নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

শীতসন্ধ্যার পাহাড়-লিপি

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২১




ইনোভার চাকার সাথে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে
হিমেল বাতাসের স্পর্শে দুলে উঠছে পাইনের গাঢ় দোপাট্টা
কুয়াশার চাদর জড়াচ্ছে রডোডেনড্রন
এমন সময়
মেঘ কাঁচের সার্শিতে টোকা মেরে নাম ধরে ডাকলো
সেই আহ্লাদি ডাকের কোমলতায় শিহরণ ওঠে মনে!
জড়িয়ে নিই সদ্য নামা অন্ধকারের চাদর
আর চাদরের পরতে পরতে মিশে যায় মান-অভিমান
সেই ওমে গলতে থাকে মন-বরফ
কঠিন বরফ নরম জল হয়ে বয়ে চলে কপোল থেকে চিবুক হয়ে
অতীত সমুদ্রে
হঠাৎ দেখি
আঘাত এবং আত্মাঘাতকে জলাঞ্জলী দিয়ে
অবগাহন সেরেছে দুঃখেরা!

আমি , যদিও দুর্বল কবি
আমার কথা বিকোয় না
তবে ,প্রিয় কবির স্বরলিপি অনুরোণিত হয়ে জানায় -
"শীত আসলে বসন্ত আর কতদূর থাকতে পারে ? "


আমি হাত বাড়িয়ে মেঘের পালক তুলে আনি
যত্নে রাখি কবিতার খাতায়!


If Winter Comes Can Spring Be Far Behind ?--Percy Bysshe Shelley
(Ode to the West Wind)


মন্তব্য ৬৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



আমি হাত বাড়িয়ে মেঘের পালক তুলে আনি
যত্নে রাখি কবিতার খাতায়।
চাইলে রাখতে পারতাম বুকের গহীনের কোণে
কিংবা ব্লগের ছোট্ট একটি কোণায়।

কেন তা করিনি? জানি, তুমি তো জান।

........ দিদি কবিতায় ভাল লাগা রইলো। ভাল থাকুন সব সময়। +++

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১৬

নীলপরি বলেছেন: এতো রাতে কবিতা পড়ে এই সুন্দর কাব্যিক মন্তব্য করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন । আপনাদের এই উৎসাহটাই পরবর্তী লেখার ইন্ধন ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


কিসব স্বপ্নিল সন্ধ্যা নামে তেপান্তরের পারের মতো !

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫

নীলপরি বলেছেন: বাহ। আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো স্যর ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

সনজিত বলেছেন: বেশ ভাল লেগেছে কবিবর.
শুভ কামনা রইলো।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

নীলপরি বলেছেন: পড়েছেন দেখে খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ জানবেন
আর আপনাকেও শুভকামনা

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পড়ে ভালো লেগেছে+

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে উৎসাহ পেলাম বন্ধু ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: শুনে খুব আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

নজসু বলেছেন:



একদম সত্যি কথা নিচের পাদটীকা পড়া হয়নি আমার।
কবিতা পাঠ করছিলাম আর মনে হচ্ছিলো কোন ইংরেজি কবিতার অনুবাদ পড়ছি।
কবিতা পাঠ শেষে অবাক হলাম।
কাকতালীয়।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: নাহ কবিতাটা একেবারেই অনুবাদ নয় । পুরোটাই আমার ভাবনা । শুধু কোটেড লাইনটা শেলীর কবিতার লাইন । সেটা কবিতাতেও বলেছি । আর টীকাতে অরিজিনাল লাইনটা দিয়েছি । আশাকরি ক্লিয়ার করতে পেরেছি ।

যাহোক , আপনি পড়েছেন শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন :)

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি পড়লাম। তখনই তৈরি হয়েছিল একটি অনুভূতি। অসম্ভব সুন্দর একটি অভিব্যক্তি বা কাব্যিক বহিঃপ্রকাশ পদটিকার সঙ্গে মিলিয়ে গেল। ++++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় আপুকে।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত আগত প্রায়! শীত বোধ হয় এসেই গেছে.......সুন্দর!!!

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

নীলপরি বলেছেন: আপনি সুন্দর বলায় এই কবিতাটা সুন্দর হয়ে উঠতে পারলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:






শীতের শিহরণ জড়িয়ে বসন্ত আর কতদূর! হৃদয়ে কার্ণিশে মেঘ দলের আনাগোণা। বিষাদী আবডালে আবছায়ায় কবিতা দিয়েছে হাত বাড়িয়ে, পরম বন্ধুত্বের....

