নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

চায়ে চায়ে গপ্পো

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০





ধোঁয়া ওঠা চায়ের কাপে
এক চিমটে বিষণ্নতা মেশাই
ঝাপসা হয়ে আসা দৃষ্টির সামনে দাঁড়িয়ে
খুঁজে পাই দৃশ্যের নির্যাস!
সাদা আর কালোর পরিপূরকতা থেকে
ঝরে পড়ে এক পশলা
রঙের বিস্তার
আর জমে ওঠে চায়ে চায়ে গপ্পো!



মহাপ্রস্থাণের আশায় ঝাঁপ মেরেও
উঠে আসি রামধনুভেজা জলে স্নাণ করে
আটকে রাখি মুক্তোদানাদের
জোরজবরদস্তি!
বর্ষার সাথে বইতে দেই না
সম্পদহানির ভয় পাই!

অবশেষে-
আমার ভূত , ভবিষ্যৎ, কমজোরি কবিতা
আর হয়তো কিছুটা প্রেম
একসাথে বসে
জমে ওঠে চায়ে চায়ে গপ্পো!


বি:দ্র- উপরের ছবির আমার লেখা কোট-টা পড়ে আমার পছন্দের একজন ডিজিটাল কবি বলেছিলেন -' চায়ে চায়ে গপ্পো' । ওনার এই কথাটাই কবিতার অনুপ্রেরণা । তাই এই কবিতা ওনার কাছে ঋণী ।

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

সায়ন্তন রফিক বলেছেন: ভালো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

জাহিদ অনিক বলেছেন: চায়ের কাপের ধোঁয়া -- জলের একটা উষ্ণতা, বৃষ্টির জল- এইসবের সাথে একটা সূক্ষ্ম মোন খারাপ মিশে থাকে- এ যেন নিত্য সত্য।
অনেক জীবনের গল্প।
কবিতা ভালো লাগছে।
শুভেচ্ছান্তে কবি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

নীলপরি বলেছেন: একেবারেই ঠিক বলেছেন কবি । এই চোখ ঝাপসা করে দেওয়া ধোঁয়ারা যে কতো গল্প মনে করিয়ে দেয় আর তারপর তাদের নিয়ে মিলিয়ে যায় অনন্তে , তা শুধু তারাই জানে ।

আপনার কবিতা ভালো লেগেছে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

সনেট কবি বলেছেন: সুন্দর+

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো । যদিও লাইক পাইনি । তবে আপনি যে কবিতাটা পড়েছেন তাতেই খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহাপ্রস্থানের আশায় ঝাঁপ মেরেও উঠে আসি
রামধনুভেজা জলে স্নান করে


চমৎকার লিখেছেন।

আপনি এ কবিতা লেখার জন্য যার কাছে ঋণী, আমরাও তাঁর কাছে ঋণ প্রকাশ করছি, এমন একটা সরস কবিতা লেখার অনুপ্রেরণাদাতা হবার জন্য। তাকে প্লিজ বলবেন, আমাদের জন্যও যাতে কিছু অনুপ্রেরণা পাঠান

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০

নীলপরি বলেছেন: আপনার কথায় উৎসাহ পেলাম কবি ।
হুম , ওনাকে অবশ্যই জানাবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

নতুন নকিব বলেছেন:



ডিজিটাল কবি যা ই বলে থাকুন না, আপনার 'চায়ে চায়ে গপ্পো' কিন্তু ভালো হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপু চায়ের গপ্পো অসাধারণ লাগলো। তবে দ্বিতীয় স্তবক সবকিছুকে ছাড়িয়ে মুগ্ধকর মহাপ্রস্থানের পথে চললো। ++++

কবিতায় ভালো লাগা রেখেগেলাম।

অনেক শুভেচ্ছা আপুকে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে সবসময়ই উৎসাহ পাই । এটা পড়েও পেয়েছি ।
আপ্লুত হয়েছি ।

আপনার শুভেচ্ছা নিলাম ।
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

আরোগ্য বলেছেন: রং চা হলে ভালো হতো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

নীলপরি বলেছেন: রং চা মানে ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর !!
কবিতায় ভালোলাগা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,





কেন ? চায়ের কাপে উষ্ণ চুমুর এক চিমটে মিষ্টি, ধোঁয়া হয়ে উঠতে পারেনা ?
বাদামী দেহের মাতাল করা গন্ধ, চায়ের রঙে মিলেমিশে তেজী একটি কবিতা হয়ে উঠতে পারেনা ?
তা হলেই তো গপ্পোগুলো ঝড় তুলে যেতে পারতো কাপে কাপে - চায়ে চায়ে ..................

