নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তোমার স্টেশনের নাম জানা নেই

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭






শিল্পী - edith kramer




ছড়ানো ছিটানো টুকরো টুকরো স্মৃতি
ফলার মতো হঠাৎ ধেয়ে আসে
তুমি এখন কোথায় আছো ভেবে
আমার চোখ শ্রাবণ ফোঁটায় ভাসে!


এখনো তবু চাঁদ দেখি আকাশে
স্বপ্ন ভাঙা কী এমন কথা
হলুদ-ডানা দুঃখের পাখীর মন জুড়ে
জ্যোৎস্নার আদর মেখেছে নীল ব্যথা!


বলতে পারি না তোমায় দোষী
ভুলটা আমার , আমারই সব দোষ
মরতে মরতে যখন বেঁচেই গেছি
জেনো , পুষে রাখিনি একটুও আক্রোশ!


কখনো কখনো এমনিই শুধু আনমনে
ভেসে ওঠে আমাদের সেই ফুলবেলা!
স্তব্ধতার উৎসবের মাঝে বসে ভাবি
তোমার কাছে পুরোটাই ছিল খেলা!


এই পৃথিবীতে সবই জানি অনিত্য
দুঃখেরও নেই কোনো পাকা ঘর
এখনো কি দাহ্য রাখো ঠোঁটে ?
কেনো ভাবি জেনেও তুমি পর ?


' বামহস্তের লীলা পদ্মটা কপালে ছুঁইয়ো'
আকুল মনে প্রার্থনা করেছি যেই
হুল ফোটানো হিমেল হাওয়া বলে
তোমার স্টেশনের নাম জানা নেই!

মন্তব্য ৪২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

অচেনা হৃদি বলেছেন: হলুদ-ডানা দুঃখের পাখির মন জুড়ে
জ্যোৎস্নার আদর মেখেছে নীল ব্যথা!
কি অপুর্ব এই পংক্তিদ্বয়।

কবিতায় ভালো লাগা জানবেন আপু।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন:


““যদি স্টেশনের নাম জানা না থাকে, আশা আর অপেক্ষা ছাড়া আর কিছুই করার থাকে না” :(

কবিতা ভালো লিখেছেন।


২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন বন্ধু । :(

প্লাসে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

নীলপরি বলেছেন: শুনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

চাঙ্কু বলেছেন: তোমার স্টেশন কিতা? নিজের স্টেশন? ;)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

নীলপরি বলেছেন: সেটা জানা আছে । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছবিটি খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

নীলপরি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

আরোগ্য বলেছেন: নীল পরীর নীল ব্যথা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

নীলপরি বলেছেন: বেশ বলেছেন । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: হৃদয়স্পর্শী! সবসময়ই কী আপনার লেখার উদ্দেশ্য থাকে, পাঠকের মন ছুয়ে দিব?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

নীলপরি বলেছেন: যে কোনো লেখকেরই সেটা উদ্দেশ্য । যাহোক , এই লেখা আপনার মন ছুঁতে পেরেছে কী ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: প্রথমে ছন্দ ছিল, মাঝে নাই পরে আবার ছন্দ খুঁজে পেলাম। সব মিলিয়ে ভালো হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

নীলপরি বলেছেন: অনেক আশা দিলেন আমায় । কবিতা পোষ্ট করে কেনো জানি না মরাল ডাউন হয়ে যাচ্ছে এখন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

বলেছেন: কবিতায় ভালো লাগা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০০

কাওসার চৌধুরী বলেছেন:



দিদি, বরাবরের মতো ভাল লেগেছে। দারুন হৃদয় জাগানিয়া কবিতা। +++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

নীলপরি বলেছেন: আপ্লুত হলাম ।আপনার কথা আমায় অনেক ভরসা দিল । কেনো সেটা ৮নং প্রতিউত্তরেও বলেছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: পরী সুন্দর কবিতা।
সহজ সরল ভাষা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: শেষ টা দারুন হয়েছে।

সুন্দর।+

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: শুনে উৎসাহ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! মনোমুগ্ধকর । ++

