নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

লোভী হয়ে গেছি

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩১







বড় বেশী লোভী হয়ে গেছি
শুধু ফন্দি-ফিকির করে বেড়াই বাঁচার
নিজের সাথে চালাকী করে যাই
আঁজলা ভরে আলো ধরতে চাই!




বকুলফুলের মায়া-গন্ধে আবিষ্ট হয়ে গেছি
ইচ্ছে-বাতাস কেবলই ছুঁয়ে যাচ্ছে মন
আপ্যায়ন করে পেয়েছি যে ক্ষত
হৃদয় খোঁজে জাদুর প্রলেপ তার
বুঝিনি এখনো , দুনিয়ায় কে কার ?



বড় বেশী লোভী হয়ে গেছি
ভুলিনি তাকে যে ভুলেছে আমায়
তাকিয়ে দেখি , বৃষ্টি ভেজা যমুনায়
রাধার জীবন ভরা শুধু বেদনায়!

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:



বৈষ্ণব আসবে বলে মেঘেরডাক শুনি... কবিতা সত্যবতী! তাকে ঝড়তেই হবে...

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে অনুপ্রেরণা মূলক মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ।
মনে হচ্ছে বাঁচার আরেকটা ফিকির পাওয়া হয়ে গেলো! :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:
লোভী হওয়ায় ভাল।

কবিতায় ভাল লাগা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

নীলপরি বলেছেন: কবিতায় ভালো লাগা পেয়ে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:


রোমান্টিকতা বাড়ছে ক্রমেই

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ।



অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! আপু । কী সুন্দর কথামালা। ++

শুভকামনা জানবেন।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৩

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম ।



অনেক ধন্যবাদ
শুভকামনা নিলাম আর আপনাকেও শুভকামনা

৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাব্যে বর্ণান্তর লোভ সব মানুষের, এতে দোষ দেখছিনা আমি। তবে লোভটাকে যতসম্ভব সহজ সঠিক পথে পূরণের চেষ্টা মহৎ মানুষের কাজ।

বেদনা কেবল রাধার জীবনেই থাকেনা আপু, কৃষ্ণার মনেও মাঝেমধ্যে বেজে উঠে বেদনার সুর।

সুন্দর কবিতা গড়েছেন আপু, ভালো লাগা জানবেন

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৯

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে সঠিক কথাগুলো বলেছেন ।

রাধার প্রেম যে খুবই শক্তিশালী । তাই রাধার বেদনা তো কৃষ্ণকে এক মুহূর্তের জন্য হলেও স্পর্শ করবেই ।

কবিতায় আপনার ভালো লাগা পেয়ে আমি অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৫

রাকু হাসান বলেছেন: কবিতায় আমাদের চিরচায়িত বৈশিষ্ট্য পেলাম । হয়ত আমরা এমন ই ।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: হুম । মানুষ যেভাবে হোক বাঁচতে চায় ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: কিছু লোভ কবির, না হয় থাকুক !!

সুন্দর হয়েছে।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

নীলপরি বলেছেন: তবে থাক ।

প্রকৃতি বিশ্বময় বৈভব ছড়িয়ে লোভের জাল বিছিয়ে রেখেছে । তাতেই আটকে যাওয়া!

কবিতা আপনার সুন্দর লাগায় অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০২

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতায় একরাশ ভাল লাগা ++++++++

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২

নীলপরি বলেছেন: কবিতায় আপনার কাছ থেকে একরাশ ভালো লাগা পেয়ে আমারও ভীষণ ভালো লাগলো ।

উৎসাহ পেলাম ।



অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতা এবং ছবি দু'টাই খুব সুন্দর।

অনেক শুভকামনা।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

নীলপরি বলেছেন:
আপনার কবিতা এবং ছবি দুটোই সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা নিলাম আর আপনাকেও অনেক শুভকামনা

১০| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫২

এ.এস বাশার বলেছেন: কবিতা এবং ছবি দুইটাই অসামান্য ........
অনেক শুভকামনা আপনার জন্য..
কবি ও লেখকরা বেচে থাক যুগ যুগ ধরে....

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

জাহিদ অনিক বলেছেন:

বেঁচে থাকার এই মোহটা ক্রমশই যেন বেড়ে যায়, অন্যান্য মোহ সাময়িক হলেও এটা থেকে যায় আজীবন।
কবিতার গভীরতা টের পেলাম্

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: বেঁচে থাকার এই মোহটা ক্রমশই যেন বেড়ে যায়, অন্যান্য মোহ সাময়িক হলেও এটা থেকে যায় আজীবন। [/sb- --

এই একেবারে ঠিক বলেছেন । এটাই জীবনের অনিবার্যতা ।

আপনার মন্তব্যে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বলেছেন: সুন্দর কথামালা
অপূর্ব

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

নীলপরি বলেছেন:

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.