নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০




ছবি- গুগুল


এই যে সমুদ্রের গভীর থেকে
মহাকাব্যের নায়কের মতো উঠে এসে
প্রকান্ড ঢেউয়ের মতো আছড়ে পড়লি
বিস্তার ছড়ালি
সমস্তটুকু জুড়ে
বিনা অনুমতিতে
এখন তোকে কী বলি ?
অনুপ্রবেশকারী ? নাকি প্রেমিক ?


এই যে জাদুফুলের মতো
ঝরে পড়লি মনোভূমিতে
শিরা-উপশিরায় বয়ে চললি
সুগন্ধী কাব্যের মতো
জবরদখল করলি চেতনাকে
এখন তোকে কী বলি ?
অনুপ্রবেশকারী নাকি প্রেমিক?



আর
এই যে জন-অরন্য থেকে
সুদৃঢ় অধিকার নিয়ে ডাকনাম ধরে ডাকলি
পাঁজর কাঁপিয়ে দিলি সেই অনুরণনে
বেপরোয়া চাঁদের মতো নেমে আসলি
জানলার কাঁচ চিরে
প্রস্ফুটিত করলি আমায় চন্দ্রমল্লিকার মতো
বল, এখন তোকে কী বলি ?
অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক?

মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: জেনে প্রীত হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

বাকপ্রবাস বলেছেন: জাষ্ট ফাটাফাটি। মগ্ধ হলাম কবিতা পড়ে।
এইযে আমি মুগ্ধ হলাম তাকি কী বলি?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

নীলপরি বলেছেন: আর আমি আপনার মন্তব্য বিমোহিত হয়ে পড়লাম । আপ্লুত হলাম ।
তবে আপনার প্রশ্নের উত্তরটা আপনিই ভালো বলতে পারবেন । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা


৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

ইমু সাহেব বলেছেন: অনুপ্রবেশকারী যখন প্রেমিক !
বেশ লিখেছেন ।।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

যাক , একটা উত্তর অন্তত পাওয়া গেলো । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



দিদি, কবিতা পাঠে ভাল লেগেছে। +++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

নীলপরি বলেছেন: জেনে আমারও ভীষণই ভালো লাগলো । আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপু,

আপনার অনুপ্রবেশকারীকে আমার শ্রদ্ধা । প্রেমিক হয়ে সে মনের গহিনে ঢুকে টুকরো করে দিক মানবেতরের বেড়াকে।

কবিতায় মুগ্ধতা ++

শুভকামনা আপুকে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

নীলপরি বলেছেন: আমিও আপনার মন্তব্যটা বিমুগ্ধ হয়ে পড়েছি কয়েকবার । আর মন ভিজে গেছে উৎসাহে । আপনিও আমার আন্তরিক শ্রদ্ধা জানবেন ।

অনেক ধন্যবাদ ও
আপনাকেও শুভকামনা :)

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর হয়েছে। কেমন আছেন আপু?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: ভালো আছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক?
প্রেমিক, প্রেমিক।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

নীলপরি বলেছেন: আরেকটা উত্তর পেলাম তবে । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রেমিকই হবে! সৌভাগ্য সেই প্রেমিকের তার প্রেমিকার কাব্য রচনার হাত ভাল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪

নীলপরি বলেছেন: আপনিও তাই বলছেন! দেখি মেজরিটি কী বলেন! :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!অসাধারন কবিতা লিখেছেন।সত্যিই প্রশংসনীয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

নীলপরি বলেছেন: শুনে আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

চাঙ্কু বলেছেন: অনুপ্রবেশকারী প্রেমিক? #:-S

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: আমিও নিশ্চিত নই ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ভালো লেগেছে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার প্রেমিক।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

নীলপরি বলেছেন: উত্তরটা মনে রাখবো । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: শুভ সকাল পরী।
সুন্দর কবিতা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

নীলপরি বলেছেন: আপনাকেও শুভসকাল

কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

বলেছেন: বাহ বাহ চমৎকার একটা কবিতা
হৃদয়ে আঁকা হোক তার নাম হয়তো অনুপ্রবেশকারী
তাই বলে দিও না তারে বিদায়
দাও তারে একটু অধিকার।
ভালোবাসিবার, ভালোলাগার।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্যটা আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




