

ভালো লাগলো ।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

নীলপরি বলেছেন: সুন্দর লিমেরিক । -- শুনে আপ্লুত ।

আপনিও বরাবরের মতোই সুন্দর বিশ্লেষণ করেছেন । ভালো লাগলো ।

তবে আকাশের চোখে জল আনতে তানসেন পারতেন বলে প্রচলিত । এই ,প্রচারটাও হয়ত কোনো আবেগী মনই শুরু করেছিল । এখন বৃষ্টি হচ্ছে । তাই , মনে আসলো কথাটা!:)
কবিতা পড়ে সবসময় উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

১৬| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫২

অতঃপর হৃদয় বলেছেন: ছবিটা সুন্দর :) সাথে কবিতা আরো সুন্দর।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: ছবিটা এই কবিতার অনুপ্রেরণা ।
খুশি হলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

১৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:২২

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। সুন্দর হয়েছে।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

নীলপরি বলেছেন: একটু অন্যরকম লিখতে চেষ্টা করেছি । তাই কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

১৮| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন ।

পাশপাশি হাটা মানেই , একসাথে চলা নয় ।
ধন্যবাদ


মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: আবারো আসার জন্য আপনাকেও আবার অনেক ধন্যবাদ।
শুভকামনা

১৯| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
একই বাঁধনে বাঁধা ভুবনে
বুঝিনিতো আগে - - -
একি শিহরন জাগালে অনুভবে
মনে রিনিঝিনি বাজে :)

কবিতা পড়ে মনে এলো ;)

+++

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য আমায় বিমোহিত করলো । খুব সুন্দর হয়েছে লাইন গুলো ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২০| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



এভাবেই ভালবাসা বীজবুনুক প্রতিটি শোণিতধারায়...


বেষ্ট কাব্য!

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

আখেনাটেন বলেছেন: বাহ, সুন্দর কিছু পঙক্তির সমাহার বর্ষার নিনাদে রিনিঝিনি করে বেজে উঠেছে যেন।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: আপনার এতো সুন্দর মন্তব্য পড়ে আমার মনটাও রিনিঝিনি করে বেজে উঠল । অনুপ্রাণিত হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০

তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা।

পঙক্তিগুলোতে +

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: খুব খুশি হলাম ।



আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো আপু,

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো ।

সবসময় উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

কুঁড়ের_বাদশা বলেছেন:

জীবন মানেই যন্ত্রণা !!!!!!!!!!!! ;)


আধুনিক কবিতা সুন্দর হয়েছে!!! ;)

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: একেবারে ঠিক বলেছেন ।

কবিতা পড়ে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২৫| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

নূর আলম হিরণ বলেছেন: শব্দ গুলিকে ভালো সাজিয়েছে।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২৬| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আহহ, নাইস ওয়ান নীলপরী :)

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে কতোটা আনন্দ যে পেলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না । এতোদিন বাদে এসে , মনে করে আমার ব্লগে কবিতা পড়লেন বলে ভীষণরকম ভাবে অনুপ্রাণিত হলাম । এই অনুপ্রেরণাটাই আমাকে পরবর্তীর জন্য সাহস দিল । আমি চেষ্টা করবো ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা
আশাকরি ভালো আছেন :)

২৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৯

ধ্রুবক আলো বলেছেন: জীবনে কেউই চাই না ভুল করতে। তবুও ভুল হয়ে যায়।

কবিতায় +++

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । ভুল তবু হয়েই যায় ।

প্লাস পেয়ে বরাবরের মতো অনেক উৎসাহ পেলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

২৮| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

রাকু হাসান বলেছেন:

আমি বেশ কয়েকজন কবি লেখকের লেখায় যেন প্লাস টা বাজেট করা অগ্রিম । আপনি ও তাঁদের মধ্যে একজন। মানে একটা বিশ্বাস ও নির্ভরতা অর্জন করেছেন আপনারা লেখার মাধ্যমে । কবিতা ভাল্লাছে :-B

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে এই কমপ্লিমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো । :)
উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.