নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রাতের সরগম

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭







মায়ার ভেলা রাতের বেলা স্বপ্নে এসে ভেড়ে
জোয়ারে জোয়ারে মন-নদী তাথৈ তালে ওঠে বেড়ে!

নদীর জলে গভীর তলে জমে থাকা গল্প
উঠে আসে জলে ভাসে নাড়া দেয় অল্প!

নাড়া লাগে সাড়া জাগে স্মৃতির ফসিলে
রাগে অনুরাগে সুর বাজে মেহফিলে!

সুরের প্লাবনে গভীর মননে চুপকথারা ধ্বনি তোলে
চুপকথারা রূপকথারা তারানার ছন্দে দোলে!

তারানার রেশে বাহানার শেষে ব্যাকুল হচ্ছে প্রাণ
ব্যকুলতায় আকুলতায় ঝরে পড়ছে মান অভিমান!


ঝরছে আবেগ পড়ছে মেঘ করছে নিদারুণ বজ্রাঘাত
নিদারুণ প্রেম সকরুন হেম ভুলেছে করতে প্রত্যাঘাত!

ভুল পথে ভুল মতে গিয়েছি দূর থেকে দূরে
দূরে যাই সুদূরে যাই তুই থাকিস মন জুড়ে!

মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

রাকু হাসান বলেছেন:

নদীর জলে গভীর তলে জমে থাকা গল্প
উঠে আসে জলে ভাসে নাড়া দেয় অল্প
:) মুগ্ধ ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে আমিও আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

মীর সাজ্জাদ বলেছেন: সুন্দর কিছু কথামালা দিয়ে সাজালেন, ভালো লাগলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

মাহমুদুর রহমান বলেছেন: বাহ! চমৎকার।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: জেনে ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঝরছে আবেগ পড়ছে মেঘ করছে নিদারুণ বজ্রাঘাত
নিদারুণ প্রেম সকরুণ হেম ভুলেছে করতে প্রত্যাঘাত
---- চমৎকার কথাগুলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

নীলপরি বলেছেন: আপনি কথাগুলো কোট করেছেন দেখে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

ব্লগে বেশ কিছুদিন বাদে দেখলাম আপনায় বোধহয় । কেমন আছেন ?

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:

ভুল পথে ভুল মতে গিয়েছি দূর থেকে দূরে
দূরে যাই সুদূরে যাই তুই থাকিস মন জুড়ে!


দারুন লাগল লাইনটা

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: আপনার লাইন গুলো ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! অসাধরন লাগলো আপু কবিতাটি । ++

শুভকামনা ও ভালোবাসা রইলো ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

নীলপরি বলেছেন: আপনার দেওয়া প্লাস আমায় ভীষণভাবে অনুপ্রাণিত করলো ।

আপনিও অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লিখেছেন । !:#P

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

নীলপরি বলেছেন: জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন :)

৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩

মুক্তা নীল বলেছেন: মনে নেয়া আর মেনে নেয়া তো এক না, কিন্তু যাকে মন থেকে মেনে নেয়া যায়, তাকে কি কখনও ভুলে যাওয়া যায়? সত্যিই এক অসাধারণ ভালোলাগা । সুন্দর কবিতা।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: আপনিও খুব সুন্দর করে গুছিয়ে বললেন কথাগুলো । ভীষণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমরা রোমান্টিক বিশ্বের কাহিনী শুনে যাচ্ছি

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো স্যর ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১০| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫২

রাফা বলেছেন: নীলপরির মন জুরে কে আছে ?

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৩

নীলপরি বলেছেন: হুম। বলি ? নাহ! আপাতত অপ্রকাশিত থাক!:)
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১১| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫০

জাহিদ অনিক বলেছেন: রাতের সরগম - ভালো লাগলো কবি
রাত বাড়তছে--
শুভ রাত্রি

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৪

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে আমারও ভালো লাগলো কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন
শুভ সকাল :)

১২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

নীলপরি বলেছেন: শুনে আনন্দ পেলাম খুব ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

হাবিব বলেছেন: বাহ চমৎকার প্রকাশ, চমৎকার ভাব ও ভাষা।

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৬

নীলপরি বলেছেন: জেনে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

আরোহী আশা বলেছেন: দারুণ লিখেছেন।

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৭

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

নীল আকাশ বলেছেন: অনুরাগের জল যেন ফোটা ফোটা হয়ে প্রেমের বৃষ্টি হয়ে ঝড়ে পড়ছে….....
এত ছন্দ নীলপরির মনে আসে কোথা থেকে? ছন্দের কারুকাজ দেখে তো বাক্যহারা হয়ে গেলাম!
শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা!

