নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ও\'র শার্টের পকেটে একটা আস্ত আকাশ জমা আছে

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭


ছবি - গুগুল


গন্তব্য খুঁজতে খুঁজতে
গন্তব্যহীন পথে হাঁটার আগে
ছেলেটা কি জানতো ?
ও'র শার্টের পকেটে একটা আস্ত আকাশ জমা আছে!


জনারণ্যের হাহাকারে মিশে যাওয়ার আগে
ছেলেটা কি জানতো ?
কারো চোখের মায়া-কাজলে
আকাশের ছায়া লেপ্টে যেতে পারতো!


দীর্ঘ দুর্গম পথকে ছোটো করবে বলে
শহরের বুকে চৌচির হয়ে লুটিয়ে পড়ার আগে
ছেলেটা কি জানতো ?
চাল ছেঁড়া ঝুপড়িতে এক গর্ভধারিনী
শার্টের ছেঁড়া পকেট সেলাই করছে!


ছেলেটা কি জানতো ?
ও'র শার্টের পকেটে একটা আস্ত আকাশ জমা ছিল!


একটা আকাশ -- এক পৃথিবীর ছাউনি!

মন্তব্য ৬৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪

হাবিব বলেছেন: উপস্থিত.......

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: কবিতার পোষ্টে আপনার প্রথমেই আপনার উপস্থিতি দেখে উৎসাহ পেলাম ।খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

হাবিব বলেছেন:




আমার কাছে একটা পকেট যেথায় আছে আকাশ ভরা,
যে আকাশে বসায় মেলা নিত্য নতুন নীলপরিরা!
যে আকাশে রৌদ্র জ্বলে নীলপরিদের দেখা পেলে,
যে আকাশে হেসে বেড়ায় নীলপরিরা পাখা মেলে!

তোমার চোখে মায়া কাজল কালো মেঘকে হার মানালো,
তোমার মুখের মিষ্টি হাসি আমার বুকে প্রেম জাগালো!

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: এতো তাড়াতাড়ি খুব সুন্দর লিখেছেন তো । হঠাৎ এমন লেখা তারিফ যোগ্য কাজ । ভালো লাগলো আপনার কবিতাটা ।

আবারো এসে এই সুন্দর কাব্যিক মন্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন :)

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: Nice :)

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: জেনে ভীষণই খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

মিজানুর-রহমান বলেছেন: ভালো লাগলো।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
ছেলেটা কি জানতো ?
চাল ছেঁড়া ঝুপড়িতে এক গর্ভধারিনী
শার্টের ছেঁড়া পকেট সেলাই করছে!
ছেলেটা কি জানতো ?
ও'র শার্টের পকেটে একটা আস্ত আকাশ জমা ছিল!

হৃদয় ছুয়ে যায় লাইনগুলি....
চমৎকার লেগেছে, আপু।
শুভ কামনা রইল!

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: লাইন গুলো কোট করেছেন দেখে খুব ভালো লাগলো । কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

শুভসকাল

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো কবিতা হয়েছে, " একটা আকাশ-- এক পৃথিবী ছাউনী ! " কবিতায় মুগ্ধতা ++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় আপুকে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে ,সেইসাথে লাইনটা কোট করেছেন দেখে খুবই ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

ধন্যবাদ
আর আপনিও অনেক শুভকামনা জানবে

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন:
নীলপরি,

সুন্দর ।++

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

নীলপরি বলেছেন: কবিতায় আপনার কাছ থেকে প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতার শিরোনামটা মুগ্ধ করে দিয়েছে। +++

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

নীলপরি বলেছেন: এটাই কবিতার থিম ছিল । তাই শিরোনামও এটাই দিয়েছি । সেটা আপনার ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম ।

সেইসাথে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ লাগলো কবিতা
শার্টের পকেটে আকাশ সমান জামা তো সবার থাকে না, কারও কারও তো জামায় পকেট থাকে না।
তার আকাশ কোথায় থাকে ?

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

নীলপরি বলেছেন: আসলে আকাশ তো থাকে মনে । সবার ।কেউ টের পায় ! কেউ টের পায় না!

কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ আনন্দ পেলাম কবি ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

নজসু বলেছেন:



অদ্ভুত সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভীষণ খুশি হলাম ও উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর অনুভূতিময় কাব্য।

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: জেনে খুব ভালো লাগলো আমার ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

বলেছেন:
অসাধারণ

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: শুনে ভীষণ খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭

ফয়সাল রকি বলেছেন: আস্ত একটা আকাশ!
ব্যাপারটা মন্দ নয়!
সুন্দর কবিতা। +++

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

নীলপরি বলেছেন: বেশ কিছুদিন বাদে আসলেন আমার ব্লগে । খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

কেমন আছেন ?

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬

ফয়সাল রকি বলেছেন: আসলে নিয়মিত লগিন করা হয় না ব্যস্ততার কারণে।
নিয়মিত হবার চেষ্টা প্রায় সাড়ে নয় বছর ধরেই করে যাচ্ছি।
ভাল থাকবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

নীলপরি বলেছেন: আমিও খুব যে সময় দিতে পারি তাও বলা যায় নাহ । চেষ্টা করি আমিও । :)

আপনিও ভালো থাকবেন ।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

কাওসার চৌধুরী বলেছেন:



"ছেলেটা কি জানতো,
ওর শার্টের পকেটে একটা আস্ত আকাশ জমা ছিল।"

দারুন প্রকাশ, কবিতায় ভাল লাগা রইলো দিদি। ভাল থাকবেন। +++

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে প্লাস পেয়ে ভীষণই ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

সনেট কবি বলেছেন: আকাশটা মনে হয় খুব ছোট ছিল!

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

নীলপরি বলেছেন: বেশ বলেছেন । :)

কবিতায় আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

তারেক ফাহিম বলেছেন: আস্ত একটি কবিতা।
এক আকাশ ভালোলাগা ;)

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

নীলপরি বলেছেন: জেনে খুবই খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

বলেছেন: সময়ের বেড়াজালে জীবন গেঁথে--
সারারাত জোছনার ভাঁজে শরীরে মেখে
নিক্ষিপ্ত তারাদের খসে পড়া শেষে --
ছেলেটা কি জানতো!!
ওর বুক পকেটে আস্ত একটা আকাশ আছে ---


বুক জুড়ে ঘোলা জলের কলকল্লোল সুরে
গতির বেগে নিরবধি ছুটে বাষ্পীভূত হয়ে
ঘুণাক্ষরেও কি ছেলাটা জানতো!!!
ওর বুক পকেটে আস্ত একটা সমুদ্র আছে!!

অচল পয়সার মতো খাপছাড়া উন্মাতাল হয়ে
ঝড়ে পড়া গোলাপের পাঁপড়ির শোকগাঁথায়
অবিশ্বস্ততায় নাভিশ্বাস ছেড়ে ---
ধবংস স্তুপে পরিণত হওয়ার আগে
ছেলেটা কি জানতো --
ওর বুক পকেটে এক বিষাদবৃক্ষ হেলে আছে!!


"""ব্যর্থ চেষ্টা ""

আবারো এসে কয়েকবার পড়ে গেলাম ---

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

নীলপরি বলেছেন: আপনার এই কবিতাটা খুবই ভালো হয়েছে আর এটা একটা সফল প্রয়াস । অসাধারণ যাকে বলে ।

আপনি আমার কবিতা বেশ কয়েকবার পড়েছেন শুনে আপ্লুত হলাম । আবারো এসে এইরকম সুন্দর মন্তব্য করে আমায় অনুপ্রাণিত করলেন ।

আবারো অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন


২০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: আপনার লেখার একটু পরিবর্তন পেলাম। ভালো লেগেছে।
+।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: হুম , একটু অন্যরকম চেষ্টা করেছি । :)

বরাবরের মতোই উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

গেম চেঞ্জার বলেছেন: কবিতা পড়তে ভাল লাগছিল। :)

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

নীলপরি বলেছেন: আর আপনি ব্লগে এসে আমার কবিতা পড়েছেন দেখে আমারও খুবই ভালো লাগলো ।

এবারে আমরাও আপনার লেখা পড়তে চাই । সময় সুযোগ মতো পোষ্ট দেবেন । আশা রাখলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন :)

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্লাস প্লাস প্লাস বিপুল প্লাস+++++.....