যে অমন করে তস্করের মতো হানা দিয়ে তছনছ করে দেয় কারো মনোভূমি তাকে শুধু প্রেমিক নয় , বলতে হয় দস্যিপ্রেমিক । অনুপ্রবেশকারী তো বটেই তবে একই সাথে হৃদয়হরণকারী ।

চন্দ্রমল্লিকার মতোই ফুটে উঠেছে কবিতা , বেপরোয়া চাঁদের মতো অনুরাগের জোছনা ছড়িয়ে ।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

নীলপরি বলেছেন: স্যর , আজ দুদিন বাদে ব্লগে আসলাম । এসেই আপনার মন্তব্যটা পড়লাম বেশ কয়েকবার । আপনার কথাগুলো আর লাইক আমাকে যে কতোটা উৎসাহ দিয়েছে তা লিখে বোঝাতে পারবো না । শুধু এটুকু বলতে পারি যে অনেক সময় হাতে একটা গোলাপ আসলে এক বাগিচা ফুল না পাওয়ার দুঃখ থাকে না ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।
শুভকামনা




১৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

বিজন রয় বলেছেন: অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক? ............ শিরোণাম থেকে আমার শব্দটি বাদ দিবেন কি দয়া করে!!

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নীলপরি বলেছেন: আমি তো শেষে আবার যোগ করলাম শব্দটা । এরকম কেনো বললেন কবি ? ঠিক বুঝতে পারছি না ।

আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে সবসময়ের মতোই খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৭| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আখেনাটেন বলেছেন: বেপরোয়া চাঁদের জানালার কাঁচ চিরে ঢুকে পড়াটা মজার লাগল। :D

চমৎকার কবিতা।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: লাইনটা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭

বিজন রয় বলেছেন: না, বড় কিছু না।
অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক?
অনুপ্রবেশকারী নাকি প্রেমিক?

লাইন দুটি আবার পড়ে দেখুন।

'আমার' শব্দটি যোগ করলে মনে হলো ওটা কেন্দ্রীক হয়ে গেল। আমার শব্দটি না থাকলে সার্বজনীনতা অনেক বেশি হতো বলে আমার মনে হয়েছে। অনুপ্রবেশকারী প্রেমিকটি শুধু তো আপনার বা তার নয়, সকলের অথব প্রেমিক নিজেই নিজেকে অনুপ্রবেশকারী ভাবতেও পারে!

সেজন্য বলেছিলাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

নীলপরি বলেছেন: এবারে বুঝতে পেরেছি । তবে আমিও প্রথম দুই স্তবকে আমার লিখিনি । শেষে একটু একাত্বতা দেখাতে গিয়ে শব্দটা যোগ করেছি ।
আপনি ঠিকই বলেছেন । পরবর্তীতে মনে রাখবো , আপনার কথা ।

আবারও আসার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪

রাকু হাসান বলেছেন:

ইদানিং ব্লগে ভালো ভালো কবিতা মিস করে ফেলছি । প্রায়ই :(
একটি কথা বলি আপু :) ।নীলপরী নামটা মিষ্টি খুব । আপনার কবিতাগুলোও তেমন মিষ্টি ,তেমনি সহজ সুন্দর ভাবনাগুলোও । আপনার কবিতা ব্লগ বাড়িতে গিয়ে পড়ি কিন্তু যখন নতুন কবিতা মিস হয়ে যায় তখন কেমন লাগে ? |-)

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
যে অমন করে তস্করের মতো হানা দিয়ে তছনছ করে দেয় কারো মনোভূমি তাকে শুধু প্রেমিক নয় , বলতে হয় দস্যিপ্রেমিক । অনুপ্রবেশকারী তো বটেই তবে একই সাথে হৃদয়হরণকারী ।

চন্দ্রমল্লিকার মতোই ফুটে উঠেছে কবিতা , বেপরোয়া চাঁদের মতো অনুরাগের জোছনা ছড়িয়ে ।
----িএর পর কি বলার থাকে আমার মত পাঠকের । আমি যদি সুন্দর করে কমেন্ট করতে পারতাম তাহলে এমন করে কমেন্ট রাখতাম আমি । :) +

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: আহমেদ জী এস স্যর তো সবসময় উৎসাহ দেন । আপনার মন্তব্যটাও খুব আন্তরিক । আপনাদের এই আন্তরিকতাটাই আমার অনুপ্রেরণা ।
প্লাস পেয়ে বেজায় খুশি হলাম । :)
আর আপনিও খুব ভালো কবিতা লিখছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা


২০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি আজকাল এত বেশী রোমান্টিক কবিতা লিখছেন যে, আমরা শুধু অবাক হয়ে শুনছি, কি বলতে হবে, তাও ঠিক জানি না

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

নীলপরি বলেছেন: আপনি শুধু আমার লেখা পড়েছেন জানলেই আমি ভীষণ উৎসাহ পাই স্যর ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা


২১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

জাহিদ অনিক বলেছেন: অনুপ্রবেশকারী নাকি আমার প্রেমিক? বাহ ! শিরোনামেই বাজিমাত

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৮

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে এই কথা শুনে ভীষণ আনন্দ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
চাঁদগাজী ভাইয়ের মত কবিতা পড়ে কি বলব তা না জানি না। ;)



কবিতা ভালো লিখেছেন।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০

নীলপরি বলেছেন: এই আপনার কবিতা ভালো লেগেছে বলেছেন , এটাই আমাকে অনেক অনুপ্রেরণা দিল ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা বন্ধু :)

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি বলবো ভেবে পাচ্ছি না, প্রেমিক কেমনে বলবো, শুভাকাঙ্ক্ষী বললে কতটা ভুল হবে বুঝতে পারছিনা। তাছাড়া আপনার অনুভূতি ব্যক্ত করেছেন যতটুকু তাতে প্রেমিক বলতে পারছিনা। তবে আপনাকে প্রেমিকা বলাই যায়।

তবে সুন্দর ব্যক্ত করেছেন, নিজের মনের কথাগুলো।

শুভকামনা রইলো আপনার জন

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

নীলপরি বলেছেন: আপনার বিশ্লেষন পড়ে খুবই ভালো লাগলো কবি । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৪| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৫| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: অনুপ্রবেশকারী!!! ;) প্রেমিক নই। B-) =p~

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১

নীলপরি বলেছেন: অতিথি দেব ভবাঃ -- আপনারা পড়েন বলেই আমার এই ব্লগ । তাই আপনি বা আপনারা আমার কাছে দেবতুল্য কবি ।

প্রশ্নটা তো আমি সেই ই ই ই ই ট তার ( কে জানে কার! ) জন্য রেখেছি :)

আবারো আসার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: প্রেমিক ছাড়া কেউ এভাবে অনুপ্রবেশ করতে পারেনা। এটাই চূড়ান্ত উত্তর ভেবে নেবেন।
১৫ নং মন্তব্য ও প্রতিমন্তব্য- দুটোই ভাল লেগেছে। আর চাঁদগাজী সাহেবের কাছ থেকে এমন মন্তব্য পাওয়াটা বিরল ভাগ্যের ব্যাপার।
কবিতায় ত্রয়োদশ ভাল লাগা + +

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯

নীলপরি বলেছেন: '১৫ নং মন্তব্য ও প্রতিমন্তব্য- দুটোই ভাল লেগেছে। আর চাঁদগাজী সাহেবের কাছ থেকে এমন মন্তব্য পাওয়াটা বিরল ভাগ্যের ব্যাপার।'
আপনার এই কথাগুলোর সাথে পুরোপুরি একমত স্যর । আর আপনার মন্তব্যটাও খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

নজসু বলেছেন:



হৃদয় আন্দোলিত হবার মতো কবিতা।
অসম্ভব ভালো লাগা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: শুনে খুবই ভালো লাগলো ।
কিভাবে যেন এটা ওভারলুক করে গেছি । তাই উত্তর দিতে দেরী হোলো । আমি দুঃখিত ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৮| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৭

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রেমিক অনুপ্রবেশকারী হিসেবেই প্রবেশ করে। ভালো ছিলো লিখাটা। আমার ব্লগের চিরকুট পড়ার আমন্ত্রণ রইলো।

১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৭

নীলপরি বলেছেন: হুম যাবো ।
জেনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৯| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫২

রাফা বলেছেন: চৌদ্দতম ভালো লাগা কবিতায় সবাই সব কিছু বলে দিয়েছে।দুঃসাহসী অগ্নিপুরুষ যেহেতু ,সেইহেতু অনুপ্রবেশকারি মনের মানুষ বলা যেতেই পারে।

ধন্যবাদ, নিলপরী।

১৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনুপ্রবেশকারি মনের মানুষ বলা যেতেই পারে
--

এটা ভালো বলেছেন ।
কবিতা পড়ে উৎসাহ দেওয়ার জন্য আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.