নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আজ আর অতীতের সন্ধিক্ষণে

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪






রোজকার কোলাহল ভেদ করে আসে অতীত
আজ আর অতীতের মাঝের জলাশয়ে
ভাসতে থাকে ছেড়া ছেড়া সংলাপ
তার শীতল স্পর্শে কেঁপে ওঠে আত্মা
বর্ণের ব্যঞ্জনার মায়াজালে মান এবং অভিমান
মিলেমিশে একাকার
তবুও বিভাজন ভুলে একসাথে বসে
রূপকথার উঠোনে জলরঙে ছবি আঁকে
হৃদয়ে ফোটা রক্ত গোলাপের পাপড়ি ছড়ায় তার উপর
বিষাদের গন্ধে ঝিমোয় চাঁদ
চুপচাপ বসে থাকে পাতার আড়ালে
এই কোজাগরী পূর্ণিমা রাতে
কবিতার আলপনা দিতে বলি না কাউকে
শুধু আমার রক্তে ভেজা অক্ষরগুলো
আজ আর অতীতের সন্ধিক্ষণে জ্বলজ্বল করে
বাদবাকি যা কিছু সবই থাকে রিক্ত!

মন্তব্য ৬০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

বিজন রয় বলেছেন: +++++++

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে খুবই উ্ৎসাহ পেলাম ।
তবে শিরোনামটা আলাদাভাবে কেমন লেগেছে তা জানার ইচ্ছে রইলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালবাসার তাৎপর্য বুঝতে হয়,কিছু অতীতের অভিজ্ঞতা-লব্দ উপলব্দির নিরেখে।
এবং এও সত্য যে জীবন কেবলেই আমাদের সামনের দিকে তাকতে বলে... পিছনে নয়।
কত রিটার স্কেল তা জানি না কবিতা পড়ে মনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেলে ! ;)
কবিতা ভালো লিখেছেন বন্ধু। শুভ কামনা রইলো ।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: কত রিটার স্কেল তা জানি না কবিতা পড়ে মনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেলে !

আপনার এই লাইনটা পড়ে আপ্লুত হলাম বন্ধু । যদিও পুরো মন্তব্যটাই খুবই মননশীল যা বিমুগ্ধ করে ।
অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


টানফোড়নে থাকলে, ভালোবাসা একদি অভ্যাসের রূপ নেয়

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫

নীলপরি বলেছেন: হয়ত বা । তবে এখানে তেমনটা বলতে চাইনি ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:



বিশুদ্ধ বুকের নীল সমুদ্রে পবিত্র উর্মিকথা.... খুব ভাল লেগেছে কবি!!

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে অভিভূত হলাম কবি । আমার ভাবনারা সার্থকতা খুঁজে পেলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

সেজুতি_শিপু বলেছেন: চমৎকার কবিতা । ভালো লাগলো

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার কবিতা দিদি। ভাল লাগলো, সুখপাঠ্য। +++

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম । উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৬

সিগন্যাস বলেছেন: বিজন বাবু প্লাস প্লাস মন্তব্য করে খালাস হয়েছেন। বুঝা যাচ্ছে ইনি কবিতার কিছু বুঝেন নি।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: আরে ওনার অনুপ্রেরণায়ই তো শিরোনাম নিয়ে ভাবনা চিন্তা করেছি । তাই ওনার কাছ থেকে প্লাস পেয়ে আনন্দিত । :)

যাহোক , আপনাকে বেশ কয়েকদিন বাদে ব্লগে দেখে ও মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আজ আর অতীতের সন্ধিক্ষনে
জ্বলজ্বলে স্মৃতিরা বাস্তবতায় পূর্ণতা লাভ করুক!

মুগ্ধ পাঠ কবি :)

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যও আমায় বিমুগ্ধ করলো কবি । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা যদিও বিষাদ প্রান্তরে।

আজ আর অতীতের সন্ধিক্ষণে জ্বলজ্বলে রক্তের শব্দ গুলো এক নতুন জন্মের শুরু করে যাক,
বাদবাকি শুন্যতা মুছে ভরে উঠুক এক নতুন ফুলে।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম । উৎসাহ পেলাম পরবর্তীর ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি

১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

নক্ষত্র নীড় বলেছেন: হৃদয় শুশ্রূষা চায়। *****

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

নীলপরি বলেছেন: হুম । তা চায় ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২

হাবিব বলেছেন:
সুন্দর তাৎপর্যময়। ভালো লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: মায়াময় সন্ধিক্ষণ যে অতীত কে ডাকে বার বার ডাকে । সুন্দর কাব্য কথায় মুগ্ধতা।

শুভকামনা প্রিয় পরী আপুকে।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমিও বিমুগ্ধ হলাম ।
বরাবরের মতোই অনেক উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ
আপনিও শুভকামনা জানবেন

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা পরী। নীলপরী।

আজ যে ''রাজধানীর পোস্তগোলায় ট্রাক চালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু, ৪ জন গুলিবিদ্ধ।'' তা কি জানেন?