একরাশ মুগ্ধতা রেখেগেলাম আপু।

শুভকামনা আপনাকে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

নীলপরি বলেছেন: কবিতায় আপনার মুগ্ধতা পেয়ে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!চমৎকার।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




ষ্টেশনে পৌঁছুতে পৌঁছুতে ট্রেনটার কুউ----ঝিক---ঝিক ছন্দের মাত্রাটা কোথাও কোথাও তেমন থাকেনি ।
সুমন করও তেমনটাই বলেছেন ।
অবশ্য ষ্টেশনের নামটি জানা না থাকলে পরে ষ্টেশন খুঁজতে গিয়ে এমনটা হতেই পারে !
তবুও বলবো , কবিতায় খুঁজে ফেরার একটা আকুতি , বেশ তুলে ধরেছেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: আমি শোধরানোর চেষ্টা করবো স্যর ।
সবসময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নিলপরি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

জাহিদ অনিক বলেছেন: তোমার স্টেশনের নাম জানা নেই নিজের অনুভবের মধ্য দিয়ে অন্যকে বুঝতে চাওয়া, তার গন্তব্য বুঝতে চাওয়া।
বেশ সুন্দর থিম
শুভেচ্ছা কবি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: আর যে কোনো অপশন নেই কবি! তাই নিজের অনুভবের উপরই ভরসা রাখতে হচ্ছে । :)
থিমটা আপনার ভালো লাগায় খুশি হলাম ।
অনেক ধন্যবাদ

শুভেচ্ছা নিলাম ও আপনাকেও শুভেচ্ছা

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শুন্যতা আনে আনে স্বপ্ন
স্বপ্ন দেখায় আশা
আশা চলায় পথ
ষ্টেশনের নাম না জানলে, থামাব কোথায় রথ? ;)

নীল পরির ব্যাথাতুর কনকনে হিমেল নীল কষ্ট কাব্য, সবাইকেই যেন ছুঁয়ে গেল!

অনেক অনেক ভাললাগা
+++++

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নীলপরি বলেছেন: সমব্যাথী হওয়ার জন্য ধন্যবাদ কবি ।

আপনার কাব্যিক মন্তব্য ও প্লাসে অনুপ্রেরণা পেলাম ।
কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো খু্ব। বেঁচেই যেহেতু আছি তবে পুষে রেখে কি লাভ আক্রোশ।

ভালো লেখেছেন আপু, শেষের কথাগুলো হৃদয়ের ভেতর গেঁথে গেল।

শুভকামনা জানবেন সবসময়

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: খুব খুশি হলাম আপনার কথায় । উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা

২১| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

খায়রুল আহসান বলেছেন: মোরাল ডাউন হবার কোন কারণই নেই, অসাধারণ একটা কবিতা লিখে ফেলেছেন। সুতরাং, চীয়ার আপ!!!
যে কবিতা কবির হৃদয় ভেদ করে বেরিয়ে এসে পাঠকের হৃদয়ে অনুরণন সৃষ্টি করতে পারে, সে কবিতাকে নিয়ে কবি অবশ্যই গর্ব বোধ করতে পারেন, কোন হীনমন্যতা নয়।
"পুষে রাখিনি একটুও আক্রোশ" - কবিরা তা রাখতে পারেনা।
"এখনো কি দাহ্য রাখো ঠোটে?" - আহা! এরই নাম মায়া!
কবিতায় ভাল লাগা + +।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

নীলপরি বলেছেন: "পুষে রাখিনি একটুও আক্রোশ" - কবিরা তা রাখতে পারেনা।


"এখনো কি দাহ্য রাখো ঠোটে?" - আহা! এরই নাম মায়া!


আপনার এই দুটো লাইনের বিশ্লেষণ দেখে আমি আপ্লুত হলাম । অভিভূত হলাম । অনুপ্রেরণা দিলাম স্যর ।

মন্তব্যের সংখ্যাটাই সব নয় তবে এটা কিছুটা তো উৎসাহ দেয় । তাই মরাল একটু ডাউন হয়েছিল । তবে আপনারা এতো সুন্দর মন্তব্য রেখেছেন যে খুবই উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.