নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তুই ছুঁয়েছিস হাত

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪






শিল্পী-- A . Rastogi



এই কৃষ্ণপদাবলীর রাতে
রাখবো হাত তোর হাতে
বাতাস বইছে সুরে
শিহরণ উঠছে মন জুড়ে!


জোছনা গোলা দীঘিজল
উথাল পাথাল মনের অতল!
ট্যাঙ্গো নাচছে তারারা
চল , হয়ে যাই বানজারা!


অনুরাগে সেজেছে বাগান
ভেসে আসছে ফুলের সুঘ্রাণ!
সুর তালের সংযোগ
আজ বাড়িয়ে তুলুক সন্নিয়োগ!


ঝিনুকে লুকানো মানিক
আমার কথা শোন খানিক!
ফেলে দে যন্ত্রণা
একবার শোন সময়ের মন্ত্রণা!


লেআউট সরিয়ে রাখ
প্রেজেন্টেশন আজ থমকে যাক!
লেখ নতুন গল্প
তালে তাল মেলা অল্প!



সামলা আমার বায়না
তোর চোখ হয়েছে আয়না!
সাতসুরকে ছাপিয়ে যাই
মনের সুরে মন হারাই!



ছন্দে ছড়াচ্ছে আগুন
শ্রাবণ রাতেই নামছে ফাগুন!
তুই ছুঁয়েছিস হাত
আমি হিম ভাঙা জলপ্রপাত!

মন্তব্য ৭৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও

দারুন ছন্দময় নৈবদ্য :)

অমন করে ডাকলে যে মনে পড়ে যায়
সে্ই রাতের কথা
কলাপাতার আড়ালে চিরল জোছনায় ভিজে
দুজনে নিরজনে
রেখে হাতে হাত

কিছু না বলা বলা কতকথার কথকতা
ঘ্রানে, স্পর্শে আর অনুভবের বাঙময় প্রকাশে
জেনেছিলাম- জীবন অনেক সুন্দর :)

++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: প্রথমেই আর এতো সুন্দর কাব্যিক মন্তব্য পড়ে বিমুগ্ধ হলাম কবি । সেই সাথে আপ্লুত ।

প্লাসে অনেক অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা । :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

বাকপ্রবাস বলেছেন: মজা পেলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন ছন্দময় প্রকাশ দিদি; ভাল লাগলো৷ +++

অবনী বাড়ি আছো
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’

বৃষ্টি পড়ে এখানে বারোমাস
এখানে মেঘ গাভীর মতো চরে
পরাঙ্মুখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে–
‘অবনী বাড়ি আছো?’

আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছ’......................... (অবনী বাড়ি আছো) – শক্তি চট্টোপাধ্যায়

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

নীলপরি বলেছেন: ভীষণই প্রিয় কবিতার লাইন । আমার কবিতা পড়ে আপনার মনে এসেছে দেখে খুব ভালো লাগলো ।

আপনার মন্তব্যে খুবই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। ছন্দে ছন্দে দুলি আনন্দে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুবই আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

স্রাঞ্জি সে বলেছেন:

মুগ্ধতা কাব্যে। ছন্দে যেন মনের ভিতর শিহরিত হয়ে দুলছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: ছন্দে যেন মনের ভিতর শিহরিত হয়ে দুলছে। --

খুব খুশি হলাম এই কমপ্লিমেন্টটা পেয়ে । অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! দারুণভাবে এসছে কৃষ্ণপদাবলীর রাত আপনার কবিতায়।

শুভ কামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

জাহিদ অনিক বলেছেন:
বাহ বেশ ছান্দাসিক।
ছন্দে দ্বন্দে আন্দনে পড়লাম।
যাযাবর'কে বানজারা বলে এটা জানা ছিল না। নতুন একটা শব্দ জানলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

নীলপরি বলেছেন: ছন্দে দ্বন্দে আন্দনে পড়েছেন শুনে ভীষণরকম উৎসাহ পেলাম কবি ।

ছন্দের ফাঁদে আটকেই বানজারা লেখা । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতাটি কবিতার মত হয়েছে+++


