নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

গল্প না

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫




তুলে রেখেছি এক চিলতে কল্পনা
আর অল্প একটু জল্পনা
জেনো , এসবই হোলো গল্পনা!


যখন জ্যোৎস্না-নদী হাত বাড়িয়ে ডাকে
রাত-পাখী চোখ খুলে রাখে
ওরাই তখন পাশে বসে থাকে!


যখন ভিড়ের গল্পে একলা, একা
বক্রপথ তীব্রভাবে বাঁকা
ওরাই তখন ঘোরায় জীবন-চাকা!


যখন মনটা নিঃস্ব থেকে নিঃস্বতর
জীবনটা সব আঘাত করছে জড়ো
ওরাই তখন সাহস জোগায় বড়ো!


তাই যত্নে রেখেছি যতো কল্পনা
আর অল্প একটু জল্পনা
জেনো, এসব কিছুই গল্প না!

মন্তব্য ৫৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



কল্পনা, জল্পনা, আলপনা হলো ভালবাসার ব্যঞ্জনা; মোটেও তা গল্প না। +++

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে বললেন কথাটা । ভালো লাগলো ।

প্রথমেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০১

রাফা বলেছেন: হুমমম …… সত্যিই এসব তবে গল্পনা,
একে না হয় রাখো একটুখানি আল্পণা।

Good,নীলপরির মতই আলতো ছোঁয়ার কবিতা।ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৪

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩

রাকু হাসান বলেছেন:


কল্পনা,জল্পনা,স্বপ্নই হয়তো আমাদের বাঁচিয়ে রাখছে । কবিতা সহজ হয়েছে । কবিতার ভাব ও খুব পরিষ্কার । এসেই আপনার প্রথম কবিতা পড়লাম । শুভরাত্রি ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৭

নীলপরি বলেছেন: ব্লগে এসেই আমার কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো । আর কবিতা আপনার ভালো লেগেছে জেনে পরবর্তীর জন্য উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

শুভরাত্রি আপনাকেও

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি কিন্তু মন্দও না। কবিতায় ভাল লাগা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

নীলপরি বলেছেন: বেশ কিছুদিন বাদে আমার ব্লগে আসলেন । ভালো লাগলো আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৮

বলেছেন: দারুণ ভাবের প্রকাশ,


অনবদ্য প্রিয় কবি,

বেশ ভালো লাগলো।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।


নোট - তিন নাম্বার লাইনে --- এসবই হোলো গল্পনা! বুঝতে পারলাম না এটাআমার মনে হয় ব্যর্থতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: আরে নাহ । ব্যর্থতা আমার । মাঝে মাঝে আভিধানিকের বাইরে গিয়ে শব্দ লেখার চেষ্টা করি । একবার লিখেছিলাম স্বপ্নিকা! । এখানে গল্পনা বলতে গল্পের মতো বুঝিয়েছি । সরি , বোঝাতে পারিনি!:(

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি ।

আপনার গঠনমূলক মন্তব্য সবসময়ই সাহায্য করে ।

আপনাকেও শুভেচ্ছা

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি তো আসলেই কবি; কবিতাটি খুবই ভালো লেগেছে

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আপ্লুত হলাম স্যর । কবিতা আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: জীবনের গল্প, তবু এটা গল্প না..........শুভ সকাল

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার কথাটা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

আপনকেও শুভ দুপুর ছোঁয়া সকাল

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

হাবিব বলেছেন: চাঁদগাজিদার সুমন্তব্য পাওয়া ভগ্যের ব্যাপার

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

নীলপরি বলেছেন: ওনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে । উনি অনেককেই ভালো লাগলে ভালোই বলেন । এর আগেও কোনোটায় কিছু ভালো লাগলে ,তাতে উৎসাহ দিয়েছেন ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

নীলপরি বলেছেন: শুনে খুবই ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০

নূর আলম হিরণ বলেছেন: শব্দ গুলিকে খুব সুন্দর করে সাজিয়েছেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: জেনে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

নজসু বলেছেন:




কল্পনার গল্পগুলো বাস্তবতার আল্পনা।
জীবনের গল্পগুলো নয় কভু কল্পনা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

নীলপরি বলেছেন: খুব ভালো আপনার কাব্যিক মন্তব্য ।

অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগল

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি,

কল্পনার জল্পনার ,
এবার হোক অবসান ;
গল্প না হলেও কাব্য বা কথাতে।

জোসনা নদীর আহ্বান ,
রাতপাখি খুলে প্রাণ ,
একে অপরকে জড়িয়ে ধরে রাখে।
কথা ও কাব্যে মুগ্ধতা+++++

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় পরিআপুকে।




১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

নীলপরি বলেছেন: ভীষণই সুন্দর করে বললেন কথাগুলো । বিমুগ্ধ হলাম আপনার কাব্যিক মন্তব্য পড়ে ।

অনেক ধন্যবাদ জানবেন ।

আপনাকেও অনেক শুভেচ্ছা

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:

চাঁদগাজী বলেছেন:


আপনি তো আসলেই কবি; কবিতাটি খুবই ভালো লেগেছে
;)

আমিও ওনার সাথে সহমত।


শুভ কামনা রইল বন্ধু।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো বন্ধু ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অল্প অল্প গল্প না গুলো
করো কল্পনা- ভাল কি মন্দ লাগবে এ কথা মিথ্যে না।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

নীলপরি বলেছেন: বাহ । খুব ভালো বলেছেন । দারুণ লাগলো কথাগুলো ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনের জয়গান গেয়েছেন। এমন সাহসী ক'জন হতে পারে!

