নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

মন-পর্দার জলছবি

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪




গাঢ় নীলরঙা আকাশটা নেমে এসেছে স্বচ্ছ দীঘির মনভূমিতে
দুর্ণিবার অধিকারে নীলেরা বশ করছে বিন্দু বিন্দু সফেদ জলকে
এই মান্যতার খেলায়
অমান্যতার প্রতিরোধে
উঠছে আর্তচিৎকারের বুদবুদ
এক আঁজলা এই নীলভ বুদবুদ হাতে তুলে নিই
বিষের যন্ত্রণাকে অতিক্রম করে
তৃপ্তির নীল ফুল আঁকি মন-পর্দায়
যেখানে অপমানের কালো রঙ দিয়ে
লতাপাতা এঁকেছিলাম

নীরব কথার নিরেট হানায় হৃদয় চিরে বেরিয়ে এসেছিল যে
ঘন লালচে রঙ
তারই কয়েক ফোঁটা নিয়ে
আঙুলের ডগা দিয়ে ছিটিয়ে দিলাম এই ছবিটাতে

এখন ছবিটাকে পলাশবনে টাঙিয়ে দেবো ভাবছি!

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: " নীরব কথার নিরেট হানায় হৃদয় চিরে বেরিয়ে এসেছিল সে
ঘন লালচে রঙ
তারই কয়েক ফোঁটা নিয়ে
আঙ্গুলের ডগা দিয়ে ছিটিয়ে দিলাম এই ছবিতে।"
আমিও মনের রঙিন ফোটা ছিটিয়ে দিলাম কাব্যের মাধুরীতে। ++

শুভকামনা ও ভালবাসা প্রিয় আপুনিকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার এতো সুন্দর মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম ।
আপনার মনের রঙিন ফোঁটায় সেজে আমার কবিতা ধন্য হোলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: মনের ভাবনার মনোলোভা প্রকাশ.....

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

নীলপরি বলেছেন: আপনারা পড়লেন বলেই এই প্রকাশ মনোলোভা হোলো । খুব ভালো লাগলো মন্তব্য ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মন-পর্দার জলছবি ভালো হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লাগায় খুশি হয়েছি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

হাবিব বলেছেন: মন পর্দার জলছবি কি এমনই হয়? ভাবছি আপনার কবিতা নিয়ে........ চিন্তাশীল লেখা

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: জেনে অনুপ্রাণিত বোধ করছি ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: ছেয়েহ রন্দসু বখু।
খুব সুন্দর হয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম খুব ।
উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন


৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

জাহিদ অনিক বলেছেন:

কবিতাটি ভালো লাগলো কবি।
শুভেচ্ছা

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

নীলপরি বলেছেন: আপনার কথায় উৎসাহ পেলাম কবি ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

বলেছেন: গভীর ভাবের লেখা।
সুখপাঠ্যও মুগ্ধতা

নোট --
প্রিয় কবি,
যে কোন লেখায়
দাড়ি, কমা,যতিচিহ্নের ব্যবহার বাঞ্ছনীয়।

শুভ কামনা

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: আমিও এই চিহ্নের ব্যবহার করি ।তবে মাঝে মাঝে আবার করিও না । আপনার গঠনমূলক মন্তব্য ভালো লাগলো ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ভাবনায় কবিতায় ভালোলাগা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: ভাবা-ভাবি'র দরকার নাই, টাঙিয়ে দেন....

ভালো হয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নীলপরি বলেছেন: ঠিকাছে , তবে আর ভাববো নাহ । টাঙিয়ে দেবো । :)

বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত । অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন


১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

রাকু হাসান বলেছেন:


খুব আরামদায়ক কবিতা । দুইবার পড়লাম টানা । আচ্ছা তৃপ্তির নীল ফুল নাকি তৃপ্তির ফুল নীল ফুলই হবে ! ভালো লাগা কবিতা ।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

নীলপরি বলেছেন: হুম , ঠিক বলেছেন । দু'বার টাইপ হয়ে গেছিল । নিখুঁত ভাবে পড়ে শুধরে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।

আপনার মন্তব্য পড়ে সবসময়ের মতোই উৎসাহিত হলাম ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

নীল আকাশ বলেছেন: নীরব কথার নিরেট হানায় হৃদয় চিরে বেরিয়ে এসেছিল সে
ঘন লালচে রঙ
তারই কয়েক ফোঁটা নিয়ে
আঙ্গুলের ডগা দিয়ে ছিটিয়ে দিলাম এই ছবিতে।

হৃদয়ের আকুতি যেন ভালোবাসার ঘন লালচে রঙ হয়ে বেড়িয়ে এলো আর ফুটে উঠল জলজান্ত পোট্রেইটে............
আপু, আপনার কবিতা গুলি পড়লে খুব করে মনটা অন্য রকম হয়ে যায়।
শুভ সকাল আর শুভ কামনা রইল!

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০

নজসু বলেছেন:


তৃপ্তির নীল ফুল আঁকি মন-পর্দায়
যেখানে অপমানের কালো রঙ দিয়ে
লতাপাতা এঁকেছিলাম


খুব ভালো লাগলো।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নীলপরি বলেছেন: জেনে আমারও খুবই ভালো লাগলো । লাইন গুলো কোট করেছেন দেখে অনুপ্রাণিত হলাম ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় একদম হৃদয় নিংড়ানো কথা...


ভালো লিখেছেন+++

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রেরণা পেলাম । খুব ভালো লাগলো ।

উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

নজসু বলেছেন:


ব্যস্ত?

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

নীলপরি বলেছেন: ব্যস্ত তেমন নই । একটু অসুস্থ । জ্বর , কাশি ,মাথাব্যথা নিয়ে সে এক অবস্থা! ঠিকমতো নেটে আসিইনি ।

খোঁজ নিলেন দেখে ভালো লাগলো ।

আবারো ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নীলপরি বলেছেন: জেনে উৎসাহ পেলাম কবি ।


অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

নজসু বলেছেন:

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর ফুল ।
অনেক অনেক ধন্যবাদ জানবেন :)

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

নীলপরি বলেছেন: তাঁদের প্রতি অনেক শ্রদ্ধা ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০১

খায়রুল আহসান বলেছেন: মন-পর্দার জলছবি মনোমুগ্ধকর হয়েছে। মন, জল, ছবি, সবই আছে এতে।
নীল রঙ বুঝি আপনার খুব প্রিয়?
কবিতায় একাদশতম ভাল লাগা + +

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১২:১০

নীলপরি বলেছেন: হুম স্যর , নীল রঙ আমার প্রিয় । আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো । উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.