নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আনন্দ-প্রহার

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭








স্কুলছুট মেঘলা দুপুর ।
সেদিনের সেই দিনটা । তোর সাথে প্রথম দেখা ।
আজও মনে আছে!
প্রাণের বন্ধুই করিয়েছিল পরিচয় ।
আমি তখনও একটু লাজুক । একটুখানি ভীতু।
তোর কাছাকছি যেতে করেছিলাম একটু ইতস্তত!

তোকে প্রথম স্পর্শের অনুভবে ছিল
পুলকিত শিহরণ!
জীবন-সিঁড়ির একধাপ উপরে ওঠার তৃপ্তি!

প্রশ্বাসের পথ বেয়ে তুই প্রবেশ করেছিলি হৃদয়ে
আমার নীল নিঃশ্বাসে ছিল উৎসবের মুখরতা!


তুই সাথে থাকলে নিজেকে মোহময় ভাবি
তোর সাথে মাতাই মজলিশ
তোকে সাথে নিয়ে বোকা শুভকামনার আবেদনকে
ফুৎকারে উড়িয়ে
অহমের সিংহাসনে বসি!


তোর সঙ্গের আনন্দ-প্রহার
এনেছে এই উপসংহার
আজ , তোকে হাতে নিয়ে ভাবছি আমি সিগারেট
কখন খুলবে হাসপাতালের গেট ?





বিঃদ্রঃ--
ছোট্ট প্রশ্ন পুরুষসিংহদের প্রতি - সিংহের মতো স্বভাবের পুরুষদের অবলম্বনের প্রয়োজন হয় কেনো ? কারণ ভালো লাগলো তো সিগারেট ! মন ভালো নেই তো সিগারেট! এমন কী প্রচন্ড অসুস্থ ! তখনও সেই সিগারেট! আর যারা সিগারেট নিতে নিষেধ করে , তাদের মতো নির্বোধ , ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপকারী প্রাণী তো পৃথিবীতে আর কেউ নেই ( এখন অনেকে আমাকে যা ভাবছেন )! এছাড়া ফেবুতে লাইক পেতে সিগারেটের সাথে সেলফির বিকল্প কিছু আছে ? আর সেই ছবিতে যারা লাইক দেয় তাদের চিন্তাধারা বোঝা আমার সাধ্যের বাইরে!
আবার কিছু নারী সিগারেট সেবনকে অতি আধুনিকতা ভাবেন । কিন্তু , পুরুষের ভুলের জুতোয় পা গলিয়ে কতোটা আধুনিক হওয়া যায় ?

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তোরা যে যা বলিস ভাই
সিগারেট আমার চাই ;)

আহা! ইরাম ডসটা দিলেন।
কবিতার পরতে পরতে প্রিয়ার সূখানুভবে প্রথম স্পর্শ প্রথম শিহরনের স্মৃতিতে ঢেউ উঠতে না উঠতেই
বলে কিনা সিগারেট! X(( হুহ!

হপিনানে। অমন করে পাঠককে ঠকানোর বিচার চাই :P
হা হা হা

কবিতা দারুন। আর আহবানও ভাল।
তবে কথা হল কি - - - আহা! সেই সূখ টান! অতুলনীয়!

ভোলা কি যায় সেই অমিয় বানী -
দা লাস্ট কিস অব সিগার - - -
ইজ মোর টেষ্টি দেন এইটিন ইয়ার :-B

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো কবি ।

হপিনানে। অমন করে পাঠককে ঠকানোর বিচার চাই - ঠিকাছে । বিচার চলুক!:)

কবিতা ভালো লেগেছে তো বুঝলাম ।

দা লাস্ট কিস অব সিগার - - -
ইজ মোর টেষ্টি দেন এইটিন ইয়ার

অথচ এই বানী পছন্দ হয়নি । তারমানে এই গরীবের তেমন পছন্দ হয়নি!
অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

স্রাঞ্জি সে বলেছেন: সুন্দর +++

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


শিরোনাম কি "আনন্দ প্রহর" লিখতে চেয়েছিলেন?

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: নাহ , প্রহারই লিখেছে । এই প্রহারে প্রথমে আনন্দ লাগলেও পরে আসল ফলাফল বোঝাযায়!

