নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তোকেই ডাকছে আমার মন!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৬










এই বৃষ্টি ভেজা সন্ধ্যায়
চাঁদ হচ্ছে নাস্তানাবুদ
অযাচিত বিশৃঙ্খলা ছয়লাপ
উদাসী বাতাস আনমন
তবু মেঘ , তোকেই
ডাকছে আমার মন!


জল থই-থই পথ
থেমেছে আজ রাজ-রথ
মতলববাজরাও করছে টালমাটাল
মানিয়ে চলছে জনগন
তখন মেঘ , তোকেই
ডাকছে আমার মন!



ছলাৎ-ছল নদীর জলে
ঢুকে পড়ুক বেনোজল
তাথৈ তালে ভিজুক
শুকনো শহর প্রাণপন
তাই মেঘ , তোকেই
ডাকছে আমার মন!




ভেজা গাছের মতন
শিখেছি দাঁড়ানোর মারপ্যাঁচ
আড়ালে রেখেছি আঘাত
ধুতে চাইছি রক্তক্ষরণ
তোকে মেঘ , তোকেই
ডাকছে আমার মন!



মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

অচেনা হৃদি বলেছেন: এই বৃষ্টি ভেজা সন্ধ্যায়; তোকে মেঘ, তোকেই ডাকছে আমার মন! :) +

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

নীলপরি বলেছেন:

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

জেন রসি বলেছেন: আপনার কবিতার রোমান্টিক মুডটা বেশ উপভোগ্য।

কেমন আছেন?

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: আপনার উপভোগ্য লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।
আমি ভালোই আছি ।
আপনি কেমন আছেন ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

নীলপরি বলেছেন: বরাবরের মতোই অনেক অনুপ্রেরণা পেলাম । ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:০৪

রাকু হাসান বলেছেন: কবিতা পড়তেই মূলত এখন ব্লগে ,বিশেষ করে পছন্দের কবিদের ,প্রথম পাতায় না পেলে ,কোন কবির ব্লগ বাড়িতে গিয়ে হামলে পড়তাম , ;) নীলপরি আপু আপনার টা পেয়ে গেলাম :-B ..পড়তে সহজ,আবৃত্তি করতে সহজ-সুন্দর কবিতা 8-|

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: আপনার কথায় আপ্লুত হয়ে গেলাম । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:২৫

মলাসইলমুইনা বলেছেন: প্রচন্ড গরমে হাসফাস আজ আমাদের এখানে পৃথিবী I তারপরেও আপনার কবিতার ভালোলাগাটা ফিল করলাম Iঅনেক ভালোলাগা কবিতায় I

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: প্রচন্ড গরমে হাসফাস আজ আমাদের এখানে পৃথিবী I তারপরেও আপনার কবিতার ভালোলাগাটা ফিল করলাম I -

আপনার এই কথাটা ভীষণ ভালো লাগলো । আর আপনার কবিতা ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

সনেট কবি বলেছেন: সুন্দর হয়েছে।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪২

স্রাঞ্জি সে বলেছেন:

মেঘ আসুক আনন্দের জন্য। কিন্তু বিষাদের জন্য নই।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

নীলপরি বলেছেন: অনেক সময় মেঘ বিষাদকেও পুলকিত করে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

জাহিদ অনিক বলেছেন:

নদীর জল যেন ডাকছে------
ডেকেই চলছে--


কবিতায় ভালোলাগা

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: এতো সুন্দর মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। এসে কমেন্ট না করে থাকতে পারিনি। :)

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: জেনে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা পরিআাপু। আমাদের মনটাও যে ভিজে গেছে। ++

অনেক অনেক শুভকামনা আপনাকে।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

ভ্রমরের ডানা বলেছেন:

পরিপূর্ণ আহব্বানে ভরা কাব্য!

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

চাঙ্কু বলেছেন: মেঘ আসলে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে বন্যা আসবে আর বন্যা আসলে কান্না আসবে! তাইলে আপনি কি কান্না চাচ্ছেন? :-/

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

নীলপরি বলেছেন: নাহ!তবে বৃষ্টি না হলে যে খরা হবে !

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো কাব্যটি ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা
উত্তর দিতে দেরী হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত

১৫| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একবার মনে হলো এটা একটা গানের লিরিক। দু-একটা লম্বা/জটিল শব্দ নরম করে দিলে গানের জন্য ভালো লিরিক। শেষের প্যারাটা, বিশেষ করে 'ভেজা গাছের মতন দাঁড়ানো' উপমাটা অসাধারণ।

সব প্রতিকূলতায়, সব পরিস্থিতিতেই বৃষ্টি বা মেঘ আমাদের মনে শান্তি/প্রেমের প্রণোদনা দেয়। যদিও, মেঘ/বৃষ্টি/পানিতে সাঁতরে বড়ো হয়েছি বলে এসব আমার কাছে কোনো রোমান্স না, নিরেট বাস্তবতা, কখনো-বা বিড়ম্বনা।

শুভেচ্ছা নীলপরি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

নীলপরি বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা
উত্তর দিতে দেরী হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত

১৬| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

সামিয়া আক্তার শেহা বলেছেন: আপনার কবিতার রোমান্টিক ।
আপনার জন্য শুভ কামনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা
উত্তর দিতে দেরী হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.