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

সরি । নিউজটা জানতাম নাহ ! খারাপ লাগলো । এই গৃহযুদ্ধের শেষ কবে ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:



ছেঁড়া ছেঁড়া সংলাপে কেঁপে উঠে আত্মা। অতীত আজকে খেয়ে ফেলছে।

কবিতা ভাল লেগেছে।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩

নীলপরি বলেছেন: একেবারেই ।ঠিক বলেছেন কবি ।
আপনার কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্! অপূর্ব লিখনী

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: অতীত এক অমূল্য সম্পদ....

অনেক সুন্দর কাব্য আপুনি!!!!!

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন । একমত আপনার সাথে ।

কবিতা আপনার সুন্দর লাগায় অনুপ্রেরণা পেলাম দিদি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪

এ.এস বাশার বলেছেন: অতিত মানুষের জীবনে শিক্ষক হিসেবে দিক নির্দেশনা দেয়। একজন ভালো শিক্ষক বটে.......
কবিতায় ভালো লাগা........

২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: হুম । আপনার সাথে একমত ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: ভালোই হয়েছে। +।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে কবিতায় প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

সরি । নিউজটা জানতাম নাহ ! খারাপ লাগলো । এই গৃহযুদ্ধের শেষ কবে ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

ধন্যবাদ পরী আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩

নীলপরি বলেছেন: আবার এসে উত্তর দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
ভালো থাকবেন

২০| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

আখেনাটেন বলেছেন: শব্দের অালপনা বেশ লাগল।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

নীলপরি বলেছেন: শুনে ভীষণ আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১২

ধ্রুবক আলো বলেছেন: অতীতের সাথে সন্ধি হয় না, সন্ধি বিচ্ছেদ হয়!

কবিতায় ভালো লাগা! +++

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০

নীলপরি বলেছেন: হয়তো বা! তবে সেটা বাহ্যিক । মনের অতলে সবই থাকে ।
বেশ কয়েকদিন বাদে আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ভালো লাগলো । উৎসাহ পেলাম ।
ব্যস্ত আছেন বোধহয় ।কেমন আছেন ?

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৬

জাহিদ অনিক বলেছেন:
বর্তমান ও অতীতের সন্ধিক্ষণ- এ এক অকল্পনীয় চিত্রই বটে, যা একমাত্র কবিতায়ই সম্ভব।
কবিতা ভালো লেগেছে কবি।
শুভেচ্ছান্তে

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

নীলপরি বলেছেন: হুম কবি ।মনখাতায় সব অসম্ভবের ছবিই সম্ভব হয়ে ওঠে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লেগেছে ।
শুভ কামনা রইল

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে । অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন
কেমন আছেন ?

২৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

রাকু হাসান বলেছেন:

বাহ চমৎকার আপু । রাতের শেষ কবিতা আমার ।শুভকামনা রইল ।+

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা আমায় উৎসাহ দিল । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

নজসু বলেছেন: কাব্য কথায় মুগ্ধ হলাম।

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন: ভালবাসা ভাল না

সবই এখন স্বার্থের চাকা

তবুও খুজে ফিরে, হয়ত মিলবে তার দেখা !!!!!!!!!

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । আশাই ভরসা ।

খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন


২৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন: আশায় আছি আমিও

ধন্যবাদ !!!!!!!!

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: আশা রাখি আপনার আশা পূর্ণ হোক ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

নীল আকাশ বলেছেন: কোজাগরী শব্দের অর্থ কি?
অতীত মানেই তো অস্তিত্ব, বর্তমান সেতো মুহুর্তেই অতীত, ভবিষ্যত সেতো পাবি কিনা জানিনা.....।
ভালো লাগা রেখে গেলাম, নীল পরী।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: কোজাগরী শব্দের অর্থ - কে জাগো রে ? কথিত আছে কোজাগরী বা লক্ষ্মী পূর্ণিমার রাতে দেবী দেখেন কে জেগে আরাধনা করছে ।


আপনার মন্তব্য পড়ে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৯| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: বর্তমান মূল্যবান, তবে অতীত অমূল্য।
সুন্দর কবিতা, সুন্দর ছবিটা আর চমৎকার শিরোনামটা। + +
কবিতার কিছু প্রাণস্পর্শী কথাঃ
আজ আর অতীতের মাঝের জলাশয়ে
ভাসতে থাকে কিছু ছেঁড়া ছেঁড়া সংলাপ
তার শীতল স্পর্শে কেঁপে ওঠা আত্মা
---- এবং, শেষের কথাটা...

বাদবাকী যা কিছু সবই থাকে রিক্ত!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: আপনার কোট করা লাইন গুলো দেখে আপ্লুত হলাম স্যর । বড্ডো মন থেকে লিখেছিলাম ।

বরাবরের মতোই অনুপ্রেরণা পেলাম অনেক ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.