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

বলেছেন: বাহ

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

রাকু হাসান বলেছেন:

হুম ভাল না হয়ে যাবে কোথায় :-B । স্কুলছুট শব্দটি প্রথম পড়লাম । ভাল লাগছে । চার নাম্বার স্তবক বেশি ভাল লাগলো । শেষ স্তবকে একটা প্রশ্ন,অনিশ্চয়তা এসে গেল ! কবিতার নামটি অদ্ভদ লাগলো ,তবে খারাপ লাগার কোন কারণ নেই । +{++

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা খারাপ লাগেনি শুনে আমার ভীষণ ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

চাঙ্কু বলেছেন: =p~

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: সবে চাকুরীতে ঢুকেছি। একদিন রুমে প্রচন্ড শুকনো লংকা পোড়ার গন্ধে কাশি হতে লাগলো । অথচ গোটা রুমে পিনসাইলেন্স। একজন সিনিয়র কলিগ ছিলেন চেন স্মোকার। উনি সিগারেট ধরালে আর একজন ননস্মোকার বাড়ি থেকে নিয়ে য়াওয়া লংকা পোড়া দিয়ে পাল্টা দিয়েছিলেন। যদিও তাতে বেশ কিছুদিন বম্ধ থাকলেও পুরো বন্ধ হয়নি। বছর তিনেক আগে দুপুরে কাশতে কাশতে হঠাৎ ওনার প্রচুর রক্তবমি শুরু হয়। নিকটবর্তী নার্সিংহোমে গিয়ে তখনকার মত রেহাই পেলেও পরে বিভিন্ন টেস্টে ওনার হার্টে সংক্রামন ধরা পড়ে। জীবনের শেষ সময়ে আর সিগার নিতে হয়নি। বিনিময়ে ২৭ টি ঔষধ ওনার সঙ্গী ছিল।

২ ইউনিভার্সিটিতে মেয়েরা সিগার নিয়ে তাদের সপ্রতিভতার পরিচয় দিত। সেদিক দিয়ে আমার ধারনা বিড়ি / সিগার খেলে যদি আধুনিক হওয়া যায় তাহলে আদিবাসী মহিলারা অনেক স্মার্ট । মুর্খ, গরিবগুরবো মহিলারয় বিড়ে খেয়ে শহরের শিক্ষিত ললনাদের কুপোকাত করতে পারবে, সে বিষয়ে আমি নিশ্চিত ।


শুভকামনা আপুকে।


২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

নীলপরি বলেছেন: আপনার নিজের অভিঙ্গতাটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো । ঠিকই । বাস্তবে এমনটা সবার সাথে না হলেও অনেকের সাথেই তো হয় । তাই সাবধনতা নিতে বলা! তবু মানুষ শোনে নাহ । ইনি যেমন লংকা পোড়াতেও বোঝেননি । দুঃখজনক ।

" ইউনিভার্সিটিতে মেয়েরা সিগার নিয়ে তাদের সপ্রতিভতার পরিচয় দিত। সেদিক দিয়ে আমার ধারনা বিড়ি / সিগার খেলে যদি আধুনিক হওয়া যায় তাহলে আদিবাসী মহিলারা অনেক স্মার্ট । মুর্খ, গরিবগুরবো মহিলারয় বিড়ে খেয়ে শহরের শিক্ষিত ললনাদের কুপোকাত করতে পারবে, সে বিষয়ে আমি নিশ্চিত ।
" --
এইকথাগুলোও ভালো বলেছেন ।