কবিতা ভাল লেগেছে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: বন্ধুত্ব । খুবই ভরসার শব্দ । আপনার মন্তব্যটা খুবই ভালো লাগলো কবি ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নজসু বলেছেন:



সত্যি অসাধারন।
কল্পনাকেও হার মানালো।

আমি ভেবেছিলাম Ode to the West Wind এর অনুবাদ হবে।
কবিতাটি যেহেতু পড়া নেই, তাই অনুমানও নেই।
পুনরায় পাঠে এখন বুঝতে পারলাম।


১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

নীলপরি বলেছেন: হতেই পারে এরকম । সব কবিতা কারো পড়ে রাখা সম্ভব নয় । আমি তো চেনা কবিতাও অনেক সময় বুঝতে পারি না ।

আবারও এসে এতো সুন্দর মন্তব্য করেছেন দেখে আপ্লুত হলাম ।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




হুম... শীতের পরে বসন্ত হয়তো দূরে নয় কিন্তু তারপরেই ওৎ পেতে থাকে তাপদগ্ধতা নিয়ে গ্রীষ্ম। কবিতায় তেমন দগ্ধতার গন্ধ । হয়তো এ দগ্ধতা আর একটু দূরে গেলেই বর্ষার অঝোর ধারায় শীতল হলেও হতে পারে!
শীতসন্ধ্যার পাহাড়-লিপির আড়ালে লুকিয়ে থাকা তাপদগ্ধ এক হাহাকারের কথাই যেন ধ্বনিত হলো কবিতায়।

তেমন কারো কবিতার খাতায় মেঘের পালক লুকিয়ে রাখার মতো সুন্দর কবিতা।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নীলপরি বলেছেন: নিজের কবিতার এই সুন্দর বিশ্লেষণ পড়ে খুবই ভালো লাগলো স্যর । অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন



১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

নীলপরি বলেছেন: মনে রাখলাম কথাটা । চেষ্টা করবো ।
উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

রাকু হাসান বলেছেন:


ইনোভার চাকার সাথে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে -----বাহ,একটি ছবি এঁকেছেন। বেশ কয়েকবার পড়েছি।
আমি হাত বাড়িয়ে মেঘের পালক তুলে আনি
যত্নে রাখি কবিতার খাতায়।
---আজকের কবিতায় প্রথম ও শেষ দুই লাইনের মত বাকীগুলো ভাল লাগেনি । এগুলো সেরা মনে হচ্ছে অামার কাছে । তার মানে বাকীগুলো ভাল না এমনটা বলছি না । ভাবছিও না । আপনার কবিতার স্বাদ নিয়ে ভাল লাগলো । পাঠকদের এত দিন ধরে মুগ্ধ করে রাখা কম সার্থকতা নয় ।তবে আমার একটি আক্ষেপ আছে ........

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

নীলপরি বলেছেন: বরাবরের মতোই আপনার বিশ্লেষণ ভালো লাগলো ।
তবে এতোদিন ধরে নয় , ৩ বছর বা আরেকটু বেশী হোলো লেখার চেষ্টা চালাচ্ছি ।তাও অলসতার জন্য সেই অনুপাতে পোষ্টের সংখ্যা কম । যখন খুলেছি , তখন সময় ছিল না , বাংলায় টাইপও করতে পারতাম না । পুরোনোগুলো দেখলে বুঝবেন ।

আক্ষেপটা কি জানতে পারি ? হয়তো সমাধান করতে পারবো না । তাও জানার ইচ্ছে হচ্ছে ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫১

শাহারিয়ার ইমন বলেছেন: পাহাড়ের কোলে সন্ধ্যা নামা দেখার আজন্ম স্বাদ ,
সাদা উড়ো মেঘেদের একরাশ স্নিগ্ধতায় মৌন সময় ।
বিহ্বল চোখে দেখব কেবল মুগদ্ধায় ঘেরা ভালবাসা ।


অনেক অনেক ভাল লাগল কবিতা +++++
আশা করি আর এরকম পাব ।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য খুবই ভালো লাগলো । উৎসাহ পেলাম ।
আমি চেষ্টা করবো ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
চমৎকার ।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: কবিতা আপনার চমৎকার লাগায় ভীষণ ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১১

বলেছেন: যত্নে রাখি কবিতার খাতায় -- ভাল্লাগছে

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

নীলপরি বলেছেন: জেনে খুব আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: শেলির অনুবাদ----??
বাহ্ সুন্দর তো!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: নাহ , এটা অনুবাদ নয় । ৭নং অনুবাদটা একটু পড়ে নেবেন প্লিজ ।