কবিতা অসাধারণ হয়েছে।

ছেলেটার পকেটে আস্ত আকাশ জমা আছে।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

নীলপরি বলেছেন: এতো এতো প্লাস পেয়ে আমি আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি,




মাথার উপরে দরমার পড়ো পড়ো ছাউনি নিয়ে এক ঝুপড়ির যুবক কি করে জানবে, তার বুকের পকেটে একটি নতুন নোটের মতো সযত্নে ভাজ করে রাখা একটা আকাশ, বিশালতা নিয়ে চুপ করে আছে ! জন্ম থেকে বেড়ে ওঠা হাহাকার নিয়ে এই জনারণ্যে তাকে যে ছেঁড়া পকেট নিয়েই বেঁচে থাকতে হয়! কারো কাজল চোখ দেখার সময় কই তার!

সুন্দর কবিতা। আকাশের ছাউনির নীচে পৃথিবী নামের এক জেলখানায় বন্দি মানুষের বাস্তবতার কবিতা।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: সমাজের এই ছবিটা এতো সুন্দর করে কয়েক লাইনের মন্তব্যে ফুটিয়ে তুলেছেন যে বার বার পড়লাম ।

আর কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভাবে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সেই আকাশে স্বপ্ন আছে,
আশা আছে,

বাস্তবতার নিষ্ঠুরতা পেরিয়ে
মন ভাঙ্গার কষ্ট
দু:খ ব্যাথার কালো মেঘ পেরিয়ে

সেই আকাশে একলা একা
যুবক খোঁজে স্বপ্ন অসীম
আপন মনের রঙ মাধুরীর
রংধেনুতে সূখ পরম :)

+++

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি । আপনার কাব্যিক মন্তব্য আমায় বিমুগ্ধ করলো ।

প্লাস পেয়ে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

চিত্রাভ বলেছেন: শুভেচ্ছা নিন । আরও লিখুন ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভকামনা

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি সুন্দর আবেগ , অনুভূতি আর অভিব্যক্তি!!
মন জুড়িয়ে যায়।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: শুনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

রাকু হাসান বলেছেন:

চমৎকার কবিতাটি আগেই পড়েছি ,আজ মন্তব্য করলাম । দারুণ কবিতা । শেষ স্তবকটি আমার বেশি ভালো লাগছে । সবচেয়ে ভালো লাগছে ও'র শার্টের......লাইটি খুব কাব্যিক অনুভূতি দিয়েছে আমায় ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্যের শেষ লাইনটা আমায় আপ্লুত করলো এবং পুরো মন্তব্যটা পড়ে অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভাবে ফুঁটিয়ে তুলছেন সমাজের করুন দৃশ্যপটকে। অনেক শুভকামনা।

১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

নীলপরি বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম । আপনার কবিতা ভালো লেগেছে খুবই ভালো লাগলো ।


অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

আখেনাটেন বলেছেন: আবেগটুকু পরিপূর্ণভাবে ফুটে উঠেছে পঙক্তির পরতে পরতে।

চমৎকার।

১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে । উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি তো পুরোটাই একটা আকাশ, একটা পৃথিবী

সব কিছু

পুরো সৌরোজগৎ ।

কবিতা আহা । ++++

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬

নীলপরি বলেছেন: আমি তো পুরোটাই একটা আকাশ, একটা পৃথিবী
--

বাহ । খুব ভালো বলেছেন কথাটা ।

কবিতা আপনার ভালো লাগায় খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কাব্য কথায় কবিতার প্রতিটি স্টেপ, বড়ই ভাবনার জটলা প্রতিটি লাইন জুড়ে।

ভালো লাগলো বিরহ কাতর বেকারত্ব বয়ে বেড়ানো যুবকের আত্ম-ছবি আঁকা কবিতার কথামালা।

শুভকামনা জানবেন

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

নীলপরি বলেছেন: আপনার এতো সুন্দর বিশ্লেষণ পড়ে খুবই উৎসাহ পেলাম । ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা আকাশ- এক পৃথিবীর ছাউনি!" ভালো লিখেছেন।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

পড়ার জন্য অনেক ধন্যবাদ আর শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.