ভালো লিখেছেন।।


শুভ কামনা রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম বন্ধু ।

অনেক ধন্যবাদ
আপনাকেওশুভকামনা ।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালোলাগা জানবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সনেট কবি বলেছেন: অসাধারণ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

নীলপরি বলেছেন: শুনে উৎসাহ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এক কথায় অসাধারণ, অনেক অনেক মুগ্ধতা কথামালায়।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

নীলপরি বলেছেন: বরাবরের মতোই আপনার কথায় অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ
আর শুভকামনা নিলাম ও আপনাকেও শুভকামনা ।
ভালো থাকবেন

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন:


উপরের মন্তব্যে টাইপিং মিসটেক আছে আমার-

ছন্দে দ্বন্দে আন্দনে পড়লাম। - এখানে আনন্দে হবে। :) যদিও আপনি সেটা বুঝে নিয়েছেন।

কবীর ভাইএর মন্তব্য ভালো লাগলো। কবিতা যেন ঠিক কবিতার মতই হয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: হুম বুঝেছি এখন । আমি আনন্দেই পড়েছি কবি । সত্যি বলতে কী পড়ার সময় মিসটেকটা খেয়ালই করিনি । :)

হুম , উনি খুব ভালো মন্তব্য করেছেন ।

আবারো কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ ।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ছন্দময় পদাবলী; পড়তে গিয়ে আমি অভিভূত।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি আপ্লুত হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

বলেছেন: এক মোহমুগ্ধতা ছড়িয়ে গোলো চারপাশে।±±±

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: জেনে ভীষণই খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

উম্মে সায়মা বলেছেন: বাহ। ছন্দময় কাব্যে ভালো লাগা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নীলপরি বলেছেন: জেনে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০২

নষ্টজীবন® বলেছেন: সুন্দর কাব্য, মুগ্ধতা জানবেন কথামালায়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নীলপরি বলেছেন: আমার কবিতায় আপনার মুগ্ধতা দেখে আমিও বিমুগ্ধ হলাম । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: আবেগ আবেগের খেলা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নীলপরি বলেছেন: একেবারেই সেটাই । ঠিক বলেছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কৃষ্ঞাপদাবলীর রাতে হাত ছোঁয়ার ছান্দনিক অনুভূতিতে একরাশ মুগ্ধতা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতায় বৈচিত্র আছে। ভালো লাগা জানবেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: নীল পরী যেন কবিতা হয়ে আকাশে উড়ছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

নীলপরি বলেছেন: ব্লগে কিছুদিন বাদে দেখছি মনে হচ্ছে আপনাকে ? কেমন আছেন ?

মন্তব্যটা ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা, ভালো লাগা রইলো। +।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

নীলপরি বলেছেন: মিষ্টি কবিতা -- আপনার এই কথাটা কমপ্লিমেন্ট হিসাবে নিলাম ।

বরাবরের মতোই আপনার কথায় অনুপ্রাণিত হলাম ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

শিখা রহমান বলেছেন: ছন্দময় কবিতাটা অনেকক্ষণ মনে শিঞ্জন তোলে।

কবিতায় ভালোলাগা রইলো। কবিকে শুভকামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো । আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




ছন্দবদ্ধ পদ্য । বেশ কিছু অনুভূতির প্রকাশ রয়েছে , রয়েছে শিহরণ জাগানো কিছু বাসনাও !

তবে মিষ্টি এ পদাবলীর সদর দরজায় ঝোলানো ছবিটি হাতে হাত ছুঁইয়ে দেয়ার মতো মুগ্ধতা ছড়াতে পারেনি , কেমন যেনো ধস্তাধস্তির ছবি মনে হচ্ছে ! :( দেখার ভুল থাকলে ক্ষমা চাই ..............

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: কবিতা ছন্দবদ্ধ লাগায় উৎসাহ পেলাম ।

দেখার ভুল থাকলে ক্ষমা চাই -- ক্ষমা কথাটা বলবেন না স্যর । তবে এই লেখাটার অনুপ্রেরণা এই ছবিটাই ।:)

বরাবরের মতোই আপনার কথায় অনুপ্রাণিত হলাম ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নীলপরি লেখে সুন্দর ভারী!

আচ্ছা বানজারা মানে কী? আর পোস্টের ছবিটা কি হাতে আঁকা?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

বানজারা মানে জিপসী : যে যাযাবরেরা নাচগান করেন । হুম । হাতে আঁকা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার ছন্দাসিক কবিতা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

নীলপরি বলেছেন: ভীষণই খুশি হলাম ,আপনার কথায় । :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন: বাহ নীলপরিমনি!!!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: আপনি বাহ - বলায় খুব আনন্দ পেলাম দিদি । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! দারুণ ছন্দময়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নীলপরি।++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: প্লাসে উৎসাহ পেলাম । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: কবিতা ঢেউয়ের মত না দুললে কবিতাই মনে হয় না। খুব সুন্দর উপভোগ করলাম কবিতাটা। ভীষণ ভাল লেগেছে। আমার জন্যওশুভ কামনা জানাবেন। চাইলেআমার ব্লগে ঢু মেরে আামকে কৃতজ্ঞ করতে পারেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম ।
অবশ্যই যাবো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

রাকু হাসান বলেছেন: এই কবিতা টি সর্বাধিক লাইন পঠিত । অথচ মাত্র আমি পাঠক হতে পারলাম |-) । এত ভালো একটি কবিতা আমার আগেই পড়া উচিত ছিলো । মাত্র আলোচিত ব্লগে গিয়ে দেখলাম ..তারপর আসা । নবগুলো স্তবকই চমৎকার তার মাঝে প্রথম ও শেষ স্তবকটার প্রতি বেশি ভালো লাাগা । কবিতাটি আবৃত্তি করতে সেই লাগেবে । প্রিয়তে নিলাম একটু আওড়াবো :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: প্রিয়তে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

তারেক ফাহিম বলেছেন: বাহ্
অনেক সুন্দর হয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা আমি আগে পড়ে গিয়েছিলাম। আমি কি কমেন্ট করি নাই?

কবিতার যে টোন, ছন্দ গম্ভীর হওয়া প্রয়োজন ছিল, মনের মধ্যে একটা অন্যরকম ইম্প্যাক্ট হতো। এখন ইম্প্যাক্ট হচ্ছে হালকা। প্রতিটি পঙ্‌ক্তিতে ৪/৫/৬ মাত্রা যোগ করলেই লয় ধীর ও গম্ভীর হয়। উদাহরণ (কিন্তু অর্থবোধক নয়);

সাধ হয় আরেকবার এই কৃষ্ণাবলীর রাতে
সহসা তুই এসে হাত রাখবি আমার হাতে---

তবে, কবিতা হিসাবে দারুণ হয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: আপনার বিশ্লেষণ পড়ে ভালো লাগলো । মনে রাখার চেষ্টা করব ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছন্দে ছড়াচ্ছে আগুন
শ্রাবণ রাতেই নামছে ফাগুন!
তুই ছুঁয়েছিস হাত
আমি হিম ভাঙা জলপ্রপাত!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঐ তারারা ছুঁয়েছে, আজ
উদ্দাম নৃত্যের বাঁধ ভাঙা রাত
শ্রাবনের রাতেই হবে
তোমাতে আমাতে সুপ্রভাত !!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: খুব সুন্দর বলেছেন । ছবিটাও খুব ভালো । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাত ছুইসে ভাল কথা, তার আগে লাইফবয় সাবান দিয়ে ১০সেকেন্ড ধুইসে তো? B:-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: ধুইসে! ধুইসে! প্রচন্ড হাইজিন মেইনটেন করে! :)

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

কেমন আছেন ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! পুরো কবিতার শরীর জুড়ে প্রেমের সুবাতাস বয়ে গেছে, কবিতার চরণে চরণে প্রেমের সুঘ্রাণ ছড়িয়ে আছে।
শেষের স্তবকদুটো খুব ভাল হয়েছে। আর শেষের চরণদুটো তো আইসিং অন দ্য কেইক!
ছবিটাও সুন্দর। সব মিলিয়ে অনবদ্য কবিতা। + +

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: শেষের স্তবকদুটো খুব ভাল হয়েছে। আর শেষের চরণদুটো তো আইসিং অন দ্য কেইক!
[/sb -- এই লাইনটা পড়ে আবেগে আপ্লুত হলাম । ছবিটাও আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.