আপনার কবিতা সুন্দর লাগায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

জুন বলেছেন: ভালোলাগলো নীলপরি ।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: জেনে ভীষণ খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২১| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

রাকু হাসান বলেছেন:



অবশ্যই জানতে পারেন । আপনি ব্লগের তুমুল জনপ্রিয় কবিদের মধ্যে অন্যতম। ব্লগে যারা নিকখুলে আছেন তাঁরা প্রায় সবাই লেখক/লেখিকা/কবি/ছড়াকার ।আগে তাঁরা এগুলো তারপর উনারা পাঠক।তাঁরাই আপনার কবিতায় মন্তব্য জানায় ,প্রশংসা করে । সাধারণ পাঠকদের কাছে আপনার কবিতাগুলো আরও জনপ্রিয়তা পাবে বলেই আমার বিশ্বাস । যে দিন জানলাম আপনার বই বের হয় বা নিজেও চেষ্টা করেন নি তখন খারাপ লাগছিলো ,এবং সেটাই আমার আক্ষেপ । বইমেলাতে প্রকাশ হওয়া নতুন কবিতার বইগুলো নজর নজর রাখা হয় । সে সব বইয়ের কবিতাগুলো থেকে আপনার কবিতা বেশি টানে আমাকে । হ্যাঁ,খুব ভালো কবিতার বইও মেলায় বের হচ্ছে কিন্তু সেগুলো কম। এসব বিবেচনায় আপনি ঢের এগিয়ে ।এটাই অামার মতাত । আপনার বই যদি পাওয়া যেত অনন্ত আমি কিনতাম,না শুধু কিনতামই না ,প্রিয়জনদের আপনার বই উপহার দিতেও দ্বিধা করতাম না । একজন আনাড়ী পাঠক হিসাবে এটাই আমার মতামত।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা কতবার যে পড়লাম সেটা সংখ্যায় প্রকাশ করতে পারবো না । আর আগামীতেও বার বার পড়বার মতো মন্তব্য হয়ে রইলো এটা আমার কাছে । আবেগে আপ্লুত হয়ে গিয়েছি । ঠিকভাবে গুছিয়ে উত্তরও দিতে পারছি না । সত্যি বলতে কী আমি লেখা কোথাও পাঠাইও না । তেমন বড়ো কিছু ইচ্ছেও আমার নেই । তবে ,আপনার এই কথাগুলো পড়ে , আজ আমার ইচ্ছে করছে একটু সিরিয়াস হতে । চেষ্টা করতে । আমি অবশ্যই সেটা করবো । আপনি আমায় সারাজীবনের জন্য অনুপ্রেরণা দিলেন ।
আর আপনি আনাড়ি নন একটু , আমার মতো আনাড়ি ,অলসকে আপনি পথ দেখালেন । ইন্ধন দিলেন । উৎসাহ দিলেন ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে
শুভকামনা জানবেন

২২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

জাহিদ অনিক বলেছেন:

হ্যাঁ--
শীত যখন এসেই গেছে বসন্ত নিশ্চয়ই সেও বেশী দূরে নয়।
ভালোলাগলো কবিতা, কবি।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালোলাগা পেয়ে আমিও খুব আনন্দ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: আরে বাপ্পরে, শুধু কবিতা!!

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর শুভকামনা

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! দারুণ হয়েছে আপু.....
শুভ কামনা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম দিদি ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

ধ্রুবক আলো বলেছেন: রডোডেনড্রন এর অর্থ কি?

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: রডোডেনড্রন - এক ধরনের পাহাড়ি ফুল । ইউমথাম ভ্যালি যাওয়ার পথে পাহাড়ের গায়ে প্রচুর ফুটে থাকতে দেখেছিলাম ।

কবিতায় আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

হাসান মাহবুব বলেছেন: ঠিক সন্ধ্যে নামার মুখে এমন কিছুরই দরকার ছিলো।

ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

নীলপরি বলেছেন:
ঠিক সন্ধ্যে নামার মুখে এমন কিছুরই দরকার ছিলো।
--

আপনার এই কথায় অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
তুমি বুঝবেনা কবি
মেরুতে আটকে যাওয়া বোধের অনুভব
বসন্ত যেখানে কেবলই স্বপ্নের ভেতর দু:স্বপ্ন!
কষ্টের বরফের ভালবাসার আধিক্যে
বসন্তের স্বপ্নও কল্পবিলাস!