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম কবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এই যে ভাললাগা,কবিতায় মুগ্ধতা প্লাস
নয় কল্পনা। ভাবের আল্পনা,
জেনো, সত্যি; মোটেই গল্পনা। ;)

++++

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: এই সত্যিটা জেনে আমি আপ্লুত ও বিমুগ্ধ হলাম । আর অনেক অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: সবই হলো গল্পনা.....!! ;) গল্পনা-আলপনা-কল্পনা-জল্পনা......সব ঠিক থাকুক।

ভালো হয়েছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নীলপরি বলেছেন: আপনি কবিতা ভালো বলায় খুবই উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ....
এই পোস্টটা কিন্তু বাস্তব ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নীলপরি বলেছেন: হুম । এটা গল্প না! :)

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী আপু,
আমার প্রিয় কবি আপু কি গল্প লিখল, সেটা দেখতে এসে তো আমি অবাক!
হুম! গল্প নিয়েও কবিতা হয় কিংবা কবিতা থেকে গল্প!
দুর্দান্ত আইডিয়া! আপনার জল্পনা আর স্বপ্নিকা দুইটা শব্দই আমার পছন্দ হয়েছে....
জল্পনা = বুকের মাঝে জমিয়ে রাখা আবেগ মাখা কল্পনা...
স্বপ্নিকা = ছোট ছোট ইচ্ছের স্বপ্ন যা মনের ঘরে উড়ে বেড়ায়...

তাই যত্নে রেখেছি যতো কল্পনা
আর অল্প একটু জল্পনা
জেনো, এসব কিছুই গল্প না!

তাই কি? তারপরও যেন লাইনগুলি হৃদয়ে এঁকে যায় অনন্তর আল্পনা......
শুভ কামনা রইল!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

নীলপরি বলেছেন: আমার কবিতা পড়ে আপনি এতো সুন্দর করে বিশ্লেষণ করেছেন যে আমি আপ্লুত হলাম । অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন
উত্তর দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নীলপরি বলেছেন: শুনে খুবই উৎসাহ পেলাম । খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



দারুন হয়েছে , মনোমুগ্ধ কর
কবির গল্প আর কল্পনার কথায়
মনে পরে যায় সন্ধার সেই বিখ্যাত গান
কাগজের এই নৌকা যদি ময়ুর পংখি হয়ে যেত
জল্পনা কল্পনা গল্প না হয়ে সত্যি কথা হয়ে যেত
আমি যদি তোমাকে সামনে পেতাম
নিরুদ্দেশের নাম না জানা পথে
নীল অরন্যে হারিয়ে যেতাম।।
সুর্যমুখির সোনার রঙ্গে রঙ্গে
কোন মালঞ্চে হারিয়ে যেতাম।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে খুবই ভালো লাগলো স্যর । আপনার অনন্য ভাষার মন্তব্যে বিমুগ্ধ হলাম । সেই সাথে গানটাও শুনলাম । খুব ভালো লাগলো । আগে শোনা ছিল না । শোনানোর জন্য কৃতজ্ঞতা জানবেন ।

বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:




এক চিলতে কল্পনা যেন জীবনের অনুপ্রেরণা ! অন্যরকম লেখা । ভাল লেগেছে ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২

নীলপরি বলেছেন: আর কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমি অনুপ্রাণিত হলাম কবি ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জল্পনা আর কল্পনার গল্প(না) ভালো লাগল। জীবনে আঘাত কমবেশি সবারই আসে। তখন জল্পনা আর কল্পনার সাহায্য নিয়েই জীবন চালিয়ে যেতে হয়। কবিতা খুব সুন্দর হয়েছে। প্লাস।

তৃতীয় লাইনে "গল্পনা" কি "গল্প না" হবে?

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০০

নীলপরি বলেছেন: একেবারেই ঠিক বলেছেন । একমত আপনার সাথে ।

নাহ গল্পনা । প্রথমে গল্পনা বলতে গল্পই বোঝাতে চেয়েছি । সময় পেলে ৫নং প্রতিউত্তরটা দেখতে পারেন ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লাগলো

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম খুব ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

শহীদুল সোহাগ বলেছেন: আমার পাতায় আমন্ত্রন রইলো

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

জাহিদ অনিক বলেছেন:

বাহ চমৎকার না- গল্প; কবিতা
শুভেচ্ছা রইলো কবি

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।

শুভেচ্ছা নিয়েছি আর আপনাকেও শুভেচ্ছা কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.