আপনার কথায় উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা সুন্দর। মাঝেমধ্যে দুএকটান মারার বদভ্যাস আছে। সুতরাং, প্রাসঙ্গিক কথাবার্তা উঠলে সুখটানের সাধ নিতে ইচ্ছে করে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: তবে বদভ্যাস না রাখাই ভালো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন সিগারেট প্রসঙ্গে । সেই কতকাল আগে সিগারেট নিয়ে লেখা সুকান্তের লেখা বেশ দীর্ঘ একটি সুন্দর কবিতা পড়েছিলাম । এখন তার সব কথা মনে নেই, তবে সিগারেটের দু:খের কথা কিছুটা মনে আছে । মনে পরে সিরারেট বলেছিল তারোতো কিছু দু:খ আছে , সেওতো কেঁদে মরে, কেন সে নিঃশেষ হবে শুধু পুড়ে পুড়ে ? কারো বিলাসী শোষণের টানে কেন পুড়ে সে ছাই হবে , অপর দিকে সুখ টান দিয়ে কেও নিবিড় হবে গভীর আরামের উত্তাপে । কারো আরামে সিগারেটের এমন করুন মৃত্যু চলবে আর কত কাল ধরে ? আর কতকাল সে সয়ে যাবে তিল তিল করে আয়ু-হরণকারী অপঘাতকে? যদি সিগারেট কোন দিন বলে উঠে থাকবনা শুধু আর কারো আঙুলে কিংবা পকেটে , অসতর্ক কোন মুহূর্তে জ্বলন্ত অগ্নি হয়ে ছিট্‌কে পড়ব ঘাতকের হাত থেকে তার বিছানা কাপড় কিংবা অঙ্গের উপরে , আর নিঃশব্দে হঠাৎ করে জ্বলে উঠে বাড়িসুদ্ধ পুড়িয়ে মারব তোমাকে যেমন করে তুমি পুড়িয়ে মেরেছ আমাকে সেই প্রথম দেখার দিন থেকে । বুঝবে তখন আনন্দ প্রহার কাকে বলে !!!
ভাল লাগল কবিতা ।
শুভেচ্ছা রইল

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই আপ্লুত করে । এটাও সেরকম । সুকান্তের লেখার রেশ ধরে যেভাবে শেষে আমার কবিতার শিরোনাম আনলেন , তাতে আমি বিমুগ্ধ হলাম ।
অনুপ্রেরণা পেলাম ।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিলাম আর আপনাকেও শুভেচ্ছা

১০| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোকে প্রথম স্পর্শের অনুভবে ছিল
পুলকিত শিহরণ!
.........................সিগারেট কি জীবনের চেয়ে ও পুলকিত???
আবার কিছু নারী সিগারেট সেবনকে অতি আধুনিকতা ভাবেন
তাদেরকে নারী বলে মনে হয় না
...................................................................................................................................................................
কবিতায় ভাবনা গুলো মনের দুয়ারে নাড়া দিয়ে যায়। খুব ভালো লাগল।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২২

নীলপরি বলেছেন: সিগারেট কি জীবনের চেয়ে ও পুলকিত? সেটাই জানতে চেয়েছি। সেবনকারীরা বোধহয় সেটাই ভাবেন বোধহয় ।
আপনার মন্তব্য খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: কবিতার মুল সারমর্ম টা মনে হয় বুঝতে পেরেছি।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি নিজেও বিড়ি খাই
এখন বিড়ির বিরুদ্ধে
কিভাবে আন্দোলন করি !! ;)


ভালো লিখেছেন বন্ধু !!

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: আন্দোলন তো আপনাকে করতেই হবে বন্ধু । নাহলে , আমি আপনার বসের কাছে রিপোর্ট করবো । :)



আপনার কথায় উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিগারেট !!!
গিন্নীর ঝগড়ার প্রধান টপিক!! =p~

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯

নীলপরি বলেছেন: তারমানে ঝগড়ার কারণটা আপনার হাতে । তবে হাত থেকে সেটা সরিয়ে ফেলুন । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

শামচুল হক বলেছেন: আহারে সিগারেট কিছু বলার নাই -- - -

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: আহারে সিগারেট ? তবে , এখন আমিই বা কী বলি ?
অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১৫| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: আমি ভাবতাম এক আমিই বুঝি বেশী রোমান্টিক আর ভালোবাসা পাগল এখন দেখি আরও একজন আছে ;) যাই হোক, ভালোবাসা ভালো নয় এই কথাটিতো ঠিক নয় :P

চমৎকার প্রেমের কবিতা, নীলপরি আপু ।

এমন সুন্দর একটি প্রেমের কবিতায় সিগারেট নিয়ে এত কথা কেন গো আপু :((

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: সেই তো কেনো ? :|

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সিগারেটের প্রসঙ্গ টেনে এনে তো ধূমপায়ীদের একটু বেসামাল করে দিলেন। সুন্দর রোমান্টিক কবিতা। বারবার পড়তে মন চায়। কবিতায় প্লাস।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: সেটা যদি পারি তো খুশি হবো ।