আপেক্ষিকতার দোলাচলে
তোমাদের মুভস্বপ্নে শুভকামনা
শীত রাত ভোর হোক
বসন্তের স্বপ্নে :)

মুগ্ধ পাঠ কবি:)

++++

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: আর আমি বিমুগ্ধ হয়ে গেছি আপনার এতো সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন
সেই সাথে আন্তরিকভাবে দুঃখিত দেরীতে উত্তর দিলাম বলে ।

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

নীল আকাশ বলেছেন: যেই কঠিন কঠিন মন্তব্য করে ফেলেছে সবাই, আমার মতো তুচ্ছ একজন ব্লগার আর কি বলবে নতুন করে......
আপু, আপনার কবিতা পড়ার সময় কেন যেন অন্যরকম মুগ্ধতা চলে আসে.......
একটা অনুরোধ রেখে গেলাম, একটা আবেগ ঘন দুর্দান্ত প্রেমের কবিতা লিখে ফেলুন! কত দিন ধরে ভালো কোন প্রেমের কবিতা পড়তে পারছি না...........
শুভ কামনা রইল

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম । আর , আপনার মতো গুণী ব্লগারের কাছ থেকে লেখার অনুরোধ পেয়ে ,অত্যন্ত আনন্দ পেলাম । আমি চেষ্টা করবো ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন
সেই সাথে আন্তরিকভাবে দুঃখিত দেরীতে উত্তর দিলাম বলে

২৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু অনেকদিন আপনাকে না পেয়ে আমরা উদ্বিগ্ন। পোস্ট কিমবা কমেন্ট কিছুই দেখছি না। যদি বাস্তবে ব্যস্ত হন তাহলে ঠিক আছে। জীবনে মাঝে। মাঝে ব্যস্ততা আসে বৈকি। কিন্তু এর অন্যথা যেন না হয়।


দ্রুত আবার ব্লগে ফিরুন।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

নীলপরি বলেছেন: হুম । একটু ব্যস্ত ছিলাম । আর আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম । মানবিকতার উপর আমার আস্থা আছে । সেটা আপনি আরও দৃঢ় করলেন ।
খুভ ভালো লাগলো । আপনার আন্তরিকতায় বিমুগ্ধ হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

সেই সাথে আন্তরিকভাবে দুঃখিত দেরীতে উত্তর দিলাম বলে ।
আপনিও আমার বিনম্র শ্রদ্ধা নেবেন

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১

নাজমুল হক সাগর বলেছেন: ভালো লাগলো কবিতাটি।অসাধারণ

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার কোন কবিতার খাতা নাই ।

আহা আমিও যদিও কবিতা লিখতে পারতাম ।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

নীলপরি বলেছেন: আছে । থাকার কথা ভেবেছেন মানে আপনার মনেও আছে । একটা কবিতার খাতা ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা

৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ইনোভার চাকার সাথে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে ।

ধার নেবো লাইন টা।

কি চমৎকার লেখনী। মুগ্ধ হই বারবার।
ভালো থাকবেন। শুভকামনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।
আপনিও খুব ভালো থাকবেন

৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: কাব্যিক শিরোনাম, শিরোনামের সাথে মিল রেখে একটি কাব্যময় ছবি, আর সর্বোপরি কাব্যিক কথামালা দিয়ে সাজানো একটি অসাধারণ কবিতা- পড়ার সাথে সাথে মন জয় করে নিল। শেলী আমারও প্রিয় কবিদের মধ্যে অন্যতম, আর তার কবিতার যে লাইনটি আপনার মনে অনুরণিত হয়ে আপনাকে দিয়ে এ কবিতাটি লিখিয়েছে, সেটা একটি কালজয়ী উপলব্ধি এবং যুগে যুগে পাঠকদের মনে তা প্রেরণা যুগিয়ে যাবে।
"হঠাৎ দেখি
আঘাত এবং আত্মাঘাতকে জলাঞ্জলি দিয়ে
অবগাহন সেরেছে দুঃখেরা" - কি চমৎকার করেই না আপনার উপলব্ধির কথাটা এখানে বলে গেলেন!
আগামীতে কবিতার বই প্রকাশে উদ্যোগী হবেন, এ কথা জেনে প্রীত হ'লাম।
কবিতায় অষ্টাদশ ভাল লাগা + +
এবং শুভকামনা---

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

নীলপরি বলেছেন: আপনার বিশ্লেষণ পড়ে আপ্লুত হলাম । আর লাইন গুলো কোট করেছেন দেখে বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম ।

হুম । বই -য়ের কথা যখন কেউ বলেন খুব উৎসাহ পাই । দেখি কী করতে পারি । আপনার কথা শুনে ইচ্ছেটা বেড়ে গেলো ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.