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৯

নীলপরি বলেছেন: আর আপনার এতো সুন্দর মন্তব্য পড়ে আমি অনুপ্রাণিত হলাম । খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

এক ফোটা শিশির বলেছেন: সু ন্দ র হ ই ছে

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!
একেবারে ই তারানার রেশ রয়ে গেলো।

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৬

নীলপরি বলেছেন: তারানার রেশ রয়ে গেছে শুনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: মন জুড়ে থাকলেই হবে...... ভালো লাগল।
+।

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা আমাকে বরাবরের মতোই উৎসাহ দিল । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২০| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

বলেছেন: মননশীল সুন্দর কথাকলি

০৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৯

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো । খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২১| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

নজসু বলেছেন:


মন ছুঁয়ে গেল।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: শুনে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২২| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



রাতের সরগম বলেই হয়তো কিছু কিছু লাইনে লয় কেটে গেছে । যেমন ১ম, ৩য় স্তবকে হয়েছে । নইলে কবিতাটি রাতের জলসায় একটি ঝলক দেয়া সত্যিকারের সরগম হয়ে উঠতে পারতো নিঃসন্দেহে।

অনেক ছন্দময় হয়েছে । লাইকড .............

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: লয় কেটেও আপনার কাছ থেকে লাইক পেয়ে আমি অভিভূত । আপ্লুত ।
উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন


২৩| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,





ও...হো....হো....; আসল কথাটিই বলা হয়নি । ২য় লাইনের "জোয়াড়ে জোয়াড়ে. " শব্দ দু'টি সম্ভবত হবে - " জোয়ারে জোয়ারে ..." ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: হুম ।আপনি ঠিক বলেছেন ।
মিসটেক ঠিক করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ছন্দোবদ্ধ সুন্দর!

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯

নাজমুল হক সাগর বলেছেন: আপি মন ভালো হয়ে গেলো কবিতাটি পড়ে

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা, পাঠ শেষে মনে অনুরণন রেখে যায়।
পাঠকের সাজেশনকে যদি অনধিকার চর্চা মনে না করেন, তাহলে কয়েকটা সাজেশন দিতে চাইঃ
দ্বিতীয় লাইনের দ্বিতীয় শব্দটার মত প্রথম শব্দটাও জোয়ারে হবে, একটা আ-কার বাদ পড়ে গেছে।
৮ম লাইনে চুপকথারা রূপকথারা তারানার ছন্দে দোলে - এটুকু বললেই বোধহয় ছন্দটা ভাল মিলে যেত; অথবা তারানার অনুরণনে দোলে
৯ম লাইনে 'ব্যকুল' শব্দটা ব্যাকুল হবে। ১০ম লাইনে "আর'" কথাটা বাদ দিলে ছন্দ ভাল মিলবে।
কবিতা ভাল না হলে আমি সাধারণতঃ কবিতার কোন ভুল উল্লেখ করি না। কিন্তু ভাল কবিতায় ভুল থাকুক, এটা আমি চাইনা।
কবিতায় ১২তম প্লাস + +

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬

নীলপরি বলেছেন: আপনি প্রতিটা কবিতা এতো নিখুঁতভাবে পড়েন যে আপ্লুত হয়ে পড়ি । এরজন্য প্রথমেই কৃতজ্ঞতা জানবেন ।

আপনার কাছ থেকে সাজেশন পাওয়াটা আমার সৌভাগ্য । আপনার কথা মতো এডিট করে নিলাম ।

এই প্রসঙ্গে একটা কথা মনে এলো । আপনি নিশ্চয় জানেন । তাও বলছি । রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা - গল্পটা এখন আমরা যা পড়ি , কবি প্রথমে তা লেখেননি । এর পান্ডুলিপি কবি সিসটার নিবেদিতাকে পড়তে দেন এবং তাঁর কথা মতোই শেষাংশটা পরিবর্তন করেন ।

আর আমি তো দুটো শব্দ এখনো সাজাতে শিখলাম না । আপনারা যে নিজের সময় দিয়ে পড়েন ,সেটাই আমার কাছে অনেক পাওনা । আপনাদের এই মনোযোগের কাছে আমি ঋণী ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

উত্তর দিতে একটু দেরী হয়ে গেলো ।দুঃখিত । আসলে কয়েকদিন খুব অল্প সময়ের জন্য আসছি । অন্যদের লেখাটা আগে পড়ে , পরে নিজের পোষ্ট দেখতে গিয়েই এটা হয়েছে ।

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: প্রেমের একটা বলয় আছে। তার কাছা যাদের বসবাস তাদের কাছে এই কবিতাটি ভীষণ অনুভবনীয়। কবিতাটি পাঠে মনে হল, খুব বুক সসমুদ্রের গভীরে গিয়ে তুলে আনা হয়েছে শব্দ অলংকারচন্দ্রিকা! খুবই ভাল লাগা! শুভকামনা কবি!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা কয়েকবার পড়লাম ।খুব সুন্দর করে বলেছেন কথাগুলো । 'প্রেম বলয়' -- কথাটা খুব ভালো লাগলো । ঠিকই । এতেই বোধহয় মন আবদ্ধ ।


অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.