কবিতায় প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬

ভুয়া মফিজ বলেছেন: আপনার কবিতা পড়ে লগইন করলাম।
সেই ক্লাশ ফাইভে পড়ার সময় হাতে খড়ি! আর ছাড়তে পারলাম কই? অনেক চেষ্টা করেছি ছাড়ার, পারি নাই; তাই এখন আর চেষ্টাও করি না। পুরানো দিনের অনেক কথাই মনে পরে গেল!

কবিতার প্রতিটা শব্দই আমার সাথে মিলে যায়। :)
আজকাল প্রায়শঃই ভাবি, কখন খুলবে হাসপাতালের গেট!!! :(

কবিতা পড়ে সিগারেটের নেশা পেয়ে গেল, যাই.....একটান মেরে আসি। =p~ =p~

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

নীলপরি বলেছেন: কবিতার প্রতিটা শব্দই আমার সাথে মিলে যায়। -- অসমান্য একটা কথা বললেন । পাঠক যখন লেখার সাথে কানেক্ট করতে পারে তার থেকে বড়ো পাওয়া আর কিছু নেই । আপনার এই কথা আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

' একটান মেরে আসি' -- ইশ! শেষে আবার এই কথা বললেন কেনো ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

১৮| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

তারেক ফাহিম বলেছেন: ভৃণ্ড ভাইয়ার মত আমারও শিহরন হল।

শেষে কিনা সিগারেট B-)

ভাবছি শেষাংসে হয়ত মধুর কিছু হবে 8-|

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

নীলপরি বলেছেন: কী আর করা যাবে ? :(
মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

১৯| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

জাহিদ অনিক বলেছেন:

সিগারেট ছেড়ে দেয়া খুবই সহজ, আমি হাজারবার ছেড়ে দিয়েছি- মনে হয় মার্ক টোয়েন এমন মজা করেই কিছু একটা বলেছিলেন৷
ব্যক্তিগতভাবে আমার ধারনাও তাই, সিগারেট ছেড়ে দেয়া খুব আহামরি কষ্টকর কিছুই না। আমি আগে প্রচুর খেতাম। মাঝখানে দুয়েক মাস না খেয়েছিলাম। তারপর আবার খাই। এরপর আবার ছেড়েছি৷ এখন অকেশনালি দুই এক টান দেই৷
সিগারেট খাওয়ার মধ্যে ব্যক্তিত্ব বা রুচিশীল হবার কিছু নেই।

কবিতাটা সুন্দর হয়েছে, বিশেষ করে শেষ স্তবকটা চমৎকার।
শুভেচ্ছা কবি

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নীলপরি বলেছেন: সিগারেট খাওয়ার মধ্যে ব্যক্তিত্ব বা রুচিশীল হবার কিছু নেই।

একেবারেই ঠিক বলেছেন কবি ।

কবিতা আপনার সুন্দর লাগায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা কবি ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২০| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২১| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

লায়নহার্ট বলেছেন: {ভাতের উপর চাপ দিন দিন বাড়ছে, বিড়ির দাম কমালে, জনসংখ্যা সমস্যা কমবে, আমি আশাবাদী}

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

নীলপরি বলেছেন: আহা! এমনটা নয় । ভালো থাকুক সবাই ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: সিগারেট খোররা সিগারেটের মর্ম বুঝে

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

নীলপরি বলেছেন: হবে বোধহয় । :(

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: না, কখনো খাওয়া হয়নি !! তবে আপনার কবিতা পড়ে ভালো লাগল। যদিও ১ম প‌্যারায় এতো দাঁড়ি বেমানান লেগেছে !!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

নীলপরি বলেছেন: আমি আসলে পজ দেওয়ার কথা ভেবে দাঁড়ি দিয়েছিলাম । এবার মনে রাখবো ।

বরাবরের মতোই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত, তৃতীয়ত, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই
------

কবিতাটার ব্যাপারে আমার রিএকশন হলো মিক্সড।

--

আমার ছেলে সিগারেট খায়। ওর সাথে একদল ছেলেমেয়ে ঘরে আড্ডা দেয়। আমি মাঝে মাঝে ওদের সামনের টেবিলে বা টিপয়ে যেয়ে উঁকি দিই। ওরা বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র।

---
গত ২ বছরে আমাকে ৪ বার পুরো অজ্ঞান করে ৩/৪ ঘণ্টার অপারেশন করা হয়েছে। এনেস্থেশিয়া টেস্টে আমাকে সব ডাক্তার দুটি কমন প্রশ্ন করেছেঃ ১) তুমি কি স্মোকার? ২) ড্রিংক করো? দুটোতেই আমার উত্তর ছিল- না।

যারা এখনো বালক/কিশোর/ব্যাচেলর- কেবল সিগারেট ধরেছে শখের বশে, তাঁদের এটা শীঘ্র ছেড়ে দেয়া উচিত।

দুনিয়াতে সিগারেটসহ সব মাদক নিপাত যাক।

---

শেষ পর্যন্ত এই কবিতাটা টিকবে না। অর্থাৎ, এটা যদি সিগারেট হয়ে থাকে, তাহলে চাঁদগাজীয় ভাষায় ডাইরেক্ট বলতে হয়- এটা কবিতা হয় নাই।

---


শুভেচ্ছা রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার বিশ্লেষণ । মন দিয়ে পড়লাম ।

কবিতা না হলেও কিছু একটা হয়েছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা কবি ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২৬| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: শুরুর লাইনটা অতি চমৎকার! আর শেষেরটা হৃদয়-বিদারক।
যেকোন নেশাই পরিত্যাজ্য। প্রান সংহারী নেশা তো অবশ্যই।
কবিতার শিরোনামটা ইন্টারেস্টিং হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নীলপরি বলেছেন: যেকোন নেশাই পরিত্যাজ্য। প্রান সংহারী নেশা তো অবশ্যই। -- এই কথাই বলতে চেয়েছি স্যর ।

মন্তব্য থেকে অনেক অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২৭| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

ধ্রুবক আলো বলেছেন: আমি এক সময় প্রচুর স্মোক করতাম!
২০১৪ সালের সেপ্টেম্বরে ছেড়ে দেই, এখন আমি নন স্মোকার।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নীলপরি বলেছেন: এখন আমি নন স্মোকার -- বাহ । খুব ভালো । এখানে অনেকে হয়ত অনুপ্রেরণা পাবেন ।

আপনার মন্তব্য অনেক উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২৮| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি কিছু বলব না। মন খারাপ থাকলে আমি প্রচুর সিগারেট খাই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নীলপরি বলেছেন: সে কি ? তাহলে মন ভালো থাকলে কি করেন ?

এভাবে না বলে এড়ালে তো চলবে না কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২৯| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

নীলসায়র বলেছেন: সিগারেটের চাইতে বড় প্রেমিকা আছে নি?

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

নীলপরি বলেছেন: সেটা তো বলতে পারবো নাহ!

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

৩০| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন তো আপু, ভালো লাগলো সিগারেট বিরোধী কাব্য।

সিগারেট ক্ষতিকর তবুও খাই, অনেকেই খায়। আমি চেষ্টা করেছি না টেনে থাকার কিন্তু ছাড়তে টাইলে সেদিন আরও বেশি যাচ্ছে!
সিগারেট একাকী মনের সঙ্গী হয়ে উঠে, সেটাই টানে।

হায়াত মওত ধন দৌলত হেদায়েত সবই উপরআলার মর্জি, তিনি চাহেন তো আমার ইচ্ছে আছে সিগারেট ছাড়ার।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: আপনার যখন সিগারেট ছাড়ার ইচ্ছে হয়েছে তখন অবশ্যই ছাড়তে পারবেন ।

আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

৩১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




হা....হা...হা..... সিগারেটে সুখটান দিতে দিতেই এমন একটি কবিতাল্পো ( কবিতা + গল্প )র জন্ম হবার কথা !
কিন্তু পরীরা তো সিগারেট খায়না ( টানেনা ) তারা কি করে জানবে - সিগ্রেট চীজ ক্যায়া হ্যাঁয়.। ?