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

নীলপরি বলেছেন: আপনি যেমন বলেছেন তেমনটা অবশ্যই হতে পারে স্যর । তেমনটা লেখারও একবার চেষ্টা করে দেখবো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

রাকু হাসান বলেছেন:

ভালো লাগছে ছোট্ট একটি মুহূর্তকে কবতিায় বেশ নিপুন হাতে রুপ দিলেন ।
বর্ষার সাথে বইতে দেই না
সম্পদহানির ভয় পাই

চমৎকার লাইন :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

নীলপরি বলেছেন: আপনি যে দুটো লাইনের কথা বলেছেন সেগুলো খুব মনের কথা । আপনি নোটিশ করেছেন দেখে আপ্লুত হলাম ।
অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

ফেনা বলেছেন: অনুভুতির চমতকার প্রকাশ।
ভাল লাগা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন।
এইবার সমস্ত সামুর ব্লগাদের চা বানিয়ে খাওয়ান।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম ।

চায়ের কাপ প্রথমে দিয়েই তো লেখা শুরু করেছি । আপাতত ওটা আপনার জন্য । বাকীগুলো বানাচ্ছি । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

বাকপ্রবাস বলেছেন: এক কাপ চা। যতক্ষণ ধোঁয়া উঠে, গরম থাকে পেয়ালা, শেষ চুমুক দেবার পূর্ব পর্যন্ত আনমনে ভাবা, ভাবনাগুলো আয়ূষ্কাল চা এর সাথে সম্পর্কিত। চা শেষতো ভাবনাদেরও তোড়জোড় চলে যাবার।
-
ভাল লেগেছে কবিতা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

নীলপরি বলেছেন: দারুণ বলেছেন । চায়ের সাথে ভাবনার নিবিঢ় সম্পর্ক ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা চায়ের মতই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

নীলপরি বলেছেন: শুনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

নীলপরি বলেছেন: জেনে আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


চা'কে কেন্দ্র করে বিশ্বও ঘুরতে পারে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

নীলপরি বলেছেন: হুম । আপনার সাথে একমত ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

এ.এস বাশার বলেছেন: এক কাপ চায়ে কত স্মৃতি বিস্মৃতির ছাপ,
প্রেমিক-প্রেমিকার চুমু, বুড়ো-বুড়ি, মাঝ বয়সীদের-
এমন কি ছোট্ট সোনামণির কান্না মিশ্রিত চুমুর ছাপ।
কত কল্প কথার গল্প ও দীর্ঘ নিঃশ্বাসের চাপ!!

কবিতার গভিরতা দেখে এক চায়ের ম্যাও প্যাও হযবরল।

কবিতায় ভালো লাগা জানবেন। সাথে বিনম্র শ্রদ্ধা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২

নীলপরি বলেছেন: চিরায়ত কথাগুলোই বললেন । কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

আর আমারও বিনম্র শ্রদ্ধা।


১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

এ.এস বাশার বলেছেন: এক কাপ চায়ে কত স্মৃতি বিস্মৃতির ছাপ,
প্রেমিক-প্রেমিকার চুমু, বুড়ো-বুড়ি, মাঝ বয়সীদের-
এমন কি ছোট্ট সোনামণির কান্না মিশ্রিত চুমুর ছাপ।
কত কল্প কথার গল্প ও দীর্ঘ নিঃশ্বাসের চাপ!!

কবিতার গভিরতা দেখে এক চায়ের ম্যাও প্যাও হযবরল।

কবিতায় ভালো লাগা জানবেন। সাথে বিনম্র শ্রদ্ধা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

নীলপরি বলেছেন: :)

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

বলেছেন: ডিজিটাল কবি '
চায়নি দাওয়াত রইলো
কবিতায় মুগ্ধতা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে ও নিমন্ত্রণ পেয়ে ভীষণ খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:







লা জাবাব! কবিতায় বেশ ভাল লাগা রইল!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

নীলপরি বলেছেন: শুনে আনন্দ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নীলপরি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

নীলপরি বলেছেন: শুনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

ইসমাঈল আযহার বলেছেন: ওয়াও

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

নীলপরি বলেছেন: খুশি হলাম।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: সময়ের স্বল্পতায় বন্ধুদের সাথে চায়ে চায়ে সেই আড্ডা, গল্প এখন আর হয় না!

খুব সুন্দর লাগলো কবিতা +++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । এখন সময় বের করা খুব মুশকিল ।

প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতাটি খুব সুন্দর হয়েছে+++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: আপনার কথায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা বন্ধু ।

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চায়ে চায়ে গপ্পো দারুণ করেছেন আপনমনে, নিজের বিষণ্ণতা মিশিয়ে এই চায়ের আড্ডা দারুণ হয়েছে।
বিষণ্ণতা ঝেড়ে ফেলুন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: হুম ।সেই চেষ্টাই করি ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: চায়ে চায়ে গপ্পো টা বেশ ভাল লেগেছে।
চায়ের কাপ থেকে উবে যাওয়া ধোঁয়া দেখে মায়া লাগে। নিজের জীবনকে ওরা শূন্যে বিলীন করে দেয়, আমাদেরকে তৃপ্তি দিয়ে।
কবিতা ভাল লেগেছে, তবে শেষের স্তবকটা বেশী। + +
আপনি ভাল আছেন?
আপনার কবিতা তুই ছুঁয়েছিস হাত পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। :)

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে । বরাবরের মতোই অনুপ্রেরণা পেলাম ।

আমি কয়েকদিন সামুতে অনিয়মিত আছি । আসলেও খুব কম সময়ের জন্য এসেছি । তাই আপনার আগের মন্তব্যের উত্তর দেওয়া হয়নি । আমি আন্তরিকভাবে দুঃখিত ।
আমি ভালো আছি স্যর । আপনি কেমন আছেন ?

অনেক ধন্যবাদ ও বিজয়ার শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.