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই তো বলেই দিয়েছেন : প্রথমত আমি তোমাকে চাই,দ্বিতীয়ত, তৃতীয়ত, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই.........
"যে দেয়নি সিগ্রেটে কোনদিন টান
সে কি করে বুঝবে-
প্রতি টানেই যে আছে উচ্ছসিত প্রাণ !" ... :P
অবশ্য এই কবিতাল্পোটিতে এমন প্রাণের কথাই বলা হয়েছে । B-)

তা , সিগ্রেট যারা খায়না তাদের জন্যে কি হাসপাতালের গেট বন্ধ ? :| আর সিগ্রেট খেলেই যে হাসপাতালে যেতেই হবে এটা পেয়েছেন কই ?
ষ্টাটিষ্টিক্স দিই ----
১টা সিগ্রেটে আয়ু কমে ধরুন ১ মিনিট । তাহলে দিনে যে ২০ টি সিগ্রেট খায় তার আয়ু কমবে দিনে ২০মিনিট । মাসে কমবে ৬০০ মিনিট অর্থাৎ ১০ঘন্টা আয়ু । ;) বছরে কমবে ১২০ ঘন্টা অর্থাৎ ৫ দিন। এভাবে ২০ বছরে কমবে ১০০ দিন মানে মাত্র ৩ মাসের কিছু বেশি । :D
এখন আপনেরে জিগাই --- এই ২০ বচ্ছর ধইর‍রা ঠ্যাংয়ের উপ্রে ঠ্যাং তুইল্লা সিগ্রেটে সুখটান দিতে দিতে যে রাজার হালে থাকার মতো সুখ , সিংহের মতো ত্যাজ লওইন্না ভাব ধরা সুখ , ফেবুতে হেব্বী পোজে সেলফি তোলার সুখ হেইডা ভালো, না সিগ্রেট না খাইয়া পান্তা ভাতের মতো ঠান্ডা মাইররা মইররা যাওয়ার (অ)সুখটা ভালো ? সিগ্রেট খাইয়া রাজার হালে ৩মাস আগে মরা ভালো না কি, না খাইয়া ভাদাইম্মা হইয়া মরায় সুখ ভালো ????? :-*
হের পরের লাভের কতা তো এহোনও কই নাই !
সিগ্রেটখোররা নন-স্মোকারদের ৩ মাস আগে যদি মরে তয় পাপের বোঝাও কম হইবে । স্বর্গে যাওয়ার চান্সটাও বেশী হইবে । আর সিগ্রেট না খাইয়া ২০ - ২০টা বচ্ছর পাইনসা জীবন কাডাইয়া , ৩ মাস বেশি বাইচ্চা পাপের বোঝা বাড়াইয়া নরকে যাওয়া কনফার্ম ।
কোনডায় লাভ বেশি ? =p~

পরিশেষে- যেহেতু পরী তাও আবার নীল, তাই তার উপলব্দির প্রতি সম্মান জানাতেই হয় ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: প্রথমেই বলি , কবিতাল্পো শব্দটা খুব ভালো লাগলো স্যর ।

এই পরিসংখ্যানের সাথে এটাও তো সত্যি যে প্রাণঘাতী অসুখেরও একটা বিরাট পরিসংখ্যান এর সাথে জোড়া যেতে পারে । যদিও সেটা চান্স ফ্যাক্টর আপনি বলতেই পারেন ।ভাগ্যলেখা অনুযায়ী মৃত্যু নির্ধারিত জেনেও মানুষ লেফ্ট ,রাইট দেখেই রাস্তা পার হয় ।
চান্স কি কেউ নেয় ?

আমার উপলব্ধির প্রতি আপনার সম্মানকে আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম । আপ্লুত হলাম ।
মন্তব্য থেকে অনেক অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: হিহিহি! সিগারেটের বিরোধিতা! মগজে মগজে নিকোটিনে আক্রান্ত বিড়িখোরের। বিড়িই ভালবাসা, বিড়িই শেষ আশা। B-))
ভাল ছিল লেখাটা! প্রথমে বুঝতে পারি নাই! শেষের লাইনে বুঝতে পেরেছি সারমর্ম +++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: দারুণ করছেন মন্তব